বরগুনা জেলার রমজানের সময়সূচী 2023 – আজকের সেহরি ও ইফতারের সময়

বরগুনা জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চল অবস্থিত। এটি বরিশাল বিভাগের একটি জেলা। এ জেলায় বসবাসকারী মোট জনসংখ্যা ৮,৯২,৭৮১ জন। এখানে আলোচনা করব বরগুনা জেলার রমজানের সময়সূচী 2023 নিয়ে। সে সকল জনগোষ্ঠী মুসলিম। চাঁদ দেখার উপর ভিত্তি করে ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা করেছেন আগামী ২৪ মার্চ পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। তবে আগামী ২২ মার্চ রাতে চাঁদ দেখার উপর ভিত্তি করে নতুন করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।

মূলত বরগুনা জেলার রমজানের সময়সূচী সিদ্ধান্ত নেওয়া হবে ঢাকা কে কেন্দ্র করে। বাংলাদেশের সকল জেলার রমজানের সময়সূচি ঢাকার সময়সূচী অনুযায়ী ঘোষণা করা হয়ে থাকে। তবে ঢাকা থেকে বিভিন্ন জেলার সময়সূচির পার্থক্য মাত্র কয়েক মিডেল হয়ে থাকে। একটু নিচে গিয়ে দেখে নিন বরগুনা জেলার রমজানের সময়সূচী 2023 । 

বরগুনা রোজা ২০২৩

প্রতি প্রতি বছরের মত এ বছর পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। এ পবিত্র মাহে রমজানের জন্য সকল মুসলিম অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। সকলে এই রমজান মাসে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করে থাকে। সকল প্রকার গুনাহ থেকে সবাই বেঁচে থাকার চেষ্টা করে।

এ রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তাই রোজা পালনের যথাসময়ে সেহরি ও ইফতার সম্পন্ন করার জন্য সময়সূচী অধিক গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশের বিভিন্ন জেলার সময়সূচী এই পোস্টে উপস্থাপন করা হয়েছে। এখানে আলোচনা করব বরগুনা জেলার রমজানের সময়সূচী 2023 নিয়ে।

বরগুনা জেলার রমজানের সময়সূচী 2023

এবছরের রমজান এখনো শুরু হয়নি। বাংলাদেশের সকল জেলায় পবিত্র মাহে রমজান একসাথে শুরু হবে। তবে ইফতার এবং সেহরির সময়সূচি একটু ভিন্ন হতে পারে। এর প্রতিবছর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঢাকা কে কেন্দ্র করে একটি সময়সূচি প্রকাশ করা হয়ে থাকে। ঢাকা থেকে বরগুনা জেলার রমজানের পার্থক্য মাত্র পাঁচ থেকে সাত মিনিটের। নিম্নে বরগুনা জেলার রমজানের সময়সূচী 2023 উপস্থাপন করা হলো।

রহমতের ১০ দিন

রহমতের ১০ দিন বলতে রমজান মাসের প্রথম ১০ দিনকে বোঝানো হয়। রহমতের এই সময় প্রতিটা মুসলিমের জন্য অনেক বেশি ফজিলতপূর্ণ। নিম্নে রহমতের ১০ দিনের তালিকা উল্লেখ করা হলো

নং তারিখ দিবস সেহরির
শেষ সময়
ইফতারের
সময়
১ * ২৪ মার্চ শুক্রবার ৪:৪৪ ৬:১২
২৫ মার্চ শনিবার ৪:৪৩ ৬:১৩
২৬ মার্চ রবিবার ৪:৪১ ৬:১৩
২৭ মার্চ সোমবার ৪:৪০ ৬:১৪
২৮ মার্চ মঙ্গলবার ৪:৩৯ ৬:১৪
২৯ মার্চ বুধবার ৪:৩৮ ৬:১৫
৩০ মার্চ বৃহস্পতিবার ৪:৩৬ ৬:১৫
৩১ মার্চ শুক্রবার ৪:৩৫ ৬:১৬
১ এপ্রিল শনিবার ৪:৩৪ ৬:১৬
১০ ২ এপ্রিল রবিবার ৪:৩৩ ৬:১৭

মাগফেরাতের ১০ দিন

মাগফেরাত অর্থ ক্ষমা করা। আল্লাহ তার সকল বান্দাদের এই মাগফেরাতের সময়ে ক্ষমা করে থাকে। এ সকলের আল্লাহ তায়ালার বেশি বেশি ইবাদত করা। সকল গুনাহ থেকে নিজেকে পরিহার করা। নিম্নের মাগফিরাতের ১০ দিনের তালিকা দেওয়া হলো।

নং তারিখ দিবস সেহরির
শেষ সময়
ইফতারের
সময়
১১ ৩ এপ্রিল সোমবার ৪:৩২ ৬:১৭
১২ ৪ এপ্রিল মঙ্গলবার ৪:৩১ ৬:১৭
১৩ ৫ এপ্রিল বুধবার ৪:২৯ ৬:১৮
১৪ ৬ এপ্রিল বৃহস্পতিবার ৪:২৯ ৬:১৮
১৫ ৭ এপ্রিল শুক্রবার ৪:২৮ ৬:১৯
১৬ ৮ এপ্রিল শনিবার ৪:২৭ ৬:১৯
১৭ ৯ এপ্রিল রবিবার ৪:২৬ ৬:১৯
১৮ ১০ এপ্রিল সোমবার ৪:২৫ ৬:২০
১৯ ১১ এপ্রিল মঙ্গলবার ৪:২৪ ৬:২০
২০ ১২ এপ্রিল বুধবার ৪:২৩ ৬:২১

নাজাতের ১০ দিন

অতঃপর নাজাত অর্থ মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন মহান আল্লাহ তায়ালা। নাজাতের এই ১০ দিনে একটি বিশেষ রাত রয়েছে, তা হচ্ছে শবে কদরের রাত । এটাতে প্রতিটি মুসলমানের ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। নাজাতের ১০ দিনের তালিকা দেওয়া হলো।

নং তারিখ দিবস সেহরির
শেষ সময়
ইফতারের
সময়
২১ ১৩ এপ্রিল বৃহস্পতিবার ৪:২২ ৬:২১
২২ ১৪ এপ্রিল শুক্রবার ৪:২০ ৬:২১
২৩ ১৫ এপ্রিল শনিবার ৪:১৯ ৬:২২
২৪ ১৬ এপ্রিল রবিবার ৪:১৮ ৬:২২
২৫ ১৭ এপ্রিল সোমবার ৪:১৭ ৬:২২
২৬ ১৮ এপ্রিল মঙ্গলবার ৪:১৬ ৬:২৩
২৭ ১৯ এপ্রিল বুধবার ৪:১৫ ৬:২৩
২৮ ২০ এপ্রিল বৃহস্পতিবার ৪:১৪ ৬:২৪
২৯ ২১ এপ্রিল শুক্রবার ৪:১৩ ৬:২৪
৩০ * ২২ এপ্রিল শনিবার ৪:১২ ৬:২৫

আজকের সেহরি ও ইফতারের সময় – বরগুনা

একজন রোজাদার ব্যক্তি দীর্ঘ সময় না খেয়ে মহান আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে রোজা পালন করে থাকে। অতঃপর দিনে রাখা উচিত কখন এবং কোন সময়ে সেহরি ও ইফতার করা হয়। সঠিক সময়ে সেহরি ও ইফতার করা একান্ত কাম্য। রোজার শুদ্ধ করতে হলে অবশ্যই সঠিক সময় সেহরি ও ইফতার করতে হবে। নিম্নে আজকের সেহরি ও ইফতারের সময় – বরগুনা উপস্থাপন করা হলো।

বরগুনা জেলার সেহরি ও ইফতারের সময়

অতঃপর বরগুনা জেলায় যারা বসবাস করেন আর তাদের জন্য এই পোস্ট অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি খুব সহজেই জানতে পারবেন বরগুনা জেলার সেহরি ও ইফতারের সময়। যেমন বরগুনা জেলার প্রথম রোজার সেহরির শেষ সময় ভোর ৪টা ৪০ মিনিট এবং ইফতারের শেষ সময় সন্ধ্যা ৬টা ১৬ মিনিট। তাই বরগুনা জেলার সেহরি ও ইফতারের সময় পুরো ৩০ দিনের জানতে উপরের তালিকা গুলো লক্ষ্য করুন।

বরগুনা জেলা রমজানের ক্যালেন্ডার ২০২৩ – PDF

রমজানের সময়সূচী এবং ক্যালেন্ডার মূলত একই তথ্য নির্দেশ করে। এ বরগুনা জেলার রমজানের সময়সূচী ক্যালেন্ডার আকারে পিডিএফ ফাইল আপনাদের মাঝে উপস্থাপন করা হলো। যাতে এ রমজানের সময়সূচী আপনারা খুব সহজে জানতে পারেন এবং দেখতে পারেন। হ্যাপি ডে ফাইল আপনি ইচ্ছা করলে ডাউনলোড করে আপনার স্মার্টফোনে সংগ্রহ করতে পারেন।

শেষ কথা

পবিত্র মাহে রমজান বাংলাদেশের ২৪ মার্চ হতে শুরু। তবে চাঁদ দেখার উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। অতঃপর আজকের এই পোস্ট বরগুনা জেলায় বসবাসকারী ব্যক্তিদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা বরগুনা জেলার রমজানের সময়সূচী 2023 উপরের দেওয়া তালিকা লক্ষ করুন। অতঃপর আপনার পরিচিতদের মাঝে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিন বরগুনা জেলার রমজানের সময়সূচী। ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *