মাগুরা জেলার রমজানের সময়সূচী 2023 – আজকের সেহরি ও ইফতারের সময়

মাগুরা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি প্রশাসনিক অঞ্চল।  এটি খুলনা বিভাগের একটি জেলা।   ঢাকা থেকে সড়ক পথে মাগুরার দূরত্ব ১৬৮.৫ কিলোমিটার।  ১৭৮৬ সালে ব্রিটিশ আমলে বাংলা প্রদেশের প্রথম গঠিত জেলা যশোর। বিকেন্দ্রীকরণের অংশ হিসাবে মাগুরাকে ১৯৮৪ সালে মহকুমা থেকে জেলায় উন্নীত করা হয়। আলোচনা করব মাগুরা জেলার রমজানের সময়সূচী 2023 নিয়ে।

এ মাগুরা জেলায় মোট জনসংখ্যা ৯ লক্ষ ১৮ হাজার ৪১৯ জন।  আর বাংলাদেশের সকল মানুষ প্রায় মুসলিম জনগোষ্ঠী। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত রমজানের সময়সূচী এ পোস্টে উপস্থাপন করা হয়েছে। অতঃপর মাগুরা জেলার রমজানের সময়সূচী 2023 নির্ভুল এবং সঠিকভাবে সংগ্রহ করে আপনাদের মাঝে উপস্থাপন করা হয়েছে।  সেহেরীর সঠিক সময় ও ইফতারের সঠিক সময় সবার সঠিক ও নির্ভুল জেনে রাখা উচিত।  একটু নিচে প্রবেশ করে সম্পন্ন তথ্য জেনে নিন। 

মাগুরা রোজা ২০২৩

শাওয়াল মাসের চাঁদ দেখার উপর ভিত্তি করেই পবিত্র মাহে রমজান শুরু হবে। তবে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন এর ২৪ নির্ধারণ করে একটি সময়সূচি প্রকাশ করেছেন। এ সময়সূচি ঢাকাতে কেন্দ্র করে প্রকাশ করা হয়েছে।  আর বাংলাদেশের বিভিন্ন জেলার ঢাকা থেকে ইফতার এবং সেহরির মূল পার্থক্য ৫ থেকে ৮ মিনিট হয়ে থাকে। মাগুরা জেলায়  রোজা অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪ মার্চ হতে। মাগুরা জেলার রমজানের সময়সূচী 2023 জানতে একটু নিচের প্রবেশ করুন।

মাগুরা জেলার রমজানের সময়সূচী 2023

মাগুরা জেলায় বসবাসকারী ব্যক্তিদের জন্য রমজানের সময়সূচী উপস্থাপন করা হয়েছে এই পোস্টের মাধ্যমে। রোজা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ। প্রত্যেক মুসলমানের উচিত উচিত অত্যন্ত নিষ্ঠার সাথে মহান আল্লাহ তাআলার ইবাদত করা।  এবং রমজানের সময়সূচী সম্পর্কে জেনে রাখা।  রমজানের সময়সূচী জেনে নিয়ে রমজান পালন করা তাদের গুরুত্বপূর্ণ।

যদি ইফতারের এবং সঠিক সময় না জেনে রোজা পালন করে থাকে তাহলে রোজা শুদ্ধ নাও হতে পারে। এজন্য মাগুরা জেলার রমজানের সময়সূচী 2023 এ পোস্টের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। একটু নিচে প্রবেশ করে সম্পূর্ণ তথ্য জেনে নিন। 

রহমতের ১০ দিন

পবিত্র রমজানকে তিন ভাগে ভাগ করা হয়েছে। রহমতের ১০ দিন, মাগফেরাতের ১০ দিন,নাজাতের ১০ দিন। নিম্নে রহমতের দশ দিনের তালিকা উল্লেখ করা হলো 

নং তারিখ দিবস সেহরির
শেষ সময়
ইফতারের
সময়
১ * ২৪ মার্চ শুক্রবার ৪:৪৩ ৬:১৭
২৫ মার্চ শনিবার ৪:৪২ ৬:১৮
২৬ মার্চ রবিবার ৪:৪০ ৬:১৮
২৭ মার্চ সোমবার ৪:৩৯ ৬:১৯
২৮ মার্চ মঙ্গলবার ৪:৩৮ ৬:১৯
২৯ মার্চ বুধবার ৪:৩৭ ৬:২০
৩০ মার্চ বৃহস্পতিবার ৪:৩৫ ৬:২০
৩১ মার্চ শুক্রবার ৪:৩৪ ৬:২১
১ এপ্রিল শনিবার ৪:৩৩ ৬:২১
১০ ২ এপ্রিল রবিবার ৪:৩২ ৬:২২

মাগফেরাতের ১০ দিন

প্রত্যেক মুসলমানের জন্য এ রমজান অনেক বেশি গুরুত্বপূর্ণ।  রমজান মাসে আল্লাহর বেশি বেশি ইবাদত করার প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। মাগফেরাতের দশ দিনে আল্লাহ তার বান্দাদের সকল গুনাহ মাফ করে থাকেন।  নিম্নে মাগফিরাতের  ১০ দিনে তালিকা দেওয়া হলো

নং তারিখ দিবস সেহরির
শেষ সময়
ইফতারের
সময়
১১ ৩ এপ্রিল সোমবার ৪:৩১ ৬:২২
১২ ৪ এপ্রিল মঙ্গলবার ৪:৩০ ৬:২২
১৩ ৫ এপ্রিল বুধবার ৪:২৮ ৬:২৩
১৪ ৬ এপ্রিল বৃহস্পতিবার ৪:২৮ ৬:২৩
১৫ ৭ এপ্রিল শুক্রবার ৪:২৭ ৬:২৪
১৬ ৮ এপ্রিল শনিবার ৪:২৬ ৬:২৪
১৭ ৯ এপ্রিল রবিবার ৪:২৫ ৬:২৪
১৮ ১০ এপ্রিল সোমবার ৪:২৪ ৬:২৫
১৯ ১১ এপ্রিল মঙ্গলবার ৪:২৩ ৬:২৫
২০ ১২ এপ্রিল বুধবার ৪:২২ ৬:২৬

নাজাতের ১০ দিন

নাজাত অর্থ মুক্তি।  হঠাৎ আল্লাহ তায়ালা আমাদেরকে জানান থেকে মুক্তি  দিয়ে থাকেন এই নাজাতের ১০ দিনে।  নাজাতের এ ১০ দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ।  নিম্নে নাজাতের ১০ দিনে তালিকা দেওয়া হলো। 

নং তারিখ দিবস সেহরির
শেষ সময়
ইফতারের
সময়
২১ ১৩ এপ্রিল বৃহস্পতিবার ৪:২১ ৬:২৬
২২ ১৪ এপ্রিল শুক্রবার ৪:১৯ ৬:২৬
২৩ ১৫ এপ্রিল শনিবার ৪:১৮ ৬:২৭
২৪ ১৬ এপ্রিল রবিবার ৪:১৭ ৬:২৭
২৫ ১৭ এপ্রিল সোমবার ৪:১৬ ৬:২৭
২৬ ১৮ এপ্রিল মঙ্গলবার ৪:১৫ ৬:২৮
২৭ ১৯ এপ্রিল বুধবার ৪:১৪ ৬:২৮
২৮ ২০ এপ্রিল বৃহস্পতিবার ৪:১৩ ৬:২৯
২৯ ২১ এপ্রিল শুক্রবার ৪:১২ ৬:২৯
৩০ * ২২ এপ্রিল শনিবার ৪:১১ ৬:৩০

আজকের সেহরি ও ইফতারের সময় – মাগুরা

রোজা পালনে যদি সেহরি ও ইফতারের সময় সঠিক না হয় তাহলে ওই রোজা শুদ্ধ বলে গণ্য হবে না। তাই রমজানের সঠিক সেহরির সময় এবং ইফতারের সময় জেনে রমজান পালন করা উচিত।  মাগুরায় বসবাসকারী ব্যক্তিদের জন্য আজকের সেহরি ও ইফতারের সময়সূচি উল্লেখ করা হয়েছে।  নিচের দেওয়া ক্যালেন্ডার ও সময়সূচি থেকে জেনে নিন  মাগুরার সেহরি ও ইফতারের সময়সূচি। 

মাগুরা জেলার সেহরি ও ইফতারের সময়

রোজা পালন সবার জন্য ফরজ।  ছোট সাবালক থেকে প্রাপ্তবয়স্ক লোক লোক সবার জন্য এই রমজান মাসে রোজা ফরজ।  অর্থাৎ এ রমজানের রোজা পালন করা একান্ত কর্তব্য।  এই রোজা কেউ পালন না করলে সকলে গুনাগার হবে। তাই সকলের উচিত পবিত্র রমজান মাসকে অধিক গুরুত্ব সহকারে পালন করা।  আল্লাহর বেশি বেশি ইবাদত করা।  মাগুরা জেলা ও ইফতারের সময়সূচি উল্লেখ করা হলো। 

মাগুরা জেলা রমজানের ক্যালেন্ডার ২০২৩ – PDF

অতঃপর মাগুরা জেলার রমজানের ক্যালেন্ডার ২০২৩ PDF ফাইল আপনাদের জন্য উপস্থাপন করেছি।  প্রতিবারের মতন আমরা বিভিন্ন জেলার ক্যালেন্ডার পিডিএফ আকারে  আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি।  তাই মাগুরায় বসবাসকারী ব্যক্তিদের জন্য এ রমজানের ক্যালেন্ডার PDF ফাইল উপস্থাপন  করেছি।  এই PDF ফাইল  আপনি আপনার মোবাইলে ডাউনলোড করে সংগ্রহ করে রাখতে পারেন। 

শেষ কথা

মাগুরা জেলার রমজানের সময়সূচী 2023 বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে সংগ্রহ করা হয়েছে।  তাই আপনি নির্দ্বিধায় এখান থেকে সময়সূচি  সংগ্রহ করতে পারেন।  এবং সেহরির সময় ও ইফতারের সময় নির্ধারণ করে পুরো রমজান মাস পালন করতে পারেন।  মাগুরায় বসবাসকারী ব্যক্তিদের জন্য এই পোস্ট অনেক গুরুত্বপূর্ণ।  তাই আপনার পরিচিত যারা মাগুরা জেলায় বসবাস করেন তাদের এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিন।  ধন্যবাদ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *