ঈদের সালামি নিয়ে স্ট্যাটাস, মেসেজ ও বিকাশ কার্ড

প্রতি বছর মাত্র দুই বার ঈদের উৎসব পালন করা হয়। পরিবারের সবার সাথেই এই দিন টি আনন্দের সাথে মেতে থাকি। ঈদের দিন সকালে পরিবারের সবার কাছে থেকে ঈদ বোনাস বা সালামি নেওয়া টা আরেক টা আনন্দের বিষয়। কিন্তু আমাদের অনেক বড় ভাই-বোন বা আপনজন ঈদের সময় নানা কারণে বাড়িতে আসতে পারে না। তাদের কাছে থেকে কিভাবে ঈদের সালামি নিবেন। ইচ্ছে করে সালামি না চাইতে পারলে আপনারা ঈদের সালামি নিয়ে স্ট্যাটাস, মেসেজ ও এস এম এস পাঠিয়ে তাদের কে ঈদের বোনাস দেওয়া সম্পর্কে বলতে পারবেন। 

এই ঈদ উপলক্ষে এই পোস্টে সুন্দর সুন্দর ঈদের ফেসবুক স্ট্যাটাস, শুভেচ্ছা মেসেজ, ছন্দ ও ছবি শেয়ার করেছি। সেই সাথে ঈদের সালামি নেওয়ার জন্য মজার মজার স্ট্যাটাস, কবিতা ও ঈদ মোবারক মেসেজ সংগ্রহ করে দিয়েছি। এখান থেকে সংগ্রহ করতে পারবেন ঈদ সালামি মেসেজ, বিকাশ ঈদ সালামি ও ঈদের ফানি ছন্দঃ। 

ঈদের সালামি নিয়ে স্ট্যাটাস

ঈদ একটি আনন্দের দিন। এই দিনে আমাদের মনের ভাব গুলো স্ট্যাটাস এর মাধ্যমে শেয়ার করে থাকি। ফেসবুক বা সামাজিক যোগযোগে ঈদ নিয়ে শুভেচ্ছা স্ট্যাটাস বা সালামি সম্পর্কে স্ট্যাটাস দিয়ে থাকি। “ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশে। টাকা না থাকলে পকেটে, সালামি দিন রকেটে। ঈদ এলো জগতে, সালামি দিন নগদে। থাকি ঈদের দিন আশাতে, যদি সালামি পাই উপায়ে। বিকাশ আছে, নগদ আছে, সালামি না দিলে খবর আছে।” এই রকম আরও কিছু ঈদের সালামি নিয়ে স্ট্যাটাস দেওয়া আছে সংগ্রহ করুন। 

কিছু কথা না বলা থেকে যায়, কিছু ভাষা বর্ণনা হীন হয়
তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়, এসো প্রান খুলে আজ সবাই বলি
ঈদ মোবারাক বন্ধু ।

নীল আকাশে ঈদের চাঁদ
ঈদের আগে চাঁদনী রাত
ঈদ হলো খুশীর দিন
দাওয়াত রইলো ঈদের দিন,
ভালো থেকো সীমাহীন ।
ঈদের দিনটা তোমার হোক রঙিন
ঈদ মোবারক

ঈদের দিন সবচেয়ে খুশির সময় হচ্ছে হাতে সালামি পাওয়া। 

ভোর হলো দুর চোখ খুলে দেখরে_
রোজা শেষ রোজা শেষ ঈদ চলে এলোরে_
নতুন জামা পরব রে সবাই মিলে গুরবরে_
সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা_
ঈদ মোবারক

সালামি না দিলে ঈদের দাওয়াত দেওয়া হবে না। তাই দাওয়াতের পূর্বেই নগদে ঈদের সালামি টা দিয়ে দিন। 

রঙ লেগেছে মনে।
 মধুর এই খনে।
 তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
সালামি টা দিন হাতে। 

নতুন বছরের ঈদ মানেই সালামি পাওয়ার আরেকটি সুযোগ। তাই এই সুযোগ হাত ছাড়া করতে নেই। 

বাকা চাঁদের হাসিতে,
দাওয়াত দিলাম আসিতে,
আসতে যদি না পারও
ঈদ মোবারক গ্রহন কর..
ঈদ মোবারক মেসেজ

চিঠি দিয়ে নয় “ফুল দিয়ে নয়”
কার্ড দিয়ে নয় “কল দিয়ে নয়”
মনের গহীন থেকে মিষ্টি SMS দিয়ে
জানাই সবাই কে “অগ্রিম ঈদের শুভেচছা”
ঈদ মোবারক.

হাঁসের ডিম মুরগির ডিম
দেখা হবে ঈদের দিন”
ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি’
ঈদের সালামি না দিলে
মারবো একটা ঘুষি! 

ঈদ সালামি মেসেজ

এখানে ঈদের সুন্দর সুন্দর মেসেজ দেওয়া আছে। যারা অনেক দূরে আছেন, কিন্তু তাদের সাথে ঈদের আনন্দ টা করতে পারবেন না। তাদের কে এখানে দেওয়া এই মেসেজের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন। এছাড়া ঈদ সালামি মেসেজ দিয়ে ঈদের সালামি চাইতে পারবেন। 

শুভ রজনী শুভ দিন।।।
রাত পেরোলেই ঈদের দিন 
উপভোগ করবে সারাদিন
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন
ঈদ মোবারক

পৃথিবী জুড়ে চলছে ইদের উৎসব
ইদ মানে আনন্দ ইদ মানে খুশি।
ইদ মানে হাজার কষ্টের মাঝেও 
একটুখানি হাসি 
ইদ মোবারক।

ফুল সুবাস দেয় 
দৃষ্টি মন চুরি করে 
খুশি আমাদের হাসায় 
দুঃখ আমাদের কাদায় 
আমার এসএমএস তোমাকে শুভেচ্ছা জানাই
 ঈদ মুবারক

মেঘলা আকাশ মেঘলা দিন
ঈদের বাকি কয়েক দিন।।।
ঝড় বৃষ্টি রোদের দিন….
আসবে কিন্তু ঈদের দিন।।
নদীর ধারে সাদা বক
তোমাকে জানাই অগ্রিম
 ঈদ মোবারক 

ঈদে থাকবে নাকো হ্রদয়ের ব্যাথা.
আমার অনেক চাওয়া.
ইদ থেকে সব পাওয়া.
তাই ইদের প্রতি এত ভালবাসা। 

চাঁদ উঠেছে  ফুল ফুটেছে
দেখবি কে কে আয় 
নতুন চাঁদের আলো এসে পড়ল সবার গায়।।
ঈদ মোবারাক 

রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে.
খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে
সাজবে সবাই নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক
ঈদ মোবারক!

ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারক।

পৃথিবী জুড়ে চলছে ইদের উৎসব
ইদ মানে আনন্দ ইদ মানে খুশি।
ইদ মানে হাজার কষ্টের মাঝেও 
একটুখানি হাসি  
ইদ মোবারক। 

দিনে গরম রাতে শীত
চলে এসেছে কুরবানি ঈদ,
সাদা রুটি মাংসের ঝোল
খেতে তোমরা করোনা ভুল।
ঈদে থাকব হাসি-খুশি
তোমাকে চাই পাশাপাশি।

ভোর হলো দুর চোখ খুলে দেখরে_
রোজা শেষ রোজা শেষ ঈদ চলে এলোরে_
নতুন জামা পরব রে সবাই মিলে গুরবরে_
সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা_
ঈদ মোবারক

বিকাশ ঈদ সালামি

এখানে ঈদের সালামি সম্পর্কে কিছু মেসেজ দেওয়া আছে। এই মেসেজ গুলোর মাধ্যমে ঈদের সালামি চাইতে পারবেন। নিচে থেকে বিকাশ ঈদ সালামি মেসেজ গুলো দেখেনিন। আপনার পছন্দের বিকাশ ঈদ বোনাস বা সালামি মেসেজ সংগ্রহ করে পাঠিয়ে দিন। 

ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশে।
টাকা না থাকলে পকেটে, সালামি দিন রকেটে।
ঈদ এলো জগতে, সালামি দিন নগদে।
থাকি ঈদের দিন আশাতে, যদি সালামি পাই উপায়ে।
বিকাশ আছে, নগদ আছে, সালামি না দিলে খবর আছে।

ঈদ সালামি স্ট্যাটাস

অনেকে গুগলে ঈদ স্ট্যাটাস খুজতেছেন। এখানে ঈদ উপলক্ষে নতুন নতুন স্ট্যাটাস দেওয়া আছে। এই স্ট্যাটাস গুলো ফেসবুকে পোস্ট করতে পারবেন। ঈদের দিনে ছবি পোস্ট করার সময় এই স্ট্যাটাস গুলো ক্যাপশন হিসেবে ব্যবহার করতে পারবেন। নিচে ঈদ সালামি স্ট্যাটাস ও ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস দেওয়া আছে দেখুন। 

ফুল সুবাস দেয়,
দৃষ্টি মনচুরি করে,
খুশি আমাদের হাসায়,দুঃখ আমাদেরকাদায় ,
আর আমার এই এসএমএস তোমাকে ঈদের শুভেচছা জানায়।
ঈদমোবারাক। 

সকাল সন্ধ্যা সাজে, এই ঈদের মাঝে।
ঈদের শুভেচ্ছা জানাই আমি তোমাকে,
সকলেরই মাঝে। ঈদ মোবারক

বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,
ঈদ মোবারক

যে দিন দেখবো ঈদ এর চাঁদ
খুশি মনে কাটাবো রাত
নতুন সাজে সাজব সেদিন
সেদিন হলো ঈদের দিন
আনোন্দে কাটাবো সারা দিন!
ঈদ মোবারক

কষ্টের আড়ালে সুখের রাশি, প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি।
তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক। স
বাইকে জানাই ঈদ মোবারক। 

তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।

হালকা হালকা হাওয়া একটু একটু শীত
এই নিয়ে চলে এলো কোরাবনির ঈদ
পোলাও কোরমা খেতে কত্ত সাধ
চলে এসো তুমি, রইলো ঈদের দাওয়াত ।
ঈদ মোবারাক

পড়েছে আজ চাঁদের নজর,তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,সবাই পেলো ঈদের বাতাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
_ঈদ মোবারক 

ঈদ নিয়ে আসুক আনন্দ আর সুখ
মুছে যাক সব বিষণ্ণতা আর দুখ
হারিয়ে যাক হৃদয় আজ হাসির বিন্দাবনে
রেখে দেবো তোমায় হৃদয়ের কোণে ।
ঈদ মোবারাক। 

সুভ রাত্রি শুভ দিন
আগামি কাল ঈদের দিন
এনজয় করবো সীমাহীন
ঈদ পাবোনা প্রতিদিন
তোমার দাওয়াত রইলো
ঈদের দিন 

আকাশের সব নীল দিয়ে,
প্রভাতের সব আলো দিয়ে,
সমুদ্রের সব গভীরতা দিয়ে,
হৃদয়ের সব অনুভূতি দিয়ে,
তোমাকে জানাই ঈদ এর শুভেচ্ছা

ঈদ সালামি কার্ড

এই অংশে ঈদের জন্য কিছু কার্ডের ডিজাইন করে দেওয়া আছে। এই ডিজাইন গুলো এখান থেকে এইচ ডি কুয়ালিটি পিডিএফ সংগ্রহ করতে পারবেন। এরপর প্রিন্ট করে বের করা যাবে। কার্ডের সাথে ঈদে মেসেজ গুলো লেখা আছে। সেই সাথে ঈদের সালামি পাওয়ার ছন্দ ও মেসেজ এই  ঈদ সালামি কার্ড এ দেওয়া থাকবে। 

 

 

শেষ কথা

এখানে ঈদে সাল্মি সম্পর্কে সকল মেসেজ, এস এম এস ও ছন্দ দেওয়া আছে। আশা করছি এই পোস্টে দেওয়া ঈদ সালামি কার্ড গুলো আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে ঈদের সালামি নিয়ে স্ট্যাটাস সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। নিচে আরও কিছু পোস্ট দেওয়া আছে, সেগুলো দেখেনিতে পারেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *