বাংলাদেশের মহান স্বাধীনতা নিয়ে বিশ্বের বিভিন্ন কবিসহ বাংলাদেশের বিখ্যাত কবিগন অনেক কবিতা লিখেছেন। এর মধ্যে বাংলাদেশের কবি শামসুর রহমান কর্তৃক লিখিত “স্বাধীনতা তুমি” কবিতাটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই কবিতাটি আবৃত্তি করার জন্য অনেক উপযুক্ত। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যে সকল প্রতিষ্ঠান করতে স্বাধীনতা দিবস কবিতা আবৃত্তির প্রতিযোগিতার আয়োজন করে থাকে সে সকল প্রতিযোগিতায় স্বাধীনতা তুমি কবিতাটি অনেকে আবৃত্তি করে থাকে।
আজকে বাংলাদেশে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। মহান এই দিবস উদযাপন উপলক্ষে যেহেতু কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন হয়েছে তাই অনেকেই ইন্টারনেটে স্বাধীনতা তুমি কবিতা PDF আকারে সংগ্রহ করার জন্য খুজতেছেন। তাই আপনাদের সুবিধার্থে এই পোস্টে আমি এই কবিতাটি লিখিত এবং পিডিএফ উভয় ভাবেই শেয়ার করুন। সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন এবং শামসুর রহমান কর্তৃক রচিত স্বাধীনতা তুমি কবিতাটি সংগ্রহ করুন।
স্বাধীনতা তুমি কবিতা PDF
১৯৭১ সালের ২৬ শে মার্চ পূর্ব বাংলার আগমন জনতা পাকিস্তানি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। দীর্ঘদিন যুদ্ধের পর অবশেষে তাদের কাছ থেকে বিজয় ছিনিয়ে নিয়েছিল। এরপর থেকেই প্রতিবছর 26 শে মার্চ কে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। প্রতিবছর এই দিনে বাংলাদেশে অনেক জাকজমে মহান এই স্বাধীনতা দিবস পালিত হয়ে থাকে।
মহান এই দিবসটির উপলক্ষে বিভিন্ন জায়গায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। এ সকল কবিতা আবৃত্তির প্রতিযোগিতায় বাংলাদেশের বিখ্যাত একজন কবি শামসুর রহমানের লিখিত ” স্বাধীনতা তুমি” কবিতাটি অনেকেই আবৃত্তি করে থাকেন। তাই এখানে আমি আপনার জন্য স্বাধীনতা তুমি কবিতাটি pdf আকারে এবং লিখিত আকারে শেয়ার করলাম।
স্বাধীনতা তুমি
স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা,
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত স্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল,
স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি।
স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
স্বাধীনতা তুমি
মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি।
স্বাধীনতা তুমি
অন্ধকারের খাঁ-খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক,
স্বাধীনতা তুমি
বটের ছায়া তরুণ মেধাবী শিক্ষার্থীর
শাণিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা তুমি
চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।
স্বাধীনতা তুমি
কালবোশেখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা।
স্বাধীনতা তুমি
শ্রাবণে অকূল মেঘনার বুক,
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।
স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন,
স্বাধীনতা তুমি
বোনের হাতে নম্র পাতায় মেহেদির রঙ।
স্বাধীনতা তুমি
বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রঙা পোস্টার।
স্বাধীনতা তুমি
গৃহিণীর ঘন খোলা কালোচুলে,
হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।
স্বাধীনতা তুমি
খোকার গায়ের রঙিন কোর্তা,
খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা।
স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।
সর্বশেষ কথা
প্রতিবছর এই দিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। আমাদের মধ্যে যারা এই দিবসটি উপলক্ষে কবিতা আবৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই, তাদের জন্য বাংলাদেশের কবি শামসুর রহমান কর্তৃক লিখিত স্বাধীনতা তুমি কবিতাটি পিডিএফ আকারে শেয়ার করেছি। আশা করি ইতিমধ্যে আপনি এই কবিতাটি pdf আকারে এবং লিখিত আকারে এই পোস্টের মাধ্যমে সংগ্রহ করতে পেরেছেন।