প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা বার্তা ও মেসেজ

আজকের পোষ্ট প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা বার্তা ও মেসেজ নিয়ে। যাদের প্রেমিকা রয়েছে,ভালোবাসার মানুষ রয়েছে, এই ঈদে তাদের জন্য এই পোষ্ট অনেক গুরুত্বপূর্ণ। ভালোবাসার মানুষকে সবাই চায় খুশি করতে, সুন্দর কিছু উপহার দিতে। তবে এই ঈদ উপলক্ষে যারা প্রেমিকা কে খুশি করতে চান তারা এখান থেকে কিছু শুভেচ্ছা মেসেজ ও বার্তা পাঠিয়ে দিন। কারন এই শুভেচ্ছা মেসেজ বার্তা গুলো প্রেমিকাদের কে খুশি করার উদ্দেশ্যই সংগ্রহ করেছি। অতঃপর মেসেজ ও বার্তা গুলো সংগ্রহ করুন।

ঈদ সবার জীবনেই আনন্দ বয়ে আনে। প্রিয়জন, আত্মীয়-স্বজন সবার সাথে ঈদ আনন্দ কাটাতে সকলে ব্যাকুল হয়ে পরে। সবাই এই ঈদের আনন্দে পরিবার, আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব একে অপর কে খুশি করতে শুভেচ্ছা মেসেজ ও বার্তা পাঠিয়ে থাকে। আবার অনেকেই প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা বার্তা ও মেসেজ  পাঠিয়ে থাকে খুশি করার উদ্দেশ্যে। তবে সত্যিই এই ঈদ আনন্দ প্রেমিকাকে নিয়ে কাটাতে মেসেজ ও বার্তা গুলো সংগ্রহ করুন। অতঃপর সম্পূর্ণ পোস্ট পড়ুন।

প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা বার্তা

সবাই ভালবাসার মানুষকে অর্থাৎ প্রেমিকা কে খুশি রাখতে চায়। এর মধ্যে সারপ্রাইজ আরো বেশি কার্যকর। যদি আপনি সারপ্রাইজ হিসেবে এই ঈদে কিছু সুন্দর, মনোমুগ্ধকর শুভেচ্ছা বার্তা আপনার  প্রেমিকাকে পাঠাতে চান। তাহলে এই পদ্ধতিটি অনেক বেশি উপকার হবে আপনার জন্য। আর সকল প্রেমিকা চায় তার ভালোবাসার মানুষ তাকে অনেক বেশি ভালোবাসে এবং সুন্দর কিছু সাবপ্রাইজ তাকে উপহার দিক। তাই যারা প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা বার্তা ও মেসেজ  চান, তারা এ পোস্ট থেকে সুন্দর কিছু ঈদের শুভেচ্ছা বার্তা সংগ্রহ করতে পারেন। প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা বার্তা গুলো নিম্নে উল্লেখ করা হলো।

  • কিছু কথা না বলা থেকে যায়,

কিছু ভাষা বর্ণনা হীন হয়

তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়,

এসো প্রান খুলে আজ সবাই বলি

ঈদ মোবারাক

  • নীল আকাশে ঈদের চাঁদ

ঈদের আগে চাঁদনী রাত

ঈদ হলো খুশীর দিন

দাওয়াত রইলো ঈদের দিন,

ভালো থেকো সীমাহীন ।

ঈদের দিনটা তোমার হোক রঙিন

ঈদ মোবারক

  • দুরের মানুষ আসুক কাছে

কাছের জন থাকুক পাশে

মন ছুটে যাক মনের টানে

নয়া চান্দের আগমনে

ঈদ কাটুল খুশী মনে

***** ঈদ মোবারাক **

  • চেয়ে দেখো, নীল আকাশ

চাঁদ উঠেছে, ঈদ এর চাঁদ

খুশীর বার্তা নিয়ে

সেই খুশিতে মোদের বাড়ি

দাওয়াত দিলাম আসিতে

  • রং লেগেছে মনে

মধুর এই ক্ষনে

তোমায় আমি রাঙ্গিয়ে দেবো

ঈদের এই দিনে

” শুভ ঈদ মোবারাক ”

  • ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে ?

খুশীর আভাসে আজ পৃথিবী দোলে,

তোমার জন্য ছিলো কত অপেক্ষা

তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা ।

*””” ঈদ মোবারাক “”

আরও দেখুনঃ প্রেমিক প্রেমিকাকে নিয়ে ঈদের শুভেচ্ছা মেসেজ,স্ট্যাটাস ও ক্যাপশন

প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা মেসেজ

প্রতি বছরের মত আবারও আসছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর পুরো একটি রমজান মাসের পরে সবার মাঝে অনেক আগ্রহের সাথে উপস্থিত হয। এদিন সকল স্তরের লোক অনেক বেশি আনন্দ উল্লাস করে থাকে। সকলেই একে অপরকে ঈদের আনন্দ উল্লাস কমবেশি বিভিন্ন মাধ্যমে ভাগাভাগি করে থাকে। তো অনেকের প্রিয়জন বা প্রেমিকা রয়েছে, তারা এই ঈদে প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা মেসেজ পাঠাতে বিভিন্ন জায়গায় ঈদের শুভেচ্ছা মেসেজ কোন সন্তান করছেন বা করে থাকেন। শুধুমাত্র তাদের কথা চিন্তা করে আজকে কিছু প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা বার্তা ও মেসেজ এই পোস্টে উপস্থাপন করেছি। এই মেসেজগুলো আপনি ব্যবহার করে আপনার প্রেমিকার শুভেচ্ছা মেসেজ পাঠাতে পারেন। নিম্নে মেসেজগুলো উল্লেখ করা হলো।

  • ঈদ কার্ড দিতে পারলাম না

তুমি দূরে বলে

মুখে বলতে পারলাম না

নাম্বার নাই বলে,

তাই তোমাকে বলছি সুন্দর হোক

তোমার ঈদের দিন,

দাওয়াত রইলো অগ্রিম ।

  • আসছে ঈদ লাগছে ভালো

তাই তো আমায় বলতে হলো

ঈদ মানে আশায় ভরা আলো ।

ঈদ মানে আশা…

ঈদ মানে সুন্দর জীবন সুন্দর ভালোবাসা

***** ঈদ মোবারাক *****

  • ঈদের দাওয়াত তোমার তরে

আসবে তুমি আমার ঘরে

কবুল কর আমার দাওয়াত

না করলে পাবো আঘাত

তখন কিন্তু দেবো আড়ি

যাবো না আর তোমার বাড়ি

  • তুমি হাসি খুশী থেকো

যেমন হাসি থাকে ফুলে,

দুনিয়ার সব দুঃখ যাক তোমায় ভুলে,

দুহাত উড়ায় আজ আকাশে

হয়ে যাও আজ পাখি

আজ হলো তোমার খুশীর ঈদ

  • বৃষ্টি আসবে……

আর বাড়ির ছাদ ভিজবে না এমন কি হয় ?

চাঁদ উঠবে……

আর জসনা থাকবে না এমন কি হয় ?

বাগানে ফুল ফোটবে……

আর তুমি সুবাশ পাবে না এমন কি হয় ?

আর ঈদ আসবে……

তুমি দাওয়াতপাবে না এমন কি হয় ?

ঈদের দাওয়াত রইলো

ঈদ মোবারাক

  • কিছু কথা অব্যাক্ত রয়ে যায়

কিছু অনুভুতি মনের মাঝে থেকে যায়,

কিছু সৃতি গোপনে কাঁদায়,

শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয় ।

***** ঈদ মোবারাক ****

প্রেমিকা নিয়ে ঈদের ফেসবুকে স্ট্যাটাস

আমরা বিভিন্ন মাধ্যমে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে থাকি। তবে এই ঈদ আনন্দ সবার জন্য একই নয়, কেউ ঈদ আনন্দ করে থাকে পরিবারের সাথে, আবার কেউ বন্ধু-বান্ধবের সাথে, আবার কেউ পরিবারের সাথে। আবার কিছু লোক তাদের প্রেমিক-প্রেমিকাদের সাথে ঈদ আনন্দ করতে ব্যস্ত থাকে। তবে যাদের বর্তমানে প্রেমিকা রয়েছে তারা চাইলে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে আপনার প্রেমিকাকে এই ঈদের আনন্দ বা ঈদের শুভেচ্ছা পাঠাতে পারেন। যেমন ধরুন আমরা কিছু এখানে প্রেমিকাকে নিয়ে Facebook স্ট্যাটাস সংগ্রহ করেছি। যেটা সংগ্রহ করে আপনি আপনার প্রেমিকাকে উদ্দেশ্য করে একটা ফেসবুক স্ট্যাটাস দিতে পারেন। এই পদ্ধতি  ব্যবহার করে আপনি সহজে আপনার প্রেমিকার মন জয় করতে পারেন। অতঃপর নিচে দেওয়া ফেসবুক স্ট্যাটাস গুলো  দেখে নিন।

  • তুমি চাঁদ নয়, তবে তুমি চাঁদের আলো,

তুমি ফুল নয়, তবে তুমি ফুলের সৌরভ,

তুমি নদী নয়, তবে তুমি নদির ঢেউ,

তুমি অচেনা নয়, তবে আমার চেনা কেউ,

ঈদ মোবারাক

  • তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি

তুমি পাহাড়ের গায়ে ঝরনার পানি,

তুমি বরষার এক পরশ বৃষ্টি,

তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ,

তোমাকে জানাই ” ঈদ মোবারাক 

  • নতুন সকাল নতুন দিন

চলে আসছে ঈদের দিন

ভুলে যাও কষ্টের দিন

তোমায় জানাই।

” ঈদ মোবারক”

  • তুমি আমার জীবনে

ফুটে ওঠা সেই গোলাপ

যে গোলাপের পাপড়ি গুলো

কখনো ঝরতে দিব না

হাজারো ঝড় আসলেও

আখরে রাখব তোমাকে বুকের ভিতর।

“ঈদ মোবারক”

  • আজ দুঃখ ভোলার দিন

আজ জীবনটা হবে সুখের দিন

রাখবে না কোন কষ্ট থাকবে না

আর দ্বিধা দন্দ আজ যে ঈদের দিন।

“ঈদ মোবারক

  • ঈদ মানে অনেক বেশি খুশি

ভালো মন্দ অনেক বেশি

ঈদ হবে না কখনো বাসি

রয়ে যাবে ঈদের খুশি

সারা জীবন আমাদের মাঝে

” ঈদ মোবারক”

  • তোমার ইচ্ছে গুলো উড়িয়ে দাও

আকাশে উড়তে থাকুক

ওই আকাশের বুকে

অপূর্ণ না থাকুক কোন পাওয়া।

পূর্ণতায় ভরে যাক

তোমার জীবন যা পাওয়ার।

“ঈদ মোবারক”

  • নীল আকাশে ঈদের চাঁদ

খুশি থেকো ঈদের দিন

দাওয়াত রইল ঈদের দিন

ভালো থাকবে সীমাহীন

“ঈদ মোবারক”

প্রেমিকা নিয়ে ঈদ মোবারক স্ট্যাটাস

যারা এই ঈদুল ফিতর উপলক্ষে প্রেমিকাকে নিয়ে ঈদ মোবারক স্ট্যাটাস সংগ্রহ করতে চান। তারা এ পোস্ট সম্পূর্ণ পড়ুন এবং এখান থেকে কিছু সুন্দর সুন্দর ঈদ মোবারক স্ট্যাটাস সংগ্রগ করে নিন। প্রেমিকাকে নিয়ে অনেকের মাঝে অনেক আয়োজন লক্ষ্য করা যায়। প্রেমিকাকে খুশি করতে সবাই সবকিছু করতে রাজি। তবে যারা ছোট্ট এই মাধ্যম ব্যবহার করে প্রেমিকাকে খুশি করতে চান। তারা চাইলে নিচের স্ট্যাটাস গুলো সংগ্রহ করুন এবং প্রেমিকাকে পাঠিয়ে দিন এই ঈদ উপলক্ষে। নিম্নে প্রেমিকাকে নিয়ে ঈদ মোবারক স্ট্যাটাস গুলো উল্লেখ করা হলো।

  • ও চাঁদ তুমি কি খুশি নিয়ে এলে

খুশি আমেজ বাজতেছে সব জায়গাতেই

তোমার জন্য ছিলাম একটি বছর অপেক্ষায়

সে অপেক্ষার প্রহর শেষ

” ঈদ মোবারক “

  • তোমার হাসিতে আমার খুশি

তোমার দুঃখতে আমার দুঃখ

তোমার কষ্টগুলো সব

আমায় দিও সুখগুলো

সব তুমি নিও দুজনে মিলে

একটি জীবন গড়বো।

“ঈদ মোবারক”

  • ও প্রিয় তোমাকেই বলছি

নতুন পোশাক পড়ে নিও

ছোটদের সালমি দিও

বড়দের কাছ থেকে সালামি নিও

আমাকে ভালোবাসা পাঠিয়ে দিও।

“ঈদ মোবারক”

  • ও প্রিয় চাঁদ উঠেছে

বাগানেতে ফুল ফুটেছে

নতুন চাঁদের গন্ধ এসেছে

গায়ে মাখবো চলো

ঈদের দিন দুজন

মিলে একসাথে থাকব।

“ঈদ মোবারক”

  • ইচ্ছে করে তোমাকে জড়িয়ে

বলি খুব ভালোবাসি।

কিন্তু বলব কি করে তুমি আছো

তো আমার থেকে অনেক দূরে

কেন আছো দূরে চলে

আসো না আমার কাছে।

ঈদের এই দিন তোমায় পরছে খুব মনে।

“ঈদ মোবারক”

  • কাল ঈদুল আযহা সাজবে তুমি

মেহেদি রাঙা দুই হাত

আমি নিয়ে আসবো

তোমার জন্য মেহেদি

“ঈদ মোবারক”

আরও দেখুনঃ প্রেমিক প্রেমিকাকে নিয়ে ঈদের শুভেচ্ছা মেসেজ,স্ট্যাটাস ও ক্যাপশন

প্রেমিকা নিয়ে ঈদের ক্যাপশন

এছাড়াও আমরা আপনাদের কথা চিন্তা করে নিম্নে কিছু প্রেমিকাকে নিয়ে ঈদের ক্যাপশন উল্লেখ করেছি। প্রেমিকাকে নিয়েই ঈদের ক্যাপশনগুলো আপনি খুব সহজেই আপনার প্রেমিকাকে পাঠাতে পারেন এবং ব্যবহার করতে পারেন। এখানে যে ক্যাপশন গুলো উপস্থাপন করা হয়েছে সেগুলো মূলত প্রেমিকাকে নিয়ে। তাই কালক্ষেপন না করে আপনার প্রেমিকার জন্য এখান থেকে ঈদের ক্যাপশন গুলো সংগ্রহ করে নিন।

  • দিন হোক সবার শুভ

কাটুক সময় আনন্দে

খুশির ঈদ এলোরে আজ

পড়েছি তাই নতুন সাজ

সিমুই খেয়ে মিষ্টি মুখে

ঈদের শুভেচ্ছা নাও হাসি মুখে।

সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।

  • নামাজ পড় রোজা রাখ

অসৎ চিন্তা যাও ভুলে

বর্ষশেষে এসেছে ফিরে

খুশির যে ঈদ নতুন ছন্দ তাল মিলে।

সকলকে ঈদ মোবারক।

  • আকাশে আজ তারাদের মেলা

পেখম উড়ে চলেছে সাদা মেঘের ভেলা।

লুকোচুরি খেলছে দেখ চাঁদ

শুভ ঈদের দিন এলো বুঝি আজ।

তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।

  • সূর্যের কিরণে,চাঁদের জোছনায়

সমুদ্রের গভীরতায়

আন্তরিক ভালোবাসা দিয়ে

তোমাকে জানাই পবিত্র ঈদ মোবারক।

  • চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, দেখি কে আসে, অমাবস্যার আলো এসে পড়ল সবার শরীরে। ঈদ মোবারক
  • আকাশের নীল দিয়ে, হৃদয়ের ছোঁয়া দিয়ে, সবুজ অরণ্যের সাথে, সাগরের গভীরতার সাথে, বলি ঈদ মোবারক ছবি। ঈদ মোবারক.
  • আজ খুশির বাঁধ ভেঙ্গেছে, ঈদ এসেছে, ভাই ঈদ এসেছে, শাওয়ালের চাঁদ সেই উকি দিয়েছে, সবার ঘরে আজ ঈদ এসেছে, সে দিন বেশি দূরে নয়, যখন রমজান শেষ হবে, অপেক্ষা হবে শেষ হোক,,, “ঈদ মোবারক”

প্রেমিকা নিয়ে ঈদের কবিতা

মনের কথা অন্যকে প্রকাশ করার জন্য অন্যতম একটি মাধ্যম হচ্ছে কবিতা। কবিতার মাধ্যমে মনের কথা  অন্যকে খুব সহজেই বুঝিয়ে দেওয়া যায়। যদি আপনি কাউকে খুব ভালোবেসে থাকেন, তাহলে তাকে কিছু কবিতা লিখে পাঠিয়ে দিন। আর যদি আপনার এই ঈদে কোন প্রেমিকা থাকে তাহলে সেই প্রেমিকাকে উদ্দেশ্য করে কিছু ঈদের কিছু কবিতা পাঠিয়ে দিন। এতে যেমন আপনার মনের কথা আছে আপনার প্রিয়জনকে খুব সহজে বোঝাতে পারছেন। তেমনি আপনার মন জয় খুব সহজে করে নিচ্ছেন। অতঃপর প্রিয়জনকে খুশি করার উদ্দেশ্যে প্রেমিকা নিয়ে কিছু কবিতা এখানে উল্লেখ করেছি। একটু নিচে প্রবেশ করে প্রেমিকা নিয়ে ঈদের কবিতাগুলো সংগ্রহ করুন।

  • নতুন চাঁদের আগমনে,

সাড়া জাগলো এ মনে,

ঈদ এলো পবিত্র দিনে,

দুঃখ বেদনা ভুলে গিয়ে,

এনজয় করো ইদের দিনে

দাওয়াত দিলাম তোমার তরে,

পারলে এসো আমার ঘরে,

  • পড়েছে আজ চাঁদের নজর,

তাইতো পেলাম ঈদের খবর,

হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,

সবাই পেলো ঈদের বাতাস,

সবাইকে ঈদের শুভেচ্ছা ।

ঈদ মোবারাক

  • ঈদ এলো, বৃষ্টি এলো,

খুশীর দ্বার মুক্ত হলো,

ঈদের এখন নতুন রূপ,

বৃষ্টি হলো অপরুপ,

তুমি আমার আপনজন,

তাই তোমায় জানাই নিমন্ত্রন ।

  • আল্লাহর রহমতে তোমার, প্রতিটি রাত চাঁদনী হোক, প্রতিটি সন্ধ্যা মনোরম হোক, মনের আনন্দ অতিথি হয়ে আসুক, তোমাকে জানাই ঈদ মোবারক। ঈদুল ফিতর ২০২৩
  • চাঁদের চাঁদনী তোমাকে স্পর্শ করুক, বাতাস তোমাকে আদর করুক, মন যা চায় আল্লাহকে চেয়ে নাও, দোয়া করি তুমি যেন তা পেয়ে যাও। ঈদুল ফিতরের শুভেচ্ছা
  • আপনি অনেক দোয়া করেছেন, রোজা রেখে আল্লাহকে ভালো বেসেছেন, ইবাদত কবুল হওয়ার সময় এসেছে, বাইরে দেখো চাঁদ বেরিয়েছে।

শেষ কথা

সবার জীবনে একদিন না একদিন ভালোবাসার মানুষ আসে। তবে যদি এই ঈদুল ফিতরের সময় আপনার কোন ভালোবাসার মানুষ বা প্রেমিকা থাকে। তাহলে তাকে উদ্দেশ্য করে অবশ্যই সুন্দর একটি শুভেচ্ছা মেসেজ ও বার্তা পাঠিয়ে দিন। আর এই শুভেচ্ছা মেসেজগুলো আমরা ইতিমধ্যে উপরে উল্লেখ করেছি। তাই অহেতুক সময় নষ্ট না করে প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা বার্তা ও মেসেজ পাঠিয়ে দিন। 

আরও দেখুনঃ প্রেমিক প্রেমিকাকে নিয়ে ঈদের শুভেচ্ছা মেসেজ,স্ট্যাটাস ও ক্যাপশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *