আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম

আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম ২০২৩

এই আরএফএল কোম্পানির সাবমারসিবল পাম্প এর সর্বনিম্ন ৪৫০০ টাকা। এবং সর্বোচ্চ ১২০০০ থেকে ৩৭ হাজার টাকা হয়। তবে মিনি সাবমারসিবল পাম্পের দাম গুলো একটু কম হয়ে থাকে। মিনি সাবমারসিবল পাম্পের দাম ৭০০-৮০০ টাকার মধ্যে পাওয়া যায়। এই সাবমারসিবল পাম্পের দাম নির্দিষ্ট করা হয়েছে বিভিন্ন মডেল অনুযায়ী। তাই আপনাকে সঠিক দাম জানতে হলে মডেল অনুযায়ী আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম জানতে হবে।

গত বছর থেকে এ বছর সকল এই সাবমারসিবল পাম্পের মূল্য প্রায় ১৪০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাই আপনি যেখান থেকেই এ সাবমারসিবল পাম্প ক্রয় করুন না কেন। সঠিক মূল্য জেনে নেওয়া নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। আমাদেরই আর্টিকেল থেকে জানতে পারবেন আরএফএল ১ ঘোড়া সাবমারসিবল পাম্প এর দাম কত। এবং হাফঘোড়া সাবমারসিবল পাম্প এর দাম কত। অতএব বাংলাদেশে অন্যতম জনপ্রিয় কোম্পানির আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম বিস্তারিত জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম

বাংলাদেশের অন্যতম এক জনপ্রিয় কোম্পানি আরএফএল কোম্পানি। সকলে আমরা এ কোম্পানির যাবতীয় পণ্য ব্যবহার করে থাকি। মানে সেরা এবং অত্যাধিক টেকসই হয়ে থাকে আরএফএল কোম্পানির সকল পণ্যগুলো। আরএফএল কোম্পানির সাবমারসিবল পাম্প ভালো এবং  উন্নত মানের তৈরি করে থাকে।

বাসা বাড়িতে, আবাসিক এলাকাতে বড় বড় উঁচু বিল্ডিং এর পানি উঠাতে, এবং গভীর নিচ থেকে পানি উত্তোলন করতে আরএফএল সাবমারসিবল পাম্প সবথেকে সেরা। এ কোম্পানির পাম্পের দাম সর্বনিম্ন মূল্য ৪২০০ টাকা আর সর্বোচ্চ মূল্য করা ১২ থেকে ৩৫ হাজার টাকা। নিচে সকল সাবমারসিবল পাম্প এর দাম মডেলসহ বিস্তারিত জেনে নিন। 

আরএফএল ওয়াটার পাম্পের দাম কত

বিদ্যুৎ দ্বারা পরিচালিত আরএফএল ওয়াটার পাম্প অনেকটাই উন্নত এবং পরিচিত। পূর্বের থেকে পানি উত্তোলন করা এখন অনেকে আধুনিক এবং সহজ হয়ে গিয়েছে। এই rfl পাম্প গুলো অনেক বিদ্যুৎ সাশ্রয়ী এবং মজবুত হয়ে থাকে। আপনার বাজেট অনুযায়ী সাবমারসিবল পাম্পের বৈশিষ্ট্য নির্ভর করছে। আপনি চাইলে ৭-৮ হাজার টাকা দিয়ে একটি আরএফএল ওয়াটার পাম্প কিনতে পারবেন। অতএব আরএফএল ওয়াটার পাম্পের দাম কত বিস্তারিত জানতে আর একটু নিচে প্রবেশ করুন।

আরএফএল ১ ঘোড়া সাবমারসিবল পাম্প এর দাম

১ ঘোড়া আর এফ এল সাবমারসিবল পাম্প এর দাম ৯ হাজার ৭৫ টাকা। সময়ের পরিবর্তনে এর দাম পরিবর্তন হতে পারে। পূর্ব থেকে প্রায় ২০০০-২৫০০ টাকা বৃদ্ধি পেয়েছে এই আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম। নিচে কয়েকটি ১ ঘোড়া সাবমারসিবল পাম্পের দাম উল্লেখ করা হলো।

  • RFL (DJet)1″X2″/1(1/4)”-1HP এই মডেলের পাম্পের দাম ১০ হাজার ৪৫০ টাকা।
  • RFL Water Pump Jet 1″X1″-1HP (RSJm10M) এর দাম ৬৫০০ টাকা থেকে ৭৮০০ টাকা।
  • RFL Water Pump Jet 1″X1″-1HP (RSJ 10m-L) এই মডেলের দাম ৮৩০০ টাকা থেকে ৮৮০০ টাকা।
  • RFL Water Pump Jet 1″X1″-1HP (RSJ 100XL) এই মডেলের আরএফএল পাম্পের দাম  ৬৫০০ থেকে ৭৫০০ টাকা।
  • RFL Water Pump Jet 1″X1″-1.5HP এই মডেলের পাম্পের দাম ৯৫০০ থেকে ১০৬০০ টাকা।
  • RFL Water Pump Jet 1 (1/4)”X1″-1.5HP (RSJ 3CL) এই মডেলের পাম্প এর দাম ১২০০০ থেকে ১৫ হাজার টাকা।
  • RFL Water Pump Centrifugal 1¼”X1″-1.5HP (RACm170) এর দাম ১৪০০০ থেকে ১৬ হাজার টাকা।
  • RFL Water Pump (JET) 1″X1″-1HP(10M PREMIUM) এ পাম্পের দাম ৭০০০ থেকে ৭৫০০ টাকা।
  • RFL (DJet)1″X2″/1(1/4)”-1HP (RDJm370-1A) এই মডেলের  দাম ৯ হাজার ৩০০ থেকে ১০৪০০ টাকা।

আরএফএল হাফ ঘোড়া সাবমারসিবল পাম্পের দাম

সরকার অবকাঠামো থেকে শুরু করে সাধারণ মানুষ এ সাবমারসিবল পাম্পের ব্যবহার শুরু করে দিয়েছেন। অনেক বেশি উপকারী এবং অনেক বেশি সাশ্রয়ী। খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি পানি উত্তোলন করতে সাহায্য যা সাধারণ কোন ওয়াটার পাম্প থেকে করা কখনো সম্ভব নয়। এটি একটি আধুনিক শিল্প। নিচে  হাফ ঘোড়া সাবমারসিবল পাম্প এর দাম উল্লেখ করেছি।

  • RFL Water Pump Pripheral 1″X1″-0.5HP এই মডেলের দাম  ৩০০০ থেকে ৪ হাজার টাকা।
  • RFL Water Pump Peripheral 1″X1″-0.5 HP RPm60-1 এই মডেলের পাম্পের দাম ৪ হাজার টাকা।
  • RFL Water Pump Jet 1″X1″-0.5HP (RSJm1CE) এই মডেলের দাম ৪৯০০ থেকে ৫৫০০ টাকা। 
  • RFL Water Pump Centrifugal 1″X1″-0.5HP (RCm-130) ৫৪১৫ টাকা।

0.75 ঘোড়া আরএফএল সাবমারসিবল পাম্পের দাম

এই rfl কোম্পানির বিভিন্ন হর্সপাওয়ার এর সাবমারসিবল পাম্প উৎপাদন করছে। আমাদের নিচে একটি উদাহরণ হিসেবে 0.75 হর্সপাওয়ারের একই সাবমারসিবল পাম্পের দাম উল্লেখ করেছি। তবে তবে জেনে রাখা ভালো 0.75 ঘোড়া RFL Submersible পাম্পের সর্বনিম্ন মূল্য হবে ৪৯০০ থেকে সর্বোচ্চ মূল্য ৬৫০০ টাকা। নিচে একটা মডেল এবং দাম উল্লেখ করা হলো।

  • RFL Water Pump Jet 1″X1″-0.75HP এ মডেলের পাম্পের দাম ৫০০০ থেকে ৬০০০ টাকা।

২ ঘোড়া আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম কত

উচু বিল্ডিং এর পানি উঠাতে এবং গভীরতম জায়গা থেকে অনেক বেশি পরিমাণ পানি খুব সহজে উত্তোলন করাতে এক ঘোড়া এবং দুই ঘোড়া সাবমারসিবল পাম্পের ব্যবহার বর্তমানে প্রচুর। আপনার কৃষি কাজে সেচ দিতে, উচু বিল্ডিং এর প্রত্যেকটা ইউনিটে পানি পৌঁছে দিতে এই দুই ঘোড়া সাবমারসিবল পাম্প আপনাকে অনেক বেশি সহায়তা করবে। তাহলে চলুন নিচে এইগুলা আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম জেনে নেওয়া যাক। 

  • RFL Water Pump Centrifugal 1½”X1″-2HP এই মডেলের পাম্পের দাম ১৩০০০ থেকে ১৬ হাজার টাকা।
  • RFL (Irr)3″X3″-2HP (RAHm-6B) এই মডেলের RFL Submersible পাম্প এর দাম ১৫০০০ থেকে ১৭ হাজার টাকা।
  • RFL(Irr)2″X2″ 2HP (RAHm-5AM) এ পাম্পের দাম ১০ হাজার ৩০০ থেকে ১৩৩০০ টাকা।
  • RFL Water Pump Multistage Centrifugal 1(1/2)”X1.25″-2HP এ পাম্পের দাম ১৫৩০০ থেকে ১৭৫০০ টাকা।
  • RFL Water Pump Jet 1.25″X1″-2HP এর দাম ১৩ হাজার থেকে ১৫ হাজার টাকা।

৫ হর্স পাওয়ার এর আরএফএল সাবমারসিবল পাম্পের দাম কত

আরএফএল কোম্পানি অনেক উন্নতমানের সাবমারসিবল পাম্প উৎপন্ন করেছে। আপনি চাইলে লক্ষ টাকা দিয়ে একটি সাবমারসিবল পাম্প ক্রয় করতে পারবেন। যেমন পাঁচ হর্স পাওয়ার এর এমন কিছু  আরএফএল সাবমারসিবল পাম্প রয়েছে যার মূল্য ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা সর্বোচ্চ। নিচে উদাহরণ হিসেবে ৫ হর্চ পাওয়ারের ক্ষমতা সম্পন্ন একটি আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম উল্লেখ করা হলো।

  • RFL(Irr)4″X4″-5.5HP (RAHm-7AR) এই মডেলের  পাম্পের দাম ৩৩ হাজার থেকে ৩৭ হাজার ৫০০ টাকা।

আরএফএল মিনি ওয়াটার পাম্পের দাম

এই মিনি ওয়াটার পামগুলো সাধারণত বাইক ওয়াশ, বিভিন্ন ধরনের গাড়ি, প্রাইভেট কার ইত্যাদি পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। আপনি চাইলে আরএফএল মিনি ওয়াটার পাম্প কিনতে পারেন খুব অল্প দামে। অর্থাৎ ৮০০ থেকে ১৫০০ টাকার মধ্যে অনেক ভালো মানের মিনি ওয়াটার করতে পারবেন। তবে  দামের পার্থক্য হতে পারে এর গুনাগুন এবং বৈশিষ্ট্যের উপর।

শেষ কথা

আশা করতেছি আপনারা আমাদের এই পোস্ট থেকে অনেক বেশি উপকৃত হয়েছেন। যদি আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম বিস্তারিত তথ্য আমাদের এখান থেকে জানতে পারেন। এবং আরএফএল কোম্পানির ওয়াটার পাম্প গুলোর দাম কেমন হবে জেনে নিতে পারেন। তাহলে আপনার এই সাবমারসিবল পাম্প ক্রয় করা অনেক বেশি সহজ হবে। কেননা বর্তমানে ১৫০০ থেকে ২ হাজার টাকা এ পাম্পগুলোর দাম বৃদ্ধি পেয়েছে। তাই সাবমারসিবল পাম্প ক্রয় করার পূর্বে দাম জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। অতএব এই পোস্ট আপনার আশেপাশের ব্যক্তিদের কে শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *