সুপারক্রিট সিমেন্ট এর দাম কত ২০২৩
উন্নত মানের নির্মাণ কাজের অতি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সিমেন্ট। দেশের সকল বড় বড় দালান কোঠা এবং সেতু নির্মাণের ক্ষেত্রে সিমেন্টের কোন বিকল্প নেই। দেশের সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আগের তুলনায় এখন দেশ চওড়া। সেই সাথে সাথে নির্মাণ সামগ্রী সিমেন্টের দামও আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
দেশের সকল কাঁচামাল সামগ্রীর দাম বাড়ার কারণে এবং জ্বালানি খরচ বৃদ্ধির কারণে সিমেন্ট এর দাম বৃদ্ধি করা হয়। কিছুদিন আগে প্রতি বস্তা সিমেন্টের দাম ছিল ৪২০ থেকে ৪৪০ টাকা পর্যন্ত। বর্তমান প্রেক্ষাপটে এখন তা বৃদ্ধি পেয়ে ৪৪০ থেকে ৪৬০ টাকা পর্যন্ত হয়েছে।
তাই যারা সম্প্রতি ঘর নির্মাণ এবং এবং ছোট ছোট সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছেন তারা অবশ্যই বর্তমান সিমেন্টের বাজার দর জেনে তারপর কাজ শুরু করবেন। তাই আজকের এই প্রতিবাদে সুপারক্রিট সিমেন্ট এর দাম কত ২০২৩ এবং সুপারক্রিট সিমেন্টের বিভিন্ন তথ্য নিয়ে আজকের এই সুন্দরতম প্রতিবেদন সাজানো হয়েছে।
সুপারক্রিট সিমেন্ট এর দাম ২০২৩
খুব অল্প সময়ের মধ্যে সুপারক্রিট সিমেন্ট মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এটি বাংলাদেশে নতুন একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছে। সুপারক্রিট সিমেন্টের দাম খুবই স্বল্প টাকায় পাওয়া যাচ্ছে। তবে বেশ কিছুদিন আগে সিমেন্টের যে দাম ছিল তার চেয়ে ৩০ থেকে ৪০ টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে সুপারক্রিট সিমেন্টের দাম ৫০০ টাকা বস্তা পাওয়া যাচ্ছে।
সুপারক্রিট সিমেন্ট এর আজকের দাম কত
দেশের সকল জিনিসপত্রের দাম পর্যায়ক্রমে এখন কিছু না কিছু বেড়েই চলেছে। আজকের যে পণ্যের দাম ১০ টাকা কাল একই পণ্যের দাম ১৫ টাকা হবে এটাই স্বাভাবিক এখন বর্তমান এর পরিস্থিতিতে। আপনারা যারা ইতিমধ্যে সিমেন্ট ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই সিলেটের আজকের বাজার দর জেনে তারপর সিমেন্ট ক্রয় করুন। কারণ বর্তমানের সবকিছুর দাম বাড়ার কারণে কিছু অসাধু ব্যবসায়ী ফিক্সড দাম থাকা সত্ত্বেও তার থেকেও বেশি নিয়ে থাকে। সুপারক্রিট সিমেন্ট এর আজকের দাম ৫১০ টাকা প্রতি বস্তা।
কোন সিমেন্টের দাম কত টাকা
উন্নত মানের নির্মাণ কাজ করার জন্য অবশ্যই আপনাকে নির্মাণ কাজের প্রধান উপাদান সিমেন্ট ব্যবহার করতেই হবে। বাংলাদেশে ইতিমধ্যেই বেশ কয়েকটি সিমেন্ট কোম্পানী গড়ে উঠেছে। কোম্পানির সিমেন্টের মূল্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কারণ সব কোম্পানির কোয়ালিটি এবং মান একরকম হয় না। কোন কোন কোম্পানি স্বল্প খরচে সিমেন্টের মান ভালো না করে কম দামে বিক্রি করে থাকে। আবার অনেক কোম্পানি রয়েছে যারা সিমেন্টের অনুগত মান ভালো করে দামটাও বেশ কিছুটা বাড়িয়ে দেয়।
বাংলাদেশে বেশ কয়েকটি কোম্পানির সিমেন্টের দাম নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব এবং সিমেন্ট নিয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো।
সেভেন রিংস সিমেন্টের দাম কত ২০২৩
বাংলাদেশের সিমেন্টের মধ্যে সেভেন রিংস সিমেন্ট অন্যতম সেরা একটি সিমেন্ট। সেভেন রিংস সিমেন্ট সাধারণত বড় বড় দালান কোঠা এবং বড় বড় সেতু নির্মাণের ঢালাই কাজে ব্যবহার করা হয় বেশি। বর্তমানে এই সিমেন্ট ৫১০ টাকা থেকে ৫৫০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। বেশ কিছুদিন আগে এর দাম ছিল ৪৬০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। প্রতিনিয়ত সিমেন্টের দাম বাড়ার কারণে বর্তমান প্রেক্ষাপটে এর দাম কিছুটা কম বেশি হতে পারে।
যোগাযোগের ঠিকানা
Address: WJM7+C4J, Kaliganj
Phone: 02-58817690
Facebook: https://web.facebook.com/SevenRingsCement
Website: http://sevenringscement.com/
Email: info@sevencircle-bd.com
রুবি সিমেন্টের দাম কত ২০২৩
বাংলাদেশের আরেকটি অন্যতম সিমেন্টের কোম্পানি হলো রুবি সিমেন্ট। রুবি সিমেন্ট অন্যান্য সিমেন্টের তুলনায় একটু স্বল্প মূল্যে বিক্রয় করা হয়। কারণ রুবি সিমেন্ট সাধারণত ছোট ছোট ঘরবাড়ি তৈরি করতে বেশি ব্যবহার করা হয়। তবে আগের তুলনায় অন্যান্য সিমেন্টের সাথে রুবি সিমেন্ট ও কিছুটা দাম বৃদ্ধি হয়েছে। আগে রুবি সিমেন্ট বিক্রি করা হতো ৪০০ থেকে ৪৫০ টাকার মধ্যে। এখন বিক্রি করা হয় ৪৬০ টাকা থেকে ৪৯০ টাকা পর্যন্ত।
যোগাযোগের ঠিকানা
Address: Symphony (6th Floor) , Plot No. SE(F) 9, Rd 142, Dhaka 1212
Phone: 02-58811691
আকিজ সিমেন্টের দাম কত ২০২৩
বাংলাদেশের সুপরিচিত আরেকটি অন্যতম সিমেন্ট হচ্ছে আকিজ গ্রুপের সিমেন্ট। আকিজ গ্রুপের সাথে মোটামুটি সকলেরই জানাশোনা রয়েছে। আকিজের অন্যান্য পণ্য যেমন খুবই মানসম্মত। ঠিক তেমনি আকিজ সিমেন্টও খুবই মানসম্মত একটি সিমেন্ট। অন্য সকল সিমেন্টের দাম বাড়ার সাথে সাথে আকিজ গ্রুপের সিমেন্ট আগের থেকে কিছুটা দাম বেড়েছে। প্রতি বস্তা আকিজ সিমেন্টের মূল্য ৪০ টাকা বৃদ্ধি করা হয়েছে। পূর্বে আকে সিমেন্টের দাম ছিল ৪৬০ থেকে ৪৮০ টাকা, এখন তা বৃদ্ধি পেয়ে ৫২০ থেকে ৫৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
যোগাযোগের ঠিকানা
Address: Mofiz Chamber (4th Floor) 75, Dhaka 1000
Phone: 096 01711-555011
Facebook: https://web.facebook.com/AkijCement
Website: https://www.akijcement.com/
Email: info.akijcement@akij.net
রয়েল সিমেন্টের দাম কত ২০২৩
স্বল্প বাজেটে আরও একটি সিমেন্টের প্রতিষ্ঠান হচ্ছে রয়েল সিমেন্ট। এক বছর আগে রয়েল সিমেন্টের প্রতি বস্তার দাম ছিল ৪০০ টাকা ৪৫০ টাকা মাত্র। এখন তা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৪৯০ টাকা পর্যন্ত। যারা এই স্বল্প বাজেটের সিমেন্টে ক্রয় করতে চান তারা অবশ্যই বর্তমান দাম জেনে তারপর ক্রয় করুন।
যোগাযোগের ঠিকানা
Address: Bangladesh Cement Manufacturers Association (BCMA)
West Wind point, Cha- 89/4, Progoti shoroni,
Shahjadpur, Gulshan, Dhaka – 1212
Phone: 01787-660336
Email: info@bcma.com.bd
শাহ সিমেন্টের দাম কত ২০২৩
সিমেন্ট মানেই শাহ সিমেন্ট, বর্তমানে বাংলাদেশের অন্যতম আরেকটি সেরা সিমেন্টের নাম হচ্ছে শাহ সিমেন্ট। বাংলাদেশের যত উঁচু দালানকোঠা এবং বড় বড় সেতু ব্রিজ নির্মাণের প্রজেক্ট রয়েছে তার মধ্যে শাহ সিমেন্টের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শাহ সিমেন্টের দাম অন্য সকল সিমেন্ট থেকে তুলনামূলকভাবে একটু বেশি। বিগত ২২ বছর ধরে শাহ সিমেন্ট সুনামের সাথে এদেশের সিমেন্ট মার্কেটেপ্লেস নিজেদের অবস্থান ধরে রেখেছে ৷ বাংলাদেশের সবচেয়ে ভালো সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মধ্যে শাহ সিমেন্ট অন্যতম শীর্ষস্থানীয়৷ শাহ সিমেন্টের প্রতি বস্তা ৫৬০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি করা হয়। শুধু বাংলাদেশের নয় শাহ সিমেন্ট বিদেশেও নির্মাণ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
বাংলাদেশের সেরা ১০ সিমেন্ট এর দাম
বাংলাদেশে বেশ কয়েকটি সিমেন্টের কোম্পানি রয়েছে। এর মধ্য থেকে সেরা দশটি সিমেন্ট কোম্পানির পূর্বের দাম এবং বর্তমান দাম একটি ছক আকারে নিচে উল্লেখ করা হলো। যেখান থেকে আপনার মন খুশি সিমেন্ট এবং মূল্য দেখে সিমেন্ট ক্রয় করতে পারবেন খুব সহজে।
সিমেন্ট | পূর্বের দাম প্রতি বস্তা | বর্তমান দাম প্রতি বস্তা |
সেভেন রিংস সিমেন্ট | ৫৩০ টাকা | ৫৫০ টাকা |
বসুন্ধরা কিংস সিমেন্ট | ৫২০ টাকা | ৫৪০ টাকা |
ফ্রেশ সিমেন্ট | ৫১৫ টাকা | ৫৪০ টাকা |
আকিজ সিমেন্ট | ৫২০ টাকা | ৫৫০ টাকা |
শাহ সিমেন্ট | ৫৬০ টাকা | ৬০০ টাকা |
ক্রাউন সিমেন্ট | ৫৩০ টাকা | ৫৭০ টাকা |
প্রিমিয়ার সিমেন্ট | ৫২০ টাকা | ৫৬০ টাকা |
সেভেন হর্স সিমেন্ট | ৫২৫ টাকা | ৫৫০ টাকা |
মেট্রো সিমেন্ট | ৫১৫ টাকা | ৫৪০ টাকা |
আনোয়ার সিমেন্ট | ৫১৫ টাকা | ৫৪৫ টাকা |
বেঙ্গল সিমেন্ট | ৫১০ টাকা | ৫৩০ টাকা |
গাজী সিমেন্ট | ৫১৫ টাকা | ৫৪০ টাকা |
আমান সিমেন্ট | ৫১০ টাকা | ৫৩৫ টাকা |
সর্বশেষ কথা
যদি আপনি আপনার স্বপ্নের বাড়িটি করতে চান তাহলে অবশ্যই উন্নত মানের বাংলাদেশের সেরা সিমেন্ট দিয়ে আপনার স্বপ্নের বাড়িটি করুন। কারণ উন্নত মানের সেরা মজবুত টেকসই বাড়ি তৈরি করতে অবশ্যই আপনাকে বাংলাদেশের সব থেকে উন্নত মানের সিমেন্টটি ব্যবহার করতে হবে। তাই আজকের এই প্রতিবেদনে সুপারক্রিট সিমেন্টের দাম কত ২০২৩ এবং অন্যান্য সিমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি।
তাই আপনি সিমেন্ট ক্রয় করার পূর্বে অবশ্যই সব সিমেন্ট গুলোই যাচাই-বাছাই করে কোয়ালিটিফুল সম্পন্ন সিমেন্টের ক্রয় করুন। এর ফলে আপনার বাড়িটি হবে অত্যন্ত মজবুত এবং টেকসই। আমাদের এই আজকের সুন্দরতম প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার বাড়ি নির্মাণের কাজে কোন সহায়তা করে থাকে তাহলে অবশ্যই আপনি সকলের মাঝে আমাদের এই প্রতিবেদনটি শেয়ার করে দিবেন এবং অন্যদেরকেও সুন্দরতম বাড়ি তৈরি করার প্রতি আগ্রহ সৃষ্টি করুন, ধন্যবাদ।