নতুন বছরের শুভেচ্ছা বাণী ২০২৩ | শুভেচ্ছা, মেসেজ ও স্ট্যাটাস
হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সবার সাথে নতুন বছরের শুভেচ্ছা বাণী শেয়ার করে থাকি। পুরনের দিনের দুঃখ, বেদনা কে ভুলে নতুন দিনের স্বাগতম জানানোর জন্য নতুন বছরের শুভেচ্ছা স্ট্যাটাস, মেসেজ, ছন্দ এবং কবিতা এই পোস্টে শেয়ার করেছি। শুভ ইংরেজি নববর্ষ। নতুন বছরে আমার প্রিয় মানুষটির জীবন সুন্দর হয়ে উঠুক। সব অন্ধকার একে একে দূর হয়ে যাক, এটাই কামনা করি। আপনারাও এভাবে বন্ধু বা আপনজনকে শুভেচ্ছা জানাতে পারবেন।
নিচের অংশে ২০২৩ সাল বা নতুন বছর কে বরন করে নেওয়ার জন্য সুন্দর সুন্দর শুভেচ্ছা বার্তা গুলো দিয়েছি। পোস্ট টি সম্পূর্ণ পড়ে পছন্দের বার্তা টি সংগ্রহ করে নিন। এবং প্রিয়জনদের মাঝে নতুন বছর উদযাপনের আনন্দ ছড়িয়ে দিন। নতুন বছরের শুভেচ্ছ, জীবনের সব ক্ষেত্রে সাফল্যের সঙ্গে এগিয়ে চলো তুমি। নতুন বছরের শুরুতে আমার শুভকামনা রইল তোমার জন্য।
নতুন বছরের শুভেচ্ছা বাণী ২০২৩
আজকের বাণী গুলোর মাধ্যমে ২০২৩ সালকে স্বাগত জানাচ্ছি এবং ২০২২ সাল কে বিদায় জানাচ্ছি। আজকের দিন টি আপনাদের শুভ হোক। নতুন বছর উপলক্ষে আগামীর দিন গুলো ভালো কাটুক। সবার দুঃখ, কষ্ট- বেদনা ও গ্লানি মুছে যাক। নতুনের দিকে অনুধাবিত দিকে অনুধাবিত হোক বাংলার মানুষ। নতুন বছরের শুরুতে সবাই সুন্দর ভাবে তাদের সুন্দর জীবন গড়ে তুলুক। হ্যাপি নিউ ইয়ার ২০২৩। নতুন বছরের শুভেচ্ছা বাণী খুজেনিন।
- এমন করে বলিস না তোরা, আসিস আমার বাড়ি! সবাই মিলে একসাথে ২০২২ দেবো পাড়ি। হ্যাপি নিউ ইয়ার ২০২৩।
- আগের সব কষ্ট , করে ফেল নষ্ট নতুন দিনে সবার প্রানে
কেউ রেখো না দুঃখ মনে শুভ হোক নতুন দিন খুশি যেন না হয় বিলীন। - নতুন পোশাক নতুন সাজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন, মিষ্টি হাসি,
শুভেচ্ছা জানাই রাশি রাশি। হ্যাপি নিউ ইয়ার। - নিউ ইয়ার দিচ্ছে উঁকি, আর মাত্র কিছুক্ষণ বাকি,
গাছে গাছে উড়ছে পাখি, বন্ধু তোমায় বলে রাখি।
“Happy New Year, 2023” - নতুন বছর উপলক্ষে সবাইকে শুভ কামনা জানাচ্ছি, তোমার আগামীর দিন উজ্জ্বল হোক।
- পুরনো দিনের দুঃখ ভুলে নতুন দিন কে উপভোগ করুন। সবাইকে শুভেচ্ছা জানাই।
- বিদায় ২০২২, নতুন বছর ২০২৩ তোমাকে স্বাগত জানাই। এই দিন টি সবার সুখের হোক।
- শুধু প্রথম দিন নয়, বছরের প্রতিটি দিন যেন
তোমার সুখে কাটে, নতুন বছরের শুভেচ্ছা। - আবার আসলো জানুয়ারি মাস, গরমের অবসানে, নতুন বছরের নতুন হাওয়া উষ্ণতা দিলো প্রানে ।
মনের সকল গ্লানি ভুলে জীবন গড় নতুন ভাবে , নতুন নতুন স্বপ্ন দেখো নতুন বছরের টানে। - মিস্টি হাসি, দুষ্টু চোখ। সবার সপ্ন সত্যি হোক।
জানাই সবাই কে আরেক বার শুভ নববর্ষ। - যেটুকু ভুল ছিল সুধরে নিব, না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাবো,
সবারে বাসবো ভালো, এ প্রত্যয় শুরু হোক নতুন বছর
“হ্যাপি নিউ ইয়ার ২০২৩” - নতুন আশা নতুন প্রাণ নতুন সুরে নতুন গান
নতুন জীবনের নতুন আলো নতুন বছর কাটুক ভাল । - এসেছে নতুন বর্ষ প্রাণে প্রাণে বাজে
তাই নব হর্স তোমাদের জানাই তাই
হ্যাপি নিউ ইয়ার
নতুন বছরের শুভেচ্ছা মেসেজ
শিতকে বিদায় জানিয়ে বসন্তের আগমন। তোমাকে জানাই নতুন বছরের স্বাগতম। আবারো আসলো নতুন বছর, এই নতুন বছর আমাদের বসন্ত উপহার দিবে। মাতিতে পড়ে থাকবে পুরানো গাছের পাতা। গাচ্ছে গজাবে নতুন পাতা। মানুষ ভুলে যাবে অতীতের কথা। এই রকম আরও ভালো ভালো মেসেজ দেওয়া আছে। যেগুলো নতুন বছর উপলক্ষে সবার সাথে শেয়ার করতে পারবেন। নিচে থেকে নতুন বছরের শুভেচ্ছা মেসেজ দেখেনিন।
নতুন বছরের শুভেচ্ছা মেসেজ আমি এমন একটা আনকমন জিনিস
যার এসএমএস গুলো আনকমন,যার এসএমএস এর জন্য তুমি ওয়েট কর
যার এসএমএস গলো পুরনো কে ভুলায়, যার এসএমএস নতুন কে বরন করতে সেখায়, আমি কে জানো ?
আমি নতুন বছর । -হ্যাপি নিউ ইয়ার
মনের গভীর থেকে তোমার জন্যে রইলো
নতুন বছরের শুরুর অনেক অনেক শুভেচ্ছা…
নতুন বছরের প্রতিটি মাস,
প্রতিটি দিন,প্রতিটি ঘন্টা-মিনিট-সেকেন্ড যেন তোমার মনে
সঞ্চারিত করে খুশির জোয়ার…
জানাই তোমায়,
হ্যাপী নিউ ইয়ার ২০২৩
নতুন বছরের প্রতিটি দিন
আপনার জন্য সাফল্য,
সুখ এবং সমৃদ্ধিতে ভরপুর হোক।
শুভ নববর্ষ
আগের সব কষ্ট , করে ফেল নষ্ট
নতুন দিনে সবার প্রানে
কেউ রেখো না দুঃখ মনে
শুভ হোক নতুন দিন
খুশি যেন না হয় বিলীন।
নতুন বছরের নতুন সূর্য
বয়ে আনুক আপনার আনন্দ
নতুন বছরের নতুন আলো
জীবন হোক সবার ধন্য
নতুন বছরের নতুন আশা
সবাই মিলে বাধো সুখের বাসা
-হ্যাপি নিউ ইয়ার-
সূখের জন্য ‘স্বপ্ন’, দুঃখের জন্য ‘হাসি’,
দিনের জন্য ‘আলো’, চাঁদের জন্য ‘নিশি’,
মনের জন্য ‘আশা’,
তোমার জন্য নতুন বছরে রইলো
আমার ‘ভালোবাসা’…
হ্যাপী নিউ ইয়ার ২০২৩
সফলতার পথে সর্বদা সামনে এগিয়ে যান।
আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন।
আপনাকে শুভ নববর্ষের
অনেক অনেক শুভেচ্ছা।
সব নতুন শুরুগুলোই
একদিন না একদিন শেষ হয়ে যাবে…
তাকে স্মৃতির মণিকোঠায় স্থান দেওয়ার
সবচেয়ে ভালো উপায় হল
এমন কিছু ভালো কাজ করা যাতে
তা সারা জীবনের জন্যে তোমার মনে
জীবিত থাকবে!
হ্যাপী নিউ ইয়ার ২০২৩
নতুন বছরের শুভেচ্ছা স্ট্যাটাস
সামাজিক যোগাযগে বা ফেসবুকে নতুন বছর উদযাপন উপলক্ষে কিছু স্ট্যাটাস শেয়ার করেছি। স্ট্যাটাস গুলো ছবি পোস্ট করার জন্য ক্যাপশন এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন। ফেসবুকে বন্ধুদের সাথে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা স্ট্যাটাস জানাতে পারবেন। নিচে কত গুলো ফেসবুক স্ট্যাটাস দেওয়া আছে। পছন্দের স্ট্যাটাস টি সংগ্রহ করে নিন।
কাটবে রাত, আসবে প্রভাত।
যাক পুরাতন, যাক মুছে যাক সব দুঃখ।
নতুন বছর, নতুন আশা,
সঙ্গে থাকুক ভালবাসা।
শুভ নববর্ষ ২০২৩
আমরা যখন নতুন করে আশাবাদের সাথে নতুন বছরের অপেক্ষায় আছি,
আমি আপনাকে এবং আপনার পরিবারের জন্য আসন্ন বছরে শুভ কামনা করছি।
নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে আমি আন্তরিকভাবে কামনা করি যে এটি একটি উন্নত ভবিষ্যতের নিশ্চয়তায় পূর্ণ হোক।
নববর্ষের শুভেচ্ছা!
মিস্টি হাসি, দুষ্টু চোখ।
সবার সপ্ন সত্যি হোক।
জানাই সবাই কে আরেক বার
শুভ নববর্ষ।
নতুন বছরের ১লা দিনে,
শপথ করি মনে,
করবো আমি ভালো কর্ম,
এই নতুন সনে।
শুভ নববর্ষ
মনে আসুক বসন্ত,
সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত,
আর নতুন বছরের আনন্দ
হোক অফুরন্ত!
শুভ নববর্ষ
নববর্ষের পদার্পনের সাথে সাথে আমি আশা করি,
এটি যেন আমাদের সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষৎ নিয়ে আসুক।
দিন গুলো যেমনি হোক, ঠিক যায় কেটে
তবে বল লাভ কি, পুরনো স্মৃতি গেঁথে
এ বছরে পূরণ হোক তোমার সকল আশা
নতুন বছরে তোমার জন্য এটাই প্রত্যাশা
“হ্যাপি নিউ ইয়ার ২০২৩
আগের সব কষ্ট , করে ফেল নষ্ট
নতুন দিনে সবার প্রানে
কেউ রেখো না দুঃখ মনে
শুভ হোক নতুন দিন
খুশি যেন না হয় বিলীন।
পুরোনো যত হতাশা,
দুঃখ, অবসাদ,
নতুন বছর সেগুলোকে
করুক ধূলিস্যাৎ।
শুভ নববর্ষ
শুধু প্রথম দিন নয়,
বছরের প্রতিটি দিন যেন
তোমার সুখে কাটে..
নতুন বছরের শুভেচ্ছা
নতুন বছরের নতুন দিনে
আপনাদের জানাই সুস্বাগতম
শুভ নববর্ষ
New year দিচ্ছে উঁকি,
আর মাত্র কিছুক্ষন বাকি,
গাছে গাছে উড়ছে পাখি,
বন্ধু তোমায় বলে রাখি
Happy New Year
হ্যাপি নিউ ইয়ার এস এম এস
দূরের মানুষদেরকে জানিয়ে দিন নতুন বছরের শুভেচ্ছা। দূরে থেকেও সবার সাথে উদযাপন হোক নতুন বছরের আগমন। এজন্য আমার দেওয়া এস এম এস গুলো সংগ্রহ করুন। এরপর আপনজনদের সাথে এস এম এস এর মাধ্যমে ছড়িয়ে দিন নতুন দিনের সুভাস।
নতুন সকাল নতুন দিন
নতুন করে শুরু,
যা হয়না যেন শেষ,
নতুন বছরের অনেক শুভেচ্ছার
সাথে পাঠালাম তোমায় এই এস এম এস।
শুভ নববর্ষের অনেক অনেক
প্রীতি ও শুভেচ্ছা
নববর্ষ ভালো কাটুক
সুন্দর কাটুক শান্তিতে কাটুক।
নতুন বছরের নতুন দিনে
আপনাদের জানাই সুস্বাগতম
শুভ নববর্ষ
আমি নিজেকে ফাঁকা প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করার প্রতিশ্রুতিবদ্ধ এবং
পরিবর্তে আপনার সহানুভূতির জন্য আপনাকে,
ধন্যবাদ জানাতে পদ্ধতিগুলি সন্ধান করার জন্য আমার প্রচেষ্টাকে ফোকাস করি।
নতুন বছরের জন্য প্রাণঢালা শুভেচ্ছা
আগের সব কষ্ট , করে ফেল নষ্ট
নতুন দিনে সবার প্রানে
কেউ রেখো না দুঃখ মনে
শুভ হোক নতুন দিন
খুশি যেন না হয় বিলীন।
আবার আসলো জানুয়ারি মাস, গরমের অবসানে,
নতুন বছরের নতুন হাওয়া উষ্ণতা দিলো প্রানে ।
মনের সকল গ্লানি ভুলে জীবন গড় নতুন ভাবে ,
নতুন নতুন স্বপ্ন দেখো নতুন বছরের টানে।
নতুন জন্য জায়গা করতে পুরানো পরিত্রাণ পান,
এবং আমি আপনাকে সারা বছর জুড়ে সুখ কামনা করি!
নতুন বছরের জন্য প্রাণঢালা শুভেচ্ছা!
আমি আমার আশীর্বাদ গণনা করছি এবং সেগুলিকে আপনার পথে আরও পাঠাচ্ছি।
আমি আশা করি আপনি নতুন বছর উদযাপন একটি চমত্কার সময় আছে।
নতুন সকাল নতুন দিন
নতুন করে শুরু,
যা হয়না যেন শেষ,
নতুন বছরের অনেক শুভেচ্ছার
সাথে পাঠালাম তোমায় এই এস এম এস।
নতুন বছর বইয়ের ফাঁকা পাতার মতো; আপনি কলম ধরুন যা এটি পূরণ করবে।
এটি আপনার নিজের জীবনের গল্প লেখার সুযোগ। নতুন বছর শুরু হওয়ায় শুভেচ্ছা।
নতুন বছরের শুভেচ্ছা উক্তি
এখানে বিখ্যাত মনিষীদের কিছু উক্তি দেওয়া হয়েছে। তারা নতুন দিন উপলক্ষে অনেক উক্তি লিখেছেন। সেখান থেকে শ্রেষ্ঠ কিছু উক্তি আপনাদের সাথে শেয়ার করেছি। এগুলো পড়তে চাইলে নিচের দিকে লক্ষ করুন।
আমরা জানুয়ারী 1 কাটিয়েছি আমাদের জীবনের মধ্য দিয়ে, ঘরে ঘরে, করণীয় কাজের তালিকা আঁকতে, ফাটল মেটাতে।
হয়তো এই বছর, তালিকার ভারসাম্যের জন্য, আমাদের জীবনের কক্ষের মধ্য দিয়ে হাঁটতে হবে, ত্রুটিগুলি নয়, সম্ভাবনার জন্য।
– এলেন গুডম্যান
একদিন আপনি জেগে উঠবেন এবং আপনি যা চান তা করার জন্য আর সময় থাকবে না।
এখনি এটা কর. – পাওলো কোয়েলহো
এমন একটি দিন আসে যখন আপনি উপলব্ধি করেন যে পৃষ্ঠাটি উল্টানো বিশ্বের সেরা অনুভূতি,
কারণ আপনি উপলব্ধি করেন যে বইটিতে আপনি যে পৃষ্ঠাটি আটকে রেখেছিলেন তার চেয়ে আরও অনেক কিছু রয়েছে।
– জয়েন মালিক
“নতুন জিনিস খোঁজার মতো নতুন বছরের মতো কিছুই নেই।”
– লায়লাহ গিফটি আকিতা
“শুধু 2023 এ হেঁটে যাবেন না। পরিবর্তে এটিতে ডুব দিন।”
– অ্যান্থনি টি. হিঙ্কস
“একটি নতুন বছরের জন্য শুভকামনা এবং এটি সঠিকভাবে পেতে আমাদের জন্য আরেকটি সুযোগ।”
– অপরাহ উইনফ্রে
“নতুন বছরকে স্বাগত জানানো মানে শুধু শেষ মুহূর্তগুলো গণনা করা নয়, এটা আগামী বছরের প্রতিটি মুহুর্তের জন্য প্রস্তুত হওয়া।”
– মুনিয়া খান
জীবন একটি সুন্দর এবং সুসংরক্ষিত শরীরে নিরাপদে পৌঁছানোর অভিপ্রায়ে কবরের দিকে যাত্রা করা উচিত নয়, বরং ধোঁয়ার মেঘের মধ্যে বিস্তৃতভাবে স্কিড করা, সম্পূর্ণরূপে ব্যবহৃত, সম্পূর্ণ জীর্ণ এবং উচ্চস্বরে ঘোষণা করা “বাহ! কি একটা রাইড!”
– হান্টার এস. থম্পসন
একটি নতুন বছরের জন্য শুভকামনা এবং এটি সঠিকভাবে পেতে আমাদের জন্য আরেকটি সুযোগ।
– অপরাহ উইনফ্রে
নতুন দিনের সাথে নতুন শক্তি এবং নতুন চিন্তা আসে।
– এলেনর রুজভেল্ট
আমরা যখন নতুন বছরের অপেক্ষায় আছি, আসুন আমরা যে মূল্যবোধগুলি ভাগ করি সেগুলির সাথে নিজেদেরকে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ করার সংকল্প করি৷ – বারাক ওবামা
হ্যাপি নিউ ইয়ার ২০২৩
- আমি আশা করি এই বছরটি আপনার জন্য এখনও সেরা। আমি প্রার্থনা করি যে আপনি অবিরাম আনন্দ উপভোগ করার সময় আপনার সমস্ত লক্ষ্যগুলি উপলব্ধি করুন।
- এটি নিজের উপর আস্থা রাখার এবং আপনার বুনো উচ্চাকাঙ্ক্ষাগুলি অনুসরণ করার বছর; একটি নতুন বছর প্রচুর সুযোগ নিয়ে আসে।
- আমি আশা করি নতুন বছর 2023 প্রচুর আনন্দ, সমৃদ্ধি, ভালবাসা এবং আশীর্বাদ নিয়ে আসবে!
- নতুন বছর আপনার জন্য অসাধারণ এবং আনন্দে ভরা হবে। আমি আপনাকে এবং আপনার পরিবারকে একটি দুর্দান্ত নতুন বছর কামনা করি!
- এই নববর্ষে তোমাকে আমার জীবনে পেয়ে আমি খুবই ভাগ্যবান। অনেক বছর যে এখনও আসতে আছে চিয়ার্স!
- নতুন বছর আপনার জন্য চমৎকার স্বাস্থ্য, সমৃদ্ধ অভিজ্ঞতা এবং ভাল বন্ধুদের সাহচর্যের আকারে আনন্দ নিয়ে আসে।
- আমি আমার আশীর্বাদ গণনা করছি এবং সেগুলিকে আপনার পথে আরও পাঠাচ্ছি। আমি আশা করি আপনি নতুন বছর উদযাপন একটি চমত্কার সময় আছে.
- নতুন বছর বইয়ের ফাঁকা পাতার মতো; আপনি কলম ধরুন যা এটি পূরণ করবে। এটি আপনার নিজের জীবনের গল্প লেখার সুযোগ। নতুন বছর শুরু হওয়ায় শুভেচ্ছা।
- আমি নিজেকে ফাঁকা প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করার প্রতিশ্রুতিবদ্ধ এবং পরিবর্তে আপনার সহানুভূতির জন্য আপনাকে ধন্যবাদ জানাতে পদ্ধতিগুলি সন্ধান করার জন্য আমার প্রচেষ্টাকে ফোকাস করি। নতুন বছরের জন্য প্রাণঢালা শুভেচ্ছা!
- আমরা যখন নতুন করে আশাবাদের সাথে নতুন বছরের অপেক্ষায় আছি, আমি আপনাকে এবং আপনার পরিবারের জন্য আসন্ন বছরে শুভ কামনা করছি।
শেষ কথা
আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পোস্ট টি শেষ করছি। দূরে থাকা বন্ধু বা আপনজনদের সাথে নতুন বছর উদযাপন শেয়ার করতে নতুন বছরের শুভেচ্ছা বাণী শেয়ার করুন। দূরের স্বজনদের কে এস এম এস পাঠিয়ে নববর্ষের শুভেচ্ছা জানান। আশা করছি পোষ টি ভালো লেগেছে এবং এই পোস্ট থেকে নতুন বছরের শুভেচ্ছা বাণী ২০২৩ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।
আরও দেখুনঃ
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ২০২৩ | শুভেচ্ছা বার্তা ও বাণী