এই পোস্টে জয়পুরহাট জেলার রমজানের সময়সূচী সম্পর্কে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের একটি অন্যতম জেলা হচ্ছে জয়পুরহাট। যেখানে অনেক মুসলিম বাস করে এবং তারা প্রতিবছর রোজা পালন করে। এজন্য তাদের রমজান মাসের সেহরি ও ইফতারের সময় সূচি দরকার। তাই বাংলাদেশের ইসলামিক সংস্থাটি জয়পুরহাট জেলা ও এর বিভিন্ন অঞ্চলের জন্য সেহরি ও ইফতার এর নির্ভুল সময় সূচি তৈরি করেছে। এই সময় সূচি টি শুধু মাত্র জয়পুরহাট জেলার জন্য নির্ধারিত হয়েছে। তো যারা এটি সংগ্রহ করতে চান, তারা এই পোস্ট থেকে সংগ্রহ করুন।
জয়পুরহাট জেলার রমজানের সময়সূচী 2023
এখানে জয়পুরহাট জেলার রমজানের সময়সূচী। এটি এটি এই জেলার জন্য নির্ধারিত করা হয়েছে। যা ২০২৩ সালের রমজান মাসের জন্য তৈরি করা হয়েছে। রহমতের ১০ দিন, মাগফেরাতের ১০ দিন এবং নাজাতের ১০ দিনের সেহরি ও ইফতারের সময় সূচি আলাদা আলাদা ভাবে দেওয়া হলো।
রহমতের ১০ দিন
রমজান মাসের প্রথম ১০ রহমতের। এই ১০ দিন আমাদের করণীয় হলো আল্লাহ পাকের দয়া-মায়াসংক্রান্ত নামসমূহ হৃদয়ঙ্গম করে এর ভাব ও প্রভাব এবং বৈশিষ্ট্য অর্জন ও অধিকার করে আত্মস্থ করার চেষ্টা করা এবং আজীবন তার ধারক ও বাহক হয়ে তা দান করা বা বিতরণ করা। এখানে শুধু রহমতের ১০ দিনের সেহরি ও ইফতারের সময় সূচি দেওয়া হলো।
নং | তারিখ | দিবস | সেহরির শেষ সময় |
ইফতারের সময় |
---|---|---|---|---|
১ * | ২৪ মার্চ | শুক্রবার | ৪:৪১ | ৬:২২ |
২ | ২৫ মার্চ | শনিবার | ৪:৪০ | ৬:২৩ |
৩ | ২৬ মার্চ | রবিবার | ৪:৩৮ | ৬:২৩ |
৪ | ২৭ মার্চ | সোমবার | ৪:৩৭ | ৬:২৪ |
৫ | ২৮ মার্চ | মঙ্গলবার | ৪:৩৬ | ৬:২৪ |
৬ | ২৯ মার্চ | বুধবার | ৪:৩৫ | ৬:২৫ |
৭ | ৩০ মার্চ | বৃহস্পতিবার | ৪:৩৩ | ৬:২৫ |
৮ | ৩১ মার্চ | শুক্রবার | ৪:৩২ | ৬:২৬ |
৯ | ১ এপ্রিল | শনিবার | ৪:৩১ | ৬:২৬ |
১০ | ২ এপ্রিল | রবিবার | ৪:৩০ | ৬:২৭ |
মাগফেরাতের ১০ দিন
রমজান মাসের মাঝের ১০ দিন যেহেতু মাগফিরাত বা ক্ষমার, সুতরাং এই ১০ দিন আমাদের করণীয় হবে আল্লাহ পাকের ক্ষমাসংক্রান্ত নামগুলো হৃদয়ঙ্গম করে এর ভাব-প্রভাব ও বৈশিষ্ট্য অর্জন ও অধিকার করে নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করা এবং আজীবন তার ধারক-বাহক হয়ে তা দান করা বা বিতরণ করা তথা আল্লাহর গুণাবলি নিজের মাধ্যমে তাঁর সৃষ্টির কাছে পৌঁছে দেওয়া। এই অংশে মাগফিরাতের ১০ দিনের রমজানের নির্ভুল সময় সূচি শেয়ার করা হয়েছে।
নং | তারিখ | দিবস | সেহরির শেষ সময় |
ইফতারের সময় |
---|---|---|---|---|
১১ | ৩ এপ্রিল | সোমবার | ৪:২৯ | ৬:২৭ |
১২ | ৪ এপ্রিল | মঙ্গলবার | ৪:২৮ | ৬:২৭ |
১৩ | ৫ এপ্রিল | বুধবার | ৪:২৬ | ৬:২৮ |
১৪ | ৬ এপ্রিল | বৃহস্পতিবার | ৪:২৬ | ৬:২৮ |
১৫ | ৭ এপ্রিল | শুক্রবার | ৪:২৫ | ৬:২৯ |
১৬ | ৮ এপ্রিল | শনিবার | ৪:২৪ | ৬:২৯ |
১৭ | ৯ এপ্রিল | রবিবার | ৪:২৩ | ৬:২৯ |
১৮ | ১০ এপ্রিল | সোমবার | ৪:২২ | ৬:৩০ |
১৯ | ১১ এপ্রিল | মঙ্গলবার | ৪:২১ | ৬:৩০ |
২০ | ১২ এপ্রিল | বুধবার | ৪:২০ | ৬:৩১ |
নাজাতের ১০ দিন
রমজান মাসের শেষ ১০ দিন নাজাত বা মুক্তির, সুতরাং এই সময়ে আমাদের করণীয় হলো দুনিয়ার সবকিছুর আকর্ষণ ও মোহ থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রেমে বিভোর হওয়া। গাড়ি, বাড়ি, নারী এবং সম্পদ, সন্তান, সম্মান এগুলোর মোহমায়া থেকে আপন মন ও মানসকে সম্পূর্ণ মুক্ত করা। যারা পবিত্র রমজান মাসের শেষের ১০ দিনের সেহরি ও ইফতারের সময় সূচি পেতে চান, তারা এই অংশ থেকে সংগ্রহ করে নিবেন।
নং | তারিখ | দিবস | সেহরির শেষ সময় |
ইফতারের সময় |
---|---|---|---|---|
২১ | ১৩ এপ্রিল | বৃহস্পতিবার | ৪:১৯ | ৬:৩১ |
২২ | ১৪ এপ্রিল | শুক্রবার | ৪:১৭ | ৬:৩১ |
২৩ | ১৫ এপ্রিল | শনিবার | ৪:১৬ | ৬:৩২ |
২৪ | ১৬ এপ্রিল | রবিবার | ৪:১৫ | ৬:৩২ |
২৫ | ১৭ এপ্রিল | সোমবার | ৪:১৪ | ৬:৩২ |
২৬ | ১৮ এপ্রিল | মঙ্গলবার | ৪:১৩ | ৬:৩৩ |
২৭ | ১৯ এপ্রিল | বুধবার | ৪:১২ | ৬:৩৩ |
২৮ | ২০ এপ্রিল | বৃহস্পতিবার | ৪:১১ | ৬:৩৪ |
২৯ | ২১ এপ্রিল | শুক্রবার | ৪:১০ | ৬:৩৪ |
৩০ * | ২২ এপ্রিল | শনিবার | ৪:০৯ | ৬:৩৫ |
আজকের সেহরি ও ইফতারের সময় – জয়পুরহাট
বাংলাদেশে আজকে ১ম রোজা আরম্ভ হয়েছে। আজকে জয়পুরহাট জেলার সেহরির শেষ সময় ৪:৪১ মিনিট। প্রতিদিন ১ মিনিট করে সেহরির সময় হ্রাস পেতে থাকে। আজকে ইফতার শুরু সময় ৬:২২ মিনিটে। তাই আপনারা সবাই ৬ টা থেকেই ইফতারের জন্য প্রস্তুতি নিবেন। প্রতিদিনের সেহরি ও ইফতারের সময় জানতে চাইলে, উপরের অংশে দেওয়া জয়পুরহাট শহরের ক্যালেন্ডার টি সংগ্রহ করেনিন।
জয়পুরহাট জেলার সেহরি ও ইফতারের সময়
বাংলাদেশের জয়পুরহাট জেলার সাথে অন্য জেলার সময় সূচি তে ১০ থেকে ১৫ মিনিটের ব্যবধান আছে। তাই সবাইকে অন্য জেলার সময় সূচি ফলো না করার জন্য নির্দেশ হয়েছে। তবে ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাট জেলার সেহরি ইফতারের সময় সূচি তৈরি করেছে। এটি গুগলে প্রকাশ করেছে। তাদের প্রকাশিত মূল সময় সূচি টি এই পোস্টে দেওয়া আছে। যাদের প্রয়োজন তারা নিচে থেকে সংগ্রহ করে নিবেন।
জয়পুরহাট জেলা রমজানের ক্যালেন্ডার ২০২৩ – PDF
রমজান মাসের জন্য ক্যালন্ডার তৈরি করা হয়। এই ক্যালেন্ডার থেকে প্রতিদিনের সেহরি ও ইফতারের সঠিক সময় সূচি জানা যায়। সকল জেলার জন্য ও দেশের জন্য আলাদা আলাদা ভাবে রমজানের ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। এখানে জয়পুরহাট জেলা রমজানের ক্যালেন্ডার তো দেওয়া আছে। যারা জয়পুরহাট জেলা থেকে রোজা পালন করবেন, শুধু তারাই এটি ব্যবহার করতে পারবেন।
শেষ কথা
এই পোস্টে যে সময় সূচি টি দেওয়া হয়েছে তা শুধু মাত্র জয়পুরহাট জেলার জন্য নির্ধারিত। তাই অন্য কোনো জেলার সেহরি ও ইফতারের সময় সূচি হিসেবে ব্যবহার করতে পারবেন না। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই পোস্ট থেকে জয়পুরহাট জেলার রমজানের সময়সূচী সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন। অন্যান্য জেলার সময় সূচি জানতে নিচের দেওটা ঠিকানা গুলো ভিজিট করুন।