বাবা দিবস কবে
|

বাবা দিবস কবে ২০২৩। বিশ্ব বাবা দিবস কবে পালন করা হয়?

আমরা যেমন বাবাকে ভালোবাসি, তেমনি পৃথিবীর সকল সন্তানেরা তাদের বাবাকে ভালোবাসে। বাবা হচ্ছে পরিবারের প্রধান। তার উপরেই সকল দায়িত্ব থাকে। বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করার মতো নয়। বাংলাদেশে বছরে ১ দিন বাবা দিবস পালন করা হয়। শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের মানুষ বাবা দিবস পালন করে থাকে। অনেকে বাবা দিবসে বাবাকে শুভেচ্ছা জানাতে চান, কিন্তু কবে এই দিবস তা জানেন না। বাবা দিবস কবে তা এই পোস্টে শেয়ার করা হয়েছে।  

বিশ্ব বাবা দিবস কবে পালন করা হয় তা এই পোস্ট থেকেই জানতে পারবেন। আসলে এই দিন টি প্রথমে বাংলাদেশে পালন করা হয় নি। আবার পৃথিবীর সকল দেশ বাবা দিবস উযদাপন করেনি। এই বাবা দিবস ১৯০৮ সাল থেকে পালন করা হয়। তখন শুধুমাত্র আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার পালন করা হতো। এর পর এর সম্পূর্ণ রাজ্য এই দিবস পালন করা হয়।  

বাবা দিবস কবে 

ধীরে ধীরে সমগ্র প্রথিবি জুড়ে বাবা দিবস পালনের সংস্কৃতি বেড়েই চলেছে। এই দিন টি প্রতি বছর সারা বিশ্ব জুড়ে পালন করা হচ্ছে। যার কারণে এই দিবস কে বিশ্ব বাবা দিবস বলা হয়েছে। সারা বিশ্ব একই সাথে নি নিজে দেশে বিভিন্ন ভাবে এই দিন টি উদযাপন করে থাকে। বাবা দিবস বছরে মাত্র এক বার উদযাপন করা হয়। তবে এর কোনো নির্ধারিত তারিখ নেই। তবে এই দিন সাধারণত প্রতি জুন মাসে পালন করা হয়ে থাকে। 

২০২৩ সালে জুন মাসের ১৮ তারিখে বাবা দিবস পালন করা হবে। ২০২২ সালের ১৯ শে জুন এই দিবস পালন করা হয়েছে। সেই হিসেবে দেখা যাচ্ছে প্রতি বছর ১ বা ২ দিন করে বাবা দিবস পালনের দিন এগিয়ে আসছে। ২০২৪ সালেও জুন মাসে বাবা দিবস পালন করা হবে। তবে তারিখ টি আরও এগিয়ে আসবে। বছরের হিসাব অনুযায়ী ১৬ই জুন, ২০২৪ বাবা দিবস পালিত হবে।  

বাবা দিবস কবে ২০২৩ 

আমরা সবাই বাবাকে ভালোবাসি, যার কারণে অনেকে এই দিনে বাবা কে খুশি করার চেষ্টা করি। বাবা দিবসে বাবাকে শুভেচ্ছা জানালে বা তাকে কিছু উপহার দিলে হয়তো মনেক খুশি হবেন। তাই ২০২৩ সালে কবে বাবা দিবস পালন করা হবে তা জানা অনেক জরুরি। বাবা দিবস কবে ২০২৩ তা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। প্রতি বছর ভিন ভিন্ন দিনে এই দিবস পালন করা হয়। আমরা জাতীয় ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশের ও সারা বিশ্বের বাবা দিবসের সঠিক তারিখে জানতে পেরেছি। সেই অনুযায়ী জুন মাসের ১৮ তারিখে পালন করা হবে ২০২৩ সালের বাবা দিবস । বিশ্ব বাবা দিবস এই দিনেই অনুষ্ঠিত হবে।

বিশ্ব বাবা দিবস কবে

বাংলাদেশের মতো অন্যান্য দেশেও বাবা দিবস পালন করা হয়। এর কোনো নির্ধারিত তারিখ দেওয়া নেই। যেকোনো বছরের জুন মাসের ৩য় সপ্তাহের রবিবারে এই দিবস পালিত হয়ে থাকে। ২০২৩ সালে বিশ্ব বাবা দিবস পাওন করা হবে জুন মাসের ১৮ তারিখে। পরবর্তিতে অর্থাৎ ২০২৩ সালের বিশ্ব বাবা দিবস হবে ১৬ই জুন। এভাবে এক থেকে ২ দিন করে এই দিন টি এগিয়ে আসবে। 

বাবা দিবস এর ইতিহাস 

নতুন নতুন বছরে নতুন ভাবে আমাদের মাঝে বাবা দিবস চলে আসে। পৃথিবীর সকল সন্তানেরা তাদের বাবা কে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে এই দিনে অনেক কিছুর আয়োজন করে। তাদের সাথে এই মুহূর্ত টি আনন্দের মাধ্যমে উদযাপন করে। বাবা দিবস পালনের প্রথম প্রচলেন ঘটে আমেরিকায় ১৯০৮ সালের ৫ই জুলাই। এরপর এই দিবস টি সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে যায়। বিশ্বের বিভিন্ন দেশে বাবা দিবসে ছুটির ঘোষণা দেওয়া হয়। বিশ্বের বেশিরভাগ দেশে জুন মাসের তৃতীয় রবিবার পিতৃ দিবস হিসেবে পালিত হয়। 

প্রথমে মা দিবসে যেভাবে পালন করা হতো, বাবা দিবসের প্রতি তেমন কোনো আগ্রহ ছিলোনা কারও। কিন্তু দিনের পরিবর্তনে সবাই আজকে মা দিবসের মতো বাবা দিবসকে বিশেষে ভাবে পালন করতেছে। বাবা দিবসে বাবা সবাই সম্মান জানাচ্ছে। সনোরা স্মার্ট ডড নামের ওয়াশিংটনের এক ভদ্রমহিলার মাথাতে পিতৃ দিবসের আইডিয়া আসে। তার মনে হয়েছিলো, মা দিবসের মতো বাবা দিবসেও বাবা কে নিয়ে কিছু করার। ডড আবার তার বাবাকে খুব ভালবাসতেন। তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগেই পরের বছর, অর্থ্যাৎ ১৯শে জুন, ১৯১০ সালের থেকে বাবা দিবস পালন করা শুরু করেন। 

এর পর থেকে সম্পূর্ণ বিশ্বের মানুষ বাবা দিবস পালনে আগ্রহে দেখায়। বাবা দিবসের মাধ্যমে সন্তানদের সামনে সুযোগ আসে বাবাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানানোর। তাছাড়া অনেক সন্তানই আছে, যারা পিতা-মাতার দেখাশোনার প্রতি খুব একটা মনোযোগী নয়। এই সিবস পাওনের মাধ্যমে সকলেই বাবাকে ভালবাসতে শুরু করে। 

বাবা দিবস নিয়ে কিছু কথা 

বাবা দিবসে শুধু সন্তানেরা বাবার জন্য সব কিছু করবে, এমন নয়। পৃথিবীর অনেক দেশে বাবা দিবসে বাবারাই তাদের ছেলে-মেয়েদের জন্য কিছু করার চেষ্টা করে। তাদের দেশের সংস্কৃতি যেরকম, তারা নিজেরা ঠিক সেভাবে এই দিবস পালন করে থাকে। মেক্সিকোয় বাবা দিবস বা ডিয়া ডেল পেড্রো উদযাপিত হয় জুন মাসের তৃতীয় রবিবার। এদিন মেক্সিকো সিটিতে তের মাইল লম্বা একটি দৌড় প্রতিযোগিতা হয়। এই অনুষ্ঠানকে ক্যানেরা ডিয়া ডেল পেড্রো বলে। বাবাদের সাথে ছেলেরাও এখানেই অংশ নেয়। 

আবার জার্মানিতে সন্তানদের সঙ্গে সময় কাটানোর বদলে বাবারা বরং একেকটি গ্রুপ হয়ে হাইকিং করতে যান। নেপালে সন্তানরা এই দিনে তাদের পিতামাতাকে মিষ্টি কিনে দেন। কখনো কখনো সন্তানরা তাদের বাবার কাছ থেকে আশীর্বাদ নেন। ফ্রান্সের প্রথা হলো এটা যে, বাবা জীবিত থাকলে তাকে লাল গোলাপ দেয়া হবে। কিন্তু বাবা যদি মারা গিয়ে থাকেন, তাহলে তার সমাধিতে সাদা গোলাপ রেখে আসা। এভাবে বিভিন্ন দেশে এক এক রকম ভাবে বাবা দিবস পালন করা হয়। 

শেষ কথা 

বাবা দিবসে যে শুধু ছেলে-মেয়েদের দায়িত্ব থাকে সেটা নয়। আপনারা যারা বাবা আছেন, তাড়াও সন্তানদের জন্য নতুন কিছু করর চেষ্টা করবেন। এই দিনে সকল বাবাদের সন্তানদের প্রতি অনেক দায়িত্ব থাকে। সর্বপরি সবাই মিলে সুন্দর ভাবে বাবা দিবস পালন করবেন। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে বাবা দিবস কবে ২০২৩। বিশ্ব বাবা দিবস কবে পালন করা হয়? তা জানতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *