আজকে রডের দাম কত

আজকে রডের দাম কত – ১ কেজির দাম

বড় বড় অট্টালিকা বা বিল্ডিং তৈরি করতে যে জিনিসটির অতি প্রয়োজন তা হচ্ছে রড। এ রড ছাড়া বাড়ি নির্মাণ কখনোই কল্পনা করা যায় না। তাই বাংলাদেশের অন্তর্ভুক্ত আজকে বিভিন্ন কোম্পানির রডের প্রকারভেদ এবং দাম নিয়ে আলোচনা করব। আর এ বিষয় নিয়ে আলোচনা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। কেননা এই রডের দাম সঠিক এবং নির্ভুল জেনে নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।অতএব আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে রডের দাম কত তা নিয়ে।

তবে এই রডের দাম পূর্বের থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাই এই রড ক্রয় করার পূর্বে অবশ্যই দাম জেনে নেওয়া উচিত। আমাদের আজকের আলোচনা থেকে জানতে পারবেন ১ কেজি রডের দাম কত। এবং বিভিন্ন কোম্পানির রডের দাম কত,যেমন আবুল খায়ের, বিএসআরএম রডের দাম কত ইত্যাদি। অর্থাৎ আজকে রডের দাম কত আলোচনা করার পাশাপাশি ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।  অতএব সম্পূর্ণ পোস্ট পড়ুন।

আজকে রডের দাম কত

বর্তমানে রডের দাম ৯০ থেকে ১০০ টাকা কেজি। কিছু রডের দাম  ১০২ টাকা কেজি। তবে কোম্পানি পেতে আপনি বিভিন্ন রডের দাম বিভিন্ন রকম পাবেন। আর এইসব রডের দাম বৃদ্ধি হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে উল্লেখ্য উৎপাদন খরচ। আবার রয়েছে জ্বালানি খরচ। তো সব মিলিয়ে এই রডের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। নিম্নে এক কেজি রডের দাম সহ বিভিন্ন কোম্পানির রডের দাম আমরা উল্লেখ করেছি। তাই আজকে রডের দাম কত জানতে একটু নিচে প্রবেশ করুন।

১ কেজি রডের দাম কত

আবার কিছু কিছু কোম্পানির রডের মূল্য পূর্বের থেকে অনেকটা হ্রাস পেয়েছে। তবে এই রডের ভিতর ভালো এবং খারাপ হয়ে থাকে। আবার কোম্পানি বেদে এই রোডের মানের পার্থক্য হয়ে থাকে। তবে বাংলাদেশের সেরা রডের মধ্যে একেএস রডের জনপ্রিয়তা অনেক বেশি। এছাড়া বি এস আর এম রড অনেক বেশি জনপ্রিয়। অর্থাৎ সবমিলিয়ে গড়ে ১ কেজি রডের দাম হবে ৯০ থেকে ১০২ টাকা পর্যন্ত।  যা পূর্বে এ রডের দাম ছিল প্রায় ৭০ থেকে ৮৫ টাকা পর্যন্ত। 

বিএসআরএম রডের দাম কত ২০২৩

যারা বিএসআরএম রড ব্যবহার করে বড় বিল্ডিং বা বাড়ি করতে চাচ্ছেন তাদের অবশ্যই এই রডের দাম জেনে নেওয়া উচিত। না হলে আপনার এ রড ক্রয় করতে বাড়তি অনেক টাকা খরচ করতে হতে পারে। অথবা বর্তমান আপডেট তথ্য অনুযায়ী এবিএসআরএম কোম্পানির রডের প্রতি মূল্য ১০০ থেকে ১০২ টাকা। তবে দোকান অনুযায়ী এই কোম্পানিগুলোর দাম অনেকটা কম বেশি হতে পারে। অর্থাৎ প্রতিদান বি এস আর এম রডের মূল্য প্রায় ১০০০০০ (এক লক্ষ টাকা)।

আবুল খায়ের রডের দাম কত ২০২৩

বাংলাদেশের কোম্পানির মধ্যে এই আবুল খায়ের রডের কোম্পানি অনেক বেশি জনপ্রিয়। আবুল খায়ের  রডের প্রতি কেজির দাম বর্তমানে ৯০ থেকে ৯৫ টাকা কেজি। তবে দাম দোকান অনুযায়ী অনেকটা  পার্থক্যের হতে পারে। তবে আপডেট তথ্য অনুযায়ী আবুল খায়ের রডের প্রতিটন মূল্য ৯৫৫০০ টাকা। অথবা প্রতিটা মূল্য ৯৭৫০০ টাকা।

AKS রডের আজকের দাম কত?

এই রডের মূল্য ইতিমধ্যে মধ্যে উপরে উল্লেখ করেছি। এই কোম্পানির রড বাংলাদেশ সহ বাইরের দেশগুলোতেও রপ্তানি করা হয়। অনেক ভালো মানের পণ্য উৎপাদন করায় বাংলাদেশের মানুষের কাছে অনেক জনপ্রিয়। প্রতি কেজি ৯৮ থেকে ১০০ টাকা দিয়ে রড ক্রয় করতে পারবেন। আর প্রতি টন ৯৭ হাজার থেকে ১ লক্ষ টাকায় আপনি কিনতে পারবেন। 

প্রতি টন রডের বর্তমান দাম কত?

বাংলাদেশের বিভিন্ন ধরনের কোম্পানির রডের দাম জানতে চান তাহলে আপনাকে এই পোস্ট সম্পন্ন করতে হবে। যেমন পিএইচপি রডের প্রতিদান মূল্য ৯৭ হাজার ৫০০ টাকা।  আবার একেএস বা আবুল খায়ের রডের দাম ৯৭ হাজার থেকে ১ লক্ষ টাকা। এবং কে এস আর এম স্টিল এর দাম ৯৯ হাজার ৫০০ টাকা। রাহিম ১ টন ও রডের দাম ৮৭ থেকে ৮৮ হাজার টাকা। 

আনোয়ার স্টিল রডের দাম

আনোয়ার ইস্পাত বা স্টিল রডের দাম তুলনামূলকভাবে একটু কম দাম। তবে অনেকেই এই বাড়ি ও তৈরি করার সময় এ আনোয়ার স্টিল রড ব্যবহার করে থাকেন। আপনাদেরকে আপডেট তথ্য জানিয়ে রাখি, অর্থাৎ এ আনোয়ার স্টিল রডের প্রতি টন মূল্য ৯৮০০০ থেকে ৯৯০০০ টাকা। তবে দাম কিছু রকম হতে পারে। তবে আপনি যদি পাইকারি মূল্যে এই আনোয়ার স্টিল রড ক্রয় করতে চান, তাহলে এই রোডের মূল্যে থেকেও কিছুটা কম পেতে পারেন। আর প্রতি কেজি আনোয়ার স্টিল রডের মূল্য ৯৫ থেকে ৯৭ টাকা।

জিপিএইচ ইস্পাত রডের বর্তমান দাম

আজকের আপডেট তথ্য অনুযায়ী জিপিএইচ ইস্পাত রডের প্রতি কেজি মূল্য ৯৬-৯৮ টাকা। প্রতি টন জিপিএইচ ইস্পাত রোড এর মূল্য হবে ৯৮ হাজার ৫০০ টাকা। এ রডের মূল্য প্রতিনিয়ত উঠানামা করে থাকে। তাই যদি কোন দোকান থেকে এই রডক্রয় করতে চান তাহলে অবশ্যই এ সঠিক মূল্য জেনে নিবেন। কেননা আপনার থেকে বেশি টাকা না নিলেও প্রতি টন হিসেবে আপনার থেকে অনেক টাকা অনেক দোকানী হাতে নিবে। তাই সঠিক মূল্য জেনে পরবর্তীতে রড ক্রয় করুন।

শেষ কথা

আজকের আলোচনায় রডের মূল্য নিয়ে সম্পূর্ণ করা হয়েছে।  বাংলাদেশে অবস্থিত বিভিন্ন কোম্পানির মূল্য এখানে উপস্থাপন করা হয়েছে। যারা বাড়ি তৈরির জন্য রড ক্রয় করতে চাচ্ছেন, তারা আমাদের এই আর্টিকেল থেকে বিভিন্ন কোম্পানির রডের মূল্য একাধারে জানতে পারবেন।  পূর্বের মূল্য এবং আজকের বর্তমান মূল্য সহ আপডেট তথ্য জানতে পারবেন। আশা করছি আপনারা আমাদের এই পোস্ট থেকে  অনেকটা উপকৃত হয়েছেন। যদি আজকে রডের দাম কত সম্পূর্ণ পোস্ট পড়ে থাকেন তাহলে আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আর আপনার আশেপাশের ব্যক্তিদেরকে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *