রমজানের ফেসবুক স্ট্যাটাস
|

রমজানের ফেসবুক স্ট্যাটাস, উক্তি, মেসেজ, ছন্দ ও কবিতা

সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। বছর ঘুরে আবারো আমাদের মাঝে চলে আসলো পবিত্র মাহে রমজান। আজকের পোস্টে আপনাদের সাথে ভালো ভালো রমজানের ফেসবুক স্ট্যাটাস শেয়ার করেছি। এগুলো ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। এছাড়া রমজানের শুভেচ্ছা সবার সাথে ভাগ করে নিতে রমজানের শুভেচ্ছা বার্তা, এস এম এস ও ছোট ছোট ছন্দ পাঠাতে পারবেন। এছাড়া রয়েছে মাহে রমজান উপলক্ষে রোজা নিয়ে উক্তি ও মনুষীদের বাণী। 

আরও শেয়ার করেছি রমজানের জন্য ইসলামিক পিকচার, যেগুলো ফেসবুকে পোস্ট করতে পারবেন ক্যাপশন সহ। আর বন্ধু -বান্ধব বা প্রিয় জনদের সাথে অগ্রিম শুভেচ্ছা বিনিময় করতে রমজানের অগ্রিম শুভেচ্ছা স্ট্যাটাস, সুন্দর সুন্দর মেসেজ বা এস এম এস গুলো দেখতে পারেন। এই সব কিছু পোস্টের নিচে দেওয়া আছে। তো আপনার যা প্রয়োজন সম্পূর্ণ পোস্ট টি পড়ে সংগ্রহ করে নিবেন। 

রমজানের ফেসবুক স্ট্যাটাস

প্রতিবছর ১ মাসের জন্য আমাদের মাঝে পবিত্র রমজান মাস আসে। যা আমাদের কাছে এক প্রকার গুনাহ মাপের দিন। অনেকে রোজা রাখতে পছন্দ করে, কেউ আবার রোজা রাখতে চায় না। তাই তাদের সাথে এই স্ট্যাটাস গুলো শেয়ারের মাধ্যমে রমজানের গুরুত্ব বুঝতে পারবেন। এই ফেসবুক স্তাতুসের মাধ্যমে রোজার ফজিলত সবার সাথে শেয়ার করা যাবে। রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানদের বেঁধে ফেলা হয়। আল হাদিস হতে বর্নিত “রোজাদার দের মুখের দুর্গন্ধ আল্লাহর তাআলার কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত” । এই রকম আরও কিছু স্ট্যাটাস নিচে দেওয়া আছে। যাদের প্রয়োজন সংগ্রহ করে নিতে পারেন। 

সবাই সিয়াম পালন কর এবং নামাজ কায়েম কর। এবং গুনাহ থেকে মুক্তি লাভ কর। 

সামনে আসছে রোজা, হালকা কর গোনাহের বোঝা, যদি কর পাপ চেয়ে নাও মাফ।
এসো নিয়ত করি, আজ থেকে সবাই ৫ ওয়াক্ত নামাজ পরি

রমজানের এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক ।
সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা

এলো রে এলো রে ওই মাহে রমজান, মানবজাতির তরে আল্লাহর শ্রেষ্ঠ দান। পুণ্যের সূর্য উদয় আর পাপের অবসান,
সব জরাজীর্ণ ঝেড়ে ফেলে, ইমান করবে শাণ রহমতের ডালি নিয়ে এল মাহে রমজান।

রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়,
জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানদের বেঁধে ফেলা হয়।
রমজান মুবারক

হে রাব্বুল আলামি, রমজান পর্যন্ত আমাদের সকলের হায়াতকে সুদীর্ঘ করে দিন

বছর ঘুরে পুনরায় এলো পবিত্র সেই রোজা, পাপ পূণ্যের হিসেব করে,
চলবো সঠিক সোজা। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের অভিনন্দন।

মাহে রমজানের পবিত্রতায় শুদ্ধ হোক জীবন।
সবাইকে রমজান মুবারক।

মানুষ সবসময় মৃত্যু থেকে বাচাঁর চেষ্টা করে কিন্তু জাহান্নাম থেকে নয়।
অথচ, মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে। কিন্তু, মৃত্যু থেকে নয়।

যদি রাখো রোজ,,, মন হবে তাজা। যদি পড় নামাজ
শক্ত হবে সমাজ। যদি পড় কোরআন, শক্ত হবে ঈমান।

আসলো আবার রোজা  তাইতো আমার নতুন করে, সোজা পথটি খোঁজা।
সবাইকে প্রবিত্র রমজানের শুভেচ্ছা

আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পন করি এবং রমজানের পবিত্রতা রক্ষা করি।

রমজানের ইসলামিক উক্তি 

অনেক হাদিসে রমজান সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। পবিত্র আল কোরানেও রোজার মাস্কে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তায়ালাও রোজার মাসে বেশি বেশি ইবাদত করতে বলেছে। আমাদের প্রিয় নবী (সঃ) রোজার মাসে অনেক ভালো ভালো কাজ করতেন এবং সবাইকে করার জন্য আহ্বান করতেন। হাদিসে বলা হয়েছে “রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়”। আরও বলা হয়েছে যে “রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ” তাই আসুন আমরা সবাই পবত্র রমজানের শুভেচ্ছা সবার সাথে শেয়ার করি। এবং এই সুন্দর সুন্দর উক্তি গুলো সকল মুসলিমদের মাঝে ছড়িয়ে দেই। 

নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই
– কাজী নজরুল ইসলাম

হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর । যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার।
– আল কুরআন

রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়
– আল হাদিস

নিজেকে গড়ে তুলুন, নিজেকে গঠন করুন,
এই রমজানে নিজেকে পরিবর্তন করুন,
একজন অনুশীলনকারী মুসলিম হোন।

রমজানের প্রতি রাতে আল্লাহ মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বেছে নেন।

রোজা মানুষকে আখেরাত মুখী করে
– আল হাদিস

তাকওয়া হল আমাদের রমজানের প্রস্তুতির চূড়ান্ত লক্ষ্য,
এখন এবং চিরকালের জন্য ধার্মিকদের মধ্যে থাকা!

রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়
– আল হাদিস

রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে
– আল হাদিস

ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন
– আল হাদিস

যে নারী তার অভিভাবকের সম্মতি ছাড়াই নিজে নিজে বিবাহ করে,
তার বিবাহ বাতিল, বাতিল, বতিল। – বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)

“যে ব্যক্তি অন্য রোজাদারকে ইফতার করায়, সে রোজাদারের সমান সওয়াব পাবে,
রোজাদারের সওয়াব থেকে কোন ঘাটতি হবে না” (নিসায়ী ও তিরমিযী)

সাওম বান্দা ও আল্লাহর মাঝে নিতান্ত গোপন একটি ইবাদত।
তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক খুবই দৃঢ় হয়  আল হাদিস।

রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল
– আল হাদিস

এই রমজানকে আপনার জীবনের টার্নিং পয়েন্ট করুন।
এই পৃথিবীর প্রতারণা থেকে মুক্ত হয়ে ইমনের মাধুর্যে লিপ্ত হও।

রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম
– আল হাদিস

জীবনের চাইতেও বেশি ভালোবাসি যারে,
একবারও দেখি নাই তারে, জানিনা আমার ভালোবাসায় আছে কি ছুল,
একবারও হলেও দেখা দাও হে প্রিয় রাসূল (সঃ)

রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে
– আল হাদিস

রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন
– আল হাদিস

রমজান আমাদের সময়সূচী পরিবর্তন করতে আসে না।
এটা আমাদের হৃদয় পরিবর্তন করতে আসে.

একজন সত্যিকারের মুসলমানের জন্য, রমজানের শেষ “শেষ” নয়
বরং জান্নাতের দিকে নিয়ে যাওয়া একটি নতুন যাত্রার সূচনা।

রমজানের শুভেচ্ছা মেসেজ 

আমাদের অনেক আপনজন দূরে বাস করতেছে। কেউ আবার প্রবাস আসেন। তাদের কে রমজানের এই মেসেজ গুলো পাঠিয়ে শুভেচ্ছা জানাতে পারবেন। এখানে আপনাদের জন্য রমজানের শুভেচ্ছা মেসেজ  শেয়ার করেছি। নিচে থেকে পছন্দের মেসেজ টি কপি করুন এবং অন্যাদের সাথে শেয়ার করুন। 

  • হে আল্লাহ,,,! রমজান মাসে আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন।
    সবাইকে রমজানের শুভেচ্ছা।
  • আসুন সবাই মিলে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি ও আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পন করি ।
    সবাইকে জানাই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা
  • রমজান মাস হলো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার সব চেয়ে উপযুক্ত সময় ।
    রমজানুল মোবারাক
  • এই রমজানে মহান “আল্লাহ” আপনার জীবনে সুখ, শান্তি সহ আপনার ইচ্ছা এবং স্বপ্ন পূরণ করুন ।
    শুভ রমাজান
  • রমাজানে কারো পরিবর্তন দেখে হাসবেন না,,, কারণ রমজান আসেই পরিবর্তন এর জন্য।
    শুভ রমজান
  • বছর ঘুরে আবার এলো,, পবিত্র মাহে রমজান,
    মুসলমানদের সিয়াম এলো, যাতে করে দম পান।
    শুভ রমজান।
  • আমরা যখন আল্লাহর সাথে সম্পর্ক পুনরুদ্ধার করি তখন তিনি আমাদের সাথে সবকিছুর সম্পর্ক পুনরুদ্ধার করেন ।
    শুভ রমজান
  • পবিত্র রমজান হলো আমাদের পেট কে খালি করে আত্মাকে খাওয়ানর সব চেয়ে ভালো সময় ।
    রমজানুল মোবারাক
  • এই রমজানে আল্লাহ আপনার জীবনে সুখ, শান্তি ভরিয়ে দিক।
    আপনার সমস্ত স্বপ্ন পূরণ হোক। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
  • সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন।
    হে,  রাব্বুল আলামিন আমাদের সকলকে ৩০ টা রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করুন। আমিন। 
  • রমজান হলো ইমান কে তাজা করার মহা সুযোগ । শুভ রমজান 
  • বিধান মেনে পালন করুন,, পবিত্র মাহে রমজান
    গুনাহ থেকে মুক্তি পাবেন, আখিরাতে সম্মান। হ্যাপি রমজান
  • রমজান মাস এলে বেহেস্তের দরজা খুলে দেওয়া হয়,, দোযখের দরজা বন্ধ হয়ে যায়
    এবং শয়তানদের বেঁধে ফেলা হয়। **সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
  • শীঘ্রই রমজান আসছে। রমজান আমাদের বদ অভ্যাস ভাঙার প্রশিক্ষণ দেয়। কিভাবে নিজেদের গুনাহ হতে দূরে রাখবো সেই শিক্ষা দেয়। তাই, এই রমজানে আসুন আমাদের সকল বদ অভ্যাস পরিত্যাগ করি ও পবিত্রতা অর্জন করি। রমাজান কারীম

রমজানের ছন্দ 

আমরা সবাই ছন্দ শুনতে বা পড়তে ভালোবাসি। এখানে আপনাদের জন্য রমজানের কিছু সুন্দর সুন্দর ছন্দ শেয়ার করেছি। এই ছন্দ গুলো সবার সাথে শেয়ার করতে পারবেন। আপনার প্রিয় মানুষটিকে রমজানের ছন্দ শুনাতে পারবেন এগুলো সংগ্রহ করে। নিচে থেকে আপনার পছন্দের ছনটি খুজেনিন। 

জান্নাতের নেটওয়ার্ক হলো ”আল ইসলাম”,
সিম কার্ড হল ”ঈমান”।
বোনাস হলো ” রমযান ”
রিচার্জ হলো ” নামাজ ”
আর আমাদের হেলপ লাইনহল
আল কোরআন

যদি রাখো রোজ,,, মন হবে তাজা। যদি পড় নামাজ,,, শক্ত হবে সমাজ।
যদি পড় কোরআন, শক্ত হবে ঈমান।

রমজান মাস এলে বেহেস্তের দরজা খুলে দেওয়া হয়
দোযখের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানদের বেঁধে ফেলা হয়।
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। 

বেশি বেশি দান করে ,দানের সওয়াব নিও তুলে।
তাহাজ্জুদের পুণ্য টুকু নিতে মন যেন না যায় ভুলে।
পড়বে কোরান প্রতিদিন সুরের দরজা খুলে,
সেই কোরানের মধুর সুরে সবার মন ভরে উঠুক আনন্দে।
মাহে রমজান মুবারক।

রমজানের এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং
আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক ।
সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা 

রমজান কেবল রোজা রাখার জন্যই নয়,
ক্ষুধার্তদের খাওয়ানো, অন্যকে সাহায্য করা,
জিহ্বাকে নিয়ন্ত্রন করা, অন্যকে নিয়ে সমালোচনা না করা ।
এটাই রমজানের চেতনা। শুভ রমজান 

আযানেরই পুণ্যে আমি তুমি হতে চাই যে ধনবান সেই ধনের বিনিময়ে পাব রোজাদারের পুরষ্কার,রাইয়্যান! আল্লাহ্‌ তায়ালার দান,
মোবারক হো..মোবারক হো..মাহে রমজান !

নামাজ রোজা আমরা কাজা করবো না ভাই কভু
নয়তো রাজা দিবেন কঠিন সাজা যিনি মোদের প্রভু
নামাজ রোজা অনেক সোজা ইচ্ছে যদি করি মোরা
মনের মতো সময় মতো নামাজ রোজা করো
পণ করো আজ পড়বো নামাজ রাখবো সদা রোজা
তা না হলে ই তো পরকালে পেতে হবে মোদপর সাজা
বেহেস্তেতে থাকবো মেতে হবে যে কত মজা 

এলো রে এলো– মাহে রমজান, মুসলিমদের তরে আল্লহ তায়ালার শ্রেষ্ঠ দান,
সওয়াবের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান, জং গুলো সব ঝরে গিয়ে, ঈমান করবে শাণ,
রহমতেরই ডালি নিয়ে আসছে পবিত্র মাহে রমজান।

রমজানের শুভেচ্ছা বার্তা  

এখানে বন্ধুদের সাথে শেয়ারের জন্য রমজানের শুভেচ্ছা বার্তা   দেওয়া আছে। বছর ঘুরে চলে এলো মুক্তির মাস, নাজতের মাস, কোনআন শরীফ নাজিলের মাস, পবিত্র মাহে রমজানের মাস। যে মাসে মহান আল্লাহ তা’য়ালা বান্ধার গোনাহ মাফ করে থাকেন। এই রকম বার্তা আপনিও সবাইকে পাঠাতে পারবেন। নিচের অংশে এই ধরনের আরও ভালো ভালো বার্তা দেওয়া আছে। 

  • হে আল্লাহ, আমাদের এই রমজান মাসে আমদের সকলের রোজা কবুল করুন । শুভ রমজান
  • এই রমজানে আল্লাহ আপনার জীবনে সুখ, শান্তি ভরিয়ে দিক। আপনার সমস্ত স্বপ্ন পূরণ হোক।
    পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
  • এই রমজানে মহান “আল্লাহ” আপনার জীবনে সুখ, শান্তি সহ আপনার ইচ্ছা এবং স্বপ্ন পূরণ করুন । শুভ রমাজান
  • মুসলমান হতে হবে সব সময়ের জন্য, শুধু রমাজন মাসের জন্য নয় । শুভ রমজান
  • আসলো আবার রোজা,, তাইতো আমার নতুন করে,,, সোজা পথটি খোঁজা। সবাইকে প্রবিত্র রমজানের শুভেচ্ছা। 
  • রমজান মাস হলো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার সব চেয়ে উপযুক্ত সময় । রমজানুল মোবারাক। 
  • রমজান হলো বৃষ্টির মতো। এটা ভালো কাজের বীজকে পুষ্ট করে। আসুন এই আসন্ন রমজানে আমাদের আত্মাকে পুষ্ট করি! সাথে এই মাসটির পবিত্রতাকে আঁকড়ে ধরি। রমজান মুবারক।
  • রমজান মুসলমানদের উপহার দেওয়া হয়েছে যাতে তারা ভক্তি অর্জন করে, তাদের অন্তরকে পরিশুদ্ধ করে এবং সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে প্রচুর পুরস্কার লাভ করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। রমজান মুবারক
  • রমজান হল ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হলো জান্নাত । শু্ভ রমজান
  • তোমার পরিবারের সকলের জন্য রইল পবিত্র রমজান মাসের শুভেচ্ছা।
  • জগতে সেই সবচাইতে কৃপন, যে মুসলমান অন্য একজন মুসলমানকে সালাম দিতে কৃপনতা করে।
    – বিশ্বনবী হযরত মুহম্মদ (সাঃ)।
  • সবাইকে রমজানের শুভেচ্ছা। রমজান করিম মোবারক।
  • বছর ঘুরে পুনরায় এলো পবিত্র সেই রোজা, পাপ পূণ্যের হিসেব করে,
    চলবো সঠিক সোজা। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের অভিনন্দন।
  • দ্রুত এগিয়ে আসছে রমজান! সঠিকভাবে রোজা রাখতে এবং এর সওয়াব অর্জন করতে গুনাহের মত ভুলগুলি এড়াতে ভুলবেন না।
    রমজানের পবিত্রতা রক্ষার্থে সকলের উচিত দায়িত্বশীল হওয়া। যথাযথ ইবাদাত বন্দেগি করা।
  • পবিত্র রমজান সম্পর্কে আল্লাহ পাক কুরআনে বলেছেন, “হে মুমিনগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন অতীতে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা আত্মসংযম শিখতে পারো।(কুরআন ২:১৮৩)

শেষ কথা 

যেহেতু রমজান মাস চলে আসলো, তাই সবাইকে রমজানের দাওয়াত রইলো। সবাই প্রতিটি রোজা পালনের চেষ্টা করবেন। আপনাদের বন্দু-বান্ধব বা প্রিয়জনদের রমজান মাসের সকল নিয়ম মেনে চলার জন্য বলবেন। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালো লেগেছে এবং এই পোস্ট থেকে রমজানের ফেসবুক স্ট্যাটাস, উক্তি, মেসেজ, ছন্দ ও কবিতা সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। বাংলাদেশের ৬৪ জেলার সেহরি ও ইফতারের সময় সূচি প্রকাশ পেয়েছে। সেগুলো সংগ্রহ করতে চাইলে নিচে ঠিকানা থেকে পোস্ট গুলো দেখুন। অথবা 24resultbd.com ওয়েবসাইট টি ভিজিট করুন। 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *