শুভ নববর্ষ 2023 এর শুভেচ্ছা মেসেজ, স্ট্যাটাস, বার্তা, এসএমএস ও ক্যাপশন

দেখতে দেখতে আমাদের মাঝে থেকে নতুন আরেকটি বাংলা বছর শুরু হয়ে গেল। আজকে বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। আমরা বাংলা ১৪২৯ সালকে বিদায় জানিয়ে নতুন 1430 সাল কে সাদরে আমন্ত্রণ জানিয়েছি। নতুন এই বছর উপলক্ষে আমরা এই আনন্দকে একে অপরের সাথে ভাগাভাগি করে থাকে। আমরা সকলেই শুভ নববর্ষ এর শুভেচ্ছা বিনিময় করে থাকি একে অপরের সাথে।

অনেকেই বাংলা নতুন বছর উদযাপন উপলক্ষে শুভ নববর্ষ এর শুভেচ্ছা মেসেজ খুঁজে বেড়ায়। কারণ এ সকল শুভেচ্ছা মেসেজগুলো আমরা মোবাইল মেসেজ বা মেসেঞ্জার এর মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি। আজকের এই পোস্টে আমি আপনার জন্য বিভিন্ন মাধ্যম থেকে বাছাই করে অনেক সুন্দর সুন্দর শুভ নববর্ষ 2023 এর শুভেচ্ছা মেসেজ, স্ট্যাটাস, বার্তা, এসএমএস ও ক্যাপশন সংগ্রহ করেছি।

শুভ নববর্ষ 2023 এর শুভেচ্ছা

আজকে সারা বাংলাদেশ জুড়েই বাংলা নববর্ষ শুরু হয়েছে। সবাইকে বাংলার শুভ নববর্ষের শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি অতীতের সব গ্লানি মুছে দিয়ে নতুন বাংলা বছর আপনার জীবনে নতুন দিগন্ত বয়ে আনবে। পোস্টের এই অংশে এখন আমি আপনার সাথে বেশ কিছু শুভ নববর্ষ 2023 এর শুভেচ্ছা মেসেজ শেয়ার করব। আশা করি পহেলা বৈশাখ উপলক্ষে এ সকল শুভেচ্ছা স্ট্যাটাস গুলো আপনি সকলের সাথে শেয়ার করতে পারবেন।

বিদায় রাগিনী বাজিয়ে গেল
জীর্ণ পুরানো বর্ষ।
নববর্ষ আনবে সকল রকম হর্ষ।
🎉শুভ নববর্ষ🎉

পাতা ঝরা বৈশাখের মতো তোমার জীবনের সব দুঃখ গ্লানি ঝরে যাক,
আর নতুনের ছোয়া লেগে হৃদয় আনন্দে উদ্ভাসিত হয়ে উঠুক,
শুভ নববর্ষ বন্ধু;

নতুন আসা, নতুন রোদ্দুর,
নতুন আলো নতুন ভোর
মিষ্টি হাসি দুষ্টু চোখ,
তোমার মনের যত স্বপ্ন
নতুন বছরে তা পূর্ণ হোক,
***শুভ পহেলা বৈশাখ***

বয়ে আনে ঝড় বুকে আশাদের ভীড়
কান্নারা হাসি হোক, হোক আরো নিবিড়
পরে থাক স্মৃতি কথা পুরনো দিনের
আহ্বান করি শুধু নতুন ভোরের
বছর শেষের নতুন সুর বাজে বাতাসে
চৈত্র দিনের চৈতালী হওয়া
সব হারিয়ে আবার ফিরে পাওয়া
******শুভ নববর্ষ *****

সুখের ছন্দে ছন্দে মনের আনন্দে
সব ব্যাথা ধুয়ে মুছে যাক
মানুষ সহ পৃথিবীর প্রতিটি প্রাণী
যে যেখানে সবাই ভালো থাক
আছে যা মন্দ হোক তা আনন্দ
শুধু আশা আর ভালোবাসাটুকু থাক
হৃদয় থেকে জানাই তোমায়
»»»শুভ পহেলা বৈশাখ

শুভ নববর্ষ 2023 স্ট্যাটাস

বাংলা নববর্ষ উপলক্ষে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকে। কিন্তু অনেকেই ফেসবুকে কি ধরনের স্ট্যাটাস দিতে হয় সে সম্পর্কে বুঝে উঠতে পারে না। এজন্য তারা ইন্টারনেটে শুভ নববর্ষ এর স্ট্যাটাস খুঁজে বেড়ায়। এজন্য আমি এখন আপনাদের সাথে বেশ কিছু বাংলা নববর্ষের শুভেচ্ছা স্ট্যাটাস এর নমুনা শেয়ার করব। আপনি চাইলে স্ট্যাটাস গুলো কপি করে আপনার ফেসবুক টাইমলাইনে ফেসবুক পোস্ট আকারে শেয়ার করতে পারেন।

পুরাতন সূর্য অস্ত যাওয়ার আগে এবং পুরাতন ক্যালেন্ডারটি নষ্ট হয়ে যাওয়ার আগে, অন্য কারও শুভেচ্ছা শুরু করার আগে আপনাকে আগাম নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিটি মুহূর্ত উপভোগ করো। হ্যাপি নিউ ইয়ার 2023!

আশাকরি, আপনার সামনে একটি সত্যিই অসাধারণ এবং আনন্দের বছর রয়েছে! আপনাকে এবং আপনার পরিবারকে নতুন বছরের শুভেচ্ছা!

ঈশ্বর এই কঠিন পরিস্থিতির মধ্যেও আমাদের আরও একটি বছর দিয়েছেন, আসুন আমরা তাঁর প্রার্থনা এবং আনন্দ করি। হ্যাপি নিউ ইয়ার 2023!

এই নতুন বছরটি তোমার জীবন দুর্দান্ত সাফল্যের সাথে পূরণ হোক। আশাকরি, বাংলা ১৪৩০ একটি আকর্ষণীয় বছর হবে। হ্যাপি নিউ ইয়ার।

আরও এক বছর কেটে গেল এবং একটি নতুন বছর শুরুর সময় এল। ভালবাসা, আনন্দ, শান্তির ও উল্লাসের সাথে আগত বছরকে স্বাগতম জানাই। সকলকে নতুন বছরের শুভেচ্ছা।

নতুন বছরের শুভেচ্ছা মেসেজ

পহেলা বৈশাখ বা বাংলা নতুন বছর উপলক্ষে অনেকেই শুভেচ্ছা মেসেজ খুঁজে বেড়িয়ে থাকে। কারণ আমরা নতুন বছরের আনন্দ গুলো একে অপরের সাথে শেয়ার করতে পছন্দ করি। মোবাইল মেসেজ বা ফেসবুকে স্ট্যাটাস প্রদানের মাধ্যমে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানানো যেতে পারে। আপনি যদি নতুন বছরের শুভেচ্ছা থাকেন তাহলে এখান থেকে তা সংগ্রহ করে নিতে পারেন।

আজকে এই শুভ দিনে
কত খুশি কত সাজ।
আজকে এই শুভ দিনে
ভুলে যাও সব কাজ।
🎉শুভ নববর্ষ🎉

নুতন বছরে ভরে উঠুক সকল বিশ্ববাসীর মন
দুঃখগুলো দূরে থাকুক হোক শুধু আনন্দের আগমন,
******* শুভ নববর্ষ ********

রাত্রি শেষে সকাল হয় সূর্যকে ভালোবেসে
নতুন বছরের শুভেচ্ছা পাঠালাম তোমায় ফোন এস.এম.এস এ
******* শুভ নববর্ষ *********

কিছু আশা কিছু ভরসা
কিছু দুঃখ কিছু কষ্ট
কিছু পাওয়া কিছু না পাওয়া
আবার কিছু পেয়ে হারিয়ে ফেলা
আসলে এসব এই জীবনের খেলা,
মন খারাপ করোনা বন্ধু ফেলনা দীর্ঘশ্বাস,
হৃদয় থেকে জানাই তোমায় শুভ পহেলা বৈশাখ
******* শুভ নববর্ষ *********

নতুন বছরের শুভেচ্ছা 2023 ছন্দ

বাংলা নববর্ষ উপলক্ষে যারা নতুন বছরের শুভেচ্ছা ছন্দ খুজে বেড়াচ্ছেন তাদের জন্য এখানে আমি বিভিন্ন মাধ্যম থেকে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু ছন্দ সংগ্রহ করেছি। আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে এ সকল শুভেচ্ছা ছন্দ গুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং অন্যদের সাথেও শেয়ার করতে পারেন।

তোমার সব দুশ্চিন্তা
দূর করে মনে আনো হর্ষ..
নতুন আলোয়, নতুন আশায়
তোমাকে জানাই
🎉শুভ নববর্ষ🎉

নতুন সকাল আসুক নিয়ে
নতুন প্রাণের উচ্ছাস,
ভোরের পাখি ঘুম ভাঙাবে
দিয়ে মিষ্টি ডাক,
সূর্যি মামা রোজ সকালে
করবে তোমায় স্পর্শ,
মনে মনে পাঠিয়ে দিলাম
শুভ নববর্ষ,
*** শুভ পহেলা বৈশাখ ***

আসবে বছর যাবে বছর সময় শেষ হবে
মানুষ গুলো একি’ই রবে শুধু দিন ফুরাবে
হিসাব নিকাশ অনেক কষে ভাববে তুমি বসে
কি পেয়েছি কি হারিয়েছি মানুষের সাথে মিশে
এসব শুধুই জীবন খেলা আর প্রতিযোগী তুমি
ভালোবেসে আকড়ে ধরবে ভালোবাসার ভূমি
শেষ বেলাতে ঠিক হবে সব আশায় থাকবে মন
জীবন চক্রের বুহ্যে পড়ে চলবে এমনি খেলা
দেখতে দেখতে চলে আসবে আবার বৈশাখী বেলা
******শুভ নববর্ষ *******

বাংলা ১৪৩০ সালের শুভেচ্ছা

আজকে আমরা বাংলা নতুন আরো একটি বছরে পদার্পণ করেছি। বাংলা 1429 সাল চলে গিয়েছে, আমাদের মাঝে নতুন করে 1430 সালের আগমন ঘটেছে। নতুন এই বছর উপলক্ষে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করা আমাদের কর্তব্য। এখানে আমি আপনার সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করার কিছু মেসেজ শেয়ার করেছি।

সব খারাপ স্মৃতিকে
পুরনো দুঃখ হিসেবে ভুলে যাও,
নতুন বছর শুরু করো
নতুন আশা আর প্রতিজ্ঞা দিয়ে,
🎉শুভ নববর্ষ🎉

ভোরের আলোর পরশ লাগুক সবার মনে
এগিয়ে চলো নতুন ভরসার নতুন উদ্যমে
স্মৃতি গুলো মুছে যাক ফেলে আসা দিনের
নিশ্চিত হোক সব আশা যা ছিলো দূরের
******শুভ নববর্ষ *******

বাংলার বছর শুরু পহেলা বৈশাখে
নতুন আবেগের ছোঁয়া লাগে আকাশে বাতাসে,
হারিয়ে যাবো নতুন পথে নতুন অজানায়
পুরনো যত দুঃখ আছে দেবো আজ বিদায়.
*** শুভ পহেলা বৈশাখ & শুভ নববর্ষ ***

নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস ১৪৩০

বর্তমান যুগে ফেসবুক আমাদের দৈনন্দিন কাজের একটি অংশ হয়ে গিয়েছে। প্রতিদিনের কাজের আপডেট আমরা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে শেয়ার করে থাকি। আজকে যেহেতু পহেলা বৈশাখ অর্থাৎ নতুন বছর শুরু হয়েছে। তাই অনেকেই নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস প্রদান করে থাকে। আপনার জন্য পোষ্টের এই অংশে বেশ কিছু নতুন বছরের ফেসবুক স্ট্যাটাসের নমুনা শেয়ার করেছি।

এই নতুন বছর তোমার জীবনে
নিয়ে আসুক অনেক অনেক
নতুন সারপ্রাইজ,
যাতে তোমার জীবন ভরে
উঠুক সুখে ও আনন্দে…
🎉শুভ নববর্ষ ১৪৩০🎉

১৪৩০ সালের সুখের হোক প্রতিটি মানুষের জীবন
মনে মনে এই কামনাই করি আমি সারা ক্ষন,
সকলের জন্যে করছি আমি মন থেকে পর্থনা
সকলে ভুলে যাক যা ছিলো পুরোনো যন্ত্রণা,
সবার জীবনে আসুক নতুন বছরের মন ভরানো স্বপ্ন
যে সপ্ন ভুলিয়ে দেবে দুঃখী মনের সব কষ্ট,
******* শুভ নববর্ষ *********

দখিনা বাতাসে বইছে খুশির ঘ্রাণ
অজানা ফুলের গন্ধে জুড়ায় প্রাণ
নতুন পোশাক পড়বে মানুষ আজ গায়
বৈশাখের রঙেতে জীবন রাঙায়
এসেছে চৈত্র শেষে পহেলা বৈশাখ
আকাশে বাতাসে বাজে খুশির ঢাক
***** শুভ নববর্ষ *****

নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আসা
চারিদিকে ছড়িয়ে পড়ুক শুধুই ভালবাসা
******* শুভ নববর্ষ *******

প্রেমিকাকে নববর্ষের শুভেচ্ছা নিয়ে রোমান্টিক উক্তি

আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা প্রেমিকাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এখান থেকে বেশ কিছু বাংলা নতুন বছরের রোমান্টিক উক্তি সংগ্রহ করতে পারবেন। ইতোমধ্যেই অনেকে ইন্টারনেটে প্রেমিকাকে নববর্ষের শুভেচ্ছা নিয়ে রোমান্টিক উক্তি খুঁজে বেড়াচ্ছে।

তোমার মনে আপন করে আমায় বেঁধে রেখো
আমার মনের ছোট্ট নীরে ভালোবেসে থেকো
কখনো মনের আড়াল হলে আমায় একটু ডেকো
যতই আসুক বিপদ বাঁধা আমি পর হবনাকো
**** শুভ নববর্ষ *****

আমি তোমার বাড়িতে আসছি
তোমায় সবরকম খুশী দিতে,
আমায় স্বাগত জানিও…
আমি তোমাদের সবার প্রিয় ১৪৩০

বাজুক দুটি হৃদয়ে ছন্দ
নেই আজ কোনো দ্বিধা দ্বন্দ
এলো বৈশাখের শুভলগ্ন
তাই মন খুশিতে মগ্ন
সারাজীবন করে যাবো
অন্তরে আমি একটাই আশা
মনের মাঝে জমা হয় ছোট্ট বাঁসা
কিছু চাওয়া আর কিছু ভালোবাসা
স্বপ্নরা ডানা মেলে ছড়ায় পাখা
** শুভ নববর্ষ ***

পাখি খোঁজে নীর খেয়া খোঁজে তীর
পথিক খোঁজে ছায়া সুনিবিড়
সাগরকে পাবে নদী আছে তার আশা
আমি খুঁজে ফিরি শুধু ভালোবাসা
তাই এই বুকে প্রেম বাঁধে বাসা
মন চায় শুধু তোমায় সারাক্ষণ
প্রেম পেতে চায় নতুন জীবন
** শুভ নববর্ষ ***

শেষ কথা

সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই পোস্টটি এখানেই শেষ করছি। এই পোস্টে আপনাদের সাথে নতুন বছর উপলক্ষে নববর্ষের শুভেচ্ছা মেসেজ স্ট্যাটাস বার্তা ও ক্যাপশন শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আজকের এই পোস্টটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। বাংলা নতুন বছর বা পহেলা বৈশাখ উপলক্ষে আরো পোস্ট পেতে চাইলে নিচের লিংকে ভিজিট করতে পারেন।

আরও দেখুনঃ

শুভ নববর্ষ ১৪৩০, বাংলা নববর্ষের শুভেচ্ছা বাণী ও ফেসবুক স্ট্যাটাস

বাংলা নববর্ষ শুভেচ্ছা মেসেজ, উক্তি, স্ট্যাটাস, ছন্দ ও কবিতা

পহেলা বৈশাখ সম্পর্কে ১০টি বাক্য – বাংলা নববর্ষ ১৪৩০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *