ঈদ মোবারক এটি একটি শুভেচ্ছা বার্তা। যে শব্দটি মুসলিমদের ঐতিহ্যবাহী একটি শুভেচ্ছা বাক্য। যার অর্থ “আনন্দ উদযাপন কল্যাণময় হোক”। বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে এসব অনেক বেশি ব্যবহার করা হয় ঈদ উপলক্ষে। ঈদ মানে আনন্দ, তাই ঈদকে ছেড়ে দিতে অনেকেই এই শব্দটি অনেক বেশি ব্যবহার করে থাকেন। এই শব্দকে ব্যবহার করে নানা বার্তা,নানা ভঙ্গিতে সুন্দর কথা জ্ঞাপন করা যায়।
ঈদকে কেন্দ্র করে সকলে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে থাকে। তাই যারা একে অপরকে ঈদকে কেন্দ্র করে ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা, ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন ২০২৩ ইত্যাদি প্রেরণ করতে চান। তারা অবশ্যই এই পোস্ট সম্পূর্ণ পড়ে নেবেন এবং এখান থেকে সুন্দর কিছু শুভেচ্ছা বার্তা ও মেসেজ সংগ্রহ করে নিন। যাতে ঈদ আনন্দ সবার সাথে খুব সহজেই শেয়ার করতে পারেন।
ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা
ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে বিভিন্ন মাধ্যম রয়েছে। আরব মুসলমানরা ঈদের আনন্দকে ছড়াতে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে থাকে। যেমন ঈদের আনন্দ সকল স্তরের লোকের মাঝে ছড়াতে বিভিন্ন মেসেজ ও বার্তা একে অপরের মাঝে পাঠিয়ে থাকে। আরব মুসলমানরা একে অপরকে ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা বা ঈদ মোবারক শব্দটি ব্যবহার করে থাকে। তাই যারা বাংলাদেশে সহ অন্যান্য দেশের বাঙালি বসবাসকারী ব্যক্তিদের জন্য এই পোস্ট অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এখান থেকে ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। নিম্নে কিছু ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা উল্লেখ করা হলো।
হাজার প্রতিকূলতার মাঝেও সকলের জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ… ***সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, 🕋ঈদ মোবারক।
আসছে ঈদ চলছে গাড়ি,,,,, ঈদের দাওয়াত আমার বাড়ি। হিমে ঈদের দাওয়াত অগ্রীম আসবে কিন্তু ঈদের দিন,,,,, 🕋ঈদুল ফিতরের শুভেচ্ছা।
🕌সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা,,…ঈদ বয়ে আনুক সবার জীবনে অসীম সুখ ও আনন্দ…. সবাইকে ঈদ মোবারক।
– জীবনের প্রতিটা সময় শুভ হোক, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা
– সব কষ্ট ভুলে যাও আপনজনের খুশিতে -ঈদ মোবারক
– কিছু অনুভূতি মনের মধ্যে থেকে যায়, শুধু একটি দিন সব ভুলিয়ে দেয় ঈদ মোবারক
– আজ পড়েছে চাঁদের নজর তাই পেলাম ঈদের খবর – সবাইকে ঈদের শুভেচ্ছা
– খুশির ঈদে ঘুচে যাক সব গ্লানি – ঈদ মোবারক
– আল্লাহর রহমত সবার জীবনকে আনন্দময় করে তুলুক, শুভ ঈদ উল ফিতর 2023
– শুভ ঈদ উল ফিতর 2023! এই ঈদ আমাদের জীবনে অনেক আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনুক
– আপনার জীবন সেবাইয়ানের মতো মধুর হোক শুভ মিঠি ঈদ
– আজ আপনার প্রিয়জনদের সঙ্গে একটি আনন্দময় এবং স্মরণীয় ঈদ কাটান, অনেক শুভেচ্ছা
ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস
ঈদ সকলের জন্য অনেক বেশি আনন্দদায়ক। এবং সকল ব্যক্তির জন্য আনন্দ বয়ে আনে। একাকি ঈদ আনন্দ থেকে সবার মাঝে ঈদ কাটানোর অন্যরকম এক প্রশান্তি পাওয়া যায়। তাই যারা পরিবার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের উদ্দেশ্য করে ফেসবুকে ঈদ মোবারক স্ট্যাটাস দিতে চান। তারা চাইলে আমাদের এই পোস্ট থেকে সুন্দর কিছু ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করতে পারেন। নিম্নে সুন্দর কিছু ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস উল্লেখ করা হলো।
ঈদের সালাম হাজার সালাম,,,,, সবার সুখের তরে”” ঈদের খুশি পরান পুষি…. থাকুক পরান ভরে।
ঈদের নামাজঃঃ দুখের সমাজ,,,,,,, নেই ভেদাভেদ কোনো, দুখ ভুলিতে রংতুলিতে…. সুখের হাসি বুনো,,,,,।
টানবো বুকে পরম সুখে….। ধনী-গরীব সবি তাদের তরে পরান ভরে,, লিখে হব কবি,,,,,,।
রঙ লেগেছে মনে মধুর এই খনে,
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে ।
ঈদের চাঁদ উঠেছিল আকাশে সালামি পাইনি বিকাশে!
ডাবের বিতর মিস্টি পানিতেতুল হইলো টক
বন্ধু তোমায় জানাই আমি ঈদ মোবারক
আসছে ঈদ চলছে গাড়ি বন্দু তুমি দাওয়াত দিলেজাইতাম তুমার বাড়ি!
ঈদ মানে হাসি
ঈদ মানে খুশি
ঈদ মানে বন্ধু তোকে
অনেক ভালবাসি
”ঈদ মোবারক”
বন্ধু তুমি অনেক দূরে,
তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
“ঈদ মোবারক”
ঈদুল ফিতরের শুভেচ্ছা মেসেজ
পরিবার, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব প্রেমিক-প্রেমিকা সকলের জন্য ঈদের আনন্দ একই। তবে এই ঈদ আনন্দ কে সবার মাঝে ছড়িয়ে দিতে শুভেচ্ছা মেসেজের বিকল্প কিছু নেই। এ শুভেচ্ছা মেসেজ খুব সহজেই একে অপরের মাঝে পাঠানো সম্ভব হয় এবং খুব সহজেই অন্যকে খুশি করা সম্ভব হয়। আর এই ঈদের উৎসব সকল মুসলিমদের জন্য খুবই আনন্দমুখর। তাই এই ঈদ আনন্দ কে আরও বেশি উৎসবমুখর করতে একে অপরকে শুভেচ্ছা মেসেজ পাঠিয়ে দিন। আর এই শুভেচ্ছা মেসেজ পাঠাতে আমাদের এখান থেকে সুন্দর কিছু ঈদুল ফিতরের শুভেচ্ছা মেসেজ সংগ্রহ করুন।
ইলিশ মাছের ৩০ কাটা,বোয়াল মাছের দাড়ি. এপ্রিল এর ২২ তারিখ,এস আমার বাড়ি.ছেলে হলে পাঞ্জাবি,মেয়ে হলে শাড়িকরবো বোরন বন্ধু তোমায়,আসবে আমার বাড়ি.ঈদ মোবারাক ২০২৩ !!
আপনাকে এবং আপনার প্রিয়জনকে অগ্রিম ঈদ মোবারক শুভেচ্ছা! এই রমজান মৌসুমে সর্বশক্তিমান আমাদের আশীর্বাদ করুন এবং আমাদের সমৃদ্ধির দিকে নিয়ে যান।
আমার সকল প্রিয় বন্ধু ও পরিবারের সদস্যদের অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ আমাদের জীবনে জ্ঞান, শান্তি ও সমৃদ্ধি দান করুন। আমীন।
শেষ হতে চলেছে পবিত্র রমজান মাস। আমি আশা করি যে আমরা সবাই রমজান মাসে আমাদের অর্জিত জ্ঞানের অমূল্য রত্নগুলিকে বাস্তবে প্রয়োগ করব। আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক।
আমার সকল বন্ধু ও পরিবারকে অগ্রিম ঈদ মোবারক। হাসি, ভাল খাবার, এবং আনন্দের মুহূর্তগুলি ভাগ করে নিয়ে একটি সুন্দর ঈদ কাটুক সেই আশা করি।
– যে আল্লাহর উপর ভরসা করে, তিনি তার জন্য যথেষ্ট, নিশ্চয়ই আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেন – আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ নির্ধারণ করে রেখেছেন
– আল্লাহ কোন আত্মাকে তার বহন ক্ষমতার বেশি বোঝা দেন না
– যা সুন্দর তাই করুন, আল্লাহ তাদের ভালবাসেন যারা সুন্দর কাজ করে
– আল্লাহ সকল গুনাহ মাফ করে দেন, নিঃসন্দেহে তিনিই ক্ষমাশীল, পরম করুণাময়
– আপনার ভাগ্য তার ভালবাসার কালি দিয়ে লেখা হয়েছে এবং তার করুণার দ্বারা শিলমোহর করা হয়েছে তাই ভয় পাবেন না, ভরসা রাখুন এবং তার আদেশের উপর আস্থা রাখুন
ঈদ মোবারক ক্যাপশন
বর্তমান সময়ে কোন বিশেষ দিন আসলেই সবার মনে একটা প্রশ্ন আসে যে কিভাবে অন্যকে শুভেচ্ছা মেসেজ বা সারপ্রাইজ দেওয়া যায়। তেমনি ঈদ আসলে সবার মনে একটা প্রশ্ন আসে কিভাবে ও কি মেসেজ দিয়ে এবং কি ক্যাপশন দিয়ে অন্যকে ঈদের বার্তা পাঠানো যায়। অতঃপর তাদের কথা চিন্তা করে আমরা সুন্দর কিছু ঈদ মোবারক ক্যাপশন উল্লেখ করেছি। এই ক্যাপশন গুলো ব্যবহার করে খুব সহজেই অন্যের মনে ভালো লাগা সৃষ্টি করা সহজতর হবে । তাই আপনি যদি এই ঈদ উপলক্ষে আপনার প্রিয়জন এবং পরিবারকে সামাজিক মাধ্যমে ঈদ মোবারক ক্যাপশন দিতে চান। তাহলে এখান থেকে কিছু ঈদ মোবারক ক্যাপশন সংগ্রহ করুন।
এই ঈদ নবরূপ রাঙিয়ে দিকতোমার প্রতিটি মুহূর্ত,
সুন্দর সমৃদ্ধ হোক ,আগামীর দিনগুলো।
ঈদ মোবারক !
নীল আকাশের খামে ভরে,
সাদা মেঘের কাগজে করে,রঃধনুর রঙে লিখে
,দখিনা বাতাস কে দিয়েআমার মনের কথা পাঠালাম।
ঈদ মোবারক , My Friend !!
ঈদে যদি কর দাওয়াত !ভুলে যাব শত আঘাত !
সাত সমুদ্র দেবো পাড়ি !হোক না আমার যতই দেরি !
তবু যাবো তোমার বাড়ি !! ঈদ মুবারক !!
নতুন পোশাক পরে নিও!বেশি করে ঈদ নিও.
সেমাই খেও পেট ভরে,গুড়ো ফের মন ভরে.
ঈদ মোবারাক বলো,সবাইকে প্রান খুলে!
ঈদ মোবারক !!
শেষ কথা
আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট এখানে শেষ করছি। সম্পূর্ণ চেষ্টা করেছি সুন্দর কিছু ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তবে যারা এই পোস্ট সম্পূর্ণ পড়ে নিয়েছেন। আশা করা যায় তারা এখান থেকে সুন্দর কিছু ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা, ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন ২০২৩ সংগ্রহ করতে পারবেন। অতএব এই পোস্ট আপনার নিকট আত্মীয়র মাঝে শেয়ার করে আনন্দ ছড়িয়ে দিন। ধন্যবাদ