ভোলা জেলার রমজানের সময়সূচী 2023 – আজকের সেহরি ও ইফতারের সময়
ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত চূড়ান্ত সময়সূচী অনুসারে এই পোস্ট সম্পূর্ণ করা হয়েছে। এ পোস্টে ভোলা জেলার রমজানের সময়সূচী 2023 উল্লেখ করা হয়েছে। যারা বর্তমানে ভোলায় বসবাসকারী রয়েছেন, তারা এখান থেকে ভোলা জেলা রমজানের সময়সূচী সংগ্রহ করে নিন। আর নির্ভুল এবং সঠিক রমজানের সময়সূচী বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে সংগ্রহ করেছি।
পুরো বাংলাদেশে পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে ২৪ মার্চ শুক্রবার থেকে। অর্থাৎ ২৩ তারিখ দিবাগত রাত্রে তারাবি নামাজ সম্পূর্ণ করে ২৪ মার্চ ভোরে সেহরি খেয়ে পবিত্র মাহে রমজান পালন করা হবে। ভোলা জেলার রমজানের সময়সূচী 2023 জানতে নিচে প্রবেশ করুন।
ভোলা রোজা ২০২৩
এই পবিত্র রমজান মাস প্রতিটা মুসলমানের জন্য অনেক গুরুত্বপূর্ন। এ পবিত্র রমজান মাসকে প্রত্যেক মুসলমান খুব গুরুত্ব সহকারে পালন করে থাকে। সকলে আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। সকল প্রকার গুনাহের কাছ থেকে সবাই বিরত থাকেন। এ রমজান মাসকে অপেক্ষা করে সকলে বেশি বেশি ইবাদত করে থাকেন। বাংলাদেশীয় পুরো বিশ্বে এ পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। তো বিশ্বের অন্যান্য দেশে ২৩ মার্চ শুরু হলেও বাংলাদেশের পবিত্র মাহে রমজান ২৪ মার্চ শুরু হতে যাচ্ছে।
বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন ঢাকা কে কেন্দ্র করে পবিত্র মাহে রমজানের সময়সূচি ঘোষণা করে থাকে। অতঃপর আমার ঢাকা কে কেন্দ্র করে ভোলা জেলার সময়সূচী নির্মূল এবং সঠিকভাবে আপডেট করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। প্রবেশ করে ভোলা জেলার সময়সূচী এবং ক্যালেন্ডার দেখে নিন।
ভোলা জেলার রমজানের সময়সূচী 2023
ভোলা জেলার বাসিন্দাদের জন্য রমজানের সময়সূচী ২০২৩ এই পোস্টে উপস্থাপন করেছি। ঢাকা কে কেন্দ্র করে এই পোস্ট মূলত আপডেট করা হয়েছে। অথবা নিঃসন্দেহে আপনি এ রমজানের সময়সূচী ব্যবহার করে ইফতার এবং সেহরি সম্পন্ন করতে পারেন। নিম্নে ভোলা জেলার রমজানের সময়সূচী 2023 উল্লেখ করা হলো। আবারো বলছি আমরা এ সকল তথ্য ইসলামিক ফাউন্ডেশন থেকে সংগ্রহ করে আপনাদের মাঝে উপস্থাপন করছি।
রহমতের ১০ দিন
রহমতের ১০ দিন সম্পর্কে হয়তো আমার সকলেই অবগত। রহমতের এ দশ দিন আমরা আলাদা আলাদা রহমত পেয়ে থাকি। যারা এই পবিত্র রমজান মাসে আল্লাহর বেশি বেশি ইবাদত করবে। তারা মহান আল্লাহর অনেক বেশি প্রিয় বান্দা হয়ে উঠবে। এ রহমতের ১০ দিন রমজান মাসের প্রথম ১০ দিনকে বলা হয়।
নং | তারিখ | দিবস | সেহরির শেষ সময় |
ইফতারের সময় |
---|---|---|---|---|
১ * | ২৪ মার্চ | শুক্রবার | ৪:৪১ | ৬:১১ |
২ | ২৫ মার্চ | শনিবার | ৪:৪০ | ৬:১২ |
৩ | ২৬ মার্চ | রবিবার | ৪:৩৮ | ৬:১২ |
৪ | ২৭ মার্চ | সোমবার | ৪:৩৭ | ৬:১৩ |
৫ | ২৮ মার্চ | মঙ্গলবার | ৪:৩৬ | ৬:১৩ |
৬ | ২৯ মার্চ | বুধবার | ৪:৩৫ | ৬:১৪ |
৭ | ৩০ মার্চ | বৃহস্পতিবার | ৪:৩৩ | ৬:১৪ |
৮ | ৩১ মার্চ | শুক্রবার | ৪:৩২ | ৬:১৫ |
৯ | ১ এপ্রিল | শনিবার | ৪:৩১ | ৬:১৫ |
১০ | ২ এপ্রিল | রবিবার | ৪:৩০ | ৬:১৬ |
মাগফেরাতের ১০ দিন
মাগফেরাতের সময় গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রতিটা মুসলমানের জন্য। এই মাত্র ১০ দিনে আল্লাহ তার বান্দাদের সকল গুনাহের জন্য মাফ করে থাকেন। আমরা সকল গুনাহ মাফ করতে পারি মহান আল্লাহ তা’আলা বেশি বেশি ইবাদত করে। এবং এ রমজান মাসে পুরো দৃঢ়তার সাথে পবিত্র রমজান পালন করে। নিম্নে মাগফেরাতের দশ দিনের তালিকা দেওয়া হলো
নং | তারিখ | দিবস | সেহরির শেষ সময় |
ইফতারের সময় |
---|---|---|---|---|
১১ | ৩ এপ্রিল | সোমবার | ৪:২৯ | ৬:১৬ |
১২ | ৪ এপ্রিল | মঙ্গলবার | ৪:২৮ | ৬:১৬ |
১৩ | ৫ এপ্রিল | বুধবার | ৪:২৬ | ৬:১৭ |
১৪ | ৬ এপ্রিল | বৃহস্পতিবার | ৪:২৬ | ৬:১৭ |
১৫ | ৭ এপ্রিল | শুক্রবার | ৪:২৫ | ৬:১৮ |
১৬ | ৮ এপ্রিল | শনিবার | ৪:২৪ | ৬:১৮ |
১৭ | ৯ এপ্রিল | রবিবার | ৪:২৩ | ৬:১৮ |
১৮ | ১০ এপ্রিল | সোমবার | ৪:২২ | ৬:১৯ |
১৯ | ১১ এপ্রিল | মঙ্গলবার | ৪:২১ | ৬:১৯ |
২০ | ১২ এপ্রিল | বুধবার | ৪:২০ | ৬:২০ |
নাজাতের ১০ দিন
রমজান মাসের শেষের ১০ দিনকে নাজাতের ১০দিন বলা হয়। নাজাতের দশ দিন বলতে যাব বুঝি, তা হচ্ছে এ সময় প্রতিটা মুসলমান বা তার প্রিয় বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকেন। অতঃপর সকলের উচিত প্রত্যেকটা মুসলমানের এ নাজাদা সময়ে আল্লাহর বেশি বেশি ইবাদত করা এবং সঠিক নিয়মে সিয়াম পালন করা।
নং | তারিখ | দিবস | সেহরির শেষ সময় |
ইফতারের সময় |
---|---|---|---|---|
২১ | ১৩ এপ্রিল | বৃহস্পতিবার | ৪:১৯ | ৬:২০ |
২২ | ১৪ এপ্রিল | শুক্রবার | ৪:১৭ | ৬:২০ |
২৩ | ১৫ এপ্রিল | শনিবার | ৪:১৬ | ৬:২১ |
২৪ | ১৬ এপ্রিল | রবিবার | ৪:১৫ | ৬:২১ |
২৫ | ১৭ এপ্রিল | সোমবার | ৪:১৪ | ৬:২১ |
২৬ | ১৮ এপ্রিল | মঙ্গলবার | ৪:১৩ | ৬:২২ |
২৭ | ১৯ এপ্রিল | বুধবার | ৪:১২ | ৬:২২ |
২৮ | ২০ এপ্রিল | বৃহস্পতিবার | ৪:১১ | ৬:২৩ |
২৯ | ২১ এপ্রিল | শুক্রবার | ৪:১০ | ৬:২৩ |
৩০ * | ২২ এপ্রিল | শনিবার | ৪:০৯ | ৬:২৪ |
আজকের সেহরি ও ইফতারের সময় – ভোলা
বাংলাদেশের এই ভোলা জেলায় যারা বসবাসরত আছেন তারা এই পোষ্ট সম্পূর্ন পড়ে নিন। এখানে ভোলা জেলার আজকের সেহরি ও ইফতারের সময় প্রকাশ করা হয়েছে। ঢাকা থেকে কয়েক মিনিটের পার্থক্যে এই ভোলা জেলার রমজানের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ভুল সময়সুচি প্রকাশ করতে সক্ষম হয়েছি। নিম্নের দেওয়া তালিকা থেকে দেকে নিন আজকের সেহরি ও ইফতারের সময় – ভোলা।
ভোলা জেলার সেহরি ও ইফতারের সময়
আজকের সেহরি ও ইফতারের সময় নিচের দেওয়া তালিকায়ে দেখতে পারবেন। ভোলা জেলার আজকের সেহরির শেষ সময় ভোর ৪ টা ৪১ মিনিট এবং ইফতারের শেষ সময় সন্ধা ৬ টা ১১ মিনিট। অতঃপর ভোলা জেলার ৩০ দিনের রমজানের সময়সূচি ও ক্যালেন্ডার জানতে নিচের দেওয়া তালিকা দেখে নিন।
ভোলা জেলা রমজানের ক্যালেন্ডার ২০২৩ – PDF
ক্যালেন্ডার ব্যবহারে অনেক সুবিধা পাওয়া যায়। বিশেষ করে রমজানে এই ক্যালেন্ডার আপনাকে অনেক সাহায্য করবে রমজানের সময় সূচি জানাতে। আপনি চাইলে এই ক্যালেন্ডার এখান থেকে সংগ্রহ করে আপনার স্মার্টফোনে রাখতে পারেন। তাই ভোলা জেলা রমজানের ক্যালেন্ডার ২০২৩ – PDF ফাইলটি নিচে দেওয়া হলো।
শেষ কথা
যারা ভোলা জেলায় বসবাস করেন, তারা উপরের দেওয়া সম্পূর্ণ পোস্ট ভালো করে পড়ুন। এবং এখান থেকে রমজানের সময়সূচি সংগ্রহ করুন। রমজানে রোযা রাখতে সময়সূচি ও ক্যালেন্ডার অনেক সাহায্য করে। অতঃপর আপনার পরিচিতদের মাঝে এই ভোলা জেলার রমজানের সময়সূচী 2023 শেয়ার করে দিন। তাদের জানিয়ে দিন এই রমজানের সময়সূচি। ধন্যবাদ