সৌদি আরবে আজকের সেহরির শেষ সময় ২০২৩

আজকে ২৩ শে মার্চ সৌদি আরবে প্রথম রোজা শুরু হয়েছে। প্রতিবছর মুসলিম বিশ্বে পবিত্র এই মাহে রমজান মুসলমানদেরকে ইবাদত বন্দেগী করার সুযোগ প্রদান করে। সকল মুমিন মুসলমানগণ পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা করে থাকে ও বেশি বেশি নামাজ আদায় করে থাকে। রোজা রাখার জন্য নিয়ত করার যেরকম জরুরী ঠিক তেমনি নির্দিষ্ট সময়ের মধ্যে সেহরি সেরে নেয়াও অনেক জরুরী।

আজকে যেহেতু সৌদি আরবে প্রথম রোজা তাই ইতোমধ্যে অনেকেই সৌদি আরবে আজকের সেহেরির সময় কত তা খুজে থাকবে। সৌদি আরবের অনেক গুরুত্বপূর্ণ স্থানগুলোর সেহরির সময় গুলো জানতে হলে আজকের সম্পূর্ণ পোস্টটি পড়তে হবে। এই পোস্টের মাধ্যমে আপনি মক্কা, মদিনা জেদ্দা ,দাম্মাম ও রিয়াদের মত গুরুত্বপূর্ণ প্রদেশ সমূহের সেহরির শেষ সময় সম্পর্কে জানতে পারবেন।

সৌদি আরবে আজকের সেহরির শেষ সময়

সাহরি মানে হচ্ছে শেষ রাতের খাবার। আর সাহরি (সেহরি নামে সর্বাধিক পরিচিত) শব্দের অর্থ ভোরের খাবার। মুসলমানগণ রোজা রাখার উদ্দেশ্যে সুবহে সাদিকের কাছাকাছি সময়ে যে পানাহার বা খাবার গ্রহন করে থাকে সেটাকে ইসলামের পরিভাষায় সাহরি বলে। সুবহে সাদিকের ঠিক পূর্ব মুহূর্তে সেহরি সম্পন্ন করে নেওয়া জরুরী। তা না হলে সঠিকভাবে রোজা হবে না।

আজকে যেহেতু সৌদি আরবের বিভিন্ন প্রদেশে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে, অর্থাৎ আজকে প্রথম রোজা। তাই ইন্টারনেটে অনেকেই প্রথম রোজার সেহরির শেষ সময় জানতে চায়। পোস্টের নিচের দিকে আমি ধাপে ধাপে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলের সেহরির সময় কত তা জানিয়ে দেবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক।

জেদ্দা সেহরির শেষ সময়

জেদ্দা বা জেদ্দাহ হল সৌদি আরবের পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের তীরে অবস্থিত তিহামাহ অঞ্চলেরএকটি গুরুত্বপূর্ণ শহর। এটি মক্কা প্রদেশের সর্ববৃহৎ ও সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর। মধ্যপ্রদেশে অনেক সংখ্যক মুসলমান বসবাস করে থাকে। আজকে যেহেতু জেদ্দায় প্রথম রোজা তাই অনেকেই জেদ্দা সেহরির শেষ সময় কত তা খুজতেছেন। এখন আমি আপনাদের সাথে প্রদেশের সেহরির শেষ সময় আজকে কত তা জানাবো।

  • আজকে ২৪ শে মার্চ, রোজ শুক্রবার, জেদ্দায় ১ম রোজার আজকের সেহরির শেষ সময় ৪ টা ৫৯ মিনিট।

* সেহরির শেষ সময় সতর্কতামূলক ভাবে ফজরের আযানের ১০ মিনিট আগে ধরা হয়েছে।

মক্কায় সেহরির শেষ সময়

সৌদি আরবের হেজাজের একটি শহর ও মক্কা প্রদেশের রাজধানী। সমুদ্রতল থেকে ২৭৭ মিটার (৯০৯ ফুট) উপরে একটি সংকীর্ণ উপত্যকায় শহরটি অবস্থিত, যা জেদ্দা শহর থেকে ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দূরে।২০১২ সালের হিসেব অনুযায়ী এখানে প্রায় ২ মিলিয়ন মানুষ বসবাস করেন। কিন্তু শহরটিতে এর প্রায় ৩ গুন মানুষ হিজরী জিলহজ্জ্ব মাসে হজ্জ্ব করতে আসেন।

মক্কা সৌদি আরবের অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা। অনেক মানুষ এই অঞ্চলে বসবাস করে। যারা মক্কায় আজকে সেহরির শেষ সময় কত তা খুজতেছেন তাদের জন্য এখানে সময়টি শেয়ার করা হলো।

  • আজকে ২৪ শে মার্চ, রোজ শুক্রবার , মক্কায় ২য় রোজার আজকের সেহরির শেষ সময় ৪ টা ৫৫ মিনিট।

* সেহরির শেষ সময় সতর্কতামূলক ভাবে ফজরের আযানের ১০ মিনিট আগে ধরা হয়েছে।

মদিনায় সেহরির শেষ সময়

পশ্চিমী সৌদি আরবের হেজাজ অঞ্চলের একটি শহর এবং আল মদিনাহ প্রদেশের রাজধানী। এইটি ইসলামের দ্বিতীয় পবিত্র শহর যেখানে মুসলমানদের শেষ নবী ও রাসুল হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রওযা মোবারক।

সৌদি আরবের মদিনায়  অনেক সংখ্যক মুসলমান বসবাস করে থাকে। আজকে যেহেতু মদিনায় প্রথম রোজা শুরু হয়েছে তাই অনেকেই সেহরির সময় কত তা খুজতেছেন। তাই এখানে আপনাদের জন্য আজকের সেহরির সময় উল্লেখ করা হলো।

  • আজকে ২৪ শে মার্চ, রোজ শুক্রবার, মক্কায় ১ম রোজার আজকের সেহরির শেষ সময় ৪ টা ৫৫ মিনিট।

* সেহরির শেষ সময় সতর্কতামূলক ভাবে ফজরের আযানের ১০ মিনিট আগে ধরা হয়েছে।

দাম্মাম আজকের সেহরির শেষ সময়

আপনি যদি সৌদি আরবের দাম্মাম প্রদেশের আজকে সেহরির শেষ সময়টি খুঁজে দেখেন তাহলে এখান থেকে দেখে নিন।

  • আজকে ২৪ শে মার্চ, রোজ শুক্রবার, মক্কায় ১ম রোজার আজকের সেহরির শেষ সময় ৪ টা ১২  মিনিট।

* সেহরির শেষ সময় সতর্কতামূলক ভাবে ফজরের আযানের ১০ মিনিট আগে ধরা হয়েছে।

রিয়াদ সেহরির শেষ সময়

সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ। মোট জনসংখ্যার ২০% লোক এখানে বসবাস করে। রিয়াদ আজকের সেহেরির সময় কত তা খুজতেছে। তাই এখানে সময়টি উল্লেখ করা হলো।

  • আজকে ২৪ শে মার্চ, রোজ শুক্রবার, মক্কায় ১ম রোজার আজকের সেহরির শেষ সময় ৪ টা ২৬ মিনিট।

* সেহরির শেষ সময় সতর্কতামূলক ভাবে ফজরের আযানের ১০ মিনিট আগে ধরা হয়েছে।

শেষ কথা

আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার জন্য সাওম পালন করা আপনার জন্য ফরজ। আজকে সৌদি আরবের প্রথম রাজা উপলক্ষে আজকের এই পোস্টে সৌদি আরবে আজকে সেহরির শেষ সময় কত তা জানিয়ে দিয়েছি। আশা করি ইতিমধ্যে আপনি এই প্রশ্নের মাধ্যমে সৌদি আরবের জেদ্দা, মক্কা, মদিনা, দাম্মাম ও রিয়াদের মত শহরগুলোর সেহরির শেষ সময় জানতে পেরেছেন।

আরও দেখুনঃ

সৌদি আরবের সেহরি ও ইফতারের সময়সূচি 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *