আমাদের প্রিয় নবী হযরত হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকাশে নতুন চাঁদ দেখা গেলে দোয়া পরতেন। মহান আল্লাহ তা’আলা কিছু বিধানকে তাদের সাথে সম্পৃক্ত করেছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ তা’আলা বলেন ‘তারা তোমার নিকট নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে? বলে দাও এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজের সময় ঠিক করার মাধ্যম।’ (সুরা বকারা: ১৮৯)।।
রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেন, ‘তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। কিন্তু যদি আকাশে মেঘ থাকে তাহলে ৩০ দিন পূর্ণ করো।’ (সহিহ বুখারি: ১৯০০)। আজকের যেহেতু পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে তাই অনেকে ইন্টারনেটে নতুন চাঁদ দেখার দোয়া খুঁজে বেড়ায়। তাই আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখার সাথে শেয়ার করব।
ঈদুল ফিতরের চাঁদ দেখার দোয়া
আকাশে যে কোন নতুন চাঁদ দেখা গেলে মুসলমান হিসেবে আমাদের সকলের দোয়া পড়া উচিত। কারণ আমাদের প্রিয় নবীহযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকাশে যে কোন নতুন চাঁদ দেখলে দোয়া পড়তেন।
নতুন চাঁদ দেখার বেপারে বিশ্বনবী (স.) চমৎকার একটি দোয়া শিক্ষা দিয়েছেন। যেকোনো মাসের নতুন চাঁদ, এমনকি রোজা ও ঈদের চাঁদ দেখার দোয়াও এটা। নবী (স.) নতুন চাঁদ দেখলে দোয়াটি পড়তেন। তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতি মাসে চাঁদ দেখার চেষ্টা করা এবং চাঁদ দেখে দোয়া করা। আজকে সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।
চাঁদ দেখার দোয়া
যে কোনো মাসের নতুন চাঁদ, এমনকি রোজা ও ঈদের চাঁদ দেখার দোয়া একটিই। হজরত রাসূলুল্লাহ (সা.) নতুন চাঁদ দেখলে দোয়া পড়তেন। সকল মুমিন মুসলমানদেরকে অবশ্যই নতুন চাঁদ দেখা গেলে দোয়া করা উচিত। আপনি যদি আরবি ভাষা জানেন তাহলে রমজানের চাঁদ দেখার দোয়া আরবি ভাষাতে পড়তে পারেন অথবা আরবি না জেনে থাকলে বাংলা ভাষাতেও আপনি এই দোয়াটি পড়তে পারেন।
চাঁদ দেখার দোয়া বাংলা
আজকে যেহেতু সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে তাই অনেকে ইন্টারনেটে চাঁদ দেখার বাংলা ভাষায় খুঁজে বেড়াচ্ছে। যে সকল মুসলমানগণ আরবি ভাষা জানে না তারা চাইলে বাংলা ভাষাতেই এই দোয়াটি পড়তে পারে। আমাদের প্রিয় নবী নতুন চাঁদ দেখার সময় যে দোয়াটি পড়তেন তা বাংলা ভাষায় নিচের শেয়ার করা হলো।
অর্থ : হে আল্লাহ, আমাদের জন্য চাঁদটিকে বরকতময় (নিরাপদ), ঈমান, নিরাপত্তা ও শান্তির বাহন করে উদিত করুন। (হে নতুন চাঁদ) আল্লাহ আমার ও তোমার প্রভু।
নতুন চাঁদ উঠলে দোয়া আরবি
আকাশে যে কোন নতুন চাঁদ দেখা গেলে আমাদের প্রিয় নবী আরবি ভাষায় নতুন চাঁদ দেখার দোয়া পড়তেন। আজকে যেহেতু পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে তাই অনেকেই নতুন চাঁদ উঠলে আরবিতে কিভাবে দোয়া করতে হয় তা খুঁজে বেড়াচ্ছে। আপনি যদি আরবি ভাষা জেনে থাকেন তাহলে নিচের দোয়াটি পাঠ করতে পারেন।
উচ্চারণ : ‘আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল-ইয়ুমনি ওয়াল-ঈমান ওয়াস-সালামাতি ওয়াল-ইসলাম; রব্বি ওয়া রব্বুকাল্লাহ।’
সর্বশেষ কথা
দীর্ঘ এক বছর পরে আমাদের মাঝে আবার পবিত্র রমজান মাস চলে চলে এসে তা আবার শেষ হয়ে গেল। আজকে সৌদি আরবের আকাশে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গিয়েছে। তাই আপনারা যারা নতুন চাঁদ দেখা উপলক্ষে ঈদুল ফিতরের চাঁদ দেখার দোয়া খুঁজে বেড়াচ্ছিলেন। তাদের জন্য ইতিমধ্যে আজকের এই পোস্টে আমি বাংলা ও আরবি ভাষাতে নতুন চাঁদ দেখার দোয়াটি শেয়ার করেছি।