মালয়েশিয়া সেহরি ও ইফতারের সময়সূচি 2023
মালয়েশিয়ায় বসবাসরত সকল মুসলমানদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে মালয়েশিয়ার আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। সুতরাং আগামীকাল অর্থাৎ ২৩ শে মার্চ রোজ বৃহস্পতিবার মালয়েশিয়ায় প্রথম রোজা শুরু হবে। রোজা রাখার জন্য অনেকেই মালয়েশিয়া সেহরি ও ইফতারের সময়সূচি খুজতেছে। আমরা জানি যে মালয়েশিয়ায় অনেক মুসলমান বসবাস করে এছাড়াও প্রতিবছর বাংলাদেশ ও ভারত থেকে অধিক প্রবাসী মালেশিয়ায় কাজের উদ্দেশ্যে পাড়ি জমায়।
আপনি যদি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করে থাকেন তাহলে রোজা রাখার জন্য অবশ্যই আপনাকে পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি সংগ্রহ করা জরুরী। তাই আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে মালয়েশিয়া রোজার ক্যালেন্ডার শেয়ার করব। আশা করি পবিত্র রমজান মাসের সময়সূচী সম্পর্কে সম্পূর্ণ ধারণা আজকের এই পোষ্টের মাধ্যমে অর্জন করতে পারবেন।
আজকে মালয়েশিয়ায় ইফতারের সময় কত?
২৩শে মার্চ থেকে মালয়েশিয়ায় পবিত্র মাহে রমজান মাস শুরু হয়েছে। আজকে মাহে রজমান মাসের ২য় দিন। তাই মালয়েশিয়ায় বসবাসরত সকল মুসলমানগণ ইন্টারনেটে আজকে বা ২য় রোজার মালয়েশিয়া ইফতারের সময় কত তা জানতে চেয়েছে। অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়ায় ইফতারের সময় কিছুটা দীর্ঘ। আজকে মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলের ইফতারের সময় ৭ টা ২৫ মিনিট।
মালয়েশিয়া সেহরি ও ইফতারের সময়সূচি
আজকে সন্ধ্যার পর মালয়েশিয়ায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। এরপর থেকেই মালয়েশিয়ায় বসবাসরত যে সকল বাংলা ভাষাভাষী লোকজন রয়েছে তারা বাংলা ভাষায় ইন্টারনেটে মালয়েশিয়া সেহরি ও ইফতারের সময়সূচি খুঁজে বেড়াচ্ছে। প্রবাসীদের কথা বিবেচনা করে এখন আমি আপনাদের সাথে মালয়েশিয়া রোজার ক্যালেন্ডারটি শেয়ার করব। তাহলে চলুন নিচের অংশ থেকে পবিত্র রমজান মাসের এই সময়সূচী টি এখনই সংগ্রহ করে নেই।
নং | তারিখ | দিবস | সেহরির শেষ সময় |
ইফতারের সময় |
---|---|---|---|---|
১ * | ২৩ মার্চ | বৃহস্পতিবার | ৫:৫৯ | ৭:২৫ |
২ | ২৪ মার্চ | শুক্রবার | ৫:৫৮ | ৭:২৫ |
৩ | ২৫ মার্চ | শনিবার | ৫:৫৮ | ৭:২৫ |
৪ | ২৬ মার্চ | রবিবার | ৫:৫৮ | ৭:২৫ |
৫ | ২৭ মার্চ | সোমবার | ৫:৫৮ | ৭:২৪ |
৬ | ২৮ মার্চ | মঙ্গলবার | ৫:৫৭ | ৭:২৪ |
৭ | ২৯ মার্চ | বুধবার | ৫:৫৭ | ৭:২৪ |
৮ | ৩০ মার্চ | বৃহস্পতিবার | ৫:৫৬ | ৭:২৪ |
৯ | ৩১ মার্চ | শুক্রবার | ৫:৫৬ | ৭:২৪ |
১০ | ১ এপ্রিল | শনিবার | ৫:৫৫ | ৭:২৪ |
নং | তারিখ | দিবস | সেহরির শেষ সময় |
ইফতারের সময় |
---|---|---|---|---|
১১ | ২ এপ্রিল | রবিবার | ৫:৫৫ | ৭:২৩ |
১২ | ৩ এপ্রিল | সোমবার | ৫:৫৫ | ৭:২৩ |
১৩ | ৪ এপ্রিল | মঙ্গলবার | ৫:৫৪ | ৭:২৩ |
১৪ | ৫ এপ্রিল | বুধবার | ৫:৫৪ | ৭:২৩ |
১৫ | ৬ এপ্রিল | বৃহস্পতিবার | ৫:৫৩ | ৭:২৩ |
১৬ | ৭ এপ্রিল | শুক্রবার | ৫:৫৩ | ৭:২২ |
১৭ | ৮ এপ্রিল | শনিবার | ৫:৫২ | ৭:২২ |
১৮ | ৯ এপ্রিল | রবিবার | ৫:৫২ | ৭:২২ |
১৯ | ১০ এপ্রিল | সোমবার | ৫:৫১ | ৭:২২ |
২০ | ১১ এপ্রিল | মঙ্গলবার | ৫:৫১ | ৭:২২ |
নং | তারিখ | দিবস | সেহরির শেষ সময় |
ইফতারের সময় |
---|---|---|---|---|
২১ | ১২ এপ্রিল | বুধবার | ৫:৫১ | ৭:২২ |
২২ | ১৩ এপ্রিল | বৃহস্পতিবার | ৫:৫০ | ৭:২১ |
২৩ | ১৪ এপ্রিল | শুক্রবার | ৫:৫০ | ৭:২১ |
২৪ | ১৫ এপ্রিল | শনিবার | ৫:৪৯ | ৭:২১ |
২৫ | ১৬ এপ্রিল | রবিবার | ৫:৪৯ | ৭:২১ |
২৬ | ১৭ এপ্রিল | সোমবার | ৫:৪৮ | ৭:২১ |
২৭ | ১৮ এপ্রিল | মঙ্গলবার | ৫:৪৮ | ৭:২১ |
২৮ | ১৯ এপ্রিল | বুধবার | ৫:৪৮ | ৭:২১ |
২৯ | ২০ এপ্রিল | বৃহস্পতিবার | ৫:৪৭ | ৭:২০ |
৩০ * | ২১ এপ্রিল | শুক্রবার | ৫:৪৭ | ৭:২০ |
উপরে উল্লেখিত পবিত্র রমজান মাসের সময়সূচী টি শুধুমাত্র মালয়েশিয়ার কুয়ালালামপুর ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য প্রযোজ্য। আমি আপনাদের সাথে রহমতের দশ দিন, মাগফেরাতের ১০ দিন ও নাজাতের ১০ দিন পবিত্র রমজান মাসের সময়সূচী টি আলাদা আলাদা টেবিল আকারে শেয়ার করেছি।
মালয়েশিয়া রোজার ক্যালেন্ডার
আশা করি ইতিমধ্যে আপনি এই পোষ্টের মাধ্যমে মালেশিয়ার পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি টি জানতে পেরেছেন। আবার আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা রোজার ক্যালেন্ডারটি পিডিএফ আকারে সংগ্রহ করতে চায়। আমি লক্ষ্য করেছি যে ইতোমধ্যে ইন্টারনেটে অনেকেই মালয়েশিয়া রোজার ক্যালেন্ডার খুঁজে বেড়ায়। তাই এখন আমি আপনার সাথে পবিত্র রমজান মাসের এই ক্যালেন্ডারটি শেয়ার করব।
মালয়েশিয়া ইফতার ও সেহরির সময়সূচি ২০২৩
ইতিমধ্যে আমরা জেনেছি যে মালয়েশিয়ায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় অনেকেই প্রথম রোজার ইফতার ও সেহরির সময় কত তা খুঁজে বেড়াচ্ছে। আপনাদেরকে জানাতে চাই যে মালয়েশিয়ায় কুয়ালালামপুর শহরে প্রথম রোজার সেহরির শেষ সময় ৫ টা ৫৮ মিনিট। সারাদিন রোজা রাখার পরে আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময় ইফতার করতে হবে। আজকে ২য় রোজার ইফতারের সময় হচ্ছে ৭ টা ২৫ মিনিট।
সর্বশেষ কথা
দীর্ঘ এক বছর পর মালয়েশিয়ায় পবিত্র মাহে রমজান মাস শুরু হতে যাচ্ছে। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে মালয়েশিয়া সেহরি ও ইফতারের সময়সূচি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ইতিমধ্যে আপনি এই প্রশ্নের মাধ্যমে পবিত্র রমজান মাসের ক্যালেন্ডারটি সংগ্রহ করতে পেরেছেন। মহান আল্লাহতালা আপনাকে সঠিকভাবে পবিত্র রমজান মাসে রোজা পালন করার তৌফিক দান করুন।
আরও দেখুনঃ
সিঙ্গাপুর সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা বার্তা, উক্তি স্ট্যাটাস ও ছবি