পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার উপর ভিত্তি করে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন পবিত্র রমজান মাসের সময়সূচি প্রকাশ করেছে। গত ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখে ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ প্রকাশ করেছেন। বাংলাদেশের সকল বিভাগের এবং সকল জেলার জন্য আলাদা আলাদা একটি সময়সূচী নির্ধারণ করে দিয়েছেন কর্তৃপক্ষ। বাংলাদেশ বসবাসরত সকল মুসলমানগণ ইতোমধ্যেই পবিত্র রমজান মাসের এই ক্যালেন্ডারটি খুজে বেড়াচ্ছে।
তবে বাংলাদেশের প্রথম রমজান অনুষ্ঠিত হবে চাঁদ দেখার উপর নির্ভর করেই। আরেকটি গুরুত্বপূর্ণ কথা জেনে নিন, তা হচ্ছে ঢাকা থেকে অন্যান্য জেলা বা বিভাগের দূরত্ব অনুযায়ী সেহরি ও ইফতারের সময়সূচি মাত্র ১০ থেকে ১১ মিনিট পার্থক্য। পোষ্টের মাধ্যমে বাংলাদেশের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ জানতে পারবেন। পাশাপাশি উল্লেখ করা হবে বাংলাদেশের বিভিন্ন জেলাভিত্তিক রমজানের সময়সূচী।
সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩
রোজা পালনে সেহরি ও ইফতারের সময়সূচি সঠিক এবং নির্ভুল জেনে রাখা আবশ্যক। ইসলামিক ফাউন্ডেশন ২৪ মার্চ পবিত্র মাহে রমজানের সময়সূচী প্রকাশিত করেছেন। এটিই চূড়ান্ত সময়সূচী বলে প্রকাশিত করেছেন। ২৪ মার্চ ঢাকা প্রথম রমজানের সেহরির শেষ সময় ৪:৩৯ মিনিট আর ১ম রোজার ইফতারের শেষ সময় সন্ধ্যা ৬:১৪ মিনিট।
বরকতময় পবিত্র মাহে রমজান মাসে সকল ধর্মপ্রাণ মুসলিম সিয়াম সাধনায় মগ্ন থাকেন। অত্যান্ত নিষ্ঠার সাথে মহান আল্লাহ তাআলার ইবাদত করে থাকেন। ধর্মপ্রাণ মুসলমানদের সিয়াম সাধনায় সহজ করতে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত করেছেন বাংলাদেশের পবিত্র মাহে রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ । ইতিমধ্যেই এই পোস্টে থেকে জানতে পারবেন সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ ।
রমজানের সময় সূচি ২০২৩
বাংলাদেশের সকল বিভাগের ও সকল জেলার জনগণ ঢাকার সময়সূচী অনুযায়ী ১০ থেকে ১১ মিনিট পার্থক্যে সেহরি ও ইফতারের আয়োজন করতে পারেন। এ রমজান মাস মুসলমানের রহমতের মাগফিরাতের এবং নাজাতের লাভের একটি পবিত্র মাস। এ মাসের ফজিলত প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এ মাসের সমস্ত ইবাদতের নেকি ও সওয়াব বছরের অন্যান্য মাসের থেকে অনেক বেশি লাভ করা যায়।
এ পবিত্র মাহে রমজানের সময়সূচী আমরা বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে সংগ্রহ করেছি নির্ভুলভাবে। বাংলাদেশের রমজানের সময়সূচী ২০২৩ জানতে নিচের দেওয়া তালিকাটি অবশ্যই রক্ষা করুন।
ইসলামিক ফাউন্ডেশন ইফতারের সময়সূচি ২০২৩
পহেলা রমজান চাঁদ দেখার উপর নির্ভরশীল। ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যেই ২৪ মার্চ নির্ধারণ করে আর পবিত্র মাহে রমজানের সময়সূচী নির্ধারণ করে দিয়েছেন। এখানে নির্ধারণ করেছেন সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে ৩ মিনিট পূর্বে ধরা হয়েছে। ফজরের ওয়াক্তের শুরু সুবহি সাদিকের তিন মিনিট পর রাখা হয়েছে।
অতঃপর সেহরির জন্য সতর্কতামূলকভাবে ফজরের আজানের ৬ মিনিট পূর্বে সেহরির শেষ সময় রাখা হয়েছে। আর ইফতারের সময় সূর্যাস্তের ৩ মিনিট পর সতর্কতামূলকভাবে নির্ধারণ করা হয়েছে। নিচে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক শুধুমাত্র ইফতারের সময়সূচী উল্লেখ করা হলো।
ইসলামিক ফাউন্ডেশন সেহরির সময়সূচি ২০২৩
এ পবিত্র রমজান মাসের যথা সময়ে সেহরি ও ইফতার করার জন্য সময়সূচিটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য প্রতিবছর বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন চাঁদ দেখার উপর নির্ভর করে একটি পূর্ণাঙ্গ পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময় প্রকাশ করে থাকে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সেহরির ও ইফতারের সময়সূচি আমরা নির্ভুলভাবে সংগ্রহ করেছি। নিচে আপনাদের জানানোর জন্য শুধুমাত্র সেহরির সময়সূচী উল্লেখ করা হলো।
আজকের সেহরির শেষ সময়
মুসলিম বিশ্বে আবারও অত্যন্ত মহামান্বিত মাস পবিত্র মাহে রমজান মাস চলে এসেছে। এ বছর বাংলাদেশে ২৪ শে মার্চ বাংলাদেশে প্রথম রোজা পালিত হবে। রোজা রাখার ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট সময়ের পূর্বে সেহেরী সম্পন্ন করতে হবে। তাই অনেকেই ইন্টারনেটে প্রথম রোজার অর্থাৎ আজকের সেহেরির সময় কত তা জানতে চেয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বাংলাদেশে প্রথম রোজার অর্থাৎ আজকের সেহরির শেষ সময় ৪ টা ৩৯ মিনিট।
আজকের ইফতারের সময়
সঠিক সময়ে যেরকম সেহরি সম্পন্ন করতে হয় ঠিক তেমনি নির্দিষ্ট সময়ে ইফতার সেরে নেওয়া অবশ্যই জরুরী। বাংলাদেশে যেহেতু 24 শে মার্চ প্রথম রোজা, সেহেতু অনেকেই ইন্টারনেটে আজকের ইফতারের সময় কত তা জানতে চেয়েছেন। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত পবিত্র রমজান মাসের ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজা অর্থাৎ আজকের ইফতারের সময় ৬:১৪ মিনিট।
রমজান মাসের ক্যালেন্ডার ২০২৩
এই রমজান মাসের ক্যালেন্ডারে সেহরি ও ইফতারের সময়সূচি পেয়ে যাবেন। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যে এই ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছেন। যেটা আপনি খুব সহজে এখান থেকে সংগ্রহ করে রাখতে পারেন। এই ক্যালেন্ডার আপনি আপনার স্মার্টফোনে খুব সহজে ডাউনলোড করে অথবা সেভ করে রাখতে পারেন। যেটা পরবর্তীতে পুরো রমজান মাসের সেহেরির ও ইফতারের সময়সূচি জানতে আপনাকে অনেক সহায়তা করবে। অতঃপর নিচের দেওয়া রমজান মাসের ক্যালেন্ডার ২০২৩ সংগ্রহ করে নিন।
এই ক্যালেন্ডার কে আমরা আবার তিনটি ভাগে ভাগ করে আপনাদের জন্য উপস্থাপন করেছি যেমন রহমতের ১০ দিন,মাগফিরাতের ১০ দিন,নাজাতের ১০ দিন। একটু নিচে প্রবেশ করলেই রমজান মাসের এই রহমতের, মাগফেরাতের ,নাজাতের ১০ দিনের তালিকা জানতে পারবেন।
রহমতের ১০ দিন
যারা রহমতের ১০দিন সম্পর্কে জানেন না তারা একটু নিচে প্রবেশ করে রহমতের ১০ দিনের তালিকা এবং এ সম্পর্কে কিছু ফজিলত জেনে নিন। পবিত্র রমজান মাসের প্রথম ১০ দিন কে মহান আল্লাহ তাআলার রহমতের দশ দিন বলা হয়ে থাকে। এ ১০ দিনে আল্লাহ তায়ালা তার প্রত্যেক বান্দাদেরকে তার রহমত বর্ষণ করতে থাকেন। যে ব্যক্তি অত্যন্ত নিষ্ঠার সাথে এ পবিত্র মাহে রমজান পালন করবে আল্লাহ তা’আলা বান্দার উপর রহমত বর্ষণ করতে থাকেন। অতঃপর জেনে নিন রহমতের দশ দিনের তালিকা।
নং | তারিখ | দিবস | সেহরির শেষ সময় |
ইফতারের সময় |
---|---|---|---|---|
১ * | ২৪ মার্চ | শুক্রবার | ৪:৩৯ | ৬:১৪ |
২ | ২৫ মার্চ | শনিবার | ৪:৩৮ | ৬:১৫ |
৩ | ২৬ মার্চ | রবিবার | ৪:৩৬ | ৬:১৫ |
৪ | ২৭ মার্চ | সোমবার | ৪:৩৫ | ৬:১৬ |
৫ | ২৮ মার্চ | মঙ্গলবার | ৪:৩৪ | ৬:১৬ |
৬ | ২৯ মার্চ | বুধবার | ৪:৩৩ | ৬:১৭ |
৭ | ৩০ মার্চ | বৃহস্পতিবার | ৪:৩১ | ৬:১৭ |
৮ | ৩১ মার্চ | শুক্রবার | ৪:৩০ | ৬:১৮ |
৯ | ১ এপ্রিল | শনিবার | ৪:২৯ | ৬:১৮ |
১০ | ২ এপ্রিল | রবিবার | ৪:২৮ | ৬:১৯ |
মাগফেরাতের ১০ দিন
দ্বিতীয়তঃ রমজান মাসের দ্বিতীয় দশ দিন কে মাগফিরাতের ১০ দিন বলা হয়ে থাকে। এই ১০ দিন আল্লাহ তাআলা তার প্রত্যেক বান্দাদেরকে মাফ করে থাকেন। যে ব্যক্তি অত্যান্ত নিষ্ঠার সাথে, বিনয়ের সাথে, সকল গুনাহ পরিহার করে মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবেন। সে ব্যক্তিকে এই মাগফেরাতের ১০ দিনে আল্লাহ তায়ালা সকল গুনাহ মাফ করতে থাকবেন। অতপর সকলের উচিত এই পবিত্র মাহে রমজানের আল্লাহ তায়ালার বেশি বেশি ইবাদত করা। নিম্নে মাগফেরাতের ১০ দিনের তালিকা উল্লেখ করা হলো।
নং | তারিখ | দিবস | সেহরির শেষ সময় |
ইফতারের সময় |
---|---|---|---|---|
১১ | ৩ এপ্রিল | সোমবার | ৪:২৭ | ৬:১৯ |
১২ | ৪ এপ্রিল | মঙ্গলবার | ৪:২৬ | ৬:১৯ |
১৩ | ৫ এপ্রিল | বুধবার | ৪:২৪ | ৬:২০ |
১৪ | ৬ এপ্রিল | বৃহস্পতিবার | ৪:২৪ | ৬:২০ |
১৫ | ৭ এপ্রিল | শুক্রবার | ৪:২৩ | ৬:২১ |
১৬ | ৮ এপ্রিল | শনিবার | ৪:২২ | ৬:২১ |
১৭ | ৯ এপ্রিল | রবিবার | ৪:২১ | ৬:২১ |
১৮ | ১০ এপ্রিল | সোমবার | ৪:২০ | ৬:২২ |
১৯ | ১১ এপ্রিল | মঙ্গলবার | ৪:১৯ | ৬:২২ |
২০ | ১২ এপ্রিল | বুধবার | ৪:১৮ | ৬:২৩ |
নাজাতের ১০ দিন
রমজানের শেষের ১০ জনকে নাজাতের ১০ দিন বলা। এ ১০ দিনে রয়েছে বিশেষ ফজিলত। অতএব প্রতিটা মুসলমানের জন্য এই নাজাতের সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এ নাজাতের সময় রয়েছে শবে কদরের রাত। এ রাতে যে ব্যক্তি আল্লাহ তায়ালার ইবাদত এর উদ্দেশ্যে বেশি বেশি ইবাদত করবে ,আল্লাহ তায়ালার জিকির করবেন সে ব্যক্তির জাহান্নাম আল্লাহ তায়ালা হারাম করে দিবেন এবং ওই ব্যক্তির একটি বছরের ভাগ্য নির্ধারণ করে দিবেন।
নং | তারিখ | দিবস | সেহরির শেষ সময় |
ইফতারের সময় |
---|---|---|---|---|
২১ | ১৩ এপ্রিল | বৃহস্পতিবার | ৪:১৭ | ৬:২৩ |
২২ | ১৪ এপ্রিল | শুক্রবার | ৪:১৫ | ৬:২৩ |
২৩ | ১৫ এপ্রিল | শনিবার | ৪:১৪ | ৬:২৪ |
২৪ | ১৬ এপ্রিল | রবিবার | ৪:১৩ | ৬:২৪ |
২৫ | ১৭ এপ্রিল | সোমবার | ৪:১২ | ৬:২৪ |
২৬ | ১৮ এপ্রিল | মঙ্গলবার | ৪:১১ | ৬:২৫ |
২৭ | ১৯ এপ্রিল | বুধবার | ৪:১০ | ৬:২৫ |
২৮ | ২০ এপ্রিল | বৃহস্পতিবার | ৪:০৯ | ৬:২৬ |
২৯ | ২১ এপ্রিল | শুক্রবার | ৪:০৮ | ৬:২৬ |
৩০ * | ২২ এপ্রিল | শনিবার | ৪:০৭ | ৬:২৭ |
অতঃপর আমার মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাজাতের ১০ দিনে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে ইতেকাফে বসতেন। নিম্নের দেওয়া তালিকা থেকে নাজাতের ১০ দিনের সময়সূচী জেনে নিন।
রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি – Pdf
রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেকটা মুসলিমের ঈমানী দায়িত্ব। এ পবিত্র মাসে প্রত্যেক মুসলমানের আল্লাহ তায়ালার ইবাদত বন্দেগী বেশি বেশি করা প্রয়োজন। এ পবিত্র রমজান মাস বছরের অন্যান্য মাসের থেকে অনেক বেশি ফজিলতপূর্ণ। এ মাস কে কেন্দ্র করে আল্লাহ তাআলার ভালোবাসা খুব সহজে পাওয়া যায়। এ মাসে আল্লাহ তাআলার অশেষ রহমত পাওয়া যায়। জাহান্নাম থেকে মুক্তির পথ বের করা যায়।
সঠিক সময় নির্বাচন করে প্রতিটা মুসলমানের রমজান পালন করা উচিত। সে উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন প্রতিবছরের মতন রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছেন। নিম্নে একটি তালিকা উপস্থাপন করা হয়েছে, সেখান থেকে রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি জেনে নিন।
জেলাভিত্তিক সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩
বাংলাদেশের ৬৪ টি জেলা রয়েছে। প্রতিবছর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জেলা ভিত্তিক পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করে থাকে। চলতি বছর 24 শে মার্চ বাংলাদেশে প্রথম রোজা পালিত হবে। সেই উপলক্ষে যারা ইন্টারনেটে সেহরি ও ইফতারের সময়সূচি খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য এখন আমি জেলা ভিত্তিক পবিত্র রমজান মাসের ক্যালেন্ডার শেয়ার করব।
শেষ কথা
যে ব্যক্তি ঈমানের সঙ্গে এই পবিত্র মাহে রমজান সম্পূর্ণ পালন করবে। আল্লাহ তা’আলা তার সকল গুনাহ মাফ করে দেবেন। এবং পুরো একটি বছরের ভাগ্য নির্ধারণ করে থাকবেন পবিত্র রমজান মাসের শবে কদরের রাতে। সেহরি সঠিক সময় এবং ইফতারের সঠিক সময় নির্বাচনের জন্য আপনাদের জানানোর উদ্দেশ্যে সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ নামে এই আর্টিকেল উপস্থাপন করেছি। এ পবিত্র রমজানের সময়সূচী ২০২৩ আর্টিকেলটি অন্যদের মাঝে শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ