পরিবার ছাড়া ঈদ স্ট্যাটাস, ফেসবুক পোস্ট ও ক্যাপশন
ঈদ মানে খুশির দিন। এই দিনে সবাই পরিবার, আপনজন বা বন্ধু বান্ধবদের সাথে আনন্দ করে। কিন্তু অনেকে আছে যারা ঈদের সময় বাড়িতে আসতে পারে না। পরিবারের সাথে ঈদের সময় টুকু পার করতে চাইলেও, তা আর সম্ভব হয় না। মনের আবেগ ও অনুভূতি একাকী ভগ করতে হয়। তাই আপনারা চাইলে আপনজন কে এস এম এস বা মেসেজের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন। পরিবার ছাড়া ঈদ স্ট্যাটাস ফেসবুকে ও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন।
অনেকে প্রবাসী আছেন, তারা এখান থেকে প্রবাসীদের ঈদের এসএমএস ও প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস গুলো সংগ্রহ করতে পারবেন। পরিবার ছাড়া প্রতি ঈদ তারাই কাটিয়ে দেয় যারা প্রবাসে থাকে। আপনার এই কষ্ট কে সবার সাথে শেয়ার করতে ঈদের কষ্টের স্ট্যাটাস, ফেসবুক পোস্ট ও ক্যাপশন গুলো সবার সাথে শেয়ার করতে পারেন।
পরিবার ছাড়া ঈদ স্ট্যাটাস
যারা দেশে অবস্থান করে তারা হয়তো বছরে ১ টি ঈদ পরিবারের সাথে কাটাতে পারে। কিন্তু যারা প্রবাসী আছে, তারা বছরের পর বছর প্রতি টি ঈদ বন্ধু-বান্ধব, প্রিয়জন বা পরিবার থেকে বিচ্ছিন্ন ভাবে কাটাতে থাকে। এক সময় তাদের কষ্টে সময় পার হয়ে যায়। কিন্তু এই কষ্ট গুলো কে কিছুটা সভাবিক মনে করতে আপনার অনুভূতিকে পরিবার ছাড়া ঈদ স্ট্যাটাস দিয়ে ফেসবুকে শেয়ার করতে পারবেন। নিচে এই ধরনের সেরা স্ট্যাটাস গুলো দেওয়া আছে দেখেনিন।
বন্ধু তুমি অনেক দূরে,
তাইতো তোমায় মনে পড়ে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে, স
ব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে।
ঈদ মোবারক
আকাশের সব নীল দিয়ে
প্রভাতের সব আলো দিয়ে
সমুদ্রের সব গভীরতা দিয়ে
হৃদয়ের সব অনুভূতি দিয়ে
তোমাকে জানাই ঈদ এর শুভেচ্ছা
“ঈদ মুবারক”
ঈদ নিয়ে আসুক আনন্দ আর সুখ,
মুছে যাক সব বিসন্নতা আর দুঃখ।
হারিয়ে যাক হৃদয় আজ হাসির বৃন্দাবনে,
রেখে দিব তোমায় হৃদয়ের কোণে,
ঈদ মুবারাক।
কিছু কথা অব্যাক্ত রয়ে যায়
অনুভুতি মনের মাঝে থেকে যায়,
কিছু সৃতি গোপনে কাঁদায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয় ।
ঈদ মোবারাক।
পাশের বাড়ির কেউ ডাক দিয়ে বলবেনা
আসো সেমাই খেয়ে যাও” এসব শুধু এখন স্মৃতি।
খুব মিস করি অতীতে মা বাবাকে নিয়ে কাটানো ঈদের প্রতিটা মুহুর্ত।
প্রবাসী ভাইদের ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।
ঈদ মানে খুশি হলেও প্রবাসীদের ঈদ আসলেই কষ্টের।
কারণ পরিবারের লোকজন ছাড়াই এখানে ঈদ পালন করতে হয়।
তবুও জেনে রাখা ভালো জীবনের প্রতিটি ধাপে আল্লাহ সকলের উপর তার রহমত বর্ষণ করবেন।
সকল প্রবাসীদের পক্ষ থেকে ঈদ মোবারক।
কোন ফুল দিয়ে নয়,
কোন মালা দিয়ে নয়
চোখের পানি দিয়ে নয়,
কোন গানের সুর দিয়ে নয়
শুধু হৃদয়ের গভীর অনুভূতি দিয়ে জানাই,
ঈদের শুভেচ্ছা।
কে বলেছে প্রবাসীদের ঈদ নেই
প্রবাসীদের ও ঈদ আছে
ঈদ উপলক্ষে পরিবারের মুখে হাসি ফুটাতে পারলেই প্রবাসীদের ঈদ হয়ে যায়
লাখ প্রতিকুলতার প্রত্যেকের জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ।
সকল প্রবাসীদের ঈদের শুভেচ্ছা।
প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস
প্রবাস জীবন সুখের নয়। এদিকে প্রতি বছর একাকী ঈদ কাটাতে হচ্ছে। পরিবারের সাথে ইচ্ছে থাকা স্বত্বেও হচ্ছে না একই সাথে ঈদের আনন্দ উপভোগ করতে। এখানে প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস দেওয়া আছে। যারা প্রবাসে কষ্টে ঈদ কাটাচ্ছেন। তারা এখান থেকে এই স্ট্যাটাস গুলো ফেসবুকে শেয়ার করতে পারবেন। আর যারা প্রবাসী বড় ভাই বা আপনজনদের ঈদের শুভেচ্ছা জানাতে চান, তারা ঈদের এই ফেসবুক স্ট্যাটাস গুলো ব্যবহার করতে পারবেন।
প্রবাসী হওয়ার মানেই যে সুখে থাকা এমনটা নয়,,,,,, একমাত্র প্রবাসীরা বুঝে সম্পর্কের টান কেমন। সবাইকে ঈদ মোবারক। সকলেরর জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ।
প্রবাসীদের ঈদ বলতে কিছু নেই।কারণ ওনারা ঈদ করলে তো বাড়ির মানুষ ঈদ করতে পারেবে না।লক্ষ লক্ষ প্রবাসীর ঈদের জামাত পড়ার সৌভাগ্যটা কপালে জোটে না। সব রেমিটেন্স যোদ্ধা ভাইদের প্রতি বিনম্র শদ্ধা। ঈদ মোবারক।
বুকে কষ্ট মুখে হাসি, এরই নাম প্রবাসী।
ঈদ মোবারক।
জানি আমরা প্রবাসীদের ঈদ মোবারক জানানোর কেও নেই তবুই মন থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
এই সেই দিন যখন আমাদের চারপাশের সমস্ত বিস্ময়কর জিনিসের জন্য ঐশ্বরিক আলোর প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত।
দেশ ও প্রবাসের সকলকে ঈদ মোবারক!
কে বলেছে প্রবাসীদের ঈদ নেই প্রবাসীদের ও ঈদ আছে
দ উপলক্ষে পরিবারের মুখে হাসি ফুটাতে পারলেই প্রবাসীদের ঈদ হয়ে যায়।
দূরের মানুষ আসুক কাছে কাছের জন থাকুক পাশে মন ছুটে যাক তোমার টানে নয়া চাদের আগমনে কাটুক খুশি সবার মনে।
প্রবাস থেকে আমি আপনাকে এবং আপনার পরিবারকে ঈদের শুভেচ্ছা জানাই।
আল্লাহ আপনার সকল দোয়া কবুল করুন এবং আপনার সকল দোষ ক্ষমা করুন।
ঈদ মোবারক!
এই বছর ঈদে আল্লাহ দেশের ও দেশের মানুষের উপর তার বরকত বর্ষণ করুন।
দেশ ও প্রবাসের সকলকে শুভ ঈদুল ফিতরের শুভেচ্ছা।
জানি আমরা প্রবাসীদের ঈদ মোবারক জানানোর কেও নেই?
তবুই মন থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।।
পরিবার ছাড়া ঈদের ফেসবুক পোস্ট
আমরা সবাই ঈদ উপলক্ষে বা যেকোনো আনন্দে ফেসবুকে পোস্ট করে থাকি। সেটা সুখের বা কষ্টের। এই ঈদে ফেসবুকে পোস্ট করার জন্য নিচে কিছু স্ততাউস ও উক্তির মাধ্যমে পোস্ট সাজানো আছে। যেগুলো নিজের ছবি পোস্ট করার সময় এই স্ট্যাটাস গুলো ক্যাপশন হিসেবে শেয়ার করতে পারবেন। যারা পরিবার থেকে দূরে আসেন, ফেসবুকে এই স্ট্যাটাস গুলো পোস্ট করুন। এবং ঈদের আনন্দ ও কষ্ট সবার সাথে শেয়ার করুন।
- প্রবাসীদের ঈদ বলতে কিছু নেই। কারণ ওনারা ঈদ করলে তো বাড়ির মানুষ ঈদ করতে পারেবে না। লক্ষ লক্ষ প্রবাসীর ঈদের জামাত পড়ার সৌভাগ্যটা কপালে জোটে না। সব রেমিটেন্স যোদ্ধা ভাইদের প্রতি বিনম্র শদ্ধা। ঈদ মোবারক।
- আসলো আবার খুশির ঈদ,,,,, ১টি বছর পরে,,,। খুশির জোযাড় বইছে তাই সারা দেশ জুড়ে। তুমি বন্ধু ঈদের দিন আসবে আমার বাড়ি। না আসলে তোমার সাথে দিব আমার আড়ি,,,,। ঈদ মোবারক।
- নিজের কোন চাওয়া পাওয়া থাকতে নেই শুধুমাত্র পরিবারেকে খুশি রাখার জন্যই নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাতে হয় আর এটাই হল প্রবাস।
- লাখ প্রতিকুলতার প্রত্যেকের জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ। সকল প্রবাসীদের ঈদের শুভেচ্ছা।
- মন তো চায় দেশে গিয়ে পরিবারের মানুষদের সাথে ঈদ কাটায়, কিন্তু কিছু করার নেই পরিবারে সুখের জন্য আমরা সব করতে পারি।
- ঈদ মানে সুখ ঈদ মানে আনন্দ ঈদ মানেই অনাবিল ভালোবাসা। কিন্তু প্রবাসীদের জন্য ঈদ মানে দুঃখ-কষ্ট, জ্বালা-যন্ত্রণা। পরিবার ছাড়া ঈদ কাটানো যে কতটা কষ্টের সেটা একমাত্র প্রবাসীরায় বোঝে।
- মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করে আর ভালো লাগে না এই প্রবাস জীবন। খুব কষ্ট লাগে পরিবার ছাড়া থাকতে।
- রক্তের চেয়েও অনেক বেশি দামি প্রবাসী ভাইদের শরীরের ঘাম। ঈদের দিনেও তাদের কোন বিশ্রাম নেই তারা সবসময় কাজে ব্যস্ত থাকেন।
- ঈদের ছুটিতে সবার বাড়ি ফেরা হলেও আমাদের বাড়ি ফেরা আর হবে না কারণ আমরা যে প্রবাসী। আমাদের দেখার মত কেউ নেই।
প্রবাসীদের কষ্টের ক্যাপশন
পরিবার ছাড়া ঈদ খুব কষ্টের। যারা প্রবাসে থাকে বা দেশে থেকেও বাড়িতে আসতে পারে না। তাদের ঈদ যেনো আনন্দের পরিবর্তে কষ্টের মাধ্যমে কেটে যায়। তাদের কষ্ট গুলো এখানে ক্যাপশন আকারে দেওয়া আছে। তাদের ঈদ নিয়ে কষ্টের মনের কথা ও বার্তা গুলো নিচে ক্যাপশন হিসেবে দেওয়া আছে। এই ক্যাপশন গুলো ফেসবুকে ছবির সাথে পোস্ট করতে পারবেন।
কি প্রবাস জীবন রে ভাই! না পারলাম পরিবারে মুখে হাসি ফোটাতে, না পারলাম প্রিয়জনের কাছে থাকতে।প্রবাসীদের ঈদ মানে মাথার ঘাম পায়ে ফেলে যোগায় আহার রুটি। আর প্রবাসীদের দুঃখ কষ্টে কয়জনেরই মন গলে। প্রবাসীদের ঈদ আছে কিন্তু ঈদের হাসি নেই।
সবার স্বপ্ন বাড়ি যায় না, কারো কারো স্বপ্ন এভাবে রাস্তায় পড়ে থাকে, চাকরিতে জয়েন করার পর যতগুলো ঈদ গেছে একটা ঈদও পরিবারে মানুষের সাথে কাটাতে পারিনি। কারন আমরা প্রবাসীরা যে পরিবারের সুখের জন্য চলে এসেছি প্রবাস জীবনে।
সবারই ছুটি আছে ঈদের ছুটিতে সবাই বাড়িতে যাইতে পারে, বাবা মা পরিবারের সাথে ঈদ করব। শুধু যাওয়া হবে না আমার মত প্রবাসীদের।
আজকে প্রবাসে মা নেই বলে সুখ একটু কমে গেছে। যদি কোন দিন দেশে গিয়ে মায়ের দেখা পাই তাহলে আল্লাহর কাছে জিজ্ঞাসা করব কেন প্রবাসীর নাম দিয়ে মায়ের কাছ থেকে সন্তান আলাদা করে।
প্রবাসীদের ঈদ মানে চোখের কোণে জল তাদের চোখের জল কেউ দেখে না এবং কি তাদের কষ্ট কেউ বোঝার চেষ্টা করেও না।
. স্বপ্ন পূরণের জন্য নিজের বাড়ি ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছিলাম কিন্তু আজ ঘর ফেরাটাই স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে এটাই হলো প্রবাস জীবন।
নিজের কোন চাওয়া পাওয়া থাকতে নেই শুধুমাত্র পরিবারেকে খুশি রাখার জন্যই নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাতে হয় আর এটাই হল প্রবাস।
প্রবাসীরাই একমাত্র ভালো বুঝে নিজের প্রিয় দেশ নিজের আপন মানুষগুলো ছেড়ে প্রবাসে একা ঈদ করাটা যে কতটা কষ্টদায়ক একটা বিষয়।
প্রবাসীদের ঈদ মানে খুব কষ্টের, সেদিন তাদের পাশে কোন আপনজন থাকে না। যা প্রকাশ করার মতো কোনো ভাষা নেই।
পরিবার ছাড়া প্রবাস জীবনের ঈদের স্ট্যাটাস
এখানে প্রবাস জীবনের কষ্টের স্ট্যাটাস গুলো দেওয়া আছে। নিচে কত গুলো পরিবার ছাড়া প্রবাস জীবনের ঈদের স্ট্যাটাস পেয়ে যাবেন। আপনার পছন্দের স্ট্যাটাস টি বেছে নিয়ে সবার সাথে শেয়ার করতে পারেন।
প্রবাসীদের কপালে সুখটা খুব কমই থাকে, কারণ তারা সুখগুলা বিক্রি করে সেই টাকা দিয়ে কষ্টের প্রবাসে চলে যায় শুধু পরিবারটা একটু ভালো থাকবে বলে।
বাবা মা এবং কি পরিবারে সকল সদস্যকে ছাড়াই প্রবাসে ঈদের দিনেও কর্ম করে কাটাতে হয়। পরিবার ছাড়া প্রবাসে থাকা কতটা যে কষ্ট সেটা একমাত্র প্রবাসীরা ছাড়া কেউ বুঝতে পারবে না।
ঈদ মানে সুখ ঈদ মানে আনন্দ ঈদ মানেই অনাবিল ভালোবাসা। কিন্তু প্রবাসীদের জন্য ঈদ মানে দুঃখ-কষ্ট, জ্বালা-যন্ত্রণা। পরিবার ছাড়া ঈদ কাটানো যে কতটা কষ্টের সেটা একমাত্র প্রবাসীরায় বোঝে।
প্রবাস জীবন কিসের ঈদ রে ভাই যেখানে নিজের পরিবারটাই পাশে থাকে না, সেখানে আবার কিসের ঈদ।
দেশের মানুষেরা হয়তো এটা মনে করে প্রবাসীদের ঈদ অনেক আনন্দের হয়। তারা গাড়ি দিয়ে ঘোরাঘুরি করতে পারে, তারা ভালো ভালো খাবার খেতে পারে। কিন্তু তারা কি এটা জানে, কিছু প্রবাসী ঈদের দিনেও কাজ করে আবার কিছু প্রবাসী বন্ধ করে লাইটটা অফ করে কান্না করে।
আপনারা কি জানেন প্রবাসীদের ঈদ আসলে প্রিয়জনদের চাহিদা পূরণ করে। আর ঈদের দিন হাজারো প্রবাসীর ঈদ কাটে নতুন কাপড়ের নয়, ডিউটির পোশাক পড়ে।
শেষ কথা
সকল প্রবাসী ও পরিবার বিহীন কষ্টে কাটানো ভাই বা বন্ধুদের জন্য এখানে দেওয়া স্ট্যাটাস গুলো শেয়ার করুন। এখানে ঈদের কষ্টের স্ট্যাটাস, এস এম এস গুলো শেয়ার করা হয়েছে। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই পোস্ট থেকে পরিবার ছাড়া ঈদ স্ট্যাটাস, ফেসবুক পোস্ট ও ক্যাপশন সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে এই ওয়েবসাইটের সাথেই থাকবেন।