বসন্ত কে ঋতুর রাজা বলা হয়ে থাকে। বসন্ত এক প্রাণ উজ্জ্বল পরিবেশ নিয়ে আমাদের মাঝে আগমন করে থাকে। সবাই বসন্তকে বরণ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ১৪ ই ফেব্রুয়ারি বাংলাদেশে ঋতুরাজ বসন্ত বা পহেলা ফাল্গুন। বসন্ত উপলক্ষে অনেকেই ফেসবুকে তাদের মনের স্মৃতি, আবেগ বা ভালবাসার স্ট্যাটাস শেয়ার করে থাকে। ১৪ই ফেব্রুয়ারি বসন্ত দিবসের পাশাপাশি এই দিন বিশ্ব ভালোবাসা দিবস।
আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে বিভিন্ন মাধ্যম থেকে বাছাই করে সংগ্রহকৃত কিছু বসন্তের ফেসবুক স্ট্যাটাস শেয়ার করব। আশা করি শেয়ার করি তো সকল বসন্তের শুভেচ্ছা বার্তা উক্তিগুলো আপনার অনেক পছন্দ হবে। ফেসবুক সহ অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মত এ সকল শুভেচ্ছা বার্তা গুলো অনেক সুন্দর। ফেসবুক স্ট্যাটাসের পাশাপাশি আপনি এ সকল উক্তিগুলো মোবাইল মেসেজের মাধ্যমেও পাঠাতে পারেন।
বসন্তের ফেসবুক স্ট্যাটাস
বর্তমানে ফেসবুক আমাদের দৈনন্দিন কাজের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রায় সকল কাজের আপডেট ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সবার সাথে শেয়ার করে থাকি। আজকে পহেলা ফাল্গুন বা বসন্তকালের শুরু। এই উপলক্ষে আমাদের উচিত আমাদের ফেসবুক বন্ধুদের সাথে বসন্তের ফেসবুক স্ট্যাটাস বা শুভেচ্ছা বিনিময় করা। তাই এখানে আমি আপনার সাথে বসন্তের ফেসবুক স্ট্যাটাস এর কিছু নমুনা শেয়ার করতে চলেছি।
- বসন্ত এলো এলো এলোরে,পঞ্চম স্বরে কোকিল কুহুরে
- আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে॥
- ‘বসন্ত আজ আসলো ধরায়,ফুল ফুটেছে বনে বনে,শীতের হাওয়া পালিয়ে বেড়ায় ফাল্গুনী মোর মন বনে।
- মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে।
- শীতের প্রকোপ না থাকলে বসন্তের সৌন্দর্য এত মধুর লাগত না ।
- আহা আজি এই বসন্তে,এতো ফুল ফোঁটে,এতো বাঁশি বাজে এতো পাখি গায়।
বসন্ত কালের শুভেচ্ছা
বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ দিবসে আমরা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে থাকি। ঠিক তেমনি আজকে বসন্তকালের শুরু বা পহেলা ফাল্গুন। তাই আমাদের উচিত সবাইকে বসন্তকালের শুভেচ্ছা জানানো। কিন্তু শুভেচ্ছা জানানোর জন্য কি মেসেজ লিখবেন বা বলবেন তাই না? আপনাদের জন্য নিচে বেশ কিছু বসন্তকালের শুভেচ্ছা মেসেজ শেয়ার করা হয়েছে।
- কচি পাতার শিহরণে হৃদয়ে লেগেছে দোল বসন্তে তাই প্রকৃতিও আজ হয়েছে বিহ্বল ।
- শিমুল , পলাশ , কৃষ্ণচূড়ায় আজ প্রকৃতি হয়েছে রক্তিম,কোকিল ও যে তাই গেয়ে ওঠে আজবসন্ত আজ শুধুই রঙিন।
- এসেছে আবার ফিরে ঋতুরাজ বসন্তদক্ষিণা বাতাস মনকে করেছে আনমনা নব কলেবরে সেজেছে প্রকৃতি ,হয়েছে সে প্রাণবন্তআবার এসেছে বসন্ত ।
- বসন্ত জানে ভালোবাসার মানে ;তাই সে নিজেকে রিক্ত করে ভরিয়ে দিয়েছে এ বিশ্ব ভুবন ।
- প্রস্ফুটিত ফুল যেমন মনে জগায় আশাবসন্তের আগমন তেমনি প্রাণে জাগায় ভালোবাসা।
- ও ফাগুন ঘুমায়ও না আর শীত এসে চলে গেল চুপিচুপি বলে গেল আর তো সময় নাই তব আঁখি মুদিবার।
- বসন্ত যদি পলাশ খোঁজে, খুঁজুক; তুমি শুধু খুঁজো আমায়।
বসন্ত নিয়ে উক্তি
ঋতুরাজ বসন্ত কে বিভিন্ন মনীষিকণ উক্তি প্রকাশ করেছেন। অনেকেই বসন্ত বা পলাফল কোন উপলক্ষে এ সকল উক্তি গুলো ইন্টারনেটে সার্চ করে থাকে। তাই এখানে আমি আপনার জন্য বেশ কিছু বসন্ত নিয়ে উক্তি এবং ক্যাপশন শেয়ার করেছি। সম্পূর্ণ ফ্রিতে এ সকল উক্তিগুলো কপি করে নিতে পারবেন এবং শেয়ার করতে পারবেন।
কি কর শ্বশুর মিছে খেটে ফাল্গুনে এঁটে পোত কেটে বেড়ে যাবে ঝাড়কি ঝাড় কলা বইতে ভাংগে ঘাড়।
– ক্ষণা
আজি এ বসন্ত দিনে বাসন্তী রঙ ছুয়েছে মনে; মনে পরে তোমাকে ক্ষণে ক্ষণে চুপি চুপি নিঃশব্দে সঙ্গোপনে
– সংগৃহীত
সূর্য-ঘড়ি সাত সকালে, ফাগুন রাঙ্গা শাড়ি পড়ে দিন গোনে আজ কার? বাসন্তিরা সবুজ টিপে, লাল সাদা আর হলুদ পাড়ে হাত ধরেছে তার
– সংগৃহীত
ফুল ফোটার মধ্য দিয়েই বসন্তের শুরু হয় ।
— অ্যালজারন চার্লস সুইনবার্ন
ফাল্গুনে শুরু হয় গুনগুনানী, ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি
– ফররুখ আহমেদ
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত ।
— সুভাষ মুখোপাধ্যায়
ফাগুনের রঙে রেঙেছো তুমি, না বলা কথা আজ বলবো আমিঃ হৃদয়ের ডাক শুনবে কি তুমি?
– সংগৃহীত
কিছু বলার প্রকৃত সময় হলো বসন্ত, ‘লেটস পার্টি’
— রবিন উইলিয়ামস
মনের আকাশে ঐ ফাগুন; পিয়াসী পাখি উড়ে যায় সুদূরেতে, কার যেছায়া মাখি!
– সংগৃহীত
কারও কারও জীবনে বসন্ত নিভৃতে আসে বাইরে প্রকাশ পায় না। তার আমেজে সে নিজেই পুলকিত হয়।
– জন ফ্রেচার
বসন্ত নিয়ে কবিতার লাইন
বিশ্বের বিখ্যাত কবিগন বসন্ত নিয়ে ছোট ছোট কবিতা লিখেছেন। এছাড়াও আমাদের মাঝে এরকম কিছু সুপ্ত প্রতিভার মানুষ রয়েছে যারা কবিতার মত ছোট ছোট লাইন লিখতে পারে। আপনাদের জন্য ঠিক এরকম কিছু বসন্ত নিয়ে কবিতা লাইন সংগ্রহ করা হয়েছে। এ সকল কবিতার লাইনগুলো আপনি facebook স্ট্যাটাস এর মাধ্যমে আপনার ফেসবুক বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন অথবা মেসেজ আকারে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন।
বাতাসে বহিছে প্রেম,
নয়নে লাগিলো নেশাকারা যে ডাকিলো পিছে,
বসন্ত এসে গেছে মধুর অমৃতবানী বেলা গেল
সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে
আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা
পুরাতে শুধু এবারের মতোবসন্তের ফুল
যতযাব মোরা দুজনে কুড়াতে।
তোমার কাননতলে ফাল্গুন আসিবে
বারম্বার,তাহারি একটি শুধু মাগি আমি দুয়ারে।
বসন্ত আওল রে!
মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরীকানন ছাওল রে।
শুন শুন সজনী হৃদয় প্রাণ মমহরখে আকুল ভেল,
জর জর রিঝসে দুখ জ্বালা সবদূর দূর চলি গেল।
মরমে বহই বসন্তসমীরণ
ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে,
ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে,
আড়ালে আড়ালে কোণে কোণে ।
বসন্ত নিয়ে কিছু কথা
শীতের প্রায় শেষের দিকে ঋতুরাস বসন্তের আগমন ঘটে। বসন্ত একরাশ ফুলেল শুভেচ্ছা নিয়ে আমাদের মাঝে হাজির হয়। এই সময়ে গাছে গাছে সহজ পাতা দেখা যায় এবং চারিদিকে শুধু ফুল আর ফুল। বসন্তের বাতাস অনেক সুমিষ্ট হয়, ঠান্ডা বাতাস আমাদের শরীরকে নিমিষেই শীতল করে দেয়। বসন্তের এই আমেজ সবাই চায় একে অপরের সাথে শেয়ার করতে। তাই চারিদিকে বসন্ত বরণের উৎসব পড়ে যায়।
বসন্তের স্ট্যাটাস 2023
আপনি যদি ঋতুরাজ বসন্ত নিয়ে স্ট্যাটাস খুঁজে থাকেন তাহলে এখানে তা পাবেন। ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে আপনার ফেসবুক বন্ধুদেরকে বসন্তের শুভেচ্ছা জানাতে পারেন। নিচের অংশ থেকে বসন্তের স্ট্যাটাস গুলো সংগ্রহ করে facebook ওয়ালে পোস্ট করতে পারেন অথবা আপনার বন্ধুদেরকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন।
মাঘের অস্থি কম্পিত শীত পালিয়ে
হলো ঋতু রাজের নব জাগরণ ;
ফাগুনের মিষ্টি রোদ্দুর কিরণে
চিত্তে জাগে আহ্লাদের শিহরণ।
কত বসন্ত আসে
কত বসন্ত যায়
কত কোকিল পথ হারিয়ে
কণ্ঠ থেমে যায় অবলীলায়
শুধু আমি কোথাও যেতে পারলাম না
তোমাকে ছেড়ে কোথাও না।
আজ প্রকৃতি সেজেছে বসন্তের সাজে
ফুল ফুটছে পাখি গাইছে।।
আজও বসন্তের সাজে সাজা হল না
ফুলের রঙ ফুলেই রয়ে গেল
আমার বসন্তের কোকিলের সাথে দেখা হল না আজও..
অপেক্ষা শুধুই অপেক্ষা।
দেখো বসন্তের বাতাস বইছে আজি
এসো বসন্তের রঙে সাজি,
আজ ঘুরে ফিরে চাইছে না যে
আমার এ মনের মাঝি।
আজি আসিয়াছে বসন্ত, গাছে গাছে ফুটিয়াছে ফুল;
গজিয়াছে নব পল্লব, পাখিরা করিছে কলরোল।
প্রকৃতি সাজিয়াছে অপরূপ সাজে,
জনমনে প্রফুল্লতা সর্ব কাজে।
আজি বসন্ত জাগ্রত দ্বারে।
তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে।
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো,
বসন্তের ছবির ক্যাপশন
এতক্ষণ তো আমরা বসন্তের শুভেচ্ছা মেসেজ বা বার্তা গুলো দেখেছি। কিন্তু আপনি কি ছবির উপরে বসন্তের শুভেচ্ছা বার্তা লেখা আছে এরকম কিছু খুজতেছেন? তাহলে আপনি এই মুহূর্তে সঠিক জায়গায় আছেন। কারণ এখন আমি আপনার সাথে বেশ কিছু বসন্তের ছবির ক্যাপশন শেয়ার করব।
- ফুল ফোটার মধ্য দিয়েই আসে ঋতুরাজ বসন্ত,প্রেমের পরশ লেগে যেমন জন্ম নেয় আনন্দ ॥
- কোকিলের কুহুতানে আজ সুরেলা বসন্ত সেই সুরের তালে মেতে উঠেছে সুদূর দিগন্ত।
কেউ বলে ফাল্গুন আবার কেউ তাকে বলে পলাশের মাস;
কিন্তু আমি বলি আমার সর্বনাশ। - পাখির কলতানে ,ফুলের সুবাসে আজ মেতে উঠেছে মন , বসন্তই যে করেছে এই অপার আয়োজন ।
- ফুলে ফুলে ভরা বসন্ত রাঙিয়ে দিয়েছে প্রকৃতিকে উচাটন মন আর কি ঘরে বাঁধা থাকে ?
- আকাশ খেলে হোলি,নিয়ে কৃষ্ণচূড়ার আবিব,প্রকৃতির এ খেলার সাথে আজ আমিও হয়েছি শামিল ।
- পলাশের আগুন ছেয়ে আছে বনে বনে বসন্ত যে জাগ্রত হৃদয়ের গভীর কোণে।
- রঙের পরশ লেগেছে বনে প্রেমের পরশ জেগেছে মনে
বসন্ত নিয়ে বাণী
ঋতুরাজ বসন্ত নিয়ে অনেক বাণী প্রকাশিত হয়েছে। এখান থেকেই বাছাই করে আপনার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু বাণী আমরা সংগ্রহ করেছি। নিচের অংশ থেকে সকল বাণী গুলো সংগ্রহ করুন।
বন্ধুরা, বসন্ত এসে গেছে; পৃথিবী খুশিতে সূর্যের আলিঙ্গন গ্রহণ করেছে এবং আমরা শীঘ্রই তাদের প্রেমের ফলাফলগুলি দেখতে পাব ।
— সিটিং বুল
বসন্ত মুখর আজিদক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনেবনে বনে বিহ্বল বাণী ওঠে বাজি
– কাজী নজরুল ইসলাম
বসন্ত আসবে এবং সুখও আসবে। অপেক্ষা কর, জীবন অনেক সুন্দর হবে ।
— অনিতা ক্রিজান
বসন্ত এলো এলো এলো রে পঞ্চম স্বরে কোকিল কুহরে মুহু মুহু কুহু কুহু তানে
– কাজী নজরুল ইসলাম
আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী; চরণে পায়েলা রুমুঝুমু মধুপ উঠিছে গুঞ্জরি
– কাজী নজরুল ইসলাম
শীতের তীব্র শীতে কাউকে পাওয়ার জন্য বসন্তের আগমনের প্রতিশ্রুতিই যথেষ্ট ।
— জেন সেলিনস্কি
বসন্তের শুভেচ্ছা ছবি
বসন্ত মানেই চারিদিকে ফুল আর ফুল। অনেকেই বসন্ত দিবস উপলক্ষে ফুলের ছবি খুঁজে থাকে আবার বসন্তের শুভেচ্ছা ছবি। এখানে আমি আপনার জন্য অনেক সুন্দর সুন্দর বসন্তের শুভেচ্ছা ছবি শেয়ার করেছি। আপনি খুব সহজেই সকল ছবিগুলো আপনার মোবাইলে ডাউনলোড করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন।
ফাল্গুন নিয়ে ক্যাপশন
পালা ফাল্গুন নিয়ে ক্যাপশন খুঁজে থাকলে এখানে তা পাবেন। আজকে পহেলা ফাল্গুন উপলক্ষে আমি আপনাদের জন্য বেশ কিছু ক্যাপশন সংগ্রহ করেছি। সম্পূর্ণ ফ্রিতে এ সকল ক্যাপশন গুলো ব্যবহার করতে পারবেন এবং যেকোনো জায়গায় শেয়ার করতে পারবেন।
- পাতা ঝরা গাছগুলিতে জন্ম নেয় একটি দুটি করে পাতা ,
আমগাছগুলো ভরে ওঠে আম্র মুকুলে;
ফুলের গন্ধ আকাশে ভেসে যায়,
বসন্তের দখিনা বাতাস মনে দোলা দিয়ে যায়। - ফাগুনের আগুন লেগেছে নবীন হৃদয়ে,
সেজেছে বসন্ত আজ পলাশের রঙে । - দোলের রঙে মাতোয়ারাবসন্ত আজ পাগলপারা ।
বেণুবনে লাগে দোলা দখিনা বাতাসেপ্রজাপতি দলবেঁধে ওড়ে ঘাসে ঘাসে ।
বসন্ত আজ এসেছে দ্বারে নিজেকে উজাড় করে দিতে,
রং লেগেছে প্রকৃতিতে, প্রাণ লেগেছে ক্ষেতে। - শীতের শেষে প্রাণের জোয়ার বয়ে নিয়ে আসে বসন্ত,
প্রকৃতি সেজে ওঠে নতুন সাজেহৃদয়ে জাগে শিহরণ ।
অপরূপা এ ফাগুনের রূপে ,
করি আমরা নিত্য অবগাহন । - বিশ্ববাসীর হৃদয় দ্বারে বসন্ত আবির্ভাবের বার্তা নিয়ে আসে বসন্ত সখা কোকিল ;
শীতের জড়তা কাটিয়ে বসন্ত আমাদের নিয়ে যায় এক অপরূপ জগতে,
নতুন সাজে সেজে ওঠে আমাদের ধরণী মনে সঞ্চারিত হয় আনন্দ অনাবিল।
শেষ কথা
ঋতুরাজ বসন্ত সকলের মনে আনন্দ বয়ে বিয়ে আসুক এই কামনা করি। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে বেশ কিছু বসন্তেরই ফেসবুকে স্ট্যাটাস ও শুভেচ্ছা বার্তা এবং উক্তি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি এখানে থেকে সংগ্রহকৃত স্ট্যাটাস বা শুভেচ্ছা বার্তা গুলি আপনার অনেক ভালো লেগেছে এবং ফেসবুকে শেয়ার করতে পেরেছেন। আপনার যদি এ ধরনের আরো বিভিন্ন রকম উক্তি স্ট্যাটাস বা ক্যাপশন প্রয়োজন হয়ে থাকে ভিজিট করতে পারেন।