রমজান মাসের শেষের দিকে চাঁদ দেখা গেলেই পবিত্র ঈদুল ফিতর পালন করা হয়। অনেক দীর্ঘ সময় নিয়ে প্রত্যেক মুসলমান এই পবিত্র ঈদুল ফিতরের অপেক্ষায় থাকে। এই পবিত্র ঈদুল ফিতর নিয়ে সকলের মাঝে নানা আয়োজন লক্ষ্য করা যায়। এবং এই বিশেষ দিনে সকলের অনেক বেশি আনন্দ উল্লাস করে থাকে। এ পবিত্র ঈদুল ফিতর প্রত্যেক মুসলমানের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং উৎসবমুখর একটি দিন। এই দিনটি সকলের বিভিন্নভাবে পালন করে থাকে। তবে প্রত্যেক মুসলমানই এই দিনটিতে একে অপরকে ঈদ মোবারক শুভেচ্ছা স্ট্যাটাস সহ বিভিন্ন মেসেজ পাঠিয়ে থাকে।
তবে যারা ঈদ মোবারক শুভেচ্ছা স্ট্যাটাস অনুসন্ধান করছেন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। তাদের জন্য আজকের এই পোস্টে সুন্দর কিছু বাছাই করা শুভেচ্ছা স্ট্যাটাস সংগ্রহ করেছি। অতঃপর সম্পূর্ণ পোস্ট পড়ুন এবং এখান থেকে সুন্দর কিছু শুভেচ্ছা স্ট্যাটাস সংগ্রহ করুন।
ঈদ মোবারক শুভেচ্ছা স্ট্যাটাস
ঈদ হল ভাতৃত্ব বন্ধন এর মুসলমানের সব থেকে বড় একটি উৎসব। এদিন সকল স্তরের লোক অনেক বেশি আনন্দ উল্লাস করে থাকে। বিশেষ করে সকলে এই দিনটিতে একে অপরের মাঝে ঈদের আনন্দের সময়টা মিলেমিশে পালন করে থাকে। এই ঈদকে কেন্দ্র করে সকলের মাঝে ভালোবাসার সৃষ্টি হয়ে থাকে। আর এই ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে অনেক বেশি ব্যবহার করে থাকে।
তবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলে ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস দিয়ে থাকে। এটা বর্তমান সময়ে খুব সহজেই অন্যান্য ব্যক্তিদেরকে ঈদের আনন্দ এবং ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস দেওয়া যায়। তাই যারা ঈদ মোবারক শুভেচ্ছা স্ট্যাটাস অনুসন্ধান করছেন। তারা এই পোস্ট সম্পূর্ণ পড়ুন এবং এখান থেকে সুন্দর সুন্দর কিছু ঈদ মোবারক শুভেচ্ছা স্ট্যাটাস সংগ্রহ করুন।
-
হাজার প্রতিকূলতার মাঝেও সকলের জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ… ***সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, 🕋ঈদ মোবারক।
-
আসছে ঈদ চলছে গাড়ি,,,,, ঈদের দাওয়াত আমার বাড়ি। হিমে ঈদের দাওয়াত অগ্রীম আসবে কিন্তু ঈদের দিন,,,,, 🕋ঈদুল ফিতরের শুভেচ্ছা।
-
🕌সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা,,…ঈদ বয়ে আনুক সবার জীবনে অসীম সুখ ও আনন্দ…. সবাইকে ঈদ মোবারক।
-
🕌দেশ বিদেশের,,, সকল ধর্মপ্রাণ,, মুসলিম ভাই, বোনদের কে জানাই,,,,, পবিত্র ঈদুল ফিতরের,,,শুভেচ্ছা “”” ঈদ মোবারক “”
-
এলো ঈদ,,,,গেলো নিদ,,! এলো খুশির ঝিলিক,, মনের ঘাটে ঝগড়া বাটে ,,,, 🕋খুশির হিরিক,,, ঈদ মোবারক।।
-
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিন কুম,,,,,..!! হে আল্লাহআপনি আমাদের,,, সবাইকে,,, সঠিক এবং সৎ ভাবে,,,, জীবন যাপন,,, করার তৌফিক দান করুন,,,,🕌সকল,,, প্রবাসী ভাই-বোনদের,,, আপনি,,,, হেফাজত রাখুন🕌তাদের সব ধরনের,,, সমস্যা থেকে রক্ষা করুন,,,,, আপনিই তো,,, “”মহান হেফাজতের,,,,,,,,মালিক,,,,,,আমীন ইয়া- রব,
-
🕌ছুটবে আমি,, ছুটবে তুমি,,! কত খুশির গল্প, পরীর দেশে যাব,,যাবো হেসে,, আকবোঁ হাজার কল্প,,,!
-
জানি,,,,ঈদ’টা…….প্রবাসীদের\\\\\\জন্য কতটা কষ্টের….এবং যন্ত্রণার,🕌একমাত্র “”প্রবাসীরাই”” জানে,,,,! এই রমজানে ও হয়নি দেখা,,,,, পরিবারের সাথে….. সাহারী…..খাওয়া,,,, দিন শেষে একসাথে ইফতার করা,,,,,, এক মাস,, “”রোজা””” রাখার পর,,, সবার সাথে “””ঈদ””করা,,,, কারণ তারা যে প্রবাসী।
-
ঈদের সালাম হাজার সালাম,,,,, সবার সুখের তরে”” ঈদের খুশি পরান পুষি…. থাকুক পরান ভরে।
-
ঈদের নামাজঃঃ দুখের সমাজ,,,,,,, নেই ভেদাভেদ কোনো, দুখ ভুলিতে রংতুলিতে…. সুখের হাসি বুনো,,,,,।
-
সুখের নদী,,, নিরবধী,,,,! বাইবো সুখের খেয়া,, দুখের চুলে দেব ভুলে, সবুজ রঙের কেয়া…..।
-
ঈদের আনন্দে আত্মহারা দুনিয়াবাসী ,এই দিকে রমজানের বিদায়ে কান্নায় বিজরিত কবরবাসী… ( সবাই কে ঈদুল ফিতরের সুভেচ্ছা) ও ঈদ মোবারক।
-
ঈদে যদি কর দাওয়াত !ভুলে যাব শত আঘাত ! সাত সমুদ্র দেবো পাড়ি !হোক না আমার যতই দেরি ! তবু যাবো তোমার বাড়ি !! ঈদ মুবারক !!
-
কোন ফুল দিয়ে নয়, কোন মালা দিয়ে নয়।চোখের পানি দিয়ে নয়, কোন গানের সুর দিয়ে নয়। শুধু হৃদয়ের গভীর অনুভূতি দিয়ে জানাই, ঈদের শুভেচ্ছা।
-
ডাবের বিতর মিস্টি পানিতেতুল হইলো টক,,,, বন্ধু তোমায় জানাই আমি ঈদ মোবারক,,, আসছে ঈদ চলছে গাড়ি বন্দু তুমি দাওয়াত দিলেজাইতাম তুমার বাড়ি!
-
টানবো বুকে পরম সুখে….। ধনী-গরীব সবি তাদের তরে পরান ভরে,, লিখে হব কবি,,,,,,।
ঈদুল ফিতর শুভেচ্ছা স্ট্যাটাস
দুঃখ গুলো ভুলে গিয়ে,ঈদের আানন্দে মেতে,উঠুক সবার মন,সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাপি ঈদ মোবারক। এভাবেই ঈদুল ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনে। সকলের সকল দুঃখ ভুলে গিয়ে সকলের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নেয়। প্রিয়জনকে আনন্দ দিতে, সবার মন ভালো করতে, এবং এই ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে আমাদের সংগ্রহ করা ঈদুল ফিতর শুভেচ্ছা স্ট্যাটাস দেখে নিন। কেননা বিভিন্ন জায়গা থেকে সুন্দর সুন্দর ঈদুল ফিতরের শুভেচ্ছা স্ট্যাটাস আমরা সংগ্রহ করেছি। সে স্ট্যাটাস গুলো নিম্নে উল্লেখ করা হলো।
-
চোখ বন্ধ করো… এবং তুমি আমার হাসি হাসি চেহারা কল্পনা করো। করেছো? তাহলে ঈদের আগেই ঈদের চাঁদ দেখে ফেললে!
-
নতুন সকাল,,, নতুন দিন। 🛐শুভ হোক EID এর দিন। নতুন 😂রাত,,,,,,,,,, বাকা 🌙চাঁদ। রঙ্গীন হোক EID এর রাত। ********* ঈদুল ফিতরের শুভেচ্ছা**********
-
নতুন চাঁদের আগমনে,,,,,, সাড়া জাগলো এ মনে,,,,,, ঈদ এলো পবিত্র দিনে,,,,, দুঃখ বেদনা ভুলে গিয়ে, এনজয় করো ইদের দিনে,,,, দাওয়াত দিলাম তোমার তরে,,,,,,পারলে এসো আমার ঘরে,,,,, শুভ ঈদুল ফিতর।।
-
ঈদের হাওয়া লাগক প্রাণে,,,, মন ভরে যাক নতুন গানে !! হাসি মাখা মুখে স্বপ্নীল চাওয়া,,,,,, ইদে হোক সকল কিছু পাওয়া। ঈদুল ফিতরের শুভেচ্ছা ।।
-
সাদা গোলাপ সবুজ পাতা, তোমাকে জানাই ঈদের কথা । আসবে আমার বাড়িতে, বসতে দিব পিড়িতে । খাবে কিন্তু অল্প, করবো অনেক গল্প। %ঈদ মোবারাক%
-
শুভ রজনী,,,,,,,, শুভ দিন,,,,,,, রাত পরোলেই ঈদের দিন। উপভোগ করবে সারাদিন,,,,,,ঈদ পাবে না প্রতিদিন। দাওয়াত রইলো EID এর দিন। *******সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা*******
-
ঈদ মানে আঁকাশেনতুন চাঁদ. ঈদ মানে নতুন চাওয়া পাওয়ার স্বাদ. ঈদ মানে মেহেদী রাঙা হাত. ঈদ মানে আমার বাড়ীতে তোমার দাওয়াত>>>** ঈদ মোবারক**
-
শুভ ক্ষণ,.. শুভ দিন। মনে রেখ চির দিন। কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো, নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ। EID MUBARAK.
ঈদ মোবারক মোবাইল এসএমএস
যারা প্রিয়জনদেরকে খুব সহজে এবং সুন্দর কিছু এই ঈদে মোবাইল এসএমএস পাঠাতে চান আর তারা চাইলে আমাদের এখান থেকে ঈদ মোবারক মোবাইল এসএমএস সংগ্রহ করতে পারেন। আর এখান থেকে সকল প্রকার মোবাইল এসএমএস সংগ্রহ করে আপনার প্রিয়জনদেরকে যেকোনো মুহূর্তে পাঠাতে পারেন। এবং এইসব মোবাইল এসএমএস সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন। তাই এখান থেকে সুন্দর কিছু মোবাইল এসএমএস সংগ্রহ করে নিন।
শুভ রজনী, শুভ দিন,
রাত পোহালেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
🌙ঈদ মোবারক🌙
চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়…
কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয়…
মনের গভীর থেকে মিষ্টি
SMS দিয়ে সবাই কে জানাই
ঈদের শুভেচ্ছা
আসছে ঈদ, লাগছে ভালো…
তাইতো তোমায় বলতে হলো…
ঈদ মানে আকাশ ভরা আলো,
Eid মানে সবাই থাকবে ভালো…
ঈদ এর অগ্রিম শুভেচ্ছা
এই পবিত্র ঈদে,
আল্লাহর অপরিসীম আশীর্বাদ
তোমার ওপর পড়ুক…
তোমার জীবন সুখ, আনন্দে
পরিপূর্ণ থাকুক…
ঈদ মোবারক
রঙ লেগেছে মনে
মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো
বন্ধু ঈদের এই দিনে !
🌙ঈদ মোবারক🌙
ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস
বর্তমান সময়ে আরেকটি জনপ্রিয় এবং সহজ সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। কম বেশি সকলে ফেসবুক ব্যবহার করে থাকে। তাই যেকোনো বার্তা বা মেসেজ ও স্ট্যাটাস মুহূর্তের মধ্যে সবার মাঝে পৌঁছে দেওয়া সম্ভব। তাই আপনি যদি ঈদ মোবারক স্ট্যাটাস গুলো ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে চান। তাহলে এখান থেকে কিছু ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করে নিন। নিম্নে যাচাই বাছাই করা কিছু ঈদ মোবারক Facebook স্ট্যাটাস উল্লেখ করা হলো।
ঈদ মোবারক
তুমি কোথায় আছো বা
কি করছো তা গুরুত্বপূর্ণ নয়,
সবসময় মনে রেখো আলাহ
তোমার সাথে আছেন
এবং তিনি তোমাকে পথ দেখাবেন…
শান্তি আসুক সকলের মনে,
শান্ত হোক পৃথিবী…
শপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুরনো হোক।
দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য।
ঈদ মোবারাক
সবসময় হাসতে থাকো,
যেমন ভাবে ফুল হাসে…
দুনিয়ার সব দুঃখ যাও ভুলে…
চারিদিকে ছড়িয়ে দাও আনন্দের গান
এই আসা নিয়েই তোমাকে জানাই
ঈদ মুবারক
মেঘলা আকাশ মেঘলা দিন,
ঈদের বাকি আর এক দিন…
আসবে সবার খুশির দিন,
নতুন কাপড় কিনে নিন…
গরীব-দুঃখীর খবর নিন,
দাওয়াত রইলো ঈদ এর দিন…
ঈদের দিনের স্ট্যাটাস
ঈদ হচ্ছে মুসলমানদের ধর্মীয় একটি উৎসব। এই ঈদকে কেন্দ্র করে সকল স্তরের লোক বিভিন্ন আনন্দ করে থাকে। এবং ঈদকে ঘটা করে উদযাপন করা হয়ে থাকে। আসছে আগামী ঈদুল ফিতর, এই উপলক্ষে সকল মুসলিম ভাই-বোনদের মাঝে বিভিন্ন আয়োজন লক্ষ্য করা যায়। সকল ব্যক্তি চায় ঈদকে পরিপূর্ণভাবে পালন করতে। বিশেষ করে ঈদের দিনে সকলে বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকে। তবে এই ঈদের দিনের সুন্দর কিছু স্ট্যাটাস রয়েছে। যেগুলো ঈদের দিনকে আরো সুন্দর মনোমুগ্ধকর করে তোলে। তাই বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন পরিবার স্ট্যাটাস পাঠিয়ে দিন। নিম্ন ঈদের দিনের স্ট্যাটাস দেওয়া হল।
আজ সারা বিশ্ব ঘরবন্দী,
কিন্তু থেমে নেই সময় আর আবেগ অনুভূতি গুলো।
আগামী ঈদটা পাবার আশায়
এবারের ঈদের আনন্দটা না হয়
শুধুমাত্র পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখুন।
ঘরে থাকুন, সুস্থ থাকুন।
🌙ঈদ মুবারক🌙
ঈদ নিয়ে আসুক আনন্দ আর সুখ,
মুছে যাক সব বিষণ্ণতা আর দুঃখ,
হারিয়ে যাক হৃদয় আজ হাসির বিনোদনে,
সেজে ওঠো বন্ধু আবার নতুন কাপড় পরে…
অগ্রিম ঈদ মোবারক
যে দিন দেখবো ঈদের চাঁদ,
খুশি মনে কাটাবো রাত,
নতুন সাজে সাজব সেদিন,
সেদিন হলো ঈদের দিন,
আনন্দে কাটাবো সারা দিন!
বন্ধু তোমায় দাওয়াত রইল ঈদের দিন !
ঈদ মোবারাক
ঈদ মোবারক
এসেছি আমি দূরের পথিক,
জানাতে তোমায় শুভেচ্ছা…
খুশির ঈদের দিন যে আজ,
চারিদিকে ছড়াক আনন্দ…
আলাহ যেন সকলের দোয়া কবুল করেন,
সকলে ভালো থাকুক, সুস্থ্য থাকুক …
ঈদ মোবারক হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস
WhatsApp ব্যবহার করে একে অপরের মাঝে যেকোনো বার্তা বা মেসেজ পাঠানো সম্ভব হয়। পূর্বে এসব মাধ্যম ছিল না, তবে বর্তমান সময়ে এই হোয়াটসঅ্যাপ অনেক বেশি ব্যবহার হয়ে থাকে । এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সকলে একে অপরকে বিভিন্ন বার্তা ও মেসেজ পাঠাতে পারেন। ঈদ কে কেন্দ্র করে আমরা কিছু ঈদ মোবারক হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস উপস্থাপন করছি আপনাদের জন্য। স্ট্যাটাস গুলো নিম্নে উল্লেখ করা হলো ।
ঈদ মানে আকাশে নতুন চাঁদ,
ঈদ মানে নতুন কিছু চাওয়া পাওয়ার স্বাদ,
Eid মানে মেহেন্দি রাঙা হাত,
ঈদ মানে খুশিতে মেতে ওঠার রাত….
ঈদ মুবারক সকলকে
তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি।
তুমি পাহাড়ের গায়ের ঝরনার পানি।
2mi বর্ষার এক পরশ বৃষ্টি।
তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ।
তোমাকে জানাই
🌙ঈদ মুবারক🌙
ঈদ এর এই আনন্দ উৎসবে,
আলাহ তোমাকে আনন্দ দিক…
তাঁর আশীর্বাদে সকলের জীবনে শান্তি আসুক…
এই উৎসবের দিনে,
আল্লাহ তোমার জীবন আনন্দে ভরে তুলুক,
তোমার মনে ভালোবাসার সঞ্চার হোক,
তোমার আত্মা আল্লাহকে স্মরণ করুক,
এবং তোমাকে জ্ঞান প্রদান করুক….
🌙ঈদ মুবারক🌙
ঈদ মোবারক
ঈদের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার জীবন ভরে উঠুক
খুশি ও আনন্দে…
শেষ কথা
ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের এই পোষ্ট শেষ করছি। তবে যারা ঈদ মোবারক শুভেচ্ছা স্ট্যাটাস এই পোস্ট সম্পূর্ণ পড়ে নিয়েছেন। আশা করা যায় এখান থেকে আপনি আপনার মনের মত সুন্দর কিছু স্ট্যাটাস পেয়ে যাবেন। যে এই স্ট্যাটাস গুলো আপনার ঈদ আনন্দ অনেকটাই ছড়িয়ে দিতে সাহায্য করবে। তাই বন্ধ বান্ধব, পরিবার, আত্মীয় স্বজনদের মাঝে এই পোস্ট বেশি বেশি শেয়ার করে ঈদ আনন্দ ছড়িয়ে দিন। ধন্যবাদ