ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ২০২৩ | শুভেচ্ছা বার্তা ও বাণী
বছর ঘুরে আবারো চলে আসলো নতুন বর্ষ। আজকের দিনটিকে সবাইক সুন্দর ভাবে উপভোগ করুন। নতুন বছরকে স্বাগত জানিয়ে দিন নববর্ষের শুভেচ্ছা বার্তার মাধ্যমে। ২০২৩ সাল আমাদের সুখ-শান্তি ভয়ে আনুক এটাই প্রত্যাশা। এই দিনটিতে অনেক রাত ভর বিভিন্ন উৎসবের আয়োজন করে। অনেকে দূরের বন্ধু-বান্ধব বা আপনজনদের সাথে এস এম এস বা মেসেজের মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে উপভোগ করে।
তাই আপনাদের জন্য নতুন বছর কে স্বাগতম জানাতে শুভেচ্ছা বার্তা ও বাণী সংগ্রহ করে দিয়েছি। ফেসবুকে শেয়ার করার জন্য শুভেচ্ছা স্ট্যাটাস ও ক্যাপশন শেয়ার করেছি। সবার সাথে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা শেয়ার করতে বার্তা গুলো সংগ্রহ করেনিন।
শুভে নববর্ষের শুভেচ্ছা
আমার পক্ষ থেকে আপনাকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। বছরের দুই বার নববর্ষ উদযাপন করা হয়। একটি ইংরেজি মাসের জানুয়ারির ১ তারিখে। অর্থাৎ বিগত বছরের শেষ তারিখে এবং নতুন বছরের শুরুতে। আর বাংলা বৈশাখ মাসের প্রথম তারিখে। বাংলা মাসে নববর্ষের উদযাপন উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হয়ে থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে বৈশাখী মেলা। এই দিনে ঘরে ঘরে নতুন চাল আসে এবং বিভিন্ন উৎসব আয়োজনে মেতে উঠে বাঙ্গালি।
পেছনের বৎসর নিয়ে না ভেবে,
সামনের বছর নিয়ে ভাবো।
এ আশায় সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
রাঙা আবির মেখে চোখে চোখে
মনের কথা সে বলছে,
নতুন সাজে সবার ঘরে বৈশাখ এসেছে।
রং মেখে ললনা,
হালে দুলে চলনা।
এমন দিনে কেউ করোনা ছলনা।
যেমন করে রাত কেটে গিয়ে সূর্যের আলো সুর করে দেয় রাতের কালো,
তেমনি ভাবে খারাপ সবকিছুই শেষ হয় ভালোর গর্ভে গিয়ে..
পুরনো বছরটা যতই খারাপ কাটুক,
নতুন বছরটা আবার নতুন আশায় তোমাকে দেবে লড়ার শক্তি…
যাতে পুরনো দুঃখগুলো এক এক করে সব দূরীভুত করতে পারো তুমি নিজের হাতে…
শুভ নববর্ষ 2023
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
আজ ইংরেজি নতুন বর্ষের প্রথম দিনে। তাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে কিছু শুভেচ্ছা মেসেজ ও বার্তা শেয়ার করেছি। এগুলো সংগ্রহ করে সবার সাথে নববর্ষের আনন্দ উদযাপন করতে পারবেন। একে অপরকে শুভেচ্ছা জানাতে পারবেন। এখানে অনেক গুলো শুভেচ্ছা দেওয়া আছে। আপনার পছন্দের টি সংগ্রহ করেনিন।
নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা।
পৃথিবীতে ছড়িয়ে দিক
অনেক অনেক ভালোবাসা
হ্যাপি নিউ ইয়ার
নতুন আলো নতুন ভোর, আসল বছর কাটল প্রহর।
অতীতের হলো মরণ , নতুন কে কর বরণ।
পুরনো সব স্মৃতি করে ফেল ইতি, তোমাকে জানাই,
Happy New Year
নতুন আলো নতুন ভোর,আসলো বছর কাটলো প্রহর।
অতীতের হলো মরণ, নতুন কে করো বরণ।
পুরনো সব স্মৃতি করে ফেলো ইতি
তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার ২০২৩
ফুল ফুটেছে বনে বনে… ভাবছি তোমায় মনে মনে…
বলছি তোমায় কানে কানে হ্যাপি নিউ ইয়ার ২০২৩
আজকের পরে -চিরকালের জন্যে তোমায় ছেড়ে যেতে হবে আমায়…
ইতি তোমার পরম আপন ২০২২
হ্যাপি নিউ ইয়ার ২০২৩
বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে।
নতুন বছর এসেছে, তাকে যত্ন করে রেখো, স্বপ্ন গুলো সত্যি করে খুব ভালো থেকো,
হ্যাপি নিউ ইয়ার
মিস্টি হাসি, দুষ্টু চোখ। সবার সপ্ন সত্যি হোক।
জানাই সবাই কে আরেক বার শুভ নববর্ষ।
আমার সব বন্ধুরা যেন
এই নতুন বছরটা সত্যিই খুব ভালো ভাবে কাটায়..
কিন্তু বন্ধুরা আমাকে যেন ভুলে যেও না..
হ্যাপ্পি নিউ ইয়ার ২০২৩
রাঙা আবির মেখে চোখে চোখে
মনের কথা সে বলছে,
নতুন সাজে সবার ঘরে বৈশাখ এসেছে।
রং মেখে ললনা,
হালে দুলে চলনা।
এমন দিনে কেউ করোনা ছলনা
নতুন বছরের প্রতিটি দিন হবে সুখময়, এমনটা আশা করা যায় না।।
সুখ-দুঃখ সাফল্য-ব্যর্থতা আশা নিরাশা সব আসবে একে একে,
আমি প্রার্থনা করি সৃষ্টিকর্তা যেন তোমাকে সবকিছু সহ্য করার ক্ষমতা দান করে
আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার।
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা
বার্তা দিয়ে শুরু হোক নববর্ষের উদযাপন। ঘরে ঘরে পোঁছে যাক নতুন বছরের আগমনের বার্তা। গুচে যাক সকল গ্লানি, হয়ে উঠুক সুখ ও সম্রিদ্ধিশীল। এই রকম আরও কিছু বার্তা নিচে দেওয়া আছে। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা গুলো প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারবেন। এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে উপভোগ করতে পারবেন।
নতুন পোশাক নতুন সাজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন, মিষ্টি হাসি,
শুভেচ্ছা জানাই রাশি রাশি।
হ্যাপি নিউ ইয়ার ২০২৩
নিত্য বছর নিত্য আলো, বন্ধুরা সব কই গেল? পাখিরা সব ডানা মেলে, শুভেচ্ছা দিতে এলো।
দুঃখ গুলো যাই ভুলে, যাতে সুখের সন্ধান মেলে। এমন করে বলোনা তোমরা,
আইসো মোদের বাড়ি!! সবাই মিলে ১ সাথে, নতুন বছর দেব পাড়ি।
যেটুকু ভুল ছিল সুধরে নিব,
না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব,
সবারে বাসবো ভাল,
এ প্রত্যয়ে শুরু হোক নতুন বছর।
হ্যাপি নিউ ইয়ার ২০২৩
পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম।
বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান।
পুরনো সব কষ্ট করে ফেল নষ্ট।
নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধিময়..
এই কামনায় তোমাই জানাই হ্যাপি নিউ ইয়ার
নিত্য পোশাক নিত্য সাজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন,
মিষ্টি হাসি, শুভেচ্ছা জানাই তোমায় রাশি রাশি। নতুন বছরের শুভেচ্ছা
নতুন বছরের নতুন দিনে
আপনাদের জানাই সুস্বাগতম
শুভ নববর্ষ
নতুন ভোর জেগে উঠছে নতুন সূর্যকিরণের সাথে…
নতুন সকাল জেগে উঠেছে মিষ্টি হাসির সাথে..
নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমায়,
নতুন বছর কাটুক তোমার অনেক আনন্দের সাথে…
হ্যাপি নিউ ইয়ার ২০২৩
মিস্টি হাসি, দুষ্টু চোখ।
সবার সপ্ন সত্যি হোক।
জানাই সবাই কে আরেক বার
হ্যাপি নিউ ইয়ার।
হ্যাপি নিউ ইয়ার ২০২৩
পেছনের সব কষ্ট, করে ফেল নষ্ট।
নতুন দিনে সবার প্রাণে, কেউ রেখনা দুঃখ মনে।
শুভ হোক নিত্য দিন, হ্যাপি থাকো সারা দিন।
নতুন বছরের শুভেচ্ছা।
নীল আকাশের খামে ভরে, সাদা মেঘের কাগজে করে, রঃধনুর রঙে লিখে,
দখিনা বাতাস কে দিয়ে আমার মনের কথা পাঠালাম।
নতুন বছরের শুভেচ্ছা ।
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বাণী
নববর্ষ নিয়ে অনেক বাণী রয়েছে। এই বাণী গুলো পড়লে নতুন বছর উদযাপন সম্পর্কে জানতে পারবেন। এগুলো সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে শেয়ার করতে পারবেন। নিচে থেকে নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বাণী সংগ্রহ করেনিন।
নতুন আলো নতুন ভোর, আসল বছর কাটল প্রহর। অতীতের হলো মরণ , নতুন কে কর বরণ।
পুরনো সব স্মৃতি করে ফেল ইতি, তোমাকে জানাই, Happy New Year এর প্রীতি । Happy New Year
নতুন বছরে তোমার প্রতিটি দিন হয়ে উঠুক রঙীন….
বর্ণময়তায় ভরে উঠুক তোমার জীবনের প্রতিটি অধ্যায়…
সাফল্য ও সৌভাগ্য সর্বদা ঘিরে থাক তোমায়…
হ্যাপী নিউ ইয়ার…২০২৩
পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম।
বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান।
পুরনো সব কস্ট করে ফেল নষ্ট।
নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধি ময়।
এই কামনায় তোমাই জানাই
হ্যাপি নিউ ইয়ার ২০২৩
স্বপ্ন সাজাও রঙের মেলায়, জীবন ভাষাও রঙিন ভেলায়। ফিরে চলো মাটির টানে, নতুন সুরে নতুন গানে।
নতুন আশা জাগাও প্রানে, খুঁজে নাও বাঁচার মানে।
সকল বন্ধুদের কে নতুন বছরের , অনেক অনেক শুভেচ্ছা।
নীল আকাশের খামে ভরে, সাদা মেঘের কাগজে করে, রঃধনুর রঙে লিখে,
দখিনা বাতাস কে দিয়ে আমার মনের কথা পাঠালাম।
নতুন বছরের শুভেচ্ছা !!!
নতুন আলো নতুন ভোর, আসল বছর কাটল প্রহর।
অতিতের হলো মরন, নতুন কে কর বরন!!
পুরনো সব স্মৃতি করে ফেল ইতি,
তোমাকে জানাই, হ্যাপি নিউ ইয়ারের প্রিতি।
-হ্যাপি নিউ ইয়ার
নতুন আলো নতুন ভোর,
আসলো বছর কাটলো প্রহর।
অতীতের হলো মরণ,
নতুন কে করো বরন!!
পুরনো সব স্মৃতি করে ফেল ইতি,
তোমাকে জানাই,
নতুন বছরের প্রীতি।
হ্যাপি নিউ ইয়ার ২০২৩
পেছনের সব কষ্ট, করে ফেল নষ্ট। নতুন দিনে সবার প্রাণে,
কেউ রেখনা দুঃখ মনে। শুভ হোক নিত্য দিন,
হ্যাপি থাকো সারা দিন। নতুন বছরের শুভেচ্ছা।
ভুলকে আজ ছুটি,
বিবাদ কে আজ দাও বিদায়
মনকে আজ শুদ্ধ কর,
শত্রুকে আজ বন্ধ কর
এই সময় পাবে আর কতক্ষণ?
আসো তবে হাত মিলায়।
মনের সাথে মন মিলাই
ভালোবাসার ধন্য হোক জীবন তোমার
শুভ নববর্ষের ফেসবুক স্ট্যাটাস
ফেসবুকে পোস্ট করার জন্য স্ট্যাটাস প্রয়োজন। তাই এখানে নববর্ষ নিয়ে কিছু স্ট্যাটাস শেয়ার করেছি। ছবি পোস্ট করার পাশা-পাশী স্ট্যাটাস গুলো শেয়ার করতে পারবেন। নিচে সেরা কিছু ফেসবুক স্ট্যাটাস বা ক্যাপশন দেওয়া আছে। পছন্দের স্ট্যাটাস টি খুঁজে নিন এবং ফেসবুকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেয়ার করে দিন।
আগের সব কষ্ট, করে ফেল নষ্ট।
নতুন দিনে সবার প্রানে,
কেউ রেখনা দুঃখ মনে।
শুভ হোক নতুন দিন,
খুশী থাকো সারা দিন।
হ্যাপি নিউ ইয়ার
নতুন বছরের শুভেচ্ছা নিন।
কারও এস এম এস কপি করে নয়।
হাজার হাজার বছর যেন নববর্ষের এরকম উল্লাস রয়।
শুভ নববর্ষ ২০২৩
নতুন আশা, নতুন প্রাণ, নতুন সুরে নতুন গান।
নতুন জীবনের নতুন আলো, নতুন বছর কাটুক ভালো।
Happy New Year
নিউ ইয়ার দিচ্ছে উঁকি,
আর মাত্র কিছুক্ষণ বাকি।
গাছে গাছে উড়ছে পাখি,
বন্ধু তোমাকে বলে রাখি।
অগ্রীম হ্যাপি নিউ ইয়ার
যেটুকু ভুল ছিল সুধরে নিব, না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব,
সবারে বাসবো ভাল, এ প্রত্যয়ে শুরু হোক নতুন বছর।
হ্যাপি নিউ ইয়ার ২০২৩
জাগুক হৃদয়েতে নব আনন্দ, সঙ্গীতে দাও নতুন ছন্দ,
দূর করে দিয়ে সকল দুঃখ, আস হে নতুন আস।
Happy New Year!!
নীল আকাশের খামে ভরে, সাদা মেঘের কাগজে করে
রংধনুর রঙে লিখে, দখিনা বাতাস কে দিয়ে আমার মনের কথা পাঠালাম।
হ্যাপি নিউ ইয়ার।
আজকের পরে -চিরকালের জন্যে তোমায় ছেড়ে যেতে হবে আমায়…
ইতি তোমার পরম আপন 2021
হ্যাপি নিউ ইয়ার 2023
আগাম শুভেচ্ছা
শুভ নববর্ষের কবিতা
অনেক কবি তাদের কবিতায় নতুন বছরকে স্বাগতম জানিয়েছে। নতুন বছর নিয়ে শত শত কবিতা লিখেছে। কবিতা গুলো আমি সংগ্রহ করে দিয়েছি। আশা করছি কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগবে। আপনার প্রিয়জন কে নববর্ষ উপলক্ষে কবিতা পড়ে শুনাতে পারবেন। নিচে থেকে কবিতা গুলো পড়ুন এবং সংগ্রহ করুন।
বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে,
একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে।
নতুন বছর এসেছে, তাকে যত্ন করে রেখো,
স্বপ্ন গুলো সত্যি করে খুব ভালো থেকো,
হ্যাপি নিউ ইয়ার
শুভ নববর্ষ
– নবনীতা মণ্ডল
চারিদিকে আজ আতশবাজি
আলোর রোশনাই ।
কারো কারো অস্তিত্বের জন্য সংগ্রাম
বাঁচার এক লড়াই ।
অনেক চাওয়া অনেক পাওয়া
হিসেব নিকেশ বহু ।
ভাবতে গেলেই দেখবে
তোমায় ঘিরেছে চক্রব্যূহ ।
তার চেয়ে বাবা এই ঢের ভালো
মেকি অভিনয়ের শেষ ।
দিনের শেষে আয়নায় যেন
জিতে যাওয়ার রেশ ।
মনগুলো সব অলিগলি
মাপতে শিখে গেছে ।
দিনগুলো সব রাতের কান্না
দিব্বি ভুলিয়ে দিয়েছে ।
এমনি করেই বছর কাটুক
আলো আঁধার নিয়ে ।
প্রতি বছরই রাধিকারা পুড়ুক
শ্যামের পথ চেয়ে ।
সময় এগিয়ে যাবেই তাকে
বাঁধবে না কোনো ডোর ।
উল্টো স্রোতে বইবেই না সে
এমনি গায়ের জোর ।
তবুও কখনো মলম হয়ে
দেবে বেদন ভুলিয়ে ।
বছর আসবে বছর যাবে
নতুন ছন্দ নিয়ে ।
নববর্ষ
– দীপক
পুরোনো স্মৃতি ভুলে
গিয়ে এলাম নতুন সাজে
বারোটি মাস কাটিয়ে দিলাম
তোমার কথা ভেবে
নতুন বছরের এলাম
আবার
যত্ন করে রেখো
আগে কথা ডুলে গিয়ে
নতুন করে ভাবো
বছর শেষে মনে পরে
শুভ নববর্ষতে,
স্বপ্নগুলো সত্যি হবে
আমার কথা ভেবে
ভালো মন্দ নিয়ে আমি সবার কাছে থাকি,
কেউ করে গাল মন্দ
কেউবা আবার ভালোবাসে ,
এবার আমি তোমার কাছে
ভালোবাসাপাবো বলে
আবার
ফিরে আসি।।
শেষ কথা
আজকের দিন টি সবাই সুন্দর ভাবে উপভোগ করুন। আগামীর দিন গুলো আপনার সুখ-শান্তিতে ভয়ে উঠুক এক কামনা করছি। আশা করছি পোস্ট টি পড়ে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সংগ্রহ করতে পেরেছেন। এবং নতুন বছরের শুভেচ্ছা বাণী, স্ট্যাটাস, মেসেজ ও কবিতা সম্পর্কে জানতে পেরেছেন। হ্যাপি নিউ ইয়ার নিয়ে আরও কিছু পোস্ট নিচে দেওয়া আছে। সেগুল দেখেনিতে পারেন। শেষ পর্যন্ত পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।
আরও দেখুনঃ