এখানে ২০২৩ সালের দক্ষিণ আফ্রিকা রমজানের সময়সূচি দেওয়া আছে। এটি একটি মুসলিম সম্রাজ্য। প্রতি বছর এই দেশে মাহে রমজানের রোজা পালন করা হয়। যার কারণে তাদের ইসলামিক সংস্থাটি প্রতি বছর রমজান মাসের সময় সূচি তৈরি করে থাকে। ইতোমধ্যে তাদের দেশে কবে থেকে রোজা শুরু হবে তা ঘোষণা দিয়েছে। এই পোস্টে সেরি ও ইফাতের নির্ভুল সময় সূচি পিডিএফ সংগ্রহ করতে পারবেন। এর পাশা-পাশি আজকের সেরি ও ইফতারের সময় জানতে পারবেন। তাই সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।
দক্ষিণ আফ্রিকা রোজা ২০২৩
চাদের উপর নির্ভর করে ও দিন গণনার মাধ্যমে দক্ষিণ আফ্রিকা ইসলামিক সংস্থা রমজান শুরু তারিখে বের করেছে। সেই অনুযায়ী এই দেশে ২৩ শে মার্চ থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে। সৌদি আরবে ও আরব আমিরাতে ২৩ শে মার্চ থেকে রোজা শুরু হবে। দক্ষিণ আফ্রিকায় রমজান মাসের প্রস্তুতি শুরু হয়েছে। এজন্য তারা খুব দ্রুতি রমজানের ক্যালেন্ডার তৈরি করেছে। আশা করছি দক্ষিণ আফ্রিকা কবে থেকে রোজা শুরু হবে তা বুঝতে পেরেছেন।
দক্ষিণ আফ্রিকা রমজানের সময় সূচি ২০২৩
এক দেশের রমজানের সময় সূচির সাথে অন্য দেশের সেহরি ও ইফতারের সময় সূচির মেইল নেই। যার কারণে প্রত্যেক দেশের ইসলামিক সংস্থা গুলো প্রতি বছরই আলাদা ভাবে রমজানের সময় সূচি বানিয়ে থাকে। এবছরের রমজানের সেহরি ইফতারের তৈরি করেছে এবং এটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। উক্ত দক্ষিণ আফ্রিকা রমজানের সময় সূচি নিচে পিডিএফ ফাইলে শেয়ার করেছি। যাদের প্রয়োজন এখান থেকে সংগ্রহ করেনিন। দক্ষিণ আফ্রিকা রমজানের সময়সূচি পিডিএফ দেখুন।
দক্ষিণ আফ্রিকা সেহরি ও ইফতারের সময়সূচি 2023
সেহরি ও ইফতারের সময় সূচিকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। রহমতের ১০ দিন, মাগফেরাতের ১০ দিন এবং নাজাতের ১০ দিন। এই ৩০ দিনে ফলিত ভিন্ন রকমের। সময় সূচিতেও কয়েক মিনিটের ব্যবধান রয়েছে। যারা আলাদা আলাদা ভাবে ৩০ দিনের সময় সূচি সংগ্রহ করতে চান, তারা এখান থেকে করেনিন।
রহমতের ১০ দিন
রমজান মাসের প্রথম ১০ দিন রহমতের বা দয়ার। এই ১০ দিন আমাদের করণীয় হলো আল্লাহ পাকের দয়া-মায়াসংক্রান্ত নামসমূহ হৃদয়ঙ্গম করে এর ভাব ও প্রভাব এবং বৈশিষ্ট্য অর্জন ও অধিকার করে আত্মস্থ করার চেষ্টা করা এবং আজীবন তার ধারক ও বাহক হয়ে তা দান করা বা বিতরণ করা, তথা আল্লাহর গুণাবলি নিজের মাধ্যমে তাঁর সৃষ্টির কাছে পৌঁছে দেওয়া। এখান থেকে সেহরি ও ইফতারের রহমতের ১০ দিন সময় সূচি সংগ্রহ করতে পারবেন।
Ramadan | Day | March | Sehar | Dhuhr | Asr | Iftar | Isha |
April | Fajr | Maghrib | |||||
1 | Thu | 23 | 5:28 | 12:53 | 4:19 | 6:54 | 8:12 |
AM | PM | PM | PM | PM | |||
2 | Fri | 24 | 5:29 | 12:53 | 4:18 | 6:53 | 8:11 |
AM | PM | PM | PM | PM | |||
3 | Sat | 25 | 5:30 | 12:52 | 4:17 | 6:51 | 8:09 |
AM | PM | PM | PM | PM | |||
4 | Sun | 26 | 5:31 | 12:52 | 4:16 | 6:50 | 8:08 |
AM | PM | PM | PM | PM | |||
5 | Mon | 27 | 5:31 | 12:52 | 4:15 | 6:48 | 8:07 |
AM | PM | PM | PM | PM | |||
6 | Tue | 28 | 5:32 | 12:51 | 4:14 | 6:47 | 8:05 |
AM | PM | PM | PM | PM | |||
7 | Wed | 29 | 5:33 | 12:51 | 4:13 | 6:46 | 8:04 |
AM | PM | PM | PM | PM | |||
8 | Thu | 30 | 5:34 | 12:51 | 4:12 | 6:44 | 8:03 |
AM | PM | PM | PM | PM | |||
9 | Fri | 31 | 5:35 | 12:51 | 4:11 | 6:43 | 8:01 |
AM | PM | PM | PM | PM | |||
10 | Sat | 1 | 5:35 | 12:50 | 4:11 | 6:42 | 8:00 |
AM | PM | PM | PM | PM |
মাগফেরাতের ১০ দিন
রমজান মাসের মাঝের ১০ দিন যেহেতু মাগফিরাত বা ক্ষমার, সুতরাং এই ১০ দিন আমাদের করণীয় হবে আল্লাহ পাকের ক্ষমাসংক্রান্ত নামগুলো হৃদয়ঙ্গম করে এর ভাব-প্রভাব ও বৈশিষ্ট্য অর্জন ও অধিকার করে নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করা এবং আজীবন তার ধারক-বাহক হয়ে তা দান করা বা বিতরণ করা তথা আল্লাহর গুণাবলি নিজের মাধ্যমে তাঁর সৃষ্টির কাছে পৌঁছে দেওয়া। মাগফিরাতের ১০ দিনের রমজানের সময় সূচি নিচে দেওয়া হলো।
Ramadan | Day | March | Sehar | Dhuhr | Asr | Iftar | Isha |
April | Fajr | Maghrib | |||||
11 | Sun | 2 | 5:36 | 12:50 | 4:10 | 6:40 | 7:58 |
AM | PM | PM | PM | PM | |||
12 | Mon | 3 | 5:37 | 12:50 | 4:09 | 6:39 | 7:57 |
AM | PM | PM | PM | PM | |||
13 | Tue | 4 | 5:38 | 12:49 | 4:08 | 6:38 | 7:56 |
AM | PM | PM | PM | PM | |||
14 | Wed | 5 | 5:38 | 12:49 | 4:07 | 6:36 | 7:55 |
AM | PM | PM | PM | PM | |||
15 | Thu | 6 | 5:39 | 12:49 | 4:06 | 6:35 | 7:53 |
AM | PM | PM | PM | PM | |||
16 | Fri | 7 | 5:40 | 12:49 | 4:05 | 6:34 | 7:52 |
AM | PM | PM | PM | PM | |||
17 | Sat | 8 | 5:40 | 12:48 | 4:04 | 6:33 | 7:51 |
AM | PM | PM | PM | PM | |||
18 | Sun | 9 | 5:41 | 12:48 | 4:03 | 6:31 | 7:49 |
AM | PM | PM | PM | PM | |||
19 | Mon | 10 | 5:42 | 12:48 | 4:02 | 6:30 | 7:48 |
AM | PM | PM | PM | PM | |||
20 | Tue | 11 | 5:43 | 12:47 | 4:01 | 6:29 | 7:47 |
AM | PM | PM | PM | PM |
নাজাতের ১০ দিন
রমজান মাসের শেষ ১০ দিন নাজাত বা মুক্তির, সুতরাং এই সময়ে আমাদের করণীয় হলো দুনিয়ার সবকিছুর আকর্ষণ ও মোহ থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রেমে বিভোর হওয়া। গাড়ি, বাড়ি, নারী এবং সম্পদ, সন্তান, সম্মান এগুলোর মোহমায়া থেকে আপন মন ও মানসকে সম্পূর্ণ মুক্ত করা এবং সেসবের আকর্ষণ থেকে পরিপূর্ণরূপে মোহমুক্ত থাকা। যারা নাজাতের শেষের ১০ দিনের রমজানের সময় সূচি পেতে চান তারা এই অংশ ফলো করবেন।
Ramadan | Day | March | Sehar | Dhuhr | Asr | Iftar | Isha |
April | Fajr | Maghrib | |||||
21 | Wed | 12 | 5:43 | 12:47 | 4:00 | 6:27 | 7:46 |
AM | PM | PM | PM | PM | |||
22 | Thu | 13 | 5:44 | 12:47 | 3:59 | 6:26 | 7:44 |
AM | PM | PM | PM | PM | |||
23 | Fri | 14 | 5:45 | 12:47 | 3:58 | 6:25 | 7:43 |
AM | PM | PM | PM | PM | |||
24 | Sat | 15 | 5:45 | 12:46 | 3:57 | 6:24 | 7:42 |
AM | PM | PM | PM | PM | |||
25 | Sun | 16 | 5:46 | 12:46 | 3:56 | 6:22 | 7:41 |
AM | PM | PM | PM | PM | |||
26 | Mon | 17 | 5:47 | 12:46 | 3:55 | 6:21 | 7:40 |
AM | PM | PM | PM | PM | |||
27 | Tue | 18 | 5:47 | 12:46 | 3:55 | 6:20 | 7:39 |
AM | PM | PM | PM | PM | |||
28 | Wed | 19 | 5:48 | 12:46 | 3:54 | 6:19 | 7:38 |
AM | PM | PM | PM | PM | |||
29 | Thu | 20 | 5:49 | 12:45 | 3:53 | 6:18 | 7:36 |
AM | PM | PM | PM | PM | |||
30 | Fri | 21 | 5:49 | 12:45 | 3:52 | 6:16 | 7:35 |
AM | PM | PM | PM | PM |
দক্ষিণ আফ্রিকা আজকের সেহরি ও ইফতারের সময়
সাধারণত ফজরের আযানের পূর্ব পর্যন্ত সেহরির সময় বিদ্যামান থাকে। এছাড়া প্রতিদিন ১ মিনিট করে সেহরির সময় সূচি কমতে থাকে। এদিকে মাগরিবের আযানের সাথে সাথে ইফতারের সময় শুরু হয়। প্রতুই ৩ বা ৪ দিন পর পর ইফতারের সময় সূচিতে ১ মিনিট করে যোগ হয়। দক্ষিণ আফ্রিকা আজকের সেহরি ও ইফতারের সময় সম্পূর্ণ টি উপরের দেওয়া আছে। সেটি সংগ্রহ করেনিন।
দক্ষিণ আফ্রিকা অ্যাগেনিস রমজান ক্যালেন্ডার 2023
এখানে দক্ষিণ আফ্রিকা অ্যাগেনিস রমজান ক্যালেন্ডার দেওয়া আছে। এটি শুধু মাত্র দক্ষিণ আফ্রিকার অ্যাগেনিস শহরের বাসিন্ধাদের জন্য। তাই যারা অন্য দেশে আছেন বা আফ্রিকাই অন্য কোনো শহরের বসবাস করতেছেন। এই ক্যালেন্ডার টি তাদের জন্য নয়। এটি শুধু অ্যাগেনিস শহর ও এর বিভিন্ন অঞ্চলের জন্য নির্ধারিত করা হয়েছে। নিচে থেকে এটি পিডিএফ সংগ্রহ করে রাখুন।
দক্ষিণ আফ্রিকা অ্যাডো রোজার সময় সূচি ২০২৩
অ্যাডো হচ্ছে দক্ষিণ আফ্রিকার আরেকটি শহর। যেখানে অনেক মুসলিম আছে এবং তারা প্রতিবছর রমজানের রোজা পালন করে। এই শহরের জন্য তাদের ইসলামিক সংস্থা নতুন করে রমজান মাসের সেরি ও ইফতারের সময় সূচি প্রকাশ করেছে। কারণ অন্যান্য শহরের রোজার সময় সূচির সাথে অ্যাডো অ্যাডো শহরের সময়ের মধ্যে পার্থক্য আছে। যারা অ্যাডো শহর বা এই অঞ্চলের মধ্যে বাস করেন তারা এটি ব্যবহার করবেন।
দক্ষিণ আফ্রিকা এলিস রমজান ক্যালেন্ডার 2023
এখানে ২০২৩ সালের দক্ষিণ আফ্রিকা এলিস রমজান ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারে দেওয়া সময় সূচির মাধ্যমে এলিস শহরের মুসলিমরা সেহরি ও ইফতার করবে। যারা নির্ভুল সময় সূচি টি পেতে চান, তারা নিচে দেওয়া সেরি ও ইফতারের সময় সূচি সংগ্রহ করুন।
দক্ষিণ আফ্রিকা রমজান ক্যালেন্ডার ২০২৩ PDF
উপরের অংশে দক্ষিণ আফ্রিকার রমজানের সম্পূর্ণ সময় সূচি টি শেয়ার করেছি। এছাড়া এর বিভিন্ন শহরের রমজান মাসের ক্যালেন্ডার দিয়ে দিয়েছি। এখানে ২০২৩ সালের দক্ষিণ আফ্রিকা রমজান ক্যালেন্ডার আছে। ভিন্ন ভিন্ন শহরের জন্য আলাদা আলাদা ভাবে রমজানের ক্যালেন্ডার দেওয়া আছে। সম্পূর্ণ সময় সূচি জানতে উপরের ক্যলান্ডার টি পিডিএফ সংগ্রহ করবেন।
শেষ কথা
এই পোস্টে দক্ষিণ আফ্রিকা ও এর অন্য সকল শহরের রমজানের ক্যালেন্ডার শেয়ার করেছি। যারা শুধু দক্ষিণ আফ্রিকা ও এর বিভিন্ন অঞ্চলে বাস করেন, তারাই এটি ফলো করবেন। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালো লেগেছে এবং এই পোস্ট থেকে ২০২৩ সালের দক্ষিণ আফ্রিকা রমজানের সময়সূচি পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে এই ওয়েবসাইটের সাথেই থাকুন।
আরও দেখুনঃ