বাজরিগার পাখির দাম কত

বাজরিগার পাখির দাম কত ২০২৩

বাংলাদেশে অনেক মানুষ পাখি পালন করে থাকে। কেউ বাসা বাড়িতে ১টা থেকে ২টা বাজরিগার পাখি পালন করে। আবার কিছু মানুষ খামার করার জন্য অনেক গুলো বাজরিগার পাখি কিনে থাকে। এই বাজরিগার পাখি দেখতে অনেক সুন্দর হয়। এবং অল্প কিছু দিনের মধ্যেই তারা ডিম দেওয়া শুরু করে দেয়। বর্তমান সময়ে এই বাজরিগার পাখির ব্যবসা করে অনেকই সহজেই আয় করতেছে। আজকে আপনাদের কে বাজরিগার পাখির সম্পর্কে বিভিন্ন তথ্য জানাবো। আরো জানাবো বাজরিগার পাখির দাম কত ২০২৩? সঠিক তথ্য জানতে হলে আমাদের পোষ্ট পড়তে থাকুন।

বর্তমান সময়ে বাজরিগার পাখি পালন করার চাহিদা বেড়ে গেছে। অনেকেই আছে তারা বাজরিগার পাখির ব্যবসা করে থাকে। এই বাজরিগার পাখি পালনে লাভবান অনেক বেশি হওয়া যায়। কারণ এই পাখি প্রতিবার যখন ডিম পারে ৭ থেকে ৮ টা করে ডিম দিয়ে থাকে। তারা ১ দিন পর পর ডিম দেয় । তারপর তারা নিজেরাই তাপ দিয়ে বাচ্চা ফুটায়। এমনকি এই পাখিটি আকরে অনেক ছোট, এবং দেখেতে অনেক সুন্দর হয়। এই কারনে দিন দিন বাজরিগার পাখির পালনের চাহিদা বেড়েেই চলেছে। নিচে  আপনাদেরকে বাজরিগার পাখি কিভাবে পালন করবেন এবং কিভাবে খামার করলে বেশি লাভবান হবেন, ও কি কি খাবার খাওয়াতে হবে সেগুলো তথ্য আপনাদেরকে জানাবো।

বাজরিগার পাখির দাম

অনেকেই আছে বাজরিগার পাখি পালন করতে চায়। আপনি চাইলে এই বাজরিগার পাখির খামার করতে পারবেন। অনেক মানুষ এখন এই বাজরিগার পাখির খামার করে অনেক লাভবান হয়েছে। বর্তমানে আপনারা বাজরিগার পাখি পালনের জন্য দাম খুঁজে থাকেন। বাজরিগার পাখি বিভিন্ন জাতের হয়। আজকে আপনাদেরকে বিভিন্ন বাজরিগার পাখির দাম সম্পর্কে জানাবো। এবং বাজরিগার পাখির খামার করার পদ্বতি জানাবো। আমার এই লেখা ফলো করলে আপনি অল্প সময়ের মধ্যেই খামার করে লাভবান হতে পারবেন। জানতে হলে নিচের সম্পূর্ণ লেখাটি পড়তে থাকুন। 

২টি বাজরিগার পাখির দাম 

অনেকেই আছে বাসা বাড়িতে শখের জন্য ২টি বাজরিগার পাখি পালন করতে চায়। কিন্তু তারা সঠিক দাম জানেনা। আপনি যদি ২টি বাজরিগার পাখি কিনতে চান তাহলে আপনাকে ৬০০ টাকা থেকে ১৫০০ টাকা বাজেট রাখতে হবে। আর আপনি ১ টি বাজরিগার পাখি কিনতে চাইলে আপনাকে সর্বোনিম্ন ৩০০ টাকা বাজেট রাখতে হবে। আরো বিভিন্ন জাতের বাজরিগার পাখি কিনতে চাইলে আপনাকে ৮০০ টাকা থেকে ১৬০০ টাকা বাজেট রাখতে হবে। তাহলে আপনি ভালো  জাতের ২ টি বাজরিগার পাখি কিনতে পারবেন।  

বাজরিগার পাখির খামার করে আয় করার উপায়

অনেকেই নতুন উদ্যাক্তা হতে চায়। আপনি চাইলে এই বাজরিগার পাখির খামার করে প্রতিমাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আজকে আপনাদের কে জানাবো ৫০টি বাজরিগার পাখি কিনে খামার করে অল্প পুঁজিতে বেশি লাভবান হতে পারবেন। আপনি প্রতিমাসে ১২ হাজার থেকে ২৪ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যাবে একটি খামার থেকে। কিভাবে ইনকাম করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। এই বাজরিগার পাখি প্রতি দুই মাসে একবার করে ৭ থেকে ৮ টা বাচ্চা দিয়ে থাকে। আপনি চাইলে এই বাচ্চা কিছুদিন পর বিক্রি করে দিতে পারবেন। ২টি বাচ্চা ৬০০ টাকা বিক্রি করতে পারবেন। ২টি বাচ্চার পিছনে প্রতি মাসে খরচ পরবে ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা। এই বাজরিগার পাখি ৫ মাস পর থেকে পূর্ণবয়স্ক হয়ে যায়। তখন বড় হয়ে গেলে আরো বেশি দামে বিক্রি করতে পারবেন। বড় বাজরিগার পাখি প্রায় ৮০০ থেকে ১,৫০০ টাকা বিক্রি করা যাবে  । আপনি খামার থেকে বাজরিগার পাখির বাচ্চা বিক্রি করে অনেক লাভবান হতে পারবেন। 

বাজরিগার পাখির খাবার তালিকা

অনেকেই আছে বাজরিগার পাখি পালন করে, কিন্তু কি খাবার খাওয়াতে হবে সে সম্পর্কে কিছু জানে না। আজকে আপনাদেরকে বাজরিগার পাখির খাবার সম্পর্কে আলোচনা করবো। কি খাওয়াইলে বাজরিগার পাখি ভালো থাকবে এবং দ্রুত বড় হয়ে যাবে। বিশেষ করে গুজিটাল, টিসি, চিনা, সূর্যমুথির বিজ,চিকন পোলাওয়ের ধান এইগুলো বেশি পছন্দ করে। এই খাবার গুলো খাওয়াইলে দ্রুত বাজরিগার পাখি বড় হয়ে যায়। এবং পাখির বাচ্চা হওয়ার পর একটু নরম খাবার খাওয়াইতে হবে। তাহলে বাচ্চা ও মা পাখি দুইজনেই ভালো থাকবে। যেমনঃ ডিম সেদ্ধ, আপেল, ছোলা বুট, ইত্যাদি। আবার সপ্তাহে ২ দিন প্রাকৃতিক খাবার খাওয়াইতে হবে। যেমনঃ দূর্বা ঘাস, কমলি শাগ, লাল শাগ, সাজনা গাছের কচি পাতা এই গুলো সপ্তায় দুই দিন খাওয়াইলে আপনার খরচ ও কম হবে ও পাখি ভালো থাকবে। তার পর বাজরিগার পাখি বিশেষ করে ডিমের খোসা, পোড়া মাটি, সুমদ্রে ফেনা এইগলো খেতে পছন্দ করে। 

বাজরিগার পাখির চিকিৎসা ও ঔষুধ 

আমাদেরকে বাজরিগার পাখি  পালন করার সময় সঠিক নিয়মে সব খাবার খাওয়াইতে হবে। তাহলে পাখির রোগ কম হবে। খাবার দেওয়ার সময়ে ক্ষতি কর পোকামাকর আছে কিনা, সেগুলো খিয়াল করে খাওয়াইতে হবে। খামার এ প্রতি সপ্তাহে একবার হলেও পাখির পায়খানা এবং বিভিন্ন কিছু পরিষ্কার করতে হবে। প্রতি মাসে সব গুলো পাখিকে নিয়মিত কোর্স আকারে ভিটামিন ক্যালসিয়াম ইত্যাদি ঔষধ খাওয়াইতে হবে। এই সব চিকিৎসা করালে পাখি সুস্থ থাকবে। আর বেশি অসুস্থ হয়ে গেলে আপনাকে পশু চিকিৎসা হাসপাতালে যোগাযোগ করতে হবে। 

বাজরিগার পাখির খাবার দাম

আমরা অনেকেই আছি পাখি পালন করি খামার করে থাকি। কিন্তু পাখির খাবার এর সঠিক দাম জানিনা। পাখির খাবার কিনতে গেলে দোকানে দাম বেশি দিয়ে কিনে আনতে হয়। আজকে আপনাদেরকে পাখির খাবারের সঠিক দাম জানাবো।

  • চিনা ১ কেজি ৩০ টাকা 
  • কাউন ১ কেজি ৩৫ টাকা 
  • তিশি ১ কেজি ৮৫ টাকা 
  • গুজিতিল ১ কেজি ৯০ টাকা
  •  কুসুমফুল ১ কেজি ৮৫ টাকা 
  • সুর্যমূখী ১ কেজি ৯০ টাকা 
  • ক্যানারি সিড ১ কেজি ১৩০ টাকা 
  • হ্যামসসিড ১ কেজি ২৭০ টাকা 

বাজরিগার পাখি কত দিন পর পর ডিম দেয়

বাজরিগার পাখি যারা পালন করেন। এবং এই বাজরিগার পাখির খামার করার কথা ভাবতাছেন। তাদের কে জানাবো বাজরিগার পাখি কত দিন পর পর ডিম দেয়? এবং কয়টা করে ডিম দিয়ে থাকে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। এই বাজরিগার পাখি প্রতি দুই মাসে গড়ে ১ বার করে ডিম দিয়ে থাকে। এবং ১ দিন পর পর ডিম দেয়। মোট ৭ টা থেকে ৮ টা ডিম দিয়ে থাকে। 

শেষ কথা

আশা করি আপনি আমাদের সম্পূর্ণ পোষ্ট পড়েছেন। আমরা আপনাকে বাজরিগার পাখির দাম কত এবং বাজরিগার পাখি সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছি। বাজরিগার পাখির খামার করতে হলে কি করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। বাজরিগার পাখির চিকিৎসা ও খাবার এর তালিকা সুন্দর ভাবে জানিয়েছি। ইতি মধ্যেই পোষ্ট টি পড়ে বাজরিগার পাখি সম্পর্কে বিস্তারিত জেনেছেন। ধন্যবাদ 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *