২১ শে ফেব্রুয়ারী শুভেচ্ছা

২১ শে ফেব্রুয়ারী শুভেচ্ছা, মেসেজ, ফেসবুক স্ট্যাটাস, কবিতা এবং পিকচার

আপনারা যারা ২১ শে ফেব্রুয়ারী নিয়ে কিছু কথা, কবিতা, মেসেজ, ফেসবুক স্ট্যাটাস এবং ভালো ভালো  পিকচার পেতে চান তাদের জন্য আজকের এই পোস্ট টি। আমাদের এই আজকের পোস্টের মাধ্যমে আপনি ২১ শে ফেব্রুয়ারী নিয়ে কিছু কথা জানতে পারবেন এবং এখান থেকে ভালো ভালো কবিতা, মেসেজ, ফেসবুক স্ট্যাটাস এবং পিকচার পেয়ে যাবেন। তাই সম্পূর্ণ পোস্ট টি পড়ুন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

তো চলুন জেনে নেই সেই ইতিহাসময় দিনটির কথা। যার জন্য আমাদের এই ফেব্রুয়ারী মাসের আয়োজন। যাদের জন্য এই দিনে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই এবং রাস্তায় মিছিল বের করি। বাংলাদেশী হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য আমাদের ভাষা শহীদের কে শ্রদ্ধা করা।

২১ শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা

আপনাদেরকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১ শে ফেব্রুয়ারীর প্রাণঢালা শুভেচ্ছা জানাই। আপনারা এই পোস্টের মাধ্যমে ২১ শে ফেব্রুয়ারী দিবসের কবিতা, মেসেজ, ফেসবুক স্ট্যাটাস এবং পিকচার সংগ্রহ করতে পারবেন। তাই আপনি চাইলে আমাদের দেওয়া ২১ শে ফেব্রুয়ারীর কবিতা, মেসেজ, ফেসবুক স্ট্যাটাস এবং পিকচার কপি করে আপনার প্রিয়জনদের কাছে ২১ শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা জানিয়ে দিন। তাই আর দেরি না করে আমাদের এই পোস্ট থকে ২১ শে ফেব্রুয়ারীর আপনার পছন্দের কবিতা, মেসেজ, ফেসবুক স্ট্যাটাস এবং পিকচার টি সংগ্রহ করে আপনার প্রিয় জনের কাছে শুভেচ্ছ জানিয়ে দিন।

২১ শে ফেব্রুয়ারী নিয়ে কিছু কথা

প্রথমে আমরা জেনে নেই এই আজকের এই দিনের কথা অর্থাৎ ২১ শে ফেব্রুয়ারির কথা। আমাদের এই ২১ শে ফেব্রুয়ারীর কথা জানতে হলে জানতে হবে আমাদের পূর্বের ইতিহাসের কথা। আমারা ২১ শে ফেব্রুয়ারী পালন করি মূলত ভাষা শহিদের জন্য। এই দিনে আমাদের অনেক বাঙ্গালিরা ভাষার জন্য শহিদ হয়েছিলেন। তারা ভাষা আন্দোলনের দাবিতে রাস্তায় মিছিল বের করে এবং সেদিন পুলিশের গুলিতে অনেকে শহিদ হয়। তাই আমারা প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারী ভাষা শহিদের শ্রদ্ধা জানানোর জন্য শহিদ মিনারা ফুল দিয়ে থাকি। রাস্তায় মিছিল বেরকরি। এই দিনটিকে কেন্দ্রকরে রয়েছে অনেক ইতিহাস এবং এই ইতিহাসের মধ্যে দিয়ে পেয়েছি আমাদের এই মাতৃভাষা বাংলা।

২১ শে ফেব্রুয়ারী নিয়ে কবিতা

আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনেক কবিতা রয়েছে। আপনারা যারা কবিতা পরতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে ২১ শে ফেব্রুয়ারী সম্পর্কে ভালো ভালো কিছু কবিতা। তাই আপনার পছন্দের কবিতা টি এখানে থেকে পড়ুন এবং ২১ শে ফেব্রুয়ারীর কবিতাটি সংগ্রহ করে আপনার প্রিয়জনকে ২১ শে ফেব্রুয়ারির শুভেচ্ছা জানিয়ে দিন

যুগ যুগ ধরে ভাষা শহীদরা রয়ে যাবে বাঙালির মনে
তাই এই দিনটিতে সবাইকে জানাই একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা
যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের সব সময় মনে রাখতে হবে
তাদের জন্য একদিন নয় তাদের জন্য পুরো বছর রাখা উচিত।””

বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহীদের দল,
জীবন দিয়ে এনে দিলো বাংলা ভাষার ফল,
তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি,
সেই সোনার ছেলেদের ত্যাগের কথা কেমন করে ভুলি

রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান__________________

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি;
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি;
আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে
ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি

আগুন ঝরা ফাগুন দিনে
মাতৃভাষা আনলো কিনে
প্রাণের বিনিময়ে,
রক্তস্রোত যায় যে বয়ে
রয় ইতিহাস সাক্ষী হয়ে
অপার এক বিস্ময়ে_____________________________

আমাদের অন্তর্গত হৃদয়ের বাণী,
ছড়ায় সগ্র বিশ্বে – গানে গানে, কবিতা কথায়।
সুদূর টরেন্টো হয়ে, চেরিদের বনে,
পৌছে যায় বাংলার প্রতিবাদী সুর।
ঝংকারে মথিত হয়, লাল রং ক্যাঙ্গারুর ভূমি।
মাতৃভাষা স্মৃতিসৌধ, মাথা তোলে দেশে দেশে,
মায়ের ভাষার দাবী প্রতিষ্ঠিত করে।

দীর্ঘ সংগ্রামে অর্জিত তুমি ২১ শে ফেব্রুয়ারী
একুশ এর রক্তেলেখা – আন্তর্জাতিক মাতৃভাষা।
একুশ একুশ বলে আবার বাংলারই প্রান্তরে,
রক্তাক্ত গোলাপ রক্তে রাঙানো তাঁর মুখ।
এই রক্ত বিলাসী গোলাপটি কাহার তরে –
একুশ এর রক্তেলেখা বুকে এঁকে করেছি পণ।
ভুলবো না তোমায় কভু অসুখ দুঃখক্ষণ,
সালাম – বরকত – রফিক – জব্বর।
আরো হাজার শত ভাইয়ের রক্তে ভেজা,
২১শে ফেব্রুয়ারী________________

২১ শে ফেব্রুয়ারির মেসেজ

আপনারা যারা ২১ শে ফেব্রুয়ারি দিবসে ২১ শে ফেব্রুয়ারির মেসেজ পাঠাতে চান তাদের জন্য আজকের এই পোস্টে  রয়েছে ভালো কিছু মেসেজ। আপনারা চাইলে সেগুলো কপি করে আপনার প্রিয়জনদের কাছে পাঠিয়ে দিন এবং ২১ শে ফেব্রুয়ারির শুভেচ্ছা জানিয়ে দিন।

“”রক্তে কেনা বাংলা আমার লক্ষ শহীদের দান,
তবুও কেনো বন্ধু তোমার বিদেশের প্রতি টান ?
সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে ,
বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে।””

“”ফাল্গুণ মানে বর্ণ মালার খেলা,
ফাল্গুণ মানে হাজার ফুলের মেলা,
ফাল্গুণ মানে ফুটন্ত লাল গোলাপ,
ফাল্গুণ মানে স্বাধীনতার আলাপ,
ফাল্গুণ মানে ভাষার মেলা
আমার তোমার সবার।
সবাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।””

“”যদি এই ভাষাটা না থাকতো
তবে এত কাব্য এত কবিতা কে লেখত।
যদি এই ভাষাটা না থাকতো
তবে ভালোবাসি এই মিষ্টি কথাটা কে বলত।
যদি এই ভাষাটা না থাকতো
তবে মাকে এত মধুর সুরে কে ডাকত।
সব্বাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।””

“”মোদের গর্ব মোদের আশা আ মরি বাংলা ভাষা।
রক্তে কেনা বাংলা আমার লক্ষ শহীদের দান,
তবুও কেনো বন্ধু তোমার বিদেশের প্রতি টান ?
সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে ,
বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে।””

“”রক্তে কেনা বাংলা আমার লক্ষ শহীদের দান,
তবুও কেনো বন্ধু তোমার বিদেশের প্রতি টান ?
সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে ,
বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে””

“”বাংলায় কথা বলি, বাংলাকে সমৃদ্ধ করি।
যে ভাষার ভালোবাসায় বুকের তাজা রক্তের দাগ লেগে আছে।
সেই ভাষাকে সম্মান করি। বাংলা ভাষা তা হোক আঞ্চলিক বা প্রমিত।
বাঙালির পরিচয় বাংলায়। বাঙালির অহংকার বাংলা।
সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।””

“‘কোন ভাষা যেন এই পৃথিবী থেকে হারিয়ে না যায়।
প্রত্যেকে যেন তাঁর মাতৃভাষায় নিজের মতামত প্রকাশ করতে পারে এই কামন করি।
সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।”‘

“”আমার ভাষা, আমার মায়ের ভাষা, গর্বিত এই ভাষায় কথা বলতে পেরে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে।””

২১ শে ফেব্রুয়ারির ফেসবুক স্ট্যাটাস

আমারা অনেকেই ২১ শে ফেব্রুয়ারী দিবসের ফেসবুক স্ট্যাটাস খুঁজে থাকি। তাই তাদের জন্য রয়েছে ২১ শে ফেব্রুয়ারী দিবসের ভালো ভালো ফেসবুক স্ট্যাটাস। আপনার পছন্দ মতো ফেসবুক স্ট্যাটাস টি সংগ্রহ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েদিন।

“”যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের সব সময় মনে রাখতে হবে
তাদের জন্য একদিন নয় তাদের জন্য পুরো বছর রাখা উচিত।””

“”রফিক, সালাম, বরকত, আরও হাজার বীর সন্তান, করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান। যাদের রক্তে রাঙানো একুশে ওরা যে অম্লান, ধন্য আমার মাতৃভাষা ধন্য তাঁদের প্রান।””

“”বেঁচে থাকুক ভাষা শহীদরা সকল বাঙ্গালীর মনে।যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা আমরা তাদের কখনো ভুলবো না।
সবাইকে একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা।””

“‘যখন প্রান খুলে কথা বলি মায়ের ভাষায়,
গরভে বুকটা ভরে উঠে তাদের জন্য
যারা জীবন দিয়েছে ভাষার তরে।””

“”ফাল্গুণ মানে বর্ণ মালার খেলা,
ফাল্গুণ মানে হাজার ফুলের মেলা,
ফাল্গুণ মানে ভাষার মেলা””

“কোন ভাষা যেন এই পৃথিবী থেকে হারিয়ে না যায়।
প্রত্যেকে যেন তাঁর মাতৃভাষায় নিজের মতামত প্রকাশ করতে পারে এই কামন করি।””

“”বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহীদের দল,
জীবন দিয়ে এনে দিলো বাংলা ভাষার ফল””

২১ শে ফেব্রুয়ারির পিকচার

আপনাদের জন্য এখানে ২১ শে ফেব্রুয়ারির জন্য ভালো কিছু পিকচারের কালেকশন রয়েছে। তো আপনারা যারা ফেসবুকে ২১ শে ফেব্রুয়ারির পিকচার শেয়ার করতে চান বা আপনাদের প্রিয়জনের কাছে পিকচারের মাধ্যমে ২১ শে ফেব্রুয়ারির শুভেচ্ছা জানাতে চান তারা আমাদের দেওয়া পিকচার গুলো সংগ্রহ করে ব্যবহার করতে পারেন।

শেষ কথা

আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আজকের এই পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। এই রকম আরও পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। পোস্ট টি ভালোলেগে থাকলে আপনাদের বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করবেন। আপনি চাইলে আমাদের ওয়েবসাইট টি ঘুরে দেখে আসতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।

আরও দেখুনঃ

২১ শে ফেব্রুয়ারীর ভাষণ, বক্তব্য ও কিছু কথা

Similar Posts