গাজী সাবমারসিবল পাম্প এর দাম ২০২৩
পানির গভীরতম গভীর থেকে এবং অনেক উঁচু পর্যন্ত পানি উঠানো এবং উত্তোলন করাই সাবমারসিবল পাম্পের কাজ। বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সাবমার্সিবল পাম্প পাওয়া যায়। তবে গাজী সাবমারসিবল পাম্পের দাম সর্বনিম্ন ৫ থেকে ৬০০০ টাকা। এবং সর্বোচ্চ প্রায় ২০০০০ থেকে ৩৩০০০ হাজার টাকা। তবে কোন পাম্পের দাম কেমন তা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে গাজী সাবমারসিবল পাম্প এর দাম।
আমাদের আর্টিকেল থেকে জানতে পারবেন গাজী সাবমারসিবল পাম্পের দাম এবং বিভিন্ন হর্সপাওয়ার এর গাজী সাবমারসিবল পাম্পের মূল্য সম্পর্কে। যেমন এখানে আমরা উল্লেখ করেছি গাজী মোটর ১ গোড়ার দাম কত। এছাড়া উল্লেখ করেছি গাজী ১.৫ ঘোড়া পাম্পের দাম কত। তাই একটু নিচে প্রবেশ করে গাজীর সকল সাবমারসিবল পাম্পের মূল্য এবং মডেল গুলোর তালিকা দেখে নিন।
গাজী সাবমারসিবল পাম্প এর দাম
সাধারণ কাজের থেকে শুরু করে বড় ধরনের কাজের ক্ষেত্রে গাজী সাবরসিবল পাম্প ব্যবহার করতে পারবেন। এই গাজী সাবমারসিবল পাম্পের মডেল, এবং বৈশিষ্ট্য অনুযায়ী দামের অনেক পার্থক্য হয়ে থাকে। যেমন গাজী সাবমারসিবল পাম্প এর বৈশিষ্ট্য আলাদা করে থাকে এর হর্স পাওয়ার এর দিক বিবেচনা করে।
আপনি গাজী সাবমারসিবল পাম্পের প্রকারভেদের মধ্যে ০.৩৩ হর্সপাওয়ার, এবং ০.৫হর্সপাওয়ার, হর্সপাওয়ার,১.৫হর্সপাওয়ার, ২ হর্সপাওয়ার,৩ হর্সপাওয়ার রয়েছে। প্রত্যেকটি গাজী সাবমারসিবল পাম্পের দামগুলো আলাদা। তাই একটু নিচে প্রবেশ করুন এবং গাজী সাবমারসিবল পাম্প এর দাম জেনে নিন।
গাজী পাম্পের দাম ২০২৩
০.৩৩ ঘোরার পাম্পের সত্যি 0.25 কিলোওয়াট। এবং এই মটরের ঘূর্ণন গতি ২৯০০ আরপিএম। এবং এর ০.৩৩ মূল্য ৬০০০ থেকে ৭০০০ টাকা। এবং এ পাম্পের ফেজ ভোল্টেজ ১৮০ থেকে ২২০ ভোল্ট। এবং এক ঘোড়া গাজী মটর পাম্পের দাম ৮ থেকে ১০ হাজার টাকা। তবে দোকান অনুযায়ী এ দামের পার্থক্য হতে পারে।
আবার ২ ঘোড়া গাজী মটর পাম্পের দাম ১২৪০০ থেকে ১৫০০০ টাকা। এবং তিন গোড়া গাজী মোটর সাবমারসিবল পাম্পের দাম ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা। অর্থাৎ দামের পার্থক্য হয় এর কাজের এবং বিভিন্ন বৈশিষ্ট্যের উপর।
গাজী সাবমারসিবল ওয়াটার পাম্পের দাম ২০২৩
বাংলাদেশের অন্যান্য ওয়াটার সাবমারসিবল ওয়াটার পাম্পের তুলনায়০.৩৩ হর্স পাওয়ার গাজী সাবমারসিবল ওয়াটার পাম্প এর দাম ৮৩০০ টাকা। একই হর্স পাওয়ার কিন্তু ভিন্ন দোকানে ভিন্ন বৈশিষ্ট্যের কারণে এই গাজী সাবমার্সিবল ওয়াটার পাম্পের দাম ৭৩০০ টাকা থেকে ৭৫০০ টাকা। অতএব একটু নিচে প্রবেশ গাজী সাবমারসিবল ওয়াটার পাম্পের দাম ২০২৩ বিস্তারিত জেনে নিন।
গাজী মটর ১ ঘোড়া দাম কত ২০২৩
১ ঘোড়া ওয়াটার পাম্প দিয়ে বড় বড় বিল্ডিং এ পানি তোলার জন্য ব্যবহার করা হয়। এবং অনেক দূরবর্তী কোথাও পানি টেনে নেওয়ার কাজে ১ ঘোড়া মোটর ব্যবহার করা হয়। তবে যাওয়ার স্পিড বেশি না হলেও 0.33 এবং ০.৫ হর্স পাওয়ারের মোটর থেকে অনেক বেশি। তবে বর্তমানে ৬-৭ হাজার টাকা দিয়ে গাজী ১ ঘোরার সাবমারসিবল ওয়াটার পাম্প ক্রয় করা যায়। তবে মানসম্মত এবং ভালো মানের ১ ঘোড়া মোটরের দাম ৯ থেকে ১০ হাজার টাকা।
মডেল : TJSW-10 মি
- ব্রান্ড : গাজী ব্র্যান্ড
- ওয়ারেন্টি : ১ বছর ওয়ারেন্টি রয়েছে
- উৎপত্তি স্থল : তাইফু, চীন
- হর্সপাওয়ার : ১ এইচপি(হর্স পাওয়ার)
- ডেলিভারি লাইন : ১ ইঞ্চি
- ভোল্টেজ, বৈদ্যুতিক একক বিশেষঃ ২২০ ভোল্ট
- জল বিতরণ : ১০-২০ লিটার
গাজী ১.৫ ঘোড়া পাম্পের দাম কত ২০২৩
১.৫ ঘোড়া গাজী সাবমারসিবল পাম্প এর দাম ১০ হাজার থেকে ১২৪০০ টাকা। মানসম্মত এবং নরমাল 1.5 ঘোড়া সাবমারসিবল পাম্পের মূল্যের অনেকটা পার্থক্য। তবে সাধারণ ১.৫ ঘোড়ার সাবমারসিবল ওয়াটার পাম্প এর দাম ৮০০০-১০০০০ টাকা।
এই গাজী সাবমারসিবল ওয়াটার পাম্প গুলো অনেক টেকসই এবং শক্তিশালী হয়ে থাকে। তাই নিঃসন্দেহে ক্রয় করতে পারেন। তবে পূর্ব থেকে ১৫০০ থেকে ২ হাজার টাকা সাবমারসিবল পাম্পে বৃদ্ধি করা হয়েছে। তাই সাবমারসিবল পাম্প ক্রয় করার পূর্বে অবশ্যই এখান থেকে সঠিক দাম জেনে নিন।
গাজী ২ ঘোড়া সাবমারসিবল পাম্প এর দাম কত
এই গাজী ২ ঘোড়া সাবমারসিবল পাম্প কে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। তবে সাধারণত পাশা বাড়ির এবং আবাসিক এলাকায় এসব সাবমারসিবল পাম্প ব্যবহার করা হয়। অর্থাৎ ২ ঘোড়া গাজী সাবমারসিবল পাম্প একদম পারফেক্ট।
বর্তমানে বাজার মূল্য ১২০০০ থেকে ১৫০০০ টাকা। তবে ২ হাজার টাকা এবং ৩০০০ টাকা বৃদ্ধি পাওয়ায় ২ ঘোড়া প্রতি সাবমারসিবল পাম্পের মূল্য বৃদ্ধি পেয়েছে ২০০০ থেকে ২৫০০ টাকা। আপনার কিসের দোকানে ২ ঘোড়া সাবমারসিবল পাম্প বিক্রি হচ্ছে ১৫০০০ থেকে ১৭০০০ টাকা।
গাজী ৩ ঘোড়া পাম্পের দাম কত
বিভিন্ন কৃষি কাজে সেচ দিতে এবং পানির অনেক গভীর থেকে উত্তোলন করতে গাজি ৩ ঘোড়া পাম্প ব্যবহার করা হয়। আর এই গাজী সাবমারসিবল পাম্প ইন্সটল করা একদম সহজ। যে কেউ চাইলে এ টি ইন্সটল করতে পারবেন। তবে এ সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে হবে। গাজী ৩ ঘোড়া সাবমারসিবল পাম্পের দাম ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা।
তবে কার্যক্ষেত্র এবং কাজের বৈশিষ্ট্যের পার্থক্য অনুযায়ী ৩৩ হাজার টাকা পর্যন্ত হয় ৩ ঘোড়া গাজী ওয়াটার সাবমারসিবল পাম্পের। অতএব নিচে কয়েকটি গাজী ওয়াটার সাবমারসিবল পাম্পের তালিকা উল্লেখ করা হলো। যা আপনার সাবমারসিবল পাম্প ক্রয় করার পূর্বে অবশ্যই কাজে আসবে।
- এই 4SDM-612 এই মডেলের সাবমারসিবল পাম্প এর দাম ১৩২০০ টাকা।
- এই SDM-10-10 সাবমারসিবল পাম্প এর দাম ১৪০০০ টাকা।
- এই 3SDM-3.5-9 গাজী সাবমারসিবল পাম্পের বর্তমান দাম ৮৫০০ টাকা।
- এই 3SDM-3.5-16 এই মডেলের দাম ১০ হাজার ৯০০ টাকা।
গাজী সাবমারসিবল পাম্পের তালিকা
নিচে কয়েকটি গাজী সাবমারসিবল পাম্পের তালিকা উল্লেখ করা হলো। তবে ইতি মধ্যে আজকের আলোচনায় গাজী সাবমারসিবল পাম্পের দাম কত বিস্তারিত উপরে উল্লেখ করেছি। আশা করছি উপর থেকে সম্পূর্ণ পোস্ট নিচ পর্যন্ত পড়ে এসেছেন। এছাড়া আপনাদের সুবিধার্থে নিজের কয়েকটি গাজী সাবমারসিবল পাম্পের তালিকা উল্লেখ করা হলো।
মডেল: RFL ওয়াটার পাম্প সেন্ট্রিফিউগাল WP- 1 ″ X1 ″- 1HP( RAC 158)
- কোড ৮৫০০৫
- এই পাম্পের মূল্য ৯৭০০ টাকা
- এর ব্র্যান্ড আরএফএল
- পাওয়ার( HP)1.0 হর্স পাওয়ার
- শক্তি( কিলোওয়াট)0.75 কিলোওয়াট
- ভোল্টেজ 220 ভোল্ট( একক ফেজ)
মডেল: RFL ওয়াটার পাম্প সেন্ট্রিফিউগাল WP- 1 ″ X1 ″- 1HP( XPART 10M)
- কোড 801214
- মূল্য 9075 টাকা
- পাওয়ার( HP)1.0 হর্স পাওয়ার
- শক্তি( কিলোওয়াট)0.75 কিলোওয়াট
- ভোল্টেজ 220 ভোল্ট( একক ফেজ
মডেল – TJSW-100XL (আল্ট্রা)
- ব্র্যান্ড: গাজী
- উৎপত্তি স্থান – তাইফু, চীন
- ওয়ারেন্টি – 1 বছর
- হর্সপাওয়ার: 1 HP
- ভোল্ট: 220
- জল সরবরাহ: 10-70 লিটার
- পাওয়ার সোর্স: ইলেকট্রিক
মডেল: WP3SDM 2.5/8-0.33
- মূল্য: ৮৩০০ টাকা।
- 0.33 HP গভীর কূপ সাবমার্সিবল পাম্প।
- 100% কপার উইন্ডিং।
- নিরাপদ বিদ্যুৎ সরবরাহের জন্য উচ্চ-কর্মক্ষমতা নিয়ন্ত্রণ বাক্স।
- অপারেটিং ভোল্টেজ: 180-240
শেষ কথা
সম্পূর্ণ চেষ্টা করেছি আপনাদেরকে গাজী সাবমারসিবল পাম্প এর দাম সঠিক এবং বর্তমান আপডেট দাম জানিয়ে দেওয়া। আশা করছি আপনারা আমাদের এই আর্টিকেল থেকে অনেকটা উপকৃত হয়েছেন। এবং আপনাদের অনুসন্ধান করা তথ্য জানতে পেরেছেন। যদি পোস্ট করে আপনারা উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদের কে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ