অমাবস্যা কবে ২০২৩
যখন চাঁদ এবং সূর্য একই বরাবর থাকে তখন একে অমাবস্যা বলে। জ্যোতির্বিদ্যা অনুযায়ী অমাবস্যা হচ্ছে চন্দ্রকলার প্রথম ধাপ। যখন অমাবস্যা শুরু হয় তখন পৃথিবী থেকে চাঁদকে তার কক্ষপথে দেখা যায় না। আর এই সময়টাতে চাঁদকে খালি চোখে দেখা যায় না। আর এই চন্দ্রমাস ২৯.৫৩ দিন দীর্ঘ হতে পারে। আর এই হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতি মাসের কৃষ্ণ পক্ষের শেষ তিথিটি অমাবস্যা নামে পরিচিত।
আর বছরের ১২ টি অমাবস্যা হয়ে থাকে। অর্থাৎ প্রতি মাসে একটি করে আমাবস্যা অনুষ্ঠিত হয়। অমাবস্যা কবে ২০২৩ যারা জানতে চান তারা এই পোষ্ট সম্পূর্ন পড়ুন। এছাড়াও এ পোস্ট থেকে পুরো ১২ মাসের অমাবস্যার তারিখ এবং সময় জানতে পারবেন। অতঃপর সম্পূর্ণ পোস্ট পড়ুন।
অমাবস্যা কবে
প্রতি মাসে একটি করে আমাবস্যা হয়ে থাকে। বছরের প্রায় ১২ মাসে ১২ টি অমাবস্যা হয়ে থাকে। যেমন মৌনী অমাবস্যা, ফাল্গুনি অমাবস্যা,চৈত্র অমাবস্যা,বৈশাখী অমাবস্যা,জ্যৈষ্ঠ অমাবস্যা ইত্যাদি অমাবস্যা রয়েছে। তবে হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় অমাবস্যা তিথি হল চৈত্র অমাবস্যা। তাই যারা এসব অমাবস্যা কবে ২০২৩ জানতে চান। এছাড়াও কোন সময় অমাবস্যা এবং কখন অমাবস্যা শুরু হয় সম্পূর্ণ বিস্তারিত এবং নির্ভুলভাবে এই পোস্টে উপস্থাপন করা হয়েছে। তাই সম্পূর্ণ পোস্ট পড়ে জেনে নিন ১২ মাসের অমাবস্যার তারিখ ও সময়।
এ মাসে অমাবস্যা কবে
এ মাসের অমাবস্যা নাম হচ্ছে বৈশাখী আমাবস্যা। যেটি এপ্রিল মাসে হয়ে থাকে। তার পরবর্তী মাস হচ্ছে মে মাস, যে মাসে জ্যেষ্ঠ অমাবস্যা শুরু হয়ে থাকে। আজ বৈশাখ অমাবস্যা এবং সূর্য গ্রহণের কারণে এই বৈশাখ অমাবস্যার গুরুত্বহীন হিন্দু শাস্ত্র লোকেদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। আর এ মাসের বৈশাখী অমাবস্যার তারিখ ১৯ এপ্রিল ২০২৩ সকাল ১১ টা হতে আরম্ভ এবং ২০ এপ্রিল সকাল ৯ টা ৪১ মিনিটে শেষ হবে।
অমাবস্যা ও পূর্ণিমা ২০২৩ বাংলাদেশ তালিকা
যারা অনলাইনে অমাবস্যা ও পূর্ণিমার ২০২৩ বাংলাদেশের তালিকা অনুসন্ধান করছেন। তারা এ পোস্ট থেকে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। কেননা এখানে আমরা ২০২৩ সালের পুরো বছরের ১২ মাসের অমাবস্যার তারিখ এবং সময় উল্লেখ করেছি। একটু নিচে প্রবেশ করলেই অমাবস্যা নিয়ে সকল তথ্য বিস্তারিতভাবে জানতে পারবেন। প্রত্যেকেরই অমাবস্যার তারিখ ও সময় জেনে রাখা উচিত। অমাবস্যা কবে ২০২৩ নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
১২বাসের অমাবস্যার তালিকা
বছরে ১২ মাসে ১২ টি অমাবস্যা হয়ে থাকে। নিচে সেই ১২ টি অমাবস্যার তালিকা উল্লেখ করা হলো
-
মৌনী অমাবস্যা
- ফাল্গুনী অমাবস্যা
- চৈত্র অমাবস্যা
- বৈশাখী অমাবস্যা
- জ্যৈষ্ঠ অমাবস্যা
- আষাঢ় অমাবস্যা
- শ্রাবণ অমাবস্যা
- কৌশী অমাবস্যা
- আশ্বিন অমাবস্যা
- কার্তিক অমাবস্যা
- মার্গশীর্ষ অমাবস্যা
মৌনী অমাবস্যা ২০২৩
মৌনী অমাবস্যা ২১ জানুয়ারি ২০২৩ সকাল ৬ টা ১৭ থেকে শুরু এবং ২২ জানুয়ারি মধ্যরাত ২ টা ২২ মিনিটে শেষ।
ফাল্গুনী অমাবস্যা ২০২৩
১৯ শে ফেব্রুয়ারী, ২০২৩ বিকাল ৪ টা ১৮ মিনিটে শুরু হয় এবং ২০ ফেব্রুয়ারি ও দুপুর ১২ঃ৩৫ মিনিটে শেষ হয়।
চৈত্র অমাবস্যা ২০২৩
চৈত্র অমাবস্যা ২১ মার্চ মধ্যরাত ১ টা ৪৭ মিনিট শুরু হয় এবং শেষ হয় ২১ মার্চ রাত ১০:৫২ মিনিট।
বৈশাখী অমাবস্যা ২০২৩
বৈশাখী অমাবস্যার তারিখ ১৯ এপ্রিল ২০২৩ সকাল ১১ টা হতে আরম্ভ এবং ২০ এপ্রিল সকাল ৯ টা ৪১ মিনিটে শেষ হবে। এই বৈশাখী অমাবস্যা হিন্দু বা শাস্ত্রের লোকেদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর হিন্দু ক্যালেন্ডার উদয়-তিথিতে এর গুরুত্ব অনেক বেশি। হিন্দু শাস্ত্রের মতে যদি কোনও ব্যক্তিকে তার কুণ্ডলীতে পিতৃ দোষের কারণে সমস্যার পড়তে হয় তাহলে বৈশাখ অমাবস্যায় পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ, পিণ্ডদান ও তর্পণ করা উচিত।
জ্যৈষ্ঠ অমাবস্যা ২০২৩
আর জৈষ্ঠ আমাবস্যা শুরু হয় ১৮ মে ২০২৩ রাত ৯ টা ৪২ মিনিট এবং অমাবস্যা শেষ হয় ১৯ মে রাত ৯টা ২২ মিনিটে।
আষাঢ় অমাবস্যা ২০২৩
আষাঢ় অমাবস্যা শুরু হয় ১৭ জুন সকাল ৯ টা ১১ মিনিট হতে এবং আষাঢ় অমাবস্যা শেষ হয় ১৮ জুন সকাল ১০ টা ০৬ মিনিটে।
শ্রাবণ অমাবস্যা ২০২৩
শ্রাবণ অমাবস্যা শুরু হয় ১৬ জুলাই রাত ১০ টা ১৮ মিনিট এবং এই অমাবস্যা শেষ হয় ১৮ জুলাই রাত ১২ টা ০১ মিনিটে।
কৌশী অমাবস্যা ২০২৩
এই কৌশী আমাবস্যা শুরু হয় ১৪ সেপ্টেম্বর ভোর ৪ টা ৪৮ মিনিট এবং এই কৌশি অমাবস্যার শেষ হয় ১৫ সেপ্টেম্বর সকাল ৭ টা ০৯ মিনিট।
আশ্বিন অমাবস্যা ২০২৩
আশ্বিন অমাবস্যা শুরু হয় ১৩ অক্টোবর ৯ টা ৫০ মিনিট এবং শেষ হয় ১৪ অক্টোবর রাত ১১ টা ২৪ মিনিট।
কার্তিক অমাবস্যা ২০২৩
এই কার্তিক আমাবস্যা শুরু হয় ১২ নভেম্বর রাত ২ টা ৪৪ মিনিট এবং এই কার্তিক অমাবস্যার শেষ হয় 13 নভেম্বর রাত ০২ টা ৫৬ মিনিট।
মার্গশীর্ষ অমাবস্যা ২০২৩
এই মার্গশীর্ষ আমাবস্যা শুরু হয় ১২ ই ডিসেম্বর ভোর ৪ টা ০০ মিনিট এবং এই মার্গশীর্ষ অমাবস্যার শেষ হয় ১৩ ই ডিসেম্বর ভোর সকাল ৫ টা ০১ মিনিট।
শেষ কথা
যারা অমাবস্যা কবে ২০২৩ জানতে চেয়েছিলেন তাদের জন্য এই পোস্টের মাধ্যমে ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। তাই অমাবস্যা সম্পর্কে সকল তথ্য এই পোস্টে পেয়ে যাবেন। ২০২৩ সালের পুরো বছরের অমাবস্যার তারিখ এবং সময় উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে। এই পোস্ট সম্পূর্ণ পড়ুন এবং অন্যান্য ব্যক্তির করে জানিয়ে দিন অমাবস্যা আর সকল তারিখ এবং সময় সম্পর্কে। ধন্যবাদ