১ কয়েল BRB তারের দাম কত টাকা ২০২৩

আমরা সবাই ঘড়ের ইলেক্ট্রিক্যাল কাজের জন্য ভালো তার খুঁজে থাকি। বাংলাদেশে বেশ কয়েকটি তারের মধ্যে বি আর বি তার অন্যতম। সবাই চায় পরিবারের মধ্যে বিদ্যুতের কোন ঝামেলা না থাকুক। আপনি ঘরে বি আর বি তার ব্যবহার করলে কারেন্ট নিয়ে অনেকটাই ঝুঁকি মুক্ত থাকবেন। আমি আপনাদের কে জানাবো Brb তারের দাম কত ? এবং বি আর বি তার সম্পর্কে বিভিন্ন রকম তথ্য । জানতে হলে সম্পূর্ণ লেখাটি মনোযোগ সহ করে পড়ুন।

বর্তমান বাংলাদেশে অনেক গুলো নতুন কম্পানির তার রয়েছে। তার মধ্যে উন্নতমানের তার হচ্ছে বি আর বি তার। এই তার অনেক দিন টেকসই হয়ে থাকে। এই তার বাহিরে বৃষ্টিতে ভিজলেও কোন সমস্যা দেখা দেয় না। আমি আজকে আপনাদেরকে বি আর বি তার সম্পর্কে সমস্ত তথ্য দিয়ে থাকবো। বি আর বি তার কম দামেও রয়েছে এবং বেশি দামেও রয়েছে । কোন মডেল তারের কত দাম নিচে আমরা উল্লেখ করে দিবো এবং বি আর বি তারের পাশাপাশি আপনাদের কে আরো বি আর বি কম্পানির কি কি পন্য হয়ে থাকে সেগুলো উল্লেখ করে দিবো। 

BRB তারের দাম কত

বাংলাদেশে প্রায় সব জিনিসের মুল্য বৃদ্ধি হয়ে গেছে। তার মধ্যে বি আর বি তারের দাম প্রতিনিয়ত দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে। ২০২২ সালের তুলনায় এই বছর অনেক দাম বেড়েছে । অনেকেই জানতে চায় বি আর বি তারের দাম কত? আমরা আপনাকে বি আর বি তারের  বিভিন্ন মডেল এর দাম জানাবো। আপনি যদি বি আর বি তারের মুল্য যানতে চান তাহলে সঠিক যায়গাতেই আছেন।

এক এক ধরনের কাজের জন্য একেক ধরনের তার ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত বাসাবাড়িতে এক ধরনের তার এবং মিল ফ্যাক্টরিতে অন্য ধরনের তার ব্যবহার করা হয়ে থাকে। এ সকল তারের গুণগত মান ও তারের আরপিএম এর উপর নির্ভর করে নামগুলো নির্ধারণ করা হয়। যে সকল লোকজন নতুন বাসা বাড়িতে বৈদ্যুতিক সংযোগ দিতে ইচ্ছুক তারা ইন্টারনেটে আজকের দাম কত তা খুজে থাকেন।

১ কয়েল তারের দাম BRB

অনেকেই আছেন বাড়ির কাজের জন্য ১ কয়েল বি আর বি তার খুঁজে থাকেন। কিন্তু আপনাদের সঠিক দাম জানা থাকে না। কিছু দোকনে বি আর বি তার কিনতে গেলে দাম বেশি নিয়ে থাকে। আজকে আপনাদের জানাবো brb ১ কয়েল তারের দাম কত? বর্তমান বাজারে ১ কয়েল বি আর বি তার কিনতে গেলে আপনাকে সর্বোনিম্ন ২৫০০ টাকা বাজেট রাখতে হবে। এই তার কয়েক রকমের হয়ে থাকে, আরো উন্নত মানের তার কিনতে গেলে  আপনাকে সর্বোনিম্ন ৩০০০ থেকে ৫০০০ টাকা বাজেট রাখতে হবে।

বি আর বি তারের ব্যবহার

মুলত বি আর বি তার অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায়। কোন দুর্ঘটনা না হলে এই তার সহজে নষ্ট হয় না। এই তার বাহিরে বৃষ্টিতে ভিজলে কোন ক্ষতি হয় না। মেইন লাইন থেকে ঘর এর মিটার পর্যন্ত বি আর বি তার ব্যবহার করতে চাইলে আপনাকে ভালো মানের তার ব্যবহার করতে হবে। বাসা বাড়ির প্রায় সকল ধরনের কাজ যেমন বৈদ্যুতিক লাইট ফ্যান বা বৈদ্যুতিক মোটর চালনা করার কাজে বিআরবি তার ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে।

১ গজ BRB তারের মুল্য 

আমরা অনেকেই ছোট ছোট কাজের জন্য অল্প তার কিনে থাকি। অনেক সময় ঘরের কাজ করতে তার শেষ হয় যায়। তখন আমাদের বাধ্য হয়ে ১ গজ বা ১ ফিট তার কিনতে যেতে হয় দোকানে। কিস্ত আমরা ১ গজ তারের সঠিক দাম জানিনা। দোকনদার যা বলে তাই দিয়ে কিনতে হয়।এখন আপনাদের জানাবো ১ গজ আর ১ ফিট তারের দাম কত? বর্তমান বাজারে ১ ফিট তারের দাম ১৫ থেকে ১৮ টাকা এবং মোটা তারের দাম আরা বেশি এক গজ মোটা তারের দাম ৩০ থেকে ৩৫ টাকা। এবং ১ গজ তারের মুল্য ১১৫ থেকে ১৩০ টাকা। 

বি আর বি তারের মুল্য তালিকা 

আমরা আপনাকে জানাবো বি আর বি তারের মডেল ও দাম। এই বি আর বি তার দিয়ে ঘড়ের যে কোন কাজ করতে পারবেন। আর মেইন লাইনের ভারি কাজ করতে গেলে আপনাকে মোটা তার ব্যবহার করতে হবে। আর মোটা তারের দাম টা একটু বেশি হবে, চিকন তারের থিকে। নিচে আপনাকে বিস্তারিত চিকন ও মোটা তারের দাম ও মডেল সহ  জানিয়ে দিব। 

  • Pvc single core cable 450/750v (১ কয়েল)  দাম সর্বোনিম্ন ১৪০০ থেকে ১৬০০ টাকা
  • Frls Pvc single core cable 450/750v (১ কয়েল) দাম সর্বোনিম্ন ২৫০০ থেকে ৩০০০ টাকা।
  • FR  Pvc single core cable 450/750v (১ কয়েল) দাম সর্বোনিম্ন ১৫০০ থেকে ২০০০ টাকা।
  • Bha-Lszh-FR skin Coated cable 450/750v (১ কয়েল) দাম সর্বোনিম্ন ১৮০০ থেকে ২২০০ টাকা। 
  • Pvc Multi Core cable 300/500v (১ কয়েল) দাম সর্বোনিম্ন ৩১০০ থেকে ৩৫০০ টাকা।
  • Pvc Flat cable Core 300/500v (১ কয়েল) দাম সর্বোনিম্ন ৬৫০০ থেকে ৭০০০ টাকা।
  • Pvc single Aluminum cable 450/750v (১ কয়েল) দাম সর্বোনিম্ন ৭০০ থেকে ৯০০ টাকা।
  • Pvc Flexible Core 300/500v (১ কয়েল) দাম সর্বোনিম্ন ৫০০০ থেকে ৬০০০ টাকা।

আমরা আপনাকে বি আর বি ১ কয়েল তারের সর্বোনিম্ন মুল্য তালিকা দিয়েছি। এই টাকার মধ্যে আপনি এক কায়েল তার কিনতে পারবেন। আর এই ১ কয়েল তারের সর্বোচ্ছ দাম ও রয়েছে । বেশি দাম দিয়ে কিনতে হলে আপনাকে কিছু মড়েলে এর তার ১ লক্ষ টাকার উপরে বাজেট রাখতে হবে । এবং বিশেষ একটি তার Frls Pvc single core cable 450/750v এই মডেল এর ১ কয়েল তার কিনতে হলে আপনাকে ২ লক্ষ ৮০ হাজার টাকা বাজেট রাখতে হবে। তাহলে আপনি ১ কয়েল তার কিনতে পারবেন। 

শেষ কথা 

উপরে আমরা আপনাকে বি আর বি তারের সমস্ত মুল্য তালিকা জানিয়েছি। আশা করি আপনি আমাদের সমস্ত লেখাটি পড়েছেন এবং বি আর বি তারের মুল্য তালিকা জানতে পেরেছেন। আমরা আপনাকে ১ কয়েল তার এবং ১ গজ তার কত টাকা পড়বে সে তথ্য সুন্দর ভাবে দিয়েছি। আশা করি আজকের এই পোস্টটি আপনার নতুন বাসায় বৈদ্যুতিক সংযোগ দিতে কোন কোম্পানির তার ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য খুঁজে পেয়েছেন। ধন্যবাদ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *