হিজরি বর্ষপঞ্জী অনুসারে রমজান মাসের শেষে শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর উৎসব পালন করা হয়। আর এটি ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র একটি উৎসব। আর এই মুসলিমরা ঈদুল ফিতরের দিন বেশ কিছু আনুষ্ঠানিকতা পালন করে থাকে। ঈদ আনন্দটা সবার মাঝে ভাগাভাগি করে থাকে। ভাগাভাগি করার জন্য বর্তমান সময়ে ঈদের শুভেচ্ছা মেসেজ, বারতা, স্ট্যাটাস ও কাপশন ইত্যাদি অনেকেই ব্যবহার করে থাকেন। কেননা এই বর্তমানে এইসব মাধ্যম ব্যবহার করে খুব সহজেই অন্যদের মাঝে ঈদের শুভেচ্ছা মেসেজ পাতা পাঠানো সম্ভব হয়।
বিশ্বের সকল মুসলিমদের সবচেয়ে বড় উৎসব বছরের দুটি সময় হয়ে থাকে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। আগামী ২০২৩ এ ২১ এপ্রিল মুসলিমদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসব নিয়ে সকল মুসলিমদের নানা আয়োজন লক্ষ্য করা যায়। এই উৎসবে সকল মুসলমান অনেক বেশি আনন্দ করে থাকে। একে অপরের মাঝে শুভেচ্ছা বিনিময় করে আনন্দ ভাগাভাগি করে থাকে। যারা ঈদের শুভেচ্ছা মেসেজ, বারতা, স্ট্যাটাস ও কাপশন ইত্যাদি অনুসন্ধান করছেন তারা এই পোস্ট সম্পূর্ণ পড়ুন।
ঈদের শুভেচ্ছা মেসেজ
কিছু কথা না বলা থেকে যায়,কিছু ভাষা বর্ণনা হীন হয়। তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়,এসো প্রান খুলে আজ সবাই বলি,হ্যাপি ঈদ মোবারাক। এরকমভাবে সকলে ঈদের আনন্দটা শুভেচ্ছা জানিয়ে ভাগাভাগি করে থাকে। ঈদ মানেই আনন্দ, ছোট থেকে বড় সকলেই ঈদে অনেক বেশি আনন্দ করে থাকে।
তবে এই আনন্দ আনন্দটা সবার সাথে কাটানোর জন্য ঈদের শুভেচ্ছা মেসেজ ঈদের শুভেচ্ছা বার্তা স্ট্যাটাস ও ক্যাপশন অনেক বেশি জরুরি এবং প্রয়োজনীয়। অনেকেই এই ঈদকে সুন্দর করে কাটানোর জন্য তার প্রিয়জন-আত্মীয়-স্বজনকে ঈদের শুভেচ্ছা মেসেজ পাঠিয়ে থাকে। যারা ঈদের শুভেচ্ছা মেসেজ, বারতা, স্ট্যাটাস ও কাপশন অনুসন্ধান করে যাচ্ছেন একটু নিচে প্রবেশ করে সম্পূর্ণ পোস্ট পড়ুন।
ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা
আর মাত্র কিছুদিন বাকি, তাই সবার মাঝে ঈদের আমেজ টা একটু বেশি লক্ষ্য করা যাবে। বাংলাদেশ সহ পুরো বিশ্বে এই ঈদের আনন্দটা উপলব্ধি করা যায়। এ বিশ্বের সকল মুসলিমরা এই দিনটি তে অনেক বেশি আনন্দিত হয়ে থাকে। দীর্ঘ একটি বছর পর ঈদুল ফিতর এবং ঈদুল আযহা পেয়ে থাকে। তাই সবার সাথে এই আনন্দটা ঠিক সহজে ভাগাভাগি করে নিতে চায়। অনেকেই এই ঈদ মোবারকের শুভেচ্ছা মোবাইলের মেসেজ বা ফোন করে জানিয়ে থাকে। যারা এই ঈদ মোবারক এর শুভেচ্ছা বার্তা আপনার প্রিয়জনকে জানাতে চান তারা নিম্নে দেওয়া কিছু ঈদ মোবারক এর শুভেচ্ছা বার্তা সংগ্রহ করতে পারেন।
- শত প্রতিকূলতার মাঝেও সকলের জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ ***সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা
- আসছে ঈদ চলছে গাড়ি,ঈদের দাওয়াত আমার বাড়ি, হিমে ঈদের দাওয়াত অগ্রীম🍗আসবে কিন্তু ঈদের দিন💅 অগ্রিম ঈদ মোবারক।
- অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন,,, ঈদ বয়ে আনুক সবার জীবনে অসীম সুখ ও আনন্দ…. সকলকে ঈদ মোবারক।
- যে দিন দেখবো Eid এর চাঁদ, খুশি মনে কাটাবো রাত, নতুন সাজে সাজব সেদিন, সেদিন হলো ঈদের দিন, আনোন্দে কাটাবো সারা দিন। অগ্রিম ঈদ মোবারক।
- সুন্দর আকাশ, সুন্দর দিন, ঈদের বাকি কয়েকদিন। ঝড় বৃষ্টি রোদের দিন, আসবে কিন্তু ঈদের,দিন। নদীর ধারে সাদা বক তোমাদের জানায়” 😍অগ্রীম ঈদ মোবারক।
- আম পাতা জোড়া জোড়া, নতুন সব দিচ্ছে সাড়া, ভালো তেকে, সুখে তেকো, আর আমার কথাটি মনে রেখ। *** ঈদের অগ্রিম শুভেচ্ছা***
- নতুন আকাশ নতুন দিন ঈদের বাকি কয়েক দিন,,, ঝড় বৃষ্টি রোদের দিন আসবে কিন্তু ঈদের দিন নদীর ধারে সাদা বক তোমাদের জানায়” **অগ্রীম ঈদ মোবারক
- লাইফটাকে সুন্দর কর। মনটাকে ফ্রেস করি। হ্রদয়টাকে নরম কর। টাইম কে ইউজ কর। লাভ কে Miss কর। বন্ধু কে SMS কর। ঈদকে উপভোগ কর। অগ্রিম ঈদ মোবারক।
- আমার বাড়ি আইসো সখী নতুন সাজে সেজে, ঈদের পোশাক দিব তোমায় বইসো আমার পাশে। পোলাও কোরমার সাথে দিব সেভেন আপ খেতে। ঈদের দিন করবো মাস্তী দুজন মোরা মিলে। ঈদ মোবারক।
ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস
এই ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য একে অপরকে আমরা ঈদ মোবারক বলে থাকি। আর এই ঈদের শুভেচ্ছা শুধু ঈদ মোবারক সীমাবদ্ধ নয় পাশাপাশি বিভিন্ন মনের কথা দিয়ে আমরা একে অপরকে ঈদের আনন্দ ভাগাভাগি করে থাকি। অতঃপর যারা এই ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য স্ট্যাটাস অনুসন্ধান করছেন তারা নিচে দেওয়া স্ট্যাটাস গুলো লক্ষ্য করতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আমরা যাচাই বাছাই করে আপনাদের জন্য ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস সংগ্রহ করেছি। অতঃপর স্ট্যাটাস গুলো নিম্নে দেওয়া হলো
- বাকা চাঁদের হাসিতে,
দাওয়াত দিলাম আসিতে,
আসতে যদি না পারও
ঈদ মোবারক গ্রহন কর..
- কিছু কথা না বলা থেকে যায়,
কিছু ভাষা বর্ণনা হীন হয়
তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়,
এসো প্রান খুলে আজ সবাই বলি
ঈদ মোবারাক বন্ধু ।
- রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে.
খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে
সাজবে সবাই নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক
“ঈদ মোবারক”!
- চিঠি দিয়ে নয় “ফুল দিয়ে নয়”
কার্ড দিয়ে নয় “কল দিয়ে নয়”
মনের গহীন থেকে মিষ্টি SMS দিয়ে
জানাই সবাই কে “অগ্রিম ঈদের শুভেচছা”
ঈদ মোবারক
- রঙ লেগেছে মনে।
মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
“ঈদ মোবারাক”!
- তুমি মিষ্টি সকালের স্নিগ্ধ বাতাস,
তুমি সিতল ভোরের শিশির ভেজা ঘাস ।
তুমি আলোময় পৃথিবীর তারা ভরা রাত,
তোমাকে জানাই “ঈদ মোবারক”
- দুরের মানুষ আসুক কাছে
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক মনের টানে
নয়া চান্দের আগমনে
ঈদ কাটুল খুশী মনে
***** ঈদ মোবারাক ***
- ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন ।
তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ ।
বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে ।
ঈদ মোবারক , শুভ হোক তোমার ঈদের দিন।
ঈদের শুভেচ্ছা ক্যাপশন
মানুষ তার মনের ভাব আনন্দ-উল্লাস প্রকাশ করার জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করে থাকে। পূর্বে মনের ভাব প্রকাশ করার জন্য চিঠি ব্যবহার করত কিন্তু বর্তমান সময়ে অনলাইনের দ্বারা আনন্দ-উল্লাস,সুখ দুঃখের মনের ভাব খুব সহজে প্রকাশ করতে পারে। অনলাইনের মাধ্যমে প্রকাশ করার জন্য বিভিন্ন সামাজিক মাধ্যম রয়েছে যেমন facebook, twitter whatsapp ইত্যাদি। আর এই সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন ক্যাপশন ব্যবহার করে প্রত্যেক ব্যক্তি তার মনের ভাব আনন্দ উল্লাস প্রকাশ করতে পারে। ঠিক তেমনি যারা এই সামাজিক মাধ্যম ব্যবহার করে ঈদের শুভেচ্ছা ক্যাপশন ব্যবহার করতে চান তারা নিচের দেওয়া ক্যাপশন গুলো সংগ্রহ করে ব্যবহার করতে পারেন।
- মধুর এই ক্ষনে
তোমায় আমি রাঙ্গিয়ে দেবো
ঈদের এই দিনে
” শুভ ঈদ মোবারাক ”
- তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি
তা্ই তুমি পাহাড়ের গায়ে ঝরনার পানি,
তুমি বরষার এক পরশ বৃষ্টি,
তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ,
তোমাকে জানাই ” ঈদ মোবারাক
- তুমি চাঁদ নয়, তবে তুমি চাঁদের আলো,
কে তুমি ফুল নয়, তবে তুমি ফুলের সৌরভ,
তুমি নদী নয়, তবে তুমি নদির ঢেউ,
তুমি অচেনা নয়, তবে আমার চেনা কেউ,
ঈদ মোবারাক
- কিছু কথা অব্যাক্ত রয়ে যায়
কিছু অনুভুতি মনের মাঝে থেকে যায়,
কিছু সৃতি গোপনে কাঁদায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয় ।
***** ঈদ মোবারাক *****
- তুমি হাসি খুশী থেকো
যেমন হাসি থাকে ফুলে,
দুনিয়ার সব দুঃখ যাক তোমায় ভুলে,
দুহাত উড়ায় আজ আকাশে
হয়ে যাও আজ পাখি
আজ হলো তোমার খুশীর ঈদ
- বাকা চাঁদের হাসিতে,
দাওয়াত দিলাম আসিতে,
আসতে যদি না পারও
ঈদ মোবারক গ্রহন করো..
- ঈদ নিয়ে আসুক আনন্দ আর সুখ,
মুছে যাক সব বিসন্নতা আর দুঃখ।
হারিয়ে যাক হৃদয় আজ হাসির বৃন্দাবনে,
রেখে দিব তোমায় হৃদয়ের কোণে,
ঈদ মুবারাক।
- ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,
ঈদ মানে ভুলিয়া দিতে সকল বিভেদ দ্বন্দ।
ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ-ভয়,
ঈদের মতোই তোমার জীবনটা হোক দিপ্তময়।
রং লেগেছে মনে
ঈদের মোবারক ফেসবুক স্ট্যাটাস
বর্তমান সময় ফেসবুক অনেক জনপ্রিয় একটি সামাজিক মাধ্যম। বিষয়ে প্রায় সকল মানুষের এই ফেসবুক ব্যবহার করে থাকে। এর প্রয়োজনে এ facebook এ সকলের ব্যবহার করে থাকে। আর যারা এই ঈদের শুভেচ্ছা ফেসবুকের মাধ্যমে অন্যদের মাঝে প্রকাশ করতে চান তাদের জন্য নিম্নে ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করেছি। কেননা খুব সহজেই এবং সবার কাছে ঈদের শুভেচ্ছা বার্তা ফেসবুকের মাধ্যমে পৌঁছে দিতে পারবেন। তাই আপনাদের জন্য বিভিন্ন জায়গা থেকে যাচাই বাছাই করে সুন্দর কিছু ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করেছি।
- এই ঈদ আপনার এবং আপনার প্রিয়জনের জন্য নিয়ে আসুক অনাবিল হাসি আর আনন্দ!
ঈদ মুবারক।
- তুমি আমার জীবনের একমাত্র কারণ যার জন্য আমার জীবনের প্রতিটি দিনই রঙিন লাগে। এই ঈদে তোমার জীবনও রঙিন করে তোলার কামনায় ।
ঈদ মুবারক
- ঈদের এই আনন্দ যেন তোমার জীবনে আজীবন অটুট থাকে।
ঈদ মুবারক।
- আল্লাহ আপনার এবং আপনার পরিবারের জন্য সুখ ও সমৃদ্ধির দরজা খুলে দিন এই প্রার্থনা রইল ।
ঈদ মুবারক
- এই ঈদ আপনার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি এবং সমৃদ্ধি, ঈদের শুভেচ্ছা জানাই।
ঈদ মুবারক।
- শুভ ক্ষণ শুভ দিন
মনে রেখো চির দিন
কষ্টগুলো দূরে রেখ,
স্বপ্নগুলো পূরণ করো
নতুন ভালো স্বপ্ন দেখো
আমার কথা মনে রেখ
ঈদ মুবারক
- দাওয়াত দিলাম তোদের তরে
আসবি সবাই আমার ঘরে
সেদিন সবাই ঘুরবো আর
মাস্তি করবো
সুখের সাথে ভেসে গিয়ে দিন্টা পার করবো
ঈদ মুবারক
- কষ্টের আড়ালে সুখের রাশি,প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি। তাই প্রইতটা জীবনের প্রতিটা সময় শুভ হোক সবাইকে জানাই,
ঈদ মুবারক
- ঈদের দিনে আসবে বন্ধু আমার ছোট্ট ঘরে,সম্বল যা আছে আমার দেব আসর করে।
ঈদ মুবারক
- খুশিতে মন জুড়ে গেলো
হিংসা রাগ সব চলে গেলো
কারোন ঈদ যে চলে এলো
তাই বন্ধু সবার আগে
তোমাই জানাই
ঈদ মুবারক
- নতুন পোশাক পড়ে নিও
বেশি করে ঈদি নিও
সেমাই খেও পেট ভরে
ঘুরো ফের মন ভরে
ঈদ মুবারক বলো প্রান খুলে
ঈদ মোবারক বার্তা
চাঁদ দেখার উপর ভিত্তি করে এই পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। ঈদের আমেজ টা সব সময় বেশি হয়ে থাকে,সকলে অনেক আনন্দের সাথে এই দিনকে পালন করে থাকে। সকলে একে অপরকে ঈদের দাওয়াত, ঈদের শুভেচ্ছা ইত্যাদি বিনিময় করে থাকে। ঈদকে কেন্দ্র করে নানা আয়োজন সবার মাঝে লক্ষ্য করা যায়। প্রিয়জন আত্মীয়-স্বজন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে ব্যাকুল হয়ে পড়ে। যারা একে অপরকে এই ঈদের শুভেচ্ছা জানাতে ঈদ মোবারক বার্তা পাঠাতে চান। তারা চাইলে আমাদের এই পোস্ট সংগ্রহ করে ঈদ মোবারক বার্তা পাঠাতে পারেন। অথবা নিম্নে কিছু ইগনোর বার্তা আপনাদের জন্য উপস্থাপন করা হলো।
- রংধনু আসে রঙের টানে
সুবাস আসে ফুলের টানে
বন্ধু আসে বন্ধুত্বের টানে
মন কেটে যায় মনের টানে
ঈদ আসে খুহসির টানে
ঈদ মুবারক
- ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে ?
খুশীর আভাসে আজ পৃথিবী দোলে,
তোমার জন্য ছিলো কত অপেক্ষা
তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা ।
*””” ঈদ মোবারাক “
- যেদিন দেখব ঈদের চাঁদ,
খুশি মনে কাটবে রাত।
নতুন সাজে সাজব আজ,
আজ হলো ঈদের দিন
আনন্দে কাটবে সারাদিন।
ঈদ মোবারাক
- আজ দু:খ ভুলার দিন,
আজ মন হবে যে রঙ্গিন।
তাই আজ প্রান খুলে শুধু গান হবে,
আজ সুখ হবে সিমাহীন।
তার একটাই কারন,
আজ যে ঈদের দিন।
ঈদ মোবারাক !
- মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ।
– ঈদ মোবারক-
- আসছে ঈদ লাগছে ভালো
তাই তো আমায় বলতে হলো
এ ঈদ মানে আশায় ভরা আলো ।
ঈদ মানে আশা…
ঈদ মানে সুন্দর জীবন সুন্দর ভালোবাসা
***** ঈদ মোবারাক ***
- নতুন পোশাক পরে নিও, বেশি করে ঈদি নিও।
সেমাই খেও পেট ভরে ঘুরো ফের মন ভরে।
ঈদ মোবারাক বলো প্রান খুলে।
- তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।
শেষ কথা
রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে. খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে সাজবে সবায় নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক । ঈদ মোবারক। এভাবেই যারা ঈদের আনন্দ সবার মাঝে শেয়ার করতে চান। যারা সবার মাঝে ঈদ আনন্দটা ভাগাভাগি করে কাটাতে চান, তারা এই পোস্ট সম্পূর্ণ পড়ে ঈদের শুভেচ্ছা মেসেজ, বারতা, স্ট্যাটাস ও কাপশন সংগ্রহ করে অন্যদের মাঝে শেয়ার করতে পারেন। অন্যদের মাঝে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ