অগ্রিম ঈদ মোবারক স্ট্যাটাস
|

অগ্রিম ঈদ মোবারক স্ট্যাটাস, শুভেচ্ছা, মেসেজ ও বার্তা

ঈদ আমাদের মনে আনন্দের মুহূর্ত কে রাঙ্গিয়ে দেয়। তবে সবার সাথে আমরা ঈদের আনন্দ উপভোগ করতে পারি না। আমাদের অনেক বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন বা আপনজন ঈদের ছুটিতে বাড়িতে আসতে পারে না। যার কারণ প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করার স্বপ্ন থেকেই যায়। কিন্তু আপনার এই আনন্দের মুহূর্তকে কিছুটা রাঙ্গিয়ে তুলতে সুন্দর সুন্দর শুভেচ্ছা মেসেজ, ছন্দ ও কবিতা শেয়ার করেছি। আপনারা অগ্রিম ঈদ মোবারক স্ট্যাটাস এর মাধ্যমে সবার সাথে ঈদের শুভেচ্ছা শেয়ার করতে পারবেন। 

দূরের মানুষ কে ঈদের শুভেচ্ছা মেসেজ ও এস এম এস পাঠিয়ে আজকের দিনের কথা বলতে পারবেন। নিচে আপনাদের সাথে এই ঈদ উপলক্ষে নতুন নতুন ঈদের ক্যপশন, বাণী ও সুন্দর সুন্দর পিকচার দিয়েছি। এই গুলো যারা সংগ্রহ করতে চান, তারা সম্পূর্ণ পোস্ট টি পড়ুন। 

অগ্রিম ঈদ মোবারক স্ট্যাটাস

ঈদের আনন্দ শেয়ার করার জন্য অনেক সময় পাওয়া গেলেও, অগ্রিম শুভেচ্ছা জানানোর মজাই আলাদা। আপনারা চাইলে সকল বন্ধু বা সোশ্যাল মিডিয়ায় ঈদের অগ্রিম মুহূর্ত শেয়ার করতে পারবেন। এজন্য এখানে অগ্রিম ঈদ মোবারক স্ট্যাটাস দেওয়া আছে। যেগুলো ফেসবুকে স্ট্যাটাস হিসেবে পোস্ট করতে পারবেন। ঈদ উপলক্ষে ঈদের পিকচার পোস্ট করার পাশা-পাশি এগুলো ক্যাপশন দিতে পারবেন। নিচে পছন্দের কয়েক টি ঈদের স্ট্যাটাস দেওয়া আছে দেখুন। 

নতুন আকাশ নতুন দিন ঈদের বাকি কয়েক দিন
ঝড় বৃষ্টি রোদের দিন আসবে কিন্তু ঈদের দিন নদীর ধারে সাদা বক তোমাদের জানায়
অগ্রীম ঈদ মোবারক

ঈদ আসতে ১ দিন বাকি এতো খুশি কোথায় রাখি!
বলাটা অনেক Easy! ঈদের কাজে সবাই Busy…!
একটি বছর ঘুরে আসবে সেই দিন
ঈদের খুশি বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিন
অনেকেই Busy ঈদের কাজে
আনান্দ টা সবার মাঝে
সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক 

আসছে ঈদ চলছে গাড়ি
ঈদের দাওয়াত আমার বাড়ি
হিমে ঈদের দাওয়াত অগ্রীম
আসবে কিন্তু ঈদের দিন
অগ্রিম ঈদ মোবারক। 

যে দিন দেখবো Eid এর চাঁদ, খুশি মনে কাটাবো রাত
নতুন সাজে সাজব সেদিন, সেদিন হলো ঈদের দিন,
আনোন্দে কাটাবো সারা দিন
অগ্রিম ঈদ মোবারক। 

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ ঈদ মানে ভুলিয়া দিতে সকল বিভেদ দ্বন্দ।
ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ-ভয়  ঈদের মতোই তোমার জীবনটা হোক দিপ্তময়।
অগ্রিম ঈদের শুভেচ্ছা। 

ঈদ এলো বৃষ্টি এলো খুশির দাঁর মুক্ত হলো,
ঈদের এখন নতুন রূপ,বৃষ্টি হল অপরূপ।
তুমি আমার আপনজন তাই তোমায় ঈদের নিমন্ত্রণ
অগ্রিম ঈদ মোবারক। 

আগের সব কষ্ট, করে ফেল নষ্ট।
ঈদের দিনে সবার প্রাণে কেউ রেখনা দুঃখ মনে।
উপভোগ কর ঈদের দিন খুশি থাকে সারা দিন।

শত প্রতিকূলতার মাঝেও সকলের জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ
সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।

অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন
ঈদ বয়ে আনুক সবার জীবনে অসীম সুখ ও আনন্দ
সকলকে ঈদ মোবারক।

আম পাতা জোড়া জোড়া
নতুন সব দিচ্ছে সাড়া
ভালো তেকে সুখে তেকো,
আর আমার কথাটি মনে রেখ। 
ঈদের অগ্রিম শুভেচ্ছা। 

অগ্রিম ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস  ১০+

এখানে ১০ টির ও বেশি ঈদের অগ্রিম ফেসবুক স্ট্যাটাস দেওয়া আছে। এই স্ট্যাটাস গুলোর মাধ্যমে ফেসবুক বন্ধুদের কে ঈদের জন্য অগ্রিম শুভেচ্ছা জানাতে পারবেন। নিচে বেশ কয়েকটি স্ট্যাটাস দেওয়া আছে। আপনার পছন্দের ঈদ স্ট্যাটাস সংগ্রহ করে নিবেন। 

  • এসেছে ঈদুল ফিতর সবাইকে জানাই সুখবর সবার মনে আনন্দ  তবে কেন মুখ বন্ধ। অগ্রিম ঈদ মোবারক
  • ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ ঈদ মানে ভুলিয়া দিতে সকল বিভেদ দ্বন্দ। ঈদ  মানে ভুলে যাওয়া যত দুঃখ-ভয় , ঈদের মতোই তোমার জীবনটা হোক দিপ্তময়। অগ্রিম ঈদ মোবারক। 
  • আল্লাহ আপনার জন্য সুখ ও সমৃদ্ধির দরজা খুলে দিন। আপনাকে এবং আপনার পরিবারকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। 
  • ঈদ মানে আঁকাশে নতুন চাঁদ। ঈদ মানে নতুন চাওয়া পাওয়ার স্বাদ। ঈদ মানে মেহেদী রাঙা হাত।ঈদমানে আমার বাড়ীতে তোমার দাওয়াত। অগ্রিম ঈদের শুভেচ্ছা। 
  • আমরা যখন বিশেষ দিনটি উদযাপন করার জন্য প্রস্তুত হচ্ছি, এখানে কয়েকটি শুভেচ্ছা এবং উদ্ধৃতি রয়েছে যা আপনি আপনার প্রিয়জনের সাথে ভাগ করে নিতে পারেন এবং তাদের ঈদ মোবারক শুভেচ্ছা জানাতে পারেন৷ অগ্রিম ঈদের শুভেচ্ছা। 
  • আশা করি এই ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও আনন্দ। অগ্রিম ঈদের শুভেচ্ছা। 
  • এই ঈদ-উল-ফিতর, নিজের ভিতরে দেখুন, আরও দান করুন এবং আরও খুশি ছড়িয়ে দিন। অগ্রিম ঈদের শুভেচ্ছা। Eid এলো, বৃষ্টি এলো খুশির দ্বার মুক্ত হলো,,,। Eid এর এখন নতুন রুপ, বৃষ্টি হলো অপরুপ। তুমি আমার আপনজন তাই তোমাকে জানাই নিমন্ত্রন।অগ্রিম ঈদের শুভেচ্ছা। 
  • সর্বশক্তিমান আল্লাহ  আপনার জন্য সুখের দরজা খুলে দিন এবং আপনার সমস্ত স্বপ্ন পূরণ করুন। আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক!
  • ঈদের এই শুভ উপলক্ষ্যে, আসুন আমাদের জীবনের সমস্ত বিস্ময়কর জিনিসগুলির জন্য ঐশ্বরিক আলোর প্রতি কৃতজ্ঞতা জানাই। অগ্রিম ঈদের শুভেচ্ছা। 
  • আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক। সর্বশক্তিমান আপনার প্রার্থনা কবুল করুন এবং আপনাকে রমজানের পুরষ্কার দান করুন। অগ্রিম ঈদের শুভেচ্ছা। 
  • ঈদ মোবারক. আপনার শান্তি, সুখ এবং সমৃদ্ধি কামনা করছি! অগ্রিম ঈদের শুভেচ্ছা। 

অগ্রিম ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা  

ঈদ আমাদের মাঝে আনন্দের সুবাস ছড়িয়ে দেয়। তাই এই দিনে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকি। বন্ধু-বান্ধব ও পরিবার পরিজনকে ভালোবাসার মধ্যে দিয়ে ঈদের সময় কেটে যাক, এই কামনা করি সবার জন্য। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাতে চাইলে এখানে দেওয়া বার্তা গুলো ব্যবহার করতে পারেন। নিচে অনেক ঈদের বার্তা দেওয়া আছে, যার মাধ্যমে অগ্রিম শুভেচ্ছা জানাতে পারবেন। 

শুভ রজনী, শুভ দিন,
রাত পোহালেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
অগ্রিম ঈদ  মোবারক। 

আজ সারা বিশ্ব ঘরবন্দী,
কিন্তু থেমে নেই সময় আর আবেগ অনুভূতি গুলো।
আগামী ঈদটা পাবার আশায়
এবারের ঈদের আনন্দটা না হয়
শুধুমাত্র পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখুন।
ঘরে থাকুন, সুস্থ থাকুন।
ঈদ মুবারক

ঈদ মোবারক
ঈদের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার জীবন ভরে উঠুক
খুশি ও আনন্দে। 

এই পবিত্র ঈদে,
আল্লাহর অপরিসীম আশীর্বাদ
তোমার ওপর পড়ুক…
তোমার জীবন সুখ, আনন্দে
পরিপূর্ণ থাকুক…
ঈদ মোবারক। 

রঙ লেগেছে মনে
মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো
বন্ধু ঈদের এই দিনে !
ঈদের অগ্রিম শুভেচ্ছা 

চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়…
কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয়…
মনের গভীর থেকে মিষ্টি
SMS দিয়ে সবাই কে জানাই
ঈদের অগ্রিম শুভেচ্ছা। 

ঈদ এর এই আনন্দ উৎসবে,
আলাহ তোমাকে আনন্দ দিক…
তাঁর আশীর্বাদে সকলের জীবনে শান্তি আসুক।
ঈদের অগ্রিম শুভেচ্ছা। 

তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি। তুমি পাহাড়ের গায়ের ঝরনার পানি।
তুমি বর্ষার এক পরশ বৃষ্টি। তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ।
তোমাকে জানাই ঈদ মুবারক। 

এই উৎসবের দিনে,
আল্লাহ তোমার জীবন আনন্দে ভরে তুলুক,
তোমার মনে ভালোবাসার সঞ্চার হোক,
তোমার আত্মা আল্লাহকে স্মরণ করুক,
এবং তোমাকে জ্ঞান প্রদান করুক….
ঈদ মুবারক। 

কিছু কথা অব্যাক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু স্মৃতি নিরবে কেদে যায়, শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়
তা হলো ঈদের দিন…. ঈদ মোবারক।  

অগ্রিম ঈদ মোবারক শুভেচ্ছা মেসেজ 

ছন্দ আকারে অনেক গুলো মেসেজ আছে। এই ঈদ উপলক্ষে আপনাদের সাথে এই মেসেজ গুলো শেয়ার করেছি। ঈদের শুভেচ্ছা জানাতে চাইলে অবশ্যই অগ্রিম ঈদ মোবারক শুভেচ্ছা মেসেজ সংগ্রহ করে রাখবেন। এই মেসেজ দিয়ে প্রিয়জন কে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন। 

নেটওয়ার্কের যানজট এর ভিরে
আটকা পরে আসতে পারিনি
তোমাদের উইশ করতে,
বলতে পারিনি ঈদ মোবারক।
আজ এই সুযোগে তোমাকে
আমার হৃদয়ের গভীর থেকে
বলতে চাই ঈদ মোবারক।

মেঘলা আকাশ মেঘলা দিন ঈদের
বাকি ১দিন,কাপড় চোপড়
কিনে নিন,গরিব দুঃখীর খবর নিন,
দাওয়াত রইল ঈদের দিন।
ঈদ মোবারক

ঈদ মোবারক
তুমি কোথায় আছো বা
কি করছো তা গুরুত্বপূর্ণ নয়,
সবসময় মনে রেখো আলাহ
তোমার সাথে আছেন
এবং তিনি তোমাকে পথ দেখাবেন…
শান্তি আসুক সকলের মনে,
শান্ত হোক পৃথিবী। 

ফুল সুভাষ দেয়, দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের
কাদায়, আর আমার এই এস এম এস
তোমাকে ঈদের সুভেচ্ছা জানায়,
ঈদ মোবারক। 

যে দিন দেখবো ঈদের চাঁদ,
খুশি মনে কাটাবো রাত,
নতুন সাজে সাজব সেদিন,
সেদিন হলো ঈদের দিন,
আনন্দে কাটাবো সারা দিন!
বন্ধু তোমায় দাওয়াত রইল ঈদের দিন !
অগ্রিম ঈদ মোবারাক। 

জীবনের সব আনন্দ তোমাকে ঘিরে রাখুক,
সব আপনজনের ভালোবাসায় ভরে ওঠো তুমি,
তোমার সব সমস্যা মিটে যাক…
তোমাকে ও তোমার পরিবারের সকলকে জানাই
ঈদের অনেক শুভেচ্ছা। 

মেঘলা আকাশ মেঘলা দিন,
ঈদের বাকি আর এক দিন…
আসবে সবার খুশির দিন,
নতুন কাপড় কিনে নিন…
গরীব-দুঃখীর খবর নিন,
দাওয়াত রইলো ঈদ এর দিন। 

ঈদ মোবারক
এসেছি আমি দূরের পথিক,
জানাতে তোমায় শুভেচ্ছা…
খুশির ঈদের দিন যে আজ,
চারিদিকে ছড়াক আনন্দ…
আলাহ যেন সকলের দোয়া কবুল করেন,
সকলে ভালো থাকুক, সুস্থ্য থাকুক। 

সবসময় হাসতে থাকো,
যেমন ভাবে ফুল হাসে…
দুনিয়ার সব দুঃখ যাও ভুলে…
চারিদিকে ছড়িয়ে দাও আনন্দের গান
এই আসা নিয়েই তোমাকে জানাই
অগ্রিম ঈদের শুভেচ্ছা।  ঈদ মুবারক । 

চাঁদ উঠেছে ফুল ফুটেছে
দেখবি কে কে আয়,
নতুন চাঁদের আলো এসে
পড়ল সবার গায় ।
ঈদ মোবারাক। 

অগ্রিম ঈদ মোবারক বার্তা 

বার্তা ও এস এম এস এর মাধ্যমে দূরে থাকা আপনজনকে ঈদের শুভেচ্ছা জানানোর এক মাত্র সুন্দর উপায়। এতে করে আপনার পাথনো বার্তা টি পেয়ে তারা অবশ্যই খুশি হবে। এখানে অগ্রিম ঈদ মোবারক বার্তা গুলো ছন্দে ছন্দে সাজানো হয়েছে। এই ঈদে নতুন নতুন ঈদের শুভেচ্ছা ক্ষুদে বার্তা দেওয়া হয়েছে। এখান থেকে আপনার পছন্দের শুভেচ্ছা বার্তা সংগ্রহ করে নিবেন। 

দৃষ্টি মনচুরি করে
খুশি আমাদের হাসায়
দুঃখ আমাদের কাদায়,
আর আমার এই SMS তোমাকে Eid এর শুভেচছা জানায়।
ঈদের অগ্রিম শুভেচ্ছা।   

ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশে। 
টাকা না থাকলে পকেটে, সালামি দিন রকেটে। 
ঈদ এলো জগতে, সালামি দিননগদে। 
থাকি ঈদের দিন আশাতে, যদি সালামি পাই উপায় এ।
বিকাশ আছে, নগদt আছে,
সালামি না দিলে খবর আছে। 

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন।
তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ।
বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে।
ঈদ মোবারক, শুভ হোক তোমার ঈদের দিন।

ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে। 

বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা। 

তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।  

রঙ লেগেছে মনে। মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
ঈদের অগ্রিম শুভেচ্ছা। 

নতুন চাঁদের আগমনে, সাড়া জাগলো এ মনে,
ঈদ এলো পবিত্র দিনে, দুঃখ বেদনা ভুলে গিয়ে,
এনজয় করো ইদের দিনে , দাওয়াত দিলাম তোমার তরে,
পারলে এসো আমার ঘরে, ঈদ মোবারাক। 

ইলিশ মাছের ৩০ কাটা,বোয়াল মাছের দাড়ি.
মে এর ১৪ তারিখ,এস আমার বাড়ি.
ছেলে হলে পাঞ্জাবি,মেয়ে হলে শাড়িকরবো বোরন বন্ধু তোমায়,আসবে আমার বাড়ি.
ঈদ মোবারাক। 

ঐ দেখা যায় ঈদের চাঁদ
বাড়ীয়ে দিলাম দুটি হাত
মিস্টি মিস্টি হাসিতে
দাওয়াত দিলাম আসিতে
ঈদ মোবারক। 

শেষ কথা 

ঈদ আমাদের সবার মনে প্রশান্তি বয়ে আনুক। আনন্দের সাথে কেটে যাক ঈদের দিন গুলো। ছন্দের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানান আপনজন প্রিয়জন কে। এই পোস্টে ঈদের সকল স্ট্যাটাস, এস এম এস ও ক্ষুদেবার্তা দেওয়া হয়েছে। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এখান থেকে অগ্রিম ঈদ মোবারক স্ট্যাটাস, শুভেচ্ছা, মেসেজ ও বার্তা সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন। 

আরও দেখুনঃ 

ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন ও পিকচার ডাউনলোড 

ঈদের সালামি নিয়ে স্ট্যাটাস, মেসেজ ও বিকাশ কার্ড

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *