দুবাই ঈদ কবে

দেখুন দুবাই ঈদ কবে – ঈদুল ফিতর ২০২৩

রোজা প্রায় শেষের দিকে। এখন সবাই চাঁদ দেখার উপর নির্ভর করতেছে। দুবাইয়ের আকাশে ঈদের চাঁদ দেখা গেলেই আগামী কাল ঈদ হবে। এটা সম্পূর্ণ নির্ভর করবে চাদের উপর। এদিকে এবার রোজা কয় টি হবে এই বিষয়ের উপরের ঈদের গুরুত্ব নির্ভর করতেছে। সাধারণত রমজান মাস ৩০ দিনের। কিন্তু অনেক সময় ঈদের চাঁদ ১ দিন আগে দেখা যায়। তখন রোজা ২৯ দিনের হয়। এই পোস্টে দুবাই ঈদ কবে ও কবে চাঁদ দেখা যাবে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। দুবাইয়ে কত তারিখে রোজার ঈদ হবে তা জানতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন। 

ঈদুল ফিতর ২০২৩ – দুবাই

ঈদুল ফিতর কে আমরা রোজার ঈদ নামে চিনে থাকি। রোজা শেষ হওয়ার পরের দিনই ঈদ শুরু হয়। তবে অনেক সময় ২৯ দিনে রোজা হয় আবার ৩০ দিনে রোজা হয়। এদিকে বিভিন্ন দেশের মধ্যে ঈদ শুরু হওয়ার ২/১ দিনের ব্যবধান থাকে। এর কারণে পৃথিবীর সব দেশেই এক সাথে ঈদের চাঁদ দেখা যায় না। যে দেশে আগে চাঁদ উঠে সেখানে আগে ঈদ শুরু হয়।

চাঁদ দেখার জন্য আরব আমিরাত ও দুবাইয়ের একটি ইসলামিক সংস্থা রয়েছে। যারা চাঁদ গণনার মাধ্যমে রমজান মাসে কবে, ঈদ কবে শুরু হবে ও আরও বিভিন্ন উৎসবের দিন তারিখ বের করে থাকে। দুবাইয়ের ইসলামিক কমিটি গুলো চাঁদ দেখার কাজ শুরু করেছে। ঈদ কবে হবে তা প্রকাশ করেছে। রোজার ঈদের তারিখ নিচের অংশ থেকে দেখুন। 

আজকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। তাই সৌদি আরব এবং আরব আমিরাতে আগামীকাল অর্থাৎ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। দুবাই শহরে বসবাসরত সকল প্রবাসীদের কে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

আরব আমিরাতের ঈদ কবে

কাতার ও ওমানের প্রতিবেশী দেশ আরব আমিরাত। যেখানে বেশির ভাগ লোক মুলসিম। আরব আমিরাতের ইসলামিক ফাউন্ডেশন রয়েছে, যারা ইতোমধ্যে আকাশের চাঁদ দেখার কাজ করতেছে। এই দেশে কবে ঈদ হবে তা গণনার মাধ্যমে বের করা হয়েছে। তাদের অফিসিয়াল নোটিশ পত্র থেকে জানা গেছে ২০২৩ সালের ঈদুল ফিতরে আগামী শুকবার। অর্থাৎ ২১ শে এপ্রিল আরব আমিরাতের ঈদ হবে। 

দুবাই ঈদ কবে

দুবাই সংযুক্ত আরব আমিরাতের পারস্য উপসাগরীয় উপকূলে অবস্থিত। যা তিন দিকে ওমান দ্বারা এবং একদিকে আজমান আমিরাত (পশ্চিম দিকে ও রাস আল খাইমা (উত্তর দিকে) দ্বারা বেষ্টিত।। দুবাই একটি প্রদেশের নাম, যা আরব আমিরাতে অবস্থিত। তাই যে দিন আরব আমিরাতে ঈদ হবে, সেদিন এই দুবাইয়েও ঈদ হবে। এখানে আলাদা করে আর ঈদের চাঁদ দেখা লাগবে না। তাই দুবাইয়ে এপ্রিলের ২১ তারিখে ঈদ হবে। 

দুবাইয়ে রোজার ঈদ কবে

রমজানের মাসের পড়ে যে ঈদ হয় তাকে রোজার ঈদ বলা হয়। রমজান মাসের এই ঈদের আসল নাম হচ্ছে ঈদুল ফিতর। অনেকে আবার এই ঈদকে ছোট ঈদ বলে থাকে। দুবাইয়ে রোজার ঈদ কবে হবে এই বিষয় নিয়ে ইসলামিক কমিটি গুলো আলোচনা শুরু করেছে। প্রতিদিন তারা আকাশে চাঁদ দেখা পর্যবেক্ষন করতেছে। তারা জানিয়ে রোজার ঈদ নির্ভর করতেছে রোজা ২৯ টি হবে বা ৩০ টি হবে এর উপর। এদিকে চাঁদ দেখার উপর তারা প্রকাশ করেছে  আগামী শুক্রবার দুবাইয়ে রোজার ঈদ হবে। অর্থাৎ এপ্রিল মাসের ২১ তারিখে দুবাই ও এআরব আমিরাতে রোজার ঈদ হবে। 

শেষ কথা

এই পোস্টে দুবাই ও এর বিভিন্ন প্রদেশের ঈদের দিন ও তারিখ সম্পর্কে শেয়ার করা হয়েছে। তবে ২২ তারিখে ঈদ হওয়ার কথা থাকলেও, আকাশে যদি সেই দিন ঈদের চাঁদ দেখা না যায় বা তার আগেই চাঁদ দেখা যায় তাহলে ২২ তারিখের আগে বা পড়ে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই পোস্ট থেকে দুবাই ঈদ কবে ও আরব আমিরাতে কবে চাঁদ দেখা যাবে তা জানতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *