পালসার ডাবল ডিস্ক দাম কত

পালসার ডাবল ডিস্ক দাম কত ২০২৩

মোটরসাইকেল বা বাইক হচ্ছে একটি ছেলের স্বপ্ন বা ইমোশন। তবে অনেকেই সেই স্বপ্নটা পালসার বাইকের জন্য হয়। পালসার বাইক অনেক জনপ্রিয় বাইক ও চমৎকার একটি বাইক। ডিজাইনের দিক দিয়ে মাইলেজের দিক দিয়ে অনেক ভালো একটি বাইক। এটি বাজাজ কোম্পানির একটি মোটরসাইকেল, যা ভারতের একটি জনপ্রিয় ব্র্যান্ড। বর্তমানে বাংলাদেশেও এ বাজাজ অনেকটা জনপ্রিয় লাভ করেছে। এ বাজাজ কোম্পানি অনেকগুলো পালসার সিরিজের বাইক পেয়ে যাবেন। এর মধ্যে ডাবল ডিস্ক অন্যতম। এবং আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার নিয়ে আজকের আলোচনার আমাদের মূল বিষয় পালসার ডাবল ডিস্ক দাম কত ২০২৩।

বাংলাদেশের প্রায় সকল জায়গায় এ পালসার গাড়ি শোরুম রয়েছে, যেখান থেকে আপনি পালসার সিঙ্গল ডিস্ক সহ ডাবল ডিস্ক এর সংগ্রহ করতে পারবেন। তবে এর মধ্যে ডাবল ডিস্ক অনেকটা জনপ্রিয় এবং ভালো সার্ভিস প্রোভাইড করে থাকে। তবে এই বাইকগুলোর দাম প্রতিনিয়তই ওঠানামা করে থাকে। সারা বছর থেকে ঈদ উপলক্ষে এসব বাইক গুলোর দাম অনেকটা ছাড়া কম মূল্যে পাওয়া যায়। তবে আজকের আপডেট তথ্য অনুযায়ী আপনাদেরকে পালসার ডাবল ডিস্ক দাম কত ২০২৩ জানিয়ে দিব।  তাই সম্পূর্ণ পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

পালসার ডাবল ডিস্ক দাম কত

মোটরযান তৈরীর মূল উদ্দেশ্যই এই বাজার অটো লিমিটেড কোম্পানির। ১৯৪০-এর দশকে রাজস্থানে জামনালাল বাজাজ এটি প্রতিষ্ঠা করেন। এই বাজাজ অটো হচ্ছে বিশ্বের ৩য় বৃহত্তম এবং ভারতের ২য় বৃহত্তম মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান। তবে বাংলাদেশে অনেক টাকা জনপ্রিয় তা অর্জন করেছে।  জনপ্রিয় অর্জন করার জন্য কয়েকটি মডেলের বাইক রয়েছে এর মধ্যে হচ্ছে পালসার ১৫০ সিসি।

তো বর্তমানে নতুন একটি বাইক নিয়ে বাজাজ অনেকটা জনপ্রিয়তা অর্জন করেছে। তা হচ্ছে পালসার এন১৬০।এছাড়া আর একটি ডাবল ডিস্ক বাইক রয়েছে তা হচ্ছে pulsar ns160। অতএব আজকে পোস্টে পালসার ডাবল ডিস্ক দাম কত তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে।

বাজাজ পালসার ডাবল ডিস্ক বাংলাদেশ প্রাইস 2023

যারা বাজাজ কোম্পানির পালসার সিরিজের বিভিন্ন সিসির বাইক ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আমরা নিচে পালসার ডাবল ডিস্ক দাম কত তা উল্লেখ করেছি। অর্থাৎ নিচের দেওয়া উল্লেখিত বাইক গুলোর দাম আমরা আপডেট আপনাদের জন্য উল্লেখ করেছি। ইতিমধ্যে বাইক কিনতে চাচ্ছেন এবং শোরুমে পৌঁছেছেন, তাড়া আমাদের এই আপডেট দাম জেনে বাইক ক্রয় করতে পারেন। নিচে বাজাজ পালসার ডাবল ডিস্ক এর দাম উল্লেখ করা হলো।

আপনি যদি বাজাজ ১৫০ সিসির বা ১৬০ সিসি বাইক ক্রয় করতে চান তাহলে সর্বনিম্ন ১ লক্ষ ৫০ হাজার টাকা খরচ করতে হবে। এবং প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা পর্যন্ত। এত দামের মধ্যে বিভিন্ন মডেলের বাইকের নির্দিষ্ট মূল্য রয়েছে। যেগুলো মূল্য প্রতিনিয়ত ওঠানামা করে থাকে। যেমন পালসার ১৬০ সিসি ডাবল ডিস্ক এর দাম বর্তমান মূল্য ২ লক্ষ ১৭ হাজার।

আবার যারা বাজাজ পালসার ডাবল ডিস্ক এবিএস ক্রয় করতে চান, তাদের জন্য বর্তমান আজকের আপডেটগুলো হচ্ছে ২ লক্ষ ২০ হাজার টাকা। এর দাম শুধু এবিএস ব্রেক সিস্টেম বাইকের জন্য। তবে বাংলাদেশের বিভিন্ন শোরুম এর দোকান অনুযায়ী এসব দামের অনেকটা পার্থক্য হতে পারে। আর এবিএস ব্রেক সিস্টেম এই এনএস বাইক সর্বোচ্চ ২ লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। 

পালসার ডাবল ডিস্ক মাইলেজ কত

যারা পালসার ডাবল ডিস্ক বাইক ক্রয়করতে চাচ্ছেন এবং এই বাইক অনেকদিন যাবত ব্যবহার করছেন।  তারা হয়তো অবশ্যই এই পালসার ডাবল ডিস্ক এর মাইলেজ কত তা জানতে পারবেন। তবে যারা জানেন না তাদের জন্য  নিচে উল্লেখ করতে যাচ্ছি। এ পালসার ডাবল ডিস্ক এর মাইলেজ ম্যাক্স ৪৫ কিলো। যদি অন্যান্য বাইকের থেকে অনেক বেশি। 

বাজাজ পালসার এনএস ১৬০ ডাবল ডিস্ক  দাম কত

এ পালসার সিরিজের দ্বিতীয় নতুন একটি ডিজাইন, ও আকর্ষণীয় ডিজাইন হচ্ছে পালসার এন এস ১৬০।  এ বাইকটি সিঙ্গেল ডিস্ক এবং ডাবল বাজারে পাওয়া যায়। ডাবল ডিস্ক এবং সিঙ্গেল ডিস্ক অনুসারে এই বাইকের দামের অনেকটা পার্থক্য। তবে আজকে আলোচনা করব বাজাজ পালসার এন এস ১৬০ ডাবল   ডিস্ক এর দাম কত। অর্থাৎ Bajaj Pulsar NS 160 এর দাম বর্তমান ২ লক্ষ ১০ হাজার টাকা। যেটা এবিএস ব্রেক।

এরপর নতুন একটি বাইক বাংলাদেশে হাজির হয়েছে এই বাজাজ পালসার কোম্পানির। সেই মডেলটির নাম হচ্ছে bajaj pulsar n160। যা বর্তমানে অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে বেশ অল্প দিনে। অনেকের কাছে এ বাইকটি ব্যবহার করে দেখা যায়। তবে বাইকের বর্তমান মূল্য ২ লক্ষ ৭২ হাজার টাকা। এটি অনন্যা বাইকের থেকে অনেক ভালো পারফরমেন্স প্রদান করে থাকে। এ মোটরসাইকেলটির টপ স্পিড ১২০। এবং প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন ম্যাক্স ৫০ কিলো।

বাজাজ পালসার বাইক ১৫০ ডাবল ডিস্ক দাম কত

বাজারে বাজাজ পালসার বাইক ১৬০ সিসি এবং পালসার বাইক ১৫০ সিসি পাওয়া যায়। তবে ১৫০ সিসি ডাবল ডিস্ক আপনি পেয়ে যাবেন তবে খুবই কম। তবে এসব বাইকের বর্তমান বাংলাদেশের মূল্য হবে ২ লক্ষ ১৫ হাজার থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা। তবে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে।

শেষ কথা

আশা করতেছি আজকের এই পোস্ট অনেক বেশি আপনাদের কাছে ভালো লেগেছে। বিভিন্ন মোটর সাইকেলের দাম আমরা আপনাদের জন্য এখানে উল্লেখ করেছি। অতএব আমাদের আজকের আলোচনার বিষয় ছিল পালসার ডাবল ডিস্ক দাম কত ২০২৩ । আশা করছি আমাদের এই পোস্ট থেকে নতুন নতুন বাইকের আপডেট তথ্য এবং দাম জানতে পেরেছেন। যদি পোস্ট ভালো লেগে থাকে তাহলে আপনার আশেপাশে ব্যক্তিদের কে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *