নীলফামারী জেলার রমজানের সময়সূচী 2023 – আজকের সেহরি ও ইফতারের সময়

বাংলাদেশের মধ্যে ৬৪ টি জেলা আছে। বাংলাদেশে কবে থেকে রোজা শুরু হবে তা প্রকাশ করা হয়েছে। প্রত্যেক জেলার জন্য আলাদা আলাদা করে রমজানের ক্যালেন্ডার তৈরি করেছে। এই সময় সূচি গুলো অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আজকের পোস্ট থেকে নীলফামারী জেলার রমজানের সময়সূচী পিডিএফ সংগ্রহ করতে পারবেন। নিচে রমজানের ৩০ দিনের সময় সূচি ১০ দিন করে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। এছাড়া প্রতিদিনের সেহরি ও ইফতারের নির্ভুল সময় সূচি এখানেই পেয়ে যাবেন। 

নীলফামারী রোজা ২০২৩

সকল দেশের পাশা-পাশি বাংলাদেশেও রোজা শুরু হওয়ার তারিখ প্রকাশ করেছে। চাঁদ দেখার উপর ভিত্তি করে ইসালামিক সংস্থাটি ২৪ শে মার্চ থেকে মাহে রমজান শুরু হবে বলে ঘোষণা দিয়েছে। তাই নীলফামারীতেও এই একই তারিখ থেকে রমজানের রোজা আরম্ভ হবে। বাংলাদেশে ২৩ শে মার্চ রাতে ভাত খেতে হবে বা সেহরি শুরু করতে হবে। অপর দিকে সৌদি আরব ও আরব আমিরাতে ২৩ শে মার্চ থেকে রোজা শুরু হবে। আর বাংলাদেশের প্রথম রোজা মার্চ মাসের চব্বিশ তারিখ। 

নীলফামারী জেলার রমজানের সময়সূচী 2023

বাংলাদেশে এক জেলার সাথে অন্য জেলার মধ্যে ২ থেকে ৩ মিনিটের সময়ের ব্যবধান দেখা যায়। তাই ইসলামিক ফাউন্ডেশন সকল জেলার জন্য আলাদা আলাদা ভাবে সেহরি ও ইফতারের সময় সূচি তৈরি করে। আর নিজ নিজ জেলার জন্য নিজ জেলায় যে সময় সূচি নির্ধারন করেছে, সেটি অনুসরণ করা আবশ্যক। এখানে শুধু নীলফামারী জেলার রমজানের সময়সূচী দেওয়া আছে। যারা এই অঞ্চলে বাস করেন, শুধু তারাই এটি সংগ্রহ করবেন। 

রহমতের ১০ দিন

প্রথম ১০ দিনে রহমতের রোজা বলা হয়। এই ১০ দিন আমাদের করণীয় হলো আল্লাহ পাকের দয়া-মায়াসংক্রান্ত নামসমূহ হৃদয়ঙ্গম করে এর ভাব ও প্রভাব এবং বৈশিষ্ট্য অর্জন ও অধিকার করে আত্মস্থ করার চেষ্টা করা এবং আজীবন তার ধারক ও বাহক হয়ে তা দান করা বা বিতরণ করা, তথা আল্লাহর গুণাবলি নিজের মাধ্যমে তাঁর সৃষ্টির কাছে পৌঁছে দেওয়া। এখানে শুধু রহমতের ১০ দিনের সময় সূচি দেওয়া আছে। 

নং তারিখ দিবস সেহরির
শেষ সময়
ইফতারের
সময়
১ * ২৪ মার্চ শুক্রবার ৪:৪০ ৬:২৪
২৫ মার্চ শনিবার ৪:৩৯ ৬:২৫
২৬ মার্চ রবিবার ৪:৩৭ ৬:২৫
২৭ মার্চ সোমবার ৪:৩৬ ৬:২৬
২৮ মার্চ মঙ্গলবার ৪:৩৫ ৬:২৬
২৯ মার্চ বুধবার ৪:৩৪ ৬:২৭
৩০ মার্চ বৃহস্পতিবার ৪:৩২ ৬:২৭
৩১ মার্চ শুক্রবার ৪:৩১ ৬:২৮
১ এপ্রিল শনিবার ৪:৩০ ৬:২৮
১০ ২ এপ্রিল রবিবার ৪:২৯ ৬:২৯

মাগফেরাতের ১০ দিন

রমজান মাসের মাঝের ১০ দিন মাগফিরাতের রোজা। এই ১০ দিন আমাদের করণীয় হবে আল্লাহ পাকের ক্ষমাসংক্রান্ত নামগুলো হৃদয়ঙ্গম করে এর ভাব-প্রভাব ও বৈশিষ্ট্য অর্জন ও অধিকার করে নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করা এবং আজীবন তার ধারক-বাহক হয়ে তা দান করা বা বিতরণ করা তথা আল্লাহর গুণাবলি নিজের মাধ্যমে তাঁর সৃষ্টির কাছে পৌঁছে দেওয়া। নিচে থেকে মাগফেরাতের ১০ দিন সেহরি ও ইফতারের সময় সূচি সংগ্রহ করুন। 

 
নং তারিখ দিবস সেহরির
শেষ সময়
ইফতারের
সময়
১১ ৩ এপ্রিল সোমবার ৪:২৮ ৬:২৯
১২ ৪ এপ্রিল মঙ্গলবার ৪:২৭ ৬:২৯
১৩ ৫ এপ্রিল বুধবার ৪:২৫ ৬:৩০
১৪ ৬ এপ্রিল বৃহস্পতিবার ৪:২৫ ৬:৩০
১৫ ৭ এপ্রিল শুক্রবার ৪:২৪ ৬:৩১
১৬ ৮ এপ্রিল শনিবার ৪:২৩ ৬:৩১
১৭ ৯ এপ্রিল রবিবার ৪:২২ ৬:৩১
১৮ ১০ এপ্রিল সোমবার ৪:২১ ৬:৩২
১৯ ১১ এপ্রিল মঙ্গলবার ৪:২০ ৬:৩২
২০ ১২ এপ্রিল বুধবার ৪:১৯ ৬:৩৩

নাজাতের ১০ দিন

রমজান মাসের শেষ ১০ দিন নাজাত বা মুক্তির, সুতরাং এই সময়ে আমাদের করণীয় হলো দুনিয়ার সবকিছুর আকর্ষণ ও মোহ থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রেমে বিভোর হওয়া। গাড়ি, বাড়ি, নারী এবং সম্পদ, সন্তান, সম্মান এগুলোর মোহমায়া থেকে আপন মন ও মানসকে সম্পূর্ণ মুক্ত করা এবং সেসবের আকর্ষণ থেকে পরিপূর্ণরূপে মোহমুক্ত থাকা। যারা নাজাতের ১০ দিনের রমজানের সঠিক সময় সূচি পেতে চান, তারা এই অংশ থেকে পিডিএফ সংগ্রহ করুন। 

নং তারিখ দিবস সেহরির
শেষ সময়
ইফতারের
সময়
২১ ১৩ এপ্রিল বৃহস্পতিবার ৪:১৮ ৬:৩৩
২২ ১৪ এপ্রিল শুক্রবার ৪:১৬ ৬:৩৩
২৩ ১৫ এপ্রিল শনিবার ৪:১৫ ৬:৩৪
২৪ ১৬ এপ্রিল রবিবার ৪:১৪ ৬:৩৪
২৫ ১৭ এপ্রিল সোমবার ৪:১৩ ৬:৩৪
২৬ ১৮ এপ্রিল মঙ্গলবার ৪:১২ ৬:৩৫
২৭ ১৯ এপ্রিল বুধবার ৪:১১ ৬:৩৫
২৮ ২০ এপ্রিল বৃহস্পতিবার ৪:১০ ৬:৩৬
২৯ ২১ এপ্রিল শুক্রবার ৪:০৯ ৬:৩৬
৩০ * ২২ এপ্রিল শনিবার ৪:০৮ ৬:৩৭

আজকের সেহরি ও ইফতারের সময় – নীলফামারী

আজকে বাংলাদেশে ১ম রোজা আরম্ভ হয়েছে। নীলফামারী আজকে সেহরির শেষ সময় ৪:৪০ মিনিট। প্রতিদিন ১ মিনিট করে সেহরির সময় হ্রাস পেতে থাকে। আজকে ইফতার শুরু সময় ৬:২৪ মিনিটে। তাই আপনারা সবাইক ৬ টা থেকেই ইফতারের জন্য প্রস্তুতি নিবেন। প্রতিদিনের সেহরি ও ইফতারের সময় জানতে চাইলে, উপরের অংশে দেওয়া ক্যালেন্ডার টি সংগ্রহ করেনিন।   

নীলফামারী জেলার সেহরি ও ইফতারের সময়

নীলফামারী ও এর এলাকার জন্য রোজার সময় সূচি নির্ধারন করা হয়েছে। এই সূচি পত্র শুধু মাত্র এই অঞ্চলে যারা আছেন, তারাই ব্যবহার করতে পারবেন। অন্যথায় আপনার সেহরি ও ইফতার সঠিক সময়ে পালন করা হবে না। নিচে পিডিএফ ফাইলে নীলফামারী ও এর বিভিন্ন অঞ্চলের নির্ভুল সময় সূচি দেওয়া আছে, পিডিএফ সংগ্রহ করুন। 

নীলফামারী জেলা রমজানের ক্যালেন্ডার ২০২৩ – PDF

রমজানের ক্যালেন্ডারে সেহরি ও ইফতারের সময় সূচি দেওয়া থাকে। তবে রমজান মাসের প্রধান যে ক্যলেন্ডার আছে, সেখানে শুধু তারিখ ও বার দেওয়া থাকে। তাই সেটি থেকে সেহরি ও ইফতারের সময় সূচি জানা সম্বভ হয় না। এজন্য উপরের অংশে ইতোমধ্যে একটি সময় সূচি শেয়ার করা হয়েছে। যারা রমজানের ক্যালেন্ডার সংগ্রহ করতে চান , তারা সেহরি ও ইফতারের সেই সময় সূচি টি সংগ্রহ করে নিবেন।  

শেষ কথা

আজকের মতো এখানেই শেষ। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালো লেগেগছে এবং এই পোস্ট থেকে নীলফামারী জেলার রমজানের সময়সূচী সংগ্রহ করতে পেরেছেন। নিচে অন্যান্য জেলার সেহরি ও ইফতারের সময় সূচি সংগ্রহ করার ঠিকানা দেওয়া আছে। যাদের প্রয়োজন তারা দেখেনিতে পারেন। এছাড়া 24resultbd.com এ প্রবেশ করে, যে জেলার সময় সূচি প্রয়োজন তা লিখে সার্চ করবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *