বাংলা নববর্ষ শুভেচ্ছা মেসেজ, উক্তি, স্ট্যাটাস, ছন্দ ও কবিতা

আজকে বাংলা বছরের প্রথম দিন। আমাদের মাঝে চলে আসল ১৪৩০ বঙ্গাব্দের পহেলা বৈশাখ। এই দিন টি বাঙ্গালিদের এক সংস্কৃতির দিন। বাংলা নতুন বছর উপলক্ষে গ্রাম বা শহরে বিভিন্ন উৎসব-অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামে গ্রামে মেলা বসে। কিন্তু আমরা সবাই এক সাথে বাংলা নববর্ষের আনন্দ উদযাপন করতে পারি না। কিন্তু তাদের সাথে বাংলা নববর্ষ শুভেচ্ছা মেসেজ শেয়ার করা যেতে পারে। 

আমাদের অনেক বন্ধু-বান্ধব বা প্রিয়জন দূরে অবস্থান করতেছে। তাদের সাথে পহেলা বৈশাখের সুন্দর তম দিন টি কাটানো হচ্ছে না। কিন্তু আপনারা চাইলে তাদের কে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাতে পারেন। এজন্য এই পোস্টে বাংলা নববর্ষ শুভেচ্ছা মেসেজ দেওয়া আছে, যেগুলো সংগ্রহ করে প্রিয় জনদের কে মেসেজের মাধ্যমে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাতে পারবেন। 

বাংলা নববর্ষ শুভেচ্ছা মেসেজ

কাছের মানুষের সাথে নববর্ষের আনন্দ উদযাপন করতে চাইলেও, নানা প্রতিকূলতার কারণে সেটা সম্ভব হয়ে উঠে না। কিন্তু তাদের কে শুভেচ্ছা জানানোর অনেক গুলো পন্থা রয়েছে। যার মধ্যে একটি হচ্ছে মেসেজ। এই ক্ষুদে বার্তার মাধ্যমে আপনার পহেলা বৈশাখের আবেগ-অনুভূতি প্রিয় জনদের সাথে শেয়ার করতে পারবেন। আজকে এই শুভ দিনে কত খুশি কত সাজ। “আজকে এই শুভ দিনে ভুলে যাও সব কাজ শুভ নববর্ষ” এই রকম মেসেজের মাধ্যমে আপনারা সবার সাথে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাতে পারবেন। নিচে আরও কিছু বাংলা নববর্ষ শুভেচ্ছা মেসেজ দেওয়া আছে, সেগুলো সংগ্রহ করুন। 

নতুন পোশাক নতুন সাজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন, মিষ্টি হাসি,
শুভেচ্ছা জানাই রাশি রাশি।
শুভ নববর্ষ-

বিদায় রাগিনী বাজিয়ে গেল
জীর্ণ পুরানো বর্ষ।
নববর্ষ আনবে সকল রকম হর্ষ।
শুভ নববর্ষ-

নতুন বছরের ১লা দিনে,
শপথ করি মনে,
করবো আমি ভালো কর্ম,
এই নতুন সনে।
শুভ নববর্ষ- 

তোমার সব দুশ্চিন্তা
দূর করে মনে আনো হর্ষ..
নতুন আলোয়, নতুন আশায়
তোমাকে জানাই
শুভ নববর্ষ- 

“মিস্টি হাসি, দুষ্টু চোখ।
সবার সপ্ন সত্যি হোক।
জানাই সবাই কে আরেক বার
শুভ নববর্ষ- 

সব খারাপ স্মৃতিকে
পুরনো দুঃখ হিসেবে ভুলে যাও,
নতুন বছর শুরু করো
নতুন আশা আর প্রতিজ্ঞা দিয়ে,
-শুভ নববর্ষ- 

এই নতুন বছর তোমার জীবনে
নিয়ে আসুক অনেক অনেক
নতুন সারপ্রাইজ,
যাতে তোমার জীবন ভরে
উঠুক সুখে ও আনন্দে…
শুভ নববর্ষ-

আসুন পুরানো বছরকে বিদায় জানিয়ে
নতুন বছরকে ভালোবাসার সাথে স্বাগত জানায়।
শুভ নববর্ষ- 

নববর্ষের পদার্পনের সাথে সাথে আমি আশা করি,
এটি যেন আমাদের সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষৎ নিয়ে আসুক।
শুভ নববর্ষ-   

নতুন বছরের প্রতিটি দিন
আপনার জন্য সাফল্য,
সুখ এবং সমৃদ্ধিতে ভরপুর হোক।
শুভ নববর্ষ- 

যা ঘটেগেছে তা পরিবর্তন করা সম্ভব নয়।
তাই এই নতুন বছরে
একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলুন। 
শুভ নববর্ষ-  

নববর্ষের নবরূপ রাঙিয়ে
দিক প্রতিটি মুহূর্ত।
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো
শুভ নববর্ষ- 

শুভ নববর্ষের অনেক অনেক
প্রীতি ও শুভেচ্ছা
নববর্ষ ভালো কাটুক
সুন্দর কাটুক শান্তিতে কাটুক। 

পহেলা বৈশাখের শুভেচ্ছা মেসেজ ২০২৩ 

বাংলা নববর্ষ আর পহেল বৈশাখ একই। এই দিনেই পহেলা বৈশাখের আয়োজন করা হয়। অনেকে গুগলে পহেলা বৈশাখের শুভেচ্ছা মেসেজ সংগ্রহ করার জন্য খুজতেছেন। তারা এই অংশ তুলু ফলো করবেন। নববর্ষ উপলক্ষে এখানে পহেলা বৈশাখের মেসেজ দেওয়া আছে। এখান থেকে আপনার পছন্দের মেসেজ টি খুঁজে নিবেন। 

“ফুল ফুটেছে বনে বনে,
ভাবছি তোমায় মনে মনে,
বলছি তোমায় কানে কানে…
শুভ নববর্ষ – 

কাটবে রাত, আসবে প্রভাত।
যাক মুছে যাক পুরাতন সব দুঃখ।
নতুন বছর, নতুন আশা,
সঙ্গে থাকুক ভালবাসা।
শুভ নববর্ষ- 

“কথার শেষে নতুন বেশে,
আসছে কোন ভেলা আনন্দে ভেসে।
নতুন বছর আসছে প্রকৃতির মাঝে,
তাই তো মন সেজেছে রঙিন বেশে।
শুভ নববর্ষ – 

একটি নতুন বছর একটি খালি ডায়েরি মতো,
এবং তার কলমটি আপনার হাতে।
নিজের জন্য একটি সুন্দর গল্প লুখুন।
শুভ নববর্ষ- 

পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম।
বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান।
পুরনো সব কস্ট করে ফেল নষ্ট।
নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধি ময়।
এই কামনায় তোমাই জানাই
শুভ নববর্ষ- 

সফলতার পথে সর্বদা সামনে এগিয়ে যান।
আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন।
আপনাকে শুভ নববর্ষের
অনেক অনেক শুভেচ্ছা- 

যেটুকু ভুল ছিল সুধরে নিব,
না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব,
সবারে বাসবো ভাল,
এ প্রত্যয়ে শুরু হোক নতুন বছর।
শুভ নববর্ষ-

মনে আসুক বসন্ত,
সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত,
আর নতুন বছরের আনন্দ
হোক অফুরন্ত!
শুভ নববর্ষ- 

নতুন বছর নতুন নতুন আশা ও লক্ষ নিয়ে আমাদের কাছে আসছে,
আপনাকে এবং আপনার পরিবারকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।

নতুন বছরের নতুন সূর্য,
বয়ে আনুক আপনার আনন্দ।
নতুন বছরের নতুন আলো
জীবন হোক সবার ধন্য
নতুন বছরের নতুন আশা
সবাই মিলে বাধো সুখের বাসা
শুভ নববর্ষ-  

নতুন দিনের নতুন আলো
দূরে নিয়ে যাক নিকষ কালো
নতুন সূর্য নতুন প্রানে
বাজাও বাদ্য জীবন গানে
কাটুক আঁধার আলোর স্পর্শে।
মেতে উঠুক মন নতুন বর্ষে
শুভ নববর্ষ-   

বাংলা নববর্ষ শুভেচ্ছা এস এম এস 

এখানে কিছু ক্ষুদে বার্তা বা এস এম এস দেওয়া আছে। এই এস এম এস গুলোতে বাংলা নববর্ষের শুভেচ্ছা নিয়ে কিছু ছোট ছোট কথা লেখা আছে। যেগুলো অনেক তা ছন্দের মতো। এই এস এম এস গুলো আপনার দূরের প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারবেন। ক্ষুদে বার্তার মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানাতে নিচের দেওয়া বাংলা নববর্ষ শুভেচ্ছা এস এম এস গুলো সংগ্রহ করে নিন। 

আজ দেখ নতুন সপ্ন,
ভুলে যাও সব পুরনো কস্ট।
আজ কর নতুন সব কল্পনা,
ভুলে যাও সব পুরনো যন্ত্রনা।
আজ থেকে শুরু হোক নতুন জীবন,
সুখের হোক সবার প্রতিটি ক্ষণ।
এই কামনা করি আমি সারাটা ক্ষণ।
শুভ নববর্ষ-   

ঝরে গেল আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সব মলিনতা।
বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ
মন থেকে আজ জানাই তোমায়
শুভ নববর্ষ” নতুন পোশাক নতুন সাঁজ।
নতুন বছর শুরু আজ।মিষ্টি মন মিষ্টি হাঁসি।
শুভেচ্ছা জানাই রাশি রাশি

নতুন বছরে পুরানাে
প্রেমে নতুন করে ডুবি।
নতুন বছরে তােকে
আবার নতুন করে খুঁজি।”
শুভ নববর্ষ-   

নতুন বছরটাকে যত্ন করে রেখো,
স্বপ্ন গুলো সত্যি করে খুব ভালো থেকো।
শুভ নববর্ষ

স্বপ্ন সাজাও রঙের মেলায়,
জীবন ভাষাও রঙিন ভেলায়।
ফিরে চলো মাটির টানে,
নতুন সুরে নতুন গানে।
নতুন আশা জাগাও প্রানে,
খুঁজে নাও বাঁচার মানে।
সবাই কে নতুন বছরের
অনেক অনেক শুভেচ্ছা।
শুভ নববর্ষ-    

বসন্তের আগমনে কোকিলের সুর
গ্রিস্মের আগমনে রোদেলা দুপুর
বর্ষার আগমনে সাদা কাঁশফুল
তাই তোমায় Wish করতে মন হল বেকুল 
শুভ নববর্ষ- 

মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর।
এই সময় এই ক্ষন পাবে, তুমি কতক্ষন আসো তবে হাত মিলাই
মনের সাথে মন মিলাই, ভালবাসায় ধন্য হোক জীবন
শুভ হোক তোমার আমার নববর্ষ।  

বছর শেষের ঝরা পাতা, বললো উড়ে এসে।
একটা বছর পেরিয়ে গেল, হাওয়ার সাথে ভেসে।।
নতুন বছর আসছে, তাকে যত্ন করে রেখো।
স্বপ্নগুলো সত্যি করে, ভীষন ভালো থেকো
তোমাকে ও তোমার পরিবারকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। 

বাংলা নববর্ষ শুভেচ্ছা উক্তি  

নতুন বছর কে ঘিরে অনেক উক্তি রয়েছে। এই উক্তি গুলো আমাদের সকল বিখ্যাত মনিষীগণ লিখেছেন। তারা বাংলা নববর্ষকে তাদের ভাষায় উক্তি দিয়ে প্রকাশ করেছে। এই উক্তি গুলো আমাদারে জানা অনেক জরুরি। আপনারা চাইলে এখান থেকে বাংলা নববর্ষ শুভেচ্ছা উক্তি পড়ে নিতে পারেন। 

  • নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা,
    পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা
  • এসেছে নতুন বর্ষ প্রাণে প্রাণে বাজে
    তাই নব হর্স তোমাদের জানাই তাই
    শুভ নববর্ষ 
  • শোনা যায় ভোরের আযান আর কোকিলের কলতান আর ফেসবুকে জ্বল-জ্বলন্ত নববর্ষের জয়গান
    – সংগৃহীত
  • চৈত্রে চালিতা, বৈশাখে নালিতা, আষাড়ে……… ভাদ্রে তালের পিঠা। আর্শ্বিনে ওল, কার্তিকে কৈয়ের ঝুল
    – ক্ষণা
  • চৈত্রে দিয়া মাটি বৈশাখে কর পরিপাটি।
    – ক্ষণা 
  • শুনরে বেটা চাষার পো, বৈশাখ জ্যৈষ্ঠে হলুদ রো। আষাঢ় শাওনে নিড়িয়ে মাটি,ভাদরে নিড়িয়ে করবে খাঁটি। হলুদ রোলে অপর কালে, সব চেষ্টা যায় বিফলে।
    – ক্ষণা
  • বছর ঘুরে এলো আরেক প্রভাতী ফিরে এলো সুরের মঞ্জুরী পলাশ শিমুল গাছে লেগেছে আগুন এ বুঝি বৈশাখ এলেই শুনি মেলায় যাইরে, মেলায় যাইরে বাসন্তী রঙ শাড়ী পরে ললনারা হেটে যায়
    – মাকসুদ 
  • আনন্দে আতঙ্কে নিশি নন্দনে উল্লাসে গরজিয়া মত্ত হাহা রবে ঝার সঞ্জীব বাধ উন্মাদিনী কালবৈশাখীর নৃত্য হোক তবে ।
    – রবীন্দ্রনাথ ঠাকুর 
  • রুদ্রতপের সিদ্ধি এ কি ওই-যে তোমার বক্ষে দেখি, ওরই লাগি আসন পাতো হোমহুতাশন জ্বেলে॥ নিঠুর, তুমি তাকিয়েছিলে মৃত্যুক্ষুধার মতো তোমার রক্তনয়ন মেলে।
    – রবীন্দ্রনাথ ঠাকুর 
  • ভীষণ, তোমার প্রলয়সাধন প্রাণের বাঁধন যত যেন হানবে অবহেলে। হঠাৎ তোমার কণ্ঠে এ যে আশার ভাষা উঠল বেজে, দিলে তরুণ শ্যামল রূপে করুণ সুধা ঢেলে॥
    – রবীন্দ্রনাথ ঠাকুর 

বাংলা নববর্ষ শুভেচ্ছা স্ট্যাটাস 

ফেসবুকে পোস্ট করার জন্য এখানে কিছু স্ট্যাটাস দেওয়া আছে। যেগুলো পহেলা বৈশাখ সম্পর্কে লেখা হয়েছে। যারা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে চান, তারা এই স্ট্যাটাস গুলো সংগ্রহ করে ফেসবুকে পোস্ট দিয়ে দিন। 

  • কাটবে রাত, আসবে প্রভাত। যাক পুরাতন, যাক মুছে যাক সব দুঃখ। নতুন বছর, নতুন আশা, সঙ্গে থাকুক ভালবাসা।
    শুভ নববর্ষ
  • বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর এসেছে, তাকে যত্ন করে রেখো, স্বপ্ন গুলো সত্যি করে খুব ভাল থেকো। শুভ নববর্ষ।
  •  তোমার জন্য সকাল-দুপুর, তোমার জন্য সন্ধা, তোমার জন্য সকল গোলাপ এবং রজনীগন্ধা। তোমার জন্য সব সুর তোমার জন্য ছন্দ। নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ। শুভ নববর্ষ।
  • নতুন সূর্য, নতুন প্রাণ। নতুন সুর, নতুন গান। নতুন ঊষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
  • রেশমী চুরি আর রঙিন শাড়ি । ইলিশ ভাজি আর পান্তা হাড়ি । ঢাক ঢোল আর তবলা। নতুন সাজে সাজল বাংলা। এলরে পহেলা বৈশাখ। শুভ নববর্ষ
  • নিশি যখন ভোর হবে। সুখ তারা নিভে যাবে, আসবে একটা নতুন দিন, দুঃখ হতাশা যাও ভুলে, হাসি আনন্দ নিও তুলে, বছরটা হোক অমলিন।
    শুভ নববর্ষ
  • বাউল গানের সন্ধ্যা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রাঙ্গা মাটির পথটি জুড়ে ।
    শুভ নববর্ষ
  • নীল আকাশের মেঘের ভেলায়, ঘাসের উপর শিশির কনায়, প্রজাপতির রঙ্গীন ডানায়, ফালগুনের ফুলের মেলায়, একটা কথা তোমাকে জানাতে চাই শুভ ১ লা বৈশা।
  • জাগুক হৃদয়েতে নব আনন্দ, সঙ্গীতে দাও নতুন ছ্ন্দ, দুর করে দিয়ে সকল দুঃখ, আস হে নতুন আস।
    শুভ নববর্ষ
  • কথার শেষে নতুন বেশে আসছে কোন ভেলা আনন্দে ভেসে।নতুন বছর আসছে প্রকৃতির মাঝে, তাই তো মন সেজেছে রঙিন বেশে।
    শুভ নববর্ষ 

  •  জাগুক হৃদয়েতে নব আনন্দ, সঙ্গীতে দাও নতুন ছ্ন্দ, দুর করে দিয়ে সকল দুঃখ, আস হে নতুন আস।
    শুভ নববর্ষ

পহেলা বৈশাখের ছন্দ 

এখানে নতুন বছরের জন্য কিছু ছন্দ শেয়ার করা হয়েছে। এই ছন্দ গুলোর মাধ্যমে অন্যাদের সাথে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাতে পারবেন। এছাড়া এই ছন্দ গুলো মেসেজের মাধ্যমে শেয়ার করতে পারবেন। নিচে পোহালে বৈশাখের সুন্দর সুন্দর ছন্দ দেওয়া আছে। আপনার পছন্দের নববর্ষের ছন্দ টি খুঁজে নিন। 

পুরনো যত হতাশা, দুঃখ,অবসাদ,
নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ।
সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।
শুভ পহেলা বৈশাখ

ইচ্ছে গুলি উড়ে বেড়াক পাখনা দুটি মেলে
দিন গুলি তোর যাক না কেটে এমনি হাসি খেলে
অপূর্ণ না থাক যেন তোর কোন শখ
এই কামনার সাথে জানাই
শুভ পহেলা বৈশাখ

ঝরে গেলো আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সব মলিনতা ।
বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ,
মন থেকে আজ জানাই তোমায়
শুভ নববর্ষ

মনে আসুক বসন্ত,
সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত 
আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত !!!!!
শুভ নববর্ষ 

নতুন সকাল , নতুন দিন , নতুন করে শুরু ।
যা হয় না যেন শেষ,
নববর্ষের শুভেচ্ছা সাথে,
পাঠালাম তোমায় এই এসএমএস !
শুভ নববর্ষ 

ভুল কে আজ দাও ছুটি, বিবাদ কে আজ দাও বিদায়।
মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর।
এই সময় এই ক্ষন, পাবে তুমি কতক্ষন
আসো তবে হাত মিলাই ,মনের সাথে মন মিলাই,
ভালোবাসায় ধন্য হোক জীবন,
শুভ হোক তোমার আমার নববর্ষ ।

দিনগুলি যেমনই হোক, ঠিকই যায় কেটে।
তবুও বল কি লাভ, পুরনো স্মৃতি ঘেটে।
এ বছর পূর্ন হোক, তোমার সকল আশা।
নববর্ষের এটাই আমার প্রত্যাশা

আবার আসলো বৈশাখ মাস , চৈত্রের অবসানে !
নববর্ষের নতুন হাওয়া, উষ্ণতা দিল প্রানে ।
মনের যত গ্লানি ভুলে, জীবন গড়ো নতুন ভাবে ।
নতুন নতুন স্বপ্ন দেখো, নববর্ষের টানে । 

মুছে যাক সকল কলুষতা শান্তির বার্তা নিল খামে
পাঠালাম সুদিনের সুবাতাস তোমায় দিলাম ।
শুভ নববর্ষ 

বসন্তের আগমনে কোকিলের সুর !
গ্রীস্মের আগমনে রোদেলা দুপুর !
বর্ষার আগমনে সাদা কাঁশফুল !
তাই তোমায় উইশ করতে মন হলো বেকুল !
শুভ নববর্ষ 

পহেলা বৈশাখের কবিতা 

আমরা সবাই কবিতা পড়তে পছন্দ করি। অনেক কবি নববর্ষ নিয়ে নতুন নতুন কবিতা লিখেছেন। পহেলা বৈশাখের অনুভব তারা কবিতা দিয়ে প্রকাশ করেছে। এখানে তাদের লেখা কবিতা গুলো দেওয়া আছে। নিচে কয়েকটি বাংলা নববর্ষ নিয়ে সুন্দর সুন্দর কবিতা শেয়ার করা হয়েছে দেখেনিন। 

কবিতা ১ঃ 

নিশি অবশান প্রায় ,
ঐ পুরাতন বর্ষ হয় গত ।
আমি আজি ধূলিতলে ,
জীর্ন জীবন করিলাম নত ।
বন্ধু হও শত্রু হও যেখানে যে রত,
ক্ষমা কর আজিকের মত।
পুরাতন বছরের সাথে ,
পুরাতন অপরাধ যত ।
হর্দম হৈ হৈ,
বৈ এল ঐ,
কলার পাতায় ইলিশ পান্তা ,
ঈসান কোনে মেঘের বার্তা ।
শুভ নববর্ষ ।

কবিতা ২ঃ 

আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে,
নবরুপে পহেলা বৈশাখ…
আজ শুধুই ভালবাসার উজানে,
বাঙালির বর্ষবরণ নানা আয়োজনে,
রমনীরা আজ সেজেছে নতুন সাজে,
পায়ের নূপুর ঘুঙ্গুর বাজে।
নাচবে দুলেদুলে দেখবো প্রানখুলে,
প্রিয়ার ভালবাসা জমা থাক।
আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে,
নতুন সাজে পহেলা বৈশাখ।
শুভ নববর্ষ !!

কবিতা ৩ঃ 

বর্ষবরণ
 এ কে দাস মৃদুল  

বৈশাখ
এলো রে
ঝড়ো হাওয়া বয়ে
বৃক্ষের ডালে নব পল্লবে,
ঘরে ঘরে আনন্দ ধারা নিয়ে;
পুরাতন ধুয়ে মুছে বৈশাখ এলো রে।

জীর্ণতা
পিছু ফেলে
যা ছিলো অনাদরে
নতুন দিনের তরুণ আলোয়,
হাটে মাঠে সার্বজনীন বরেণ্য উৎসবে;
পান্তা ইলিশের সুবাসে বৈশাখ এলো রে।

আগামীর
চলার পথে
সুনিপুণ স্বপ্ন বুকে
হাজার বছরের ঐতিহ্য লালনে,
বাঙালির ঘরে ঘরে শান্তির বারতায়;
হালখাতার নববর্ষ বরণের বৈশাখ এলো রে।

আনন্দ
মেলার মিছিলে
বাঁশরীয়ার বাঁশির সুরে
মানব মানবীর নব উল্লাসে,
ঢোল ডুগডুগির বাউল সঙ্গীতের নৃত্যে;
মনুষ্যত্বের মিলন মেলার বৈশাখ এলো রে।

কবিতা ৪ঃ 

বৈশাখ
রবীন্দ্রনাথ ঠাকুর

হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!
ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল,
তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল
কারে দাও ডাক
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!

ছায়ামূর্তি যত অনুচর
দগ্ধতাম্র দিগন্তের কোন্ ছিদ্র হতে ছুটে আসে!
কী ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন-আকাশে
নিঃশব্দ প্রখর
ছায়ামূর্তি তব অনুচর!

মত্তশ্রমে শ্বসিছে হুতাশ।
রহি রহি দহি দহি উগ্রবেগে উঠিছে ঘুরিয়া,
আবর্তিয়া তৃণপর্ণ, ঘূর্ণচ্ছন্দে শূন্যে আলোড়িয়া
চূর্ণরেণুরাশ
মত্তশ্রমে শ্বসিছে হুতাশ।

দীপ্তচক্ষু হে শীর্ণ সন্ন্যাসী,
পদ্মাসনে বস আসি রক্তনেত্র তুলিয়া ললাটে,
শুষ্কজল নদীতীরে শস্যশূন্য তৃষাদীর্ণ মাঠে
উদাসী প্রবাসী—
দীপ্তচক্ষু হে শীর্ণ সন্ন্যাসী!

জ্বলিতেছে সম্মুখে তোমার
লোলুপ চিতাগ্নিশিখা, লেহি লেহি বিরাট অম্বর,
নিখিলের পরিত্যক্ত মৃতস্তূপ বিগত বৎসর
করি ভস্মসার।
চিতা জ্বলে সম্মুখে তোমার।

হে বৈরাগী, করো শান্তিপাঠ।
উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে,
যাক নদী পার হয়ে, যাক চলি গ্রাম হতে গ্রামে,
পূর্ণ করি মাঠ।
হে বৈরাগী, করো শান্তিপাঠ।

সকরুণ তব মন্ত্রসাথে
মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব- ’পরে,
ক্লান্ত কপোতের কণ্ঠে, ক্ষীণ জাহ্নবীর শ্রান্তস্বরে,
অশ্বত্থছায়াতে—
সকরুণ তব মন্ত্রসাথে।

দুঃখ সুখ আশা ও নৈরাশ
তোমার ফুৎকারলুব্ধ ধুলা-সম উড়ুক গগনে,
ভ’রে দিক নিকুঞ্জের স্খলিত ফুলের গন্ধসনে
আকুল আকাশ—
দুঃখ সুখ আশা ও নৈরাশ।

তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল
দাও পাতি নভস্তলে, বিশাল বৈরাগ্যে আবরিয়া
জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা, লক্ষকোটি নরনারী-হিয়া
চিন্তায় বিকল।
দাও পাতি গেরুয়া অঞ্চল।

ছাড়ো ডাক, হে রুদ্র বৈশাখ!
ভাঙিয়া মধ্যাহ্নতন্দ্রা জাগি উঠি বাহিরিব দ্বারে,
চেয়ে রব প্রাণীশূন্য দগ্ধতৃণ দিগন্তের পারে
নিস্তব্ধ নির্বাক।
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!

শেষ কথা   

প্রতি বছর ই আজকের এই দিনে বাংলাদেশে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন করা হয়। এই পোস্টে দেওয়া পহেলা বৈশাখের বাংলা নববর্ষ শুভেচ্ছা মেসেজ, কবিতা বা ছন্দ দিয়ে আজকের দিন টি সবার সাথে উপভোগ করুন। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই পোস্ট থেকে বাংলা নববর্ষ শুভেচ্ছা মেসেজ, উক্তি, স্ট্যাটাস, ছন্দ ও কবিতা সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। 

আরও দেখুনঃ

শুভ নববর্ষ 2023 এর শুভেচ্ছা মেসেজ, স্ট্যাটাস, বার্তা, এসএমএস ও ক্যাপশন

শুভ নববর্ষ ১৪৩০, বাংলা নববর্ষের শুভেচ্ছা বাণী ও ফেসবুক স্ট্যাটাস

পহেলা বৈশাখ সম্পর্কে ১০টি বাক্য – বাংলা নববর্ষ ১৪৩০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *