সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের আগমনের আনন্দটা যেন সবার মাঝেই ছেয়ে গেছে। নতুন বছরটা যেন সবাই পালন করতে ব্যস্ত। পূর্ণতা এবং ব্যর্থতায় আলহামদুলিল্লাহ্ – শুকরিয়া আদায় করা উচিত মহান রাব্বুল আলামিনের কাছে। যিনি আমাদেরকে নতুন বছরে পদার্পণ করার সুযোগ দিচ্ছেন। আর মানুষ বিভিন্নভাবে এই নতুন বছর কে উদযাপন করে কাটিয়ে দিচ্ছে। অনেকে আছেন এ রাত্রে গান-বাজনা ইত্যাদি হারাম কাজ করে নতুন বছরটা পালিত করে যাচ্ছে। তবে নতুন বছর এলে যেভাবে ইসলামিক অনুযায়ী নতুন বছরকে স্বাগতম জানাতে হয় তা নিয়ে রয়েছে নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস, শুভেচ্ছা, ক্যাপশন ও মেসেজ।
আবার অনেকেই রয়েছেন নতুন বছর টা ইসলামিক নিয়ম অনুযায়ী পালন করতে চান। ইসলামিক নিয়মে একে অপরের মাঝে নতুন বছরের শুভেচ্ছা সবার মাঝে ছড়িয়ে দিতে চান।তাই যারা ইসলামিক স্ট্যাটাস শুভেচ্ছা ও ক্যাপশন মেসেজ ইত্যাদি অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। তাদের জন্য এই পোস্টে নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস, শুভেচ্ছা, ক্যাপশন ও মেসেজ উল্লেখ করেছি।
নতুন বছরের ইসলামিক শুভেচ্ছা 2023
সময় প্রবহমান, সময় চলতেই থাকে। তবু যেন ঈমান আসে না মোদের। আল্লাহ্ আমাদের সকলকে খাঁটি মুসলিম হয়ে বাঁচার তৌফিক দিন। এবং নতুন বছরের যাত্রাটা যেন সবার জন্য অনেক মঙ্গল হয়। এই কথা চিন্তা করে অনেকেই নতুন বছরকে ইসলামিক উপায়ে নতুন বছরকে স্বাগতম জানাতে চান। ইসলামের কিছু বাণী শুভেচ্ছা দিয়ে সবাইকে নতুন বছরকে বরণ করে নিতে উৎসাহিত করে।
ইসলামিক অনুযায়ী নতুন বছরের আনন্দে এ দিনটি কে উদযাপন করতে উৎসাহিত করে। অনেকেই রয়েছেন যারা এ নতুন বছরকে হারাম উপায় উদযাপন করতে চান না, ইসলামিক উপায়ে এই নতুন বছরকে বরণ করে নিতে চান। এজন্য অনেকেই এ নতুন বছরের ইসলামিক শুভেচ্ছা বার্তা মেসেজ অনুসন্ধান করে থাকেন। তাই কিছু ইসলামিক শুভেচ্ছা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কিছু শুভেচ্ছা নিম্নে উল্লেখ করেছি
-
আপনি জানেন আপনি সেরা? হ্যাঁ। আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে নিঃসন্দেহে সেরা। যদি আপনি আপনার কথার মধ্যে ইংশাআল্লাহ্, আলহামদুলিল্লাহ্ বজায় রাখেন। – আপনাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।
-
২০২২ সালের শেষ ইচ্ছা হোক আল্লাহর কাছে—
হে আল্লাহ ২০২২ সালের সব গুনাহ মাফ করে দিও এবং ২০২৩ সালে তোমার নেক বান্দা হিসেবে কবুল করে নিও।
নতুন বছরের ইসলামিক ফেসবুক স্ট্যটাস 2023
হয়ত শেষ, নয়ত শুরু। তাই বলে কি চেষ্টা থেমে থাকবে? কখনোই না। চেষ্টা হোক অমরণ এবং অপ্রতিরোধ্য। তবেই জীবন সুন্দর। সবাইকে নতুন বছরে অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা। তবে আমাদের নতুন বছরের আনন্দের সময়টা যেন ইসলামিক উপায়ে হয়ে থাকে। ইসলামের সুন্দর কিছু কথা দিয়ে নতুন বছরের শুরুতেই যেন সবার কাছে পৌঁছে যায়।
এবং এই নতুন বছরটা যেন সবার জন্য অনেক আনন্দ এবং মঙ্গল জনক হয়। আর এমনই কিছু লোক রয়েছেন যাদের প্রিয় মানুষদের মঙ্গল কামনা করেই, কিছু ইসলামিক স্ট্যাটাস বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চান।যদি আপনি আপনার প্রিয় মানুষদের উদ্দেশ্যে নতুন বছরের ইসলামিক কিছু ফেইসবুক পোস্ট যা করতে চান। তাহলে সেই পোস্ট গুলো নিম্নে পেয়ে যাবেন।
- পৃথিবীতে যা কিছু করবা কর, কিন্তু নামাজ বাদ দিও না । কারন নামাজ তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে ।
- ফুল কে ভালবাসলে পাবে ঘ্রাণ
ইসলামকে ভালবাসলে পাবে সম্মান
রাসুল (সঃ) কে ভালবাসলে হবে আদর্শবান
আল্লাহ কে ভালবাসলে পাবে দুজাহান
নতুন বছর নিয়ে ইসলামিক স্ট্যাটাস
সৌন্দর্য বজায় রাখুন। বজায় রাখুন উল্লাস। আলহামদুলিল্লাহ্ দিয়ে শেষ করুন। ইনশাআল্লাহ্ দিয়ে শুরু করুন। তবেই পথ সহজ এবং সার্থক। নতুন বছর নতুন বিষয়,সবখানে ইনশাআল্লাহ্ রাখুন,চেষ্টা করুন। যা হবে আপনার ভালোর জন্যই হবে। তাই পুরনো বছরের যত ভুল, যত মন্দ স্মৃতি ,সব ভুলে গিয়ে শুরু করুন নতুন বছর। আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে নতুন বছরকে বরণ করে নিন। সবার মাঝে ছড়িয়ে দিন নতুন বছরের উজ্জল উল্লাস। ছড়িয়ে দিন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ছরিয়ে দিন আপনার প্রিয় মানুষদের কাছে। শেয়ার করুন কিছু নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস। যেন সবার জন্যই এই নতুন বছর অনেক ভালো কিছু বয়ে আনে। কিছু ইসলামিক স্ট্যাটাস রয়েছে যা আপনারা একে অপরের মাঝে শেয়ার করতে পারবেন। নিম্নে দেওয়া হলঃ
-
সময়ের শপথ! নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্য ও ধৈর্য ধরার উপদেশ দেয়।
-
নতুন বছরেও কিছু মানুষ দুঃখ কষ্টে থাকবে। যেদিন এ ধরা থেকে শোষণ, জুলুম, অবিচার বিদায় নিবে সেদিনই নতুন বছর স্বার্থক হবে। সে দিনটির অপেক্ষায় আছি।
নতুন বছরের ইসলামিক ক্যাপশন 2023
নবাগত বছরকে সুন্দর, সাবলীল, ঈমানের পরিপক্বতা, সকল বালা মসিবাদ থেকে রুখা সহ সকল বিষয়ে সহজ সমাধানের উদ্দেশ্যে মহান আল্লাহ্ তায়ালার কাছে দুই হাত তুলে প্রান খুলে দোয়া করতে হয়। পাশাপাশি বিশ্বের সকল মানুষের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হয়। যেন নতুন বছরটা তাদের অনেক ভালো কিছু বয়ে আনে। আরে নতুন বছর নিয়ে রয়েছে অনেক ইসলামিক ক্যাপশন তার নিম্নে দেয়া হলো
-
যেই দিন যায় সেদিন আলহামদুলিল্লাহ্। যেই দিন আসে সেই দিন শুকরিয়া। যেই দিন আসবে সেই দিন ইংশাআল্লাহ্। তবেই আল্লাহ্ আমাদের সকল বিষয়ে বরকত দিবেন। সবাইকে নতুন বছরে সালাম এবং শুভেচ্ছা।
-
নবরূপে সাজো, সাঁজাও মনটা নতুন রঙে , মুছে ফেলো মন থেকে দুঃখ বেদনার স্মৃতি । নব ছন্দে এগিয়ে চলো , শুভ ইংরেজি নববর্ষ ২০২৩।
নতুন বছরের ইসলামিক মেসেজ বার্তা 2023
ছোট বড় সবাই নতুন বছরের আনন্দে মেতে উঠেছে। নতুন বছরকে বরণ করে নিতে যেন সবাই অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে। মানুষ সবথেকে বেশি এই নতুন বছরের আনন্দটা একে অপরের মাঝে শেয়ার করে থাকে। সবথেকে বেশি শেয়ার করে থাকে মেসেজ বার্তার মাধ্যমে। সবার প্রিয় মানুষদেরকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে থাকে।
প্রিয় মানুষদেরকে ভালোবেসে তারে নতুন বছরটি শুরু করতে চায়। এজন্য তারা ইসলামিক কিছু মেসেজ তাদেরকে বিনিময় করে থাকেন। নতুন বছরের আনন্দটা সবার সাথে ভাগাভাগী করে উল্লাসে মেতে ওঠেন। আর এই নতুন বছরের কিছু ইসলামিক ম্যাসেজ বার্তা রয়েছে। আপনারাও আপনার প্রিয় মানুষদের মাঝে এই ইসলামিক মেসেজগুলো শেয়ার করতে পারেন।
-
আমাদের দেশের প্রেক্ষাপটে নতুন বছরের মাধ্যমেই সবচেয়ে শীতের মাস শুরু হয়। এই তীব্র শীতে গোছল করা কষ্টকর। এখন মনে হচ্ছে নতুন বছর না আসলেই ভাল হত।
-
পূর্ণতা এবং ব্যর্থতায় আলহামদুলিল্লাহ্ – শুকরিয়া। এবং আগামীর লক্ষে ইংশাআল্লাহ্। – সবাইকে নতুন বছরের শুভেচ্ছা
নতুন বছরের জন্য দোয়া । নতুন বছরে কি দোয়া পড়তে হয় ?
নতুন বছরের জন্য দোয়া | বাংলা উচ্চারন | বাংলা অর্থ |
اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالأَمْنِ ، وَالإِيمَانِ ، وَالسَّلا مَةِ – وَالإِسْلامِ ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ ، وَجَوَار مِنَ الشَّيْطَانِ | আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালামাতি, ওয়াল ইসলামি, ওয়া রিদওয়ানিম মিনার রহমানি, ওয়া ঝওয়ারিম মিনাশ শায়তানি |
হে আল্লাহ! আমাদের ঈমান ও ইসলামকে নিরাপদ করুন। আমাদের সুরক্ষা দিন। দয়াময় আল্লাহ্র কল্যাণ দান করুন। শয়তানের কুমন্ত্রণা মোকাবেলায় আমাদের সাহায্য করুন। |
ﻳَﺎ ﻣُﻘَﻠِّﺐَ ﺍﻟْﻘُﻠُﻮْﺏِ ﻭَ ﺍْﻻَﺑْﺼَﺎﺭِ ﻳَﺎ ﻣُﺪَﺑِّﺮَ ﺍﻟَّﻴْﻞِ ﻭَ ﺍﻟﻨَّﻬَﺎﺭ — ﻳَﺎ ﻣُﺤَﻮِّﻝَ ﺍﻟْﺤَﻮْﻝِ ﻭَ ﺍْﻻَﺣْﻮَﺍﻝ ﺣَﻮِّﻝْ ﺣَﺎ ﻟَﻨَﺎ ﺍِﻟﻰ ﺍَﺣْﺴَﻦَ ﺍﻟْﺤَﺎﻝِ | ইয়া মুকাল্লিবাল কুলুবি ওআল আবছারি ইয়া মুদাব্বিরাল লাইলি ওয়ান্নাহার; ইয়া মুহাওয়্যিলাল হাওলি ওয়াল আহ্ওয়ালি হাওয়্যিল হালানা ইলা আহসানাল হালি |
হে অন্তর ও দৃষ্টিসমূহের পরিবর্তনকারী! হে রাত ও দিনের আবর্তনকারী! হে সময় ও অবস্থা পরিবর্তনকারী আল্লাহ্! সব সময় আমাদের অবস্থা ও অবস্থান ভালো বা কল্যাণের দিকে উন্নীত করুন।’ |
শেষ কথা
পুরো বিশ্বব্যাপী এই নতুন বছরের আগমনে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। যতদিন যায় একটি বছর জীবন থেকে হারিয়ে যায়। কেউ নতুন বছর এলে নতুন বছরে আনন্দে মেতে ওঠে। আবার কেউ নতুন বছর এলে পুরনো বছরের কথা মনে করে মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা করে থাকে। নতুন বছরটা যেন মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি দিয়ে শুরু করতে পারে। সেজন্য বিগত বছরে যত ভুল তা ক্ষমা প্রার্থনায় মগ্ন থাকেন। আর এই নিয়ে উপরে নতুন বছরের ইসলামিক শুভেচ্ছা, স্ট্যাটাস,ক্যাপশন ও মেসেজ লেখা হয়েছে। যদি পোস্টটি ভাল লেগে থাকে তাহলে সবার মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ
আরও দেখুনঃ
নতুন বছরের শুভেচ্ছা মেসেজ, বার্তা ও স্ট্যাটাস 2023
নতুন বছরের শুভেচ্ছা বাণী ২০২৩ | শুভেচ্ছা, মেসেজ ও স্ট্যাটাস
নতুন বছরের ছবি, পিকচার, ও শুভেচ্ছা পোস্টার ২০২৩