নতুন বছরের শুভেচ্ছা মেসেজ

নতুন বছরের শুভেচ্ছা মেসেজ, বার্তা ও স্ট্যাটাস 2023

নতুন বছরকে স্বাগতম জানিয়ে নতুন বছরের শুভেচ্ছা মেসেজ ,বার্তা ও স্ট্যাটাস লিখেছি আপনাদের জন্য। নতুন বছর সবার জন্যই আনন্দ বয়ে আনে। পুরো বিশ্বব্যাপী আনন্দ উল্লাসে মেতে ওঠে। কেউ মেতে ওঠে নতুন করে তার জীবনকে শুরু করার উদ্দেশ্যে। আবার কেউ আনন্দে মেতে ওঠে পুরনো বছরের সেই স্মৃতিগুলো মুছে দিতে। নতুন বছরের আগমনে সবাই তার জীবনকে নতুন করে সাজিয়ে তুলতে চায়। পুরনো বছরের সেই স্মৃতি ভুলে যেতে চায়, শুরু করতে চায় এক নতুন জীবন। জীবনকে সবার সাথে রঙিন করে সাজিয়ে তুলতে চায়। নতুন বছরের শুভেচ্ছা সবার মাঝে ছড়িয়ে দিতে চায়।

আবার এই দিনটিতে কিছু মানুষ তাদের প্রিয় মানুষদের কে নিয়ে ঘোরাঘুরি করে থাকেন। আবার অনেকেই নতুন বছরের প্রথম দিন রাত বারোটার পরে আতশবাজি বাজিয়ে সবাই দিনটিকে বরণ করে নেয়।এ দিনটিতে যেন উল্লাসে কোন শেষ নেই। সকল ধর্মের লোক নির্বিশেষে এই নতুন বছরের উদযাপন করে থাকেন। তাই এই নতুন বছরকে নিয়ে অনেকেই এই নতুন বছরের শুভেচ্ছা মেসেজ, বার্তা ও স্ট্যাটাস অনুসন্ধান করে থাকেন। তাই নতুন বছরের শুভেচ্ছা মেসেজ ও স্ট্যাটাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

নতুন বছরের শুভেচ্ছা মেসেজ

নতুন বছর এলেই পুরনো বছরের স্মৃতি, ভালো-মন্দ ভুলে গিয়ে নতুন বছরকে স্বাগতম জানিয়ে সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠে। একে অপরের মাঝে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করে থাকে। আবার অনেকেই পুরনো বছরের শেষ স্মৃতি গুলো বিনিময় করে থাকেন একে অপরের মাঝে। নতুন বছরের শুরুটা তার ভালোবাসার মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করে শুরু করে থাকেন। এটি পুরো বিশ্বব্যাপী পালিত হয়। পুরো বিশ্বের মানুষ এই নতুন বছরটিকে স্বাগতম জানিয়ে তাদের জীবনের নতুন এক অধ্যায় শুরু করে। তাই নতুন বছরের কিছু শুভেচ্ছা মেসেজ আপনাদের সাথে বিনিময় করছি.

  • নতুন দিনের নতুন আলো
    দূরে নিয়ে যাক নিকষ কালো
    নতুন সূর্য নতুন প্রানে
    বাজাও বাদ্য জীবন গানে
    কাটুক আঁধার আলোর স্পর্শে
    মেতে উঠুক মন নতুন বর্ষে
    নতুন বছরের এসএমএস ২০২৩
  • প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে মোরে আরো আরো আরো দাও প্রাণ তব ভুবনে, তব ভবনে মোরে আরো আরো আরো দাও স্থান। Happy New Year
  • New year দিচ্ছে উঁকি,
    আর মাত্র কিছুক্ষন বাকি,
    গাছে গাছে উড়ছে পাখি,
    বন্ধু তোমায় বলে রাখি
    ~Happy New Year~
  • নতুন বছর নতুন আলো, বন্ধুরা সব কই গেল?

    পাখিরা সব ডানা মেলে, ২০২৩ ঘরে এল।

    দুঃখ গুলো যাই ভুলে, যা তে সুখের সন্ধান মেলে।

    এমন করে বলিস না তোরা, আসিস আমার বাড়ি।!

    সবাই মিলে একসাথে, ২০২৩ দেব পাড়ি । হ্যাপি নিউ ইয়ার ২০২৩

নতুন বছরের শুভেচ্ছা বার্তা

নতুন বছরকে সবাই নতুন করে বরণ করে নেয়। নতুন বছরের আনন্দ টা সবার মাঝে খুঁজে পাওয়া যায়। বিশেষ করে সবাই তাঁর প্রিয় মানুষদের সাথে এই নতুন বছরের শুরুটা করতে চায়। প্রিয় মানুষদের কে নতুন বছরের আগাম বার্তা দিয়ে নতুন বছরটি শুরু করতে চায়। প্রিয় মানুষদের কে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এদিন টি উদযাপন করতে চায়। শুভেচ্ছা বার্তা যেন আপনারা আপনার প্রিয় মানুষের সাথে বিনিময় করতে পারেন সে জন্য নিম্নে নতুন বছরের শুভেচ্ছা বার্তা দেয়া হলো।

  • নতুন দিন কে নিয়ে দেখো স্বপ্ন
    পুরাতনকে ভুলে যাও প্রিয়
    নতুন সব কল্পনা নিয়ে
    আজ থেকে শুরু হোক নতুন জীবন
    সুখের হোক তোমার প্রতিটি ক্ষণ
    এই কামনা করি আমি সারাক্ষণ
    Happy New Year 2023
  • আমার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধুকে জানাই নতুন বছরের শুভেচ্ছা
    নতুন বছরে তোমার জীবন হয়ে উঠুক আনন্দে পরিপূর্ণ
    সৃষ্টিকর্তা তোমার সমস্ত তোমার সমস্ত গুলোকে পূরণ করুক
    এই কামনাই করি
    Happy New Year 2023
  • সমস্ত দুঃখকে ভুলে
    সুখের স্মৃতি গুলোকে রেখো মনে
    আপনজনের সাথে চল
    সব অভিমান ভুলে
    Happy New Year 2023
  • নতুন বছরে নতুন প্রতিজ্ঞা নিয়ে ঝাঁপিয়ে পড় সাফল্যের খোঁজে…
    তোমার সাফল্যে কে কে দুঃখী হবে জানি না,তবে তোমার মা বাবা অবশ্যই খুব খুশি হবে…
    তাদের মুখে হাসি ফোটানোর এই সুযোগ ছেড়ো না যেন…
    হ্যাপি নিউ ইয়ার..

নতুন বছরের শুভেচ্ছা বাণী

নতুন বছর এলে যেন মানুষের আনন্দ উল্লাসের শেষ নেই। সবাই যেন এই নতুন বছরের জন্য অপেক্ষা করে থাকেন। আর এই নতুন বছর নিয়ে আমাদের আয়োজন এর কোনো শেষ নেই। এ দিনটিকে অনেকেই বিভিন্নভাবে উদযাপন করে থাকেন। আয়োজন করে থাকেন নানা অনুষ্ঠানের। অনেকের কাছে আবার নতুন বছর মানেই সবকিছু একবারে নতুন করে শুরু করা। আর এই নতুন বছর নিযে কিছু শুভেচ্ছা বাণী রয়েছে। যে শুভেচ্ছা বাণী গুলো দিয়ে মানুষ একে অপরকে নতুন বছরের স্বাগতম জানিয়ে থাকে। সেই নতুন বছরের কিছু শুভেচ্ছা বাণী আপনাদের মাঝে শেয়ার করা হলো

  • সোনার গাছে হিরার পাতা

    ভুলিও না আল্লাহর কথা

    টাকা পয়সা কতকাল

    জান্নাতে রবে চিরকাল

    সাগরের মাঝখানে এক বুক পানি

    আমার রব আল্লাহু ই জানি

    নতুন বছরের শুভেচ্ছা…।

  • অন্যকে পড়ার জন্য তাগিদ দিন

    নামাজই আপনার আসল ইনকাম

    নামাজ বেহেস্তের চাবি

    নতুন বছরের শুভ কামনা…।

  • ফুল কে ভালবাসলে পাবে ঘ্রাণ

    ইসলামকে ভালবাসলে পাবে সম্মান

    রাসুল কে ভালবাসলে হবে আদর্শবান

    আল্লাহ কে ভালবাসলে পাবে দুজাহান

    নতুন বছরের শুভেচ্ছা…।

  • কাটবে রাত, আসবে প্রভাত।

    যাক মুছে যাক পুরাতন সব দুঃখ।

    নতুন বছর, নতুন আশা,

    সঙ্গে থাকুক ভালবাসা।

  • শুধু প্রথম দিন নয়,

    বছরের প্রতিটি দিন যেন

    তোমার সুখে কাটে..

    নতুন বছরের শুভেচ্ছা

নতুন বছরের ফেইসবুক স্ট্যাটাস 2023

আমরা পুরোনো বছরকে ভুলে গিয়ে নতুন বছর কে নতুন করে বিভিন্নভাবে স্বাগতম জানিয়ে থাকে। একে অপরকে নতুন বছরের শুভেচ্ছাবাণী শুভেচ্ছা স্ট্যাটাস কবিতা বিনিময় করে থাকি। তবে একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। অনেকে আবার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে থাকে। নতুন বছরের শুভেচ্ছা যেন ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে পারেন। সেজন্য কিছু ফেসবুক স্ট্যাটাস নিম্নে দেওয়া হল

  • নতুন বছর আমাদের জীবনে

    একটি নতুন অধ্যায়ের

    সূচনা করার জন্য একটি

    সুযোগ নিয়ে আসে।

    তাই আসা করছি

    আপনি এই সুযোগটিকে

    ভালো ভাবে ব্যবহার করবেন।

  • নবীন প্রভাতের নতুন আলোকে, স্বাগত জানাই এই ধরণী লোকে ।

    আনন্দ মনে বারিনু তোমাকে, আগাম শুভেচ্ছা জানাই সাধরে ।

    নতুন বছরের শুভেচ্ছা ।

  • নিখাদ বন্ধুত্তের নিখাদ ভালোবাসায়,

    সিক্ত হোক নতুন বছরের প্রতিটা দিন ।

    জানাই নতুন বছরের শুভেচ্ছা ।

  • যেটুকু ভুল ছিল সুধরে নিব, না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব,

    সবারে বাসবো ভাল, এ প্রত্যয়ে শুরু হোক নতুন বছর।

    হ্যাপি নিউ ইয়ার ২০২৩

  • নতুন বছরেও কিছু মানুষ দুঃখ কষ্টে থাকবে। যেদিন এ ধরা থেকে শোষণ, জুলুম, অবিচার বিদায় নিবে সেদিনই নতুন বছর স্বার্থক হবে। সে দিনটির অপেক্ষায় আছি।

  • আমাদের দেশের প্রেক্ষাপটে নতুন বছরের মাধ্যমেই সবচেয়ে শীতের মাস শুরু হয়। এই তীব্র শীতে গোছল করা কষ্টকর। এখন মনে হচ্ছে নতুন বছর না আসলেই ভাল হত।
  • গুরুত্ব ছাড়া চলিনাই। গুরুত্ব ছাড়া বলিনাই। এখনো আমি গুরুত্বসহকারে বলতে চাই। বন্ধু তোমার বাড়িতে রইল আমার দাওয়াত এই হ্যাপি নিউ ইয়ারয়েতে।
  • নতুন বছর নিয়ে আসুক সবার জন্য নতুন আশা। চলনা আমার নতুনের সাথে মিশে গড়ে তুলি এক বিশাল ভালবাসা। চলনা সবাই ভেদাভেদ ভুলি এবং সৎ পথে চলি। হ্যাপি নিউ ইয়ার।

নতুন বছরের স্ট্যাটাস 2023

দেখতে দেখতে 2022 সাল শেষ হয়ে গেল। নতুন বছর শুরু হতে যাচ্ছে। নতুন বছর মানুষ বিভিন্নভাবে শুরু করবে। কেউ শুরু করবে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। কেউ শুরু করবে প্রিয় মানুষদের সাথে নতুন বছরের আনন্দ উল্লাসের মাঝ দিয়ে। তবে সব থেকে বেশি মানুষ ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে থাকে একে অপরকে। ইনস্টাগ্রামে, টুইটারে ,হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মানুষ একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে থাকে। এই নতুন বছর নিয়ে কিছু স্ট্যাটাস রয়েছে। যা আপনি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারেন। তাই এমন কিছু নতুন বছরের স্ট্যাটাস নিম্নে দেয়া হল।

  • নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা,
    পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা।
    হানা-হানি ভেদাভেদ সব কিছু ভুলি,
    এসো সবাই মিলে মিশে সৎ পথে চলি।
    সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ।
    Happy New Year 2023
  • ক,দুই,তিন নতুন বছরের শুভেচ্ছা নিন।

    চার, পাঁট, ছয়, কারও SMS Copy করে নয়।

    সাত,আট,নয়, হাজার হাজার বছর

    যেন সুখ শান্তির মতো উল্লাস রয়।

  • নিশি অবশান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধূলিতলে জীর্ন জীবন করিলাম নত | বন্ধু হও শত্রু হও যেখানে যে রত ক্ষমা কর আজিকের মত পুরাতন বর্ষ সাথে পুরাতন অপরাধ যত হর্দম হৈ হৈ, বৈ এল ঐ, কলার পাতায় চিতই পিঠা,| ঈসান কোণে মেঘের বার্তা।
  • রাতের শেষে মিষ্টি হেসে তাকাও চোখ খুলে…নতুন আলোয় নতুন ভোরে দুখঃ যাবে ভূলে…ঝিলমিলিয়ে হাসবে আবার, আধার হবে শেষ…এসে গেছে নতুন বছরের নতুন এসএমএস
  • নতুন বছর, নতুন ভাবে, নতুন সাজে, নতুন কাজে, নতুন আনন্দে, নতুন ভালবাসায়, নতুন সম্ভাবনায়, নতুনত্ত ছুয়ে যাক তোমার হৃদয়।
  • নতুন সকাল নতুন দিন

    নতুন করে শুরু,

    যা হয়না যেন শেষ,

    নতুন বছরের অনেক শুভেচ্ছার

    সাথে পাঠালাম তোমায় এই SMS”

শেষ কথা

উপরের যে পোষ্টটি লেখা হয়েছে নতুন বছরের শুভেচ্ছা মেসেজ, বার্তা ও স্ট্যাটাস 2023 । আবারো আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। যদি উপরের পোষ্টটি, নতুন বছরের স্ট্যাটাস, বার্তা, মেসেজ যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয় মানুষদের মাঝে শেয়ার করবেন। নতুন বছরের জন্য অনেক অনেক শুভকামনা রইল। যেন এই নতুন বছরটিতে আপনার সকল মনের আশা গুলো পূরণ হয়। ধন্যবাদ

আরও দেখুনঃ

নতুন বছরের শুভেচ্ছা বাণী ২০২৩ | শুভেচ্ছা, মেসেজ ও স্ট্যাটাস

নতুন বছরের ছবি, পিকচার, ও শুভেচ্ছা পোস্টার ২০২৩

Similar Posts