মালয়েশিয়া ঈদ কবে ২০২৩? রোজার ঈদ কত তারিখে
সারা মুসলিম বিশ্বে মাহে রমজান মাস শেষ হতে যাচ্ছে। ২০২৩ সালের রোজার ঈদ আর কিছু দিনের মধ্যেই। সকল দেশের ইসলামিক সংস্থা কবে ঈদ হবে তার তারিখ প্রকাশ করেছে। তেমনি মালয়েশিয়া ও এর বিভিন্ন অঞ্চলের কবে ঈদ হবে তার তারিখ জানার জন্য চাঁদ দেখা আরম্ভ করেছে। তবে তারা জানিয়েছে ঈদ শুরু হওয়ার তারিখ নির্ভর করতেছে রোজার উপর। যদি ২৯ টি রোজা হয় তাহলে ১ দিন আগেই এই দেশে ঈদুল ফিতর আরম্ভ হবে। আজকের পোস্টে মালয়েশিয়া ঈদ কবে হবে ও এর সম্বাভ্য তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।
ঈদুল ফিতর ২০২৩ – মালয়েশিয়া
সৌদি আরব, আরব আমিরাত, কানাডা, মালয়েশিয়া ও আরও অন্যান্য দেশে একই দিনে ঈদ হয় না। কারণে এই সব দেশ গুলোতে দুই-এক দিন আগে পড়ে ঈদের চাঁদ দেখা যায়। তবে বাংলাদেশ ও ভারতে এবং পাকিস্তানে প্রায় একই সাথে প্রতি বছর ঈদ হয়ে থাকে। মালয়েশিয়া ঈদুল ফিতর ২০২৩ এর সময় ও তারিখ প্রকাশ করা হবে। এজন্য তাদের ইসলামিক সংস্থা টি ঈদের চাঁদ পর্যবেক্ষন করতেছে। চাঁদ দেখা পাওয়ার সাথে সাথে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগে প্রকাশ করা হবে। সেই সাথে একটি নোটিশ দেওয়া হবে।
আজকে মালয়েশিয়ায় কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য মালয়েশিয়াতে আগামীকাল ঈদুল ফিতর পালিত হওয়ার কোন সম্ভাবনা নেই। তবে অনেকটা নিশ্চিত করে বলা যায় যে আগামীকাল অর্থাৎ শুক্রবার মালয়েশিয়ার আকাশে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা যেতে পারে। সে হিসেবে আগামী শনিবার মালয়েশিয়াতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
মালয়েশিয়া ঈদ কবে
আকাশে এখন পর্যন্ত ঈদের চাঁদ সম্পূর্ণ ভাবে দেখা যায় নি। তাই এখন বলা যাচ্ছে না এ বছর কয়টি রোজা হবে। সাধারণত ২৯ বা ৩০ টি রোজা হয়ে থাকে। যদি মালয়েশিয়া ২৯ টি রোজা হয় তাহলে এ দিন আগেই চাঁদ দেখা পাওয়া যাবে। আর যদি ৩০ টি রোজা হয় তাহলে ১ দিন পর চাদের দেখা মিলবে। তবে তাদের ইসলামিক সংস্থা গুলো চাঁদ দেখার মাধ্যমে জানিয়েছে এপ্রিলের ২১ তারিখ থেকে ২৩ শে তারিখের মধ্যে মালয়েশিয়া ঈদ হওয়ার সম্ভাববনা রয়েছে। এখন রোজা কত টি হয়, এই বিষয় কে প্রাধান্য দিতে হবে।
মালয়েশিয়া কত তারিখে রোজার ঈদ
এখন জানা যায় নি যে কয় টি রোজা হবে। তবে ধারনা স্বরূপ ২৯ টি রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ২৯ টি রোজা হয় তাহলে ২১ বা ২২ তারিখের মধ্যে মালয়েশিয়া ঈদ হবে। কিন্তু এখন অফিসিয়াল ভাবে চূড়ান্ত তারিখ ঘোষণা দেয় নি। তাই আপনাদের কে চাঁদ দেখার উপর নির্ভর করতে হবে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। যখন মালয়েশিয়া ইসলামিক সংস্থা অনুযায়ী তাদের দেশে কবে ঈদ হবে তার সঠিক তারিখ প্রকাশ করবে, তার অফিসিয়াল নিয়ুজ টি আপনারা পেয়ে যাবেন।
শেষ কথা
নির্ভুল ভাবে চাঁদ দেখা না যাওয়া পর্যন্ত ঈদ কত তারিখে তা বলা যাচ্ছে না। তাই ধারনা হিসেবে ২১,২২ ও ২৩ তারিখ ঘোষণা দিয়েছে। এর মধ্যেই মালয়েশিয়া ঈদ হবে। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে মালয়েশিয়া ঈদ কবে? মালয়েশিয়া কত তারিখে রোজার ঈদ তা জানতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকবেন।