রোজার ঈদ কবে 2023? কাতার, ওমান, বাহরাইন, মালদ্বীপ, পাকিস্তান, ভারত

রোজা প্রায় শেষের দিকে। সকল দেশেই ঈদের জন্য চাঁদ দেখা হচ্ছে। কারণ আকাশে ঈদের চাঁদ না দেখা যাওয়া পর্যন্ত রমজান মাস চলতে থাকবে। এই আজ কালের মধ্যে আকাশে ঈদের চাঁদ দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে। রোজার ঈদ কবে? কাতার, ওমান, বাহরাইন, মালদ্বীপ, পাকিস্তান, ভারত কখন ঈদের চাঁদ দেখা যাবে তা এখানে শেয়ার করা হয়েছে। তাই আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। 

আজকে চাঁদ উঠেছে কি?

বাংলাদেশে, ভারত, পাকিস্তান ও সৌদি আরবের বড় বড় ইসলামিক সংস্থা গুলো নিজ নিজ দেশের আকাশের চাঁদ দেখা শুরু করেছে। বর্তমান সময়ে আকাশের আবহাওয়ার কারণে স্পষ্ট ভাবে চাঁদ পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে না। তবে সকল দেশের ইসলামিক ফাউন্ডেশন নোটিশ দিয়েছে যে আজকে কিছু কিছু মুসলিম দেশে চাঁদ উঠার সম্ভাবনা রয়েছে। তাই তাদের ২৯ টি রোজা হবে এবং সেখানে আগামী কাল ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত আকাশে চাঁদ দেখা যাচ্ছে না। তাই আপনারা সব সব সময় আকাশের দিকে লক্ষ্য রাখুন। যদি আজ চাঁদ উঠে তাহলে রাত ১০ তার মধ্যেই দেখতে পাওয়া যাবে এবং তাহলে আগামী কাল ঈদ হবে। 

রোজার ঈদ কবে কাতার

কাতার সরকার তাদের ইসলামিক ফাউন্ডেশন কে চাঁদ দেখার জন্য ঘোষণা দিয়েছে। তারা নির্ভুল ভাবে চাঁদ পর্যবেক্ষন করতেছেন। তারা জানিয়েছে, কিছু কিছু সময় রাত ৮ টা বা  তার দিকে চাঁদ দেখা পাওয়া যায় না। অনেক সময় আকাশ সম্পূর্ণ ভাবে পরিষ্কার থাকে না। এজন্য তারা নোটিশ জারি করেছে রাত ৯ তা থেকে ১১ তা পর্যন্ত অপেক্ষা করার জন্য। যদি এই সময়ের মধ্যে আজকে চাঁদ দেখা যায় তাহলে আগামী কাল কাতার ঈদ হবে। অনাথায় ৩০ টি রোজা হবে এবং ঈদ তার পরের দিন অনুষ্ঠিত হবে। 

ওমান রোজার ঈদ কবে

ওমান এটি একটি মুসলিম দেশ। এই দেশের জনগণ আজকে চাঁদ দেখার জন্য অধির আগ্রহে বসে আসেন। কিন্তু এখনো আকাশে ইয়াদের চাদের দেখা মেলেনি। এজন্য ওমান বাসিদের রাত ১১ তা পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। এছাড়া আজকে যদি চাঁদ না উঠে তাহলে ৩০ টি রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ঈদ পরশু দিন হবে বলে ওমান ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা দিয়েছে। 

রোজার ঈদ কবে বাহরাইন

বাহরাইন এটি একটি মুলিম দেশ। এখানে সকল মুসলিম চাঁদ দেখার উপর নির্ভর করতেছে। এর কারণ যদি আকাশে আজকের ঈদের চাঁদ দেখা যায় তাহলে তারা আগামী কাল কে ঈদ পালন করবেন। তাদের ২৯ টি রোজা পালনের মাধ্যমে ঈদের আনন্দ উপভোগ করবে। কিন্তু এখনো আকাশে চাঁদের দেখা মেলেনি, তাই তাদের ইসলামিক সংস্থা গুলো আরও কিছু সময় পর চাঁদ উঠার ব্যাপারে ঘোষণা দিবে। তাই যারা বাহরাইন দেশে অবস্থান করতেছেন তারা রাত ১০ টা থেকে ১১ টা পর্যন্ত অপেক্ষা করতে বলেছে। 

মালদ্বীপ রোজার ঈদ কবে

মালদ্বীপ রোজা ২৯ টি হবে নাকি ৩০ টি হবে এখনো জানা যায়নি। তারা এখনো আকাশে ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করতেছে। তারা জানিয়েছে অল্প কিচ্ছুক্ষণ সময়ের মধ্যে আকাশের চাঁদ দেখার ব্যাপারে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে দিয়ে। 

রোজার ঈদ কবে পাকিস্তান

পাকিস্তানে এখনো ঈদের চাদের দেখা মেলেনি। এ বছর এই দেশে ৩০ টি রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে। তা আজকে আকাশে চাদের দেখা নাও মিলতে পারে। যদি আজকে পাকিস্তানে চাঁদ উঠে তাহলে আগামী কাল ঈদ হবে। তা নাহলে এই দেশে ৩০ টি রোজা হওয়ার পর পরশু দিন ঈদ হবে বলে জানিয়েছে তাদের ইসলামিক ফাউন্ডেশন। 

ভারত রোজার ঈদ কবে

ভারত সরকার তাদের চাঁদ দেখা কমিটি গুলো কে আজ থেকেই আকাশে চাদের পর্যবেক্ষনের ঘোষণা দিয়েছে। তারা ইতোমধ্যে চাঁদ দেখা আরম্ভ করেছে। এখন পর্যন্ত ভারতের আকাশে চাঁদ উঠেনি। তবে আজ রাত ১০ টা থেকে ১১ টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি আজকে চাদের দেখা না মেলে তাহলে আগামী কাল অবশ্যই ভারতে চাঁদ দেখা যাবে। তখন ৩০ টি রোজা হবে। 

শেষ কথা

আকাশে এখন পর্যন্ত সম্পূর্ণ ভাবে চাদের দেখা মেলেনি। তাই চাঁদ দেখার জন্য আপনাদের কে আরও কিছু  সময় অপেক্ষা করতে হবে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশ আগামী কাল চাঁদ উঠার সম্ভাবনা রয়েছে। তাই সেখানে ২২ শে এপ্রিল ঈদ হতে পারে। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই পোস্ট থেকে রোজার ঈদ কবে এবং কাতার, ওমান, বাহরাইন, মালদ্বীপ, পাকিস্তান, ভারত কখন ঈদের চাঁদ দেখা যাবে তা জানতে পেরেছেন। 

আরও দেখুনঃ 

সৌদি আরবে ঈদুল ফিতর ২০২৩ কত তারিখে – রোজার ঈদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *