ঈদ মোবারক ২০২৩ শুভেচ্ছা, মেসেজ, স্ট্যাটাস ও বার্তা

পবিত্র রমজান মাসের শেষের দিন চলছে।  আর একদিন পরেই আসছে খুশির দিন পবিত্র ঈদুল ফিতর।  এই খুশির দিনটি পুরো বিশ্ব জুড়েই পালিত হবে। পুরো বিশ্বের মানুষের মনে আনন্দের ছাপ লেগে থাকবে। পুরো বিশ্ব হয়ে উঠবে উৎসবমুখর একটি দিনে।  দীর্ঘ এক মাস রোজা রাখার পর রোজার শেষ লগ্নে পবিত্র ঈদুল ফিতর পালিত হয় সকল মুসলিম দেশগুলোতে। এই ঈদের দিন এগুলোতে প্রত্যেক মুসলমান অনেক বেশি আনন্দ করে থাকে।  সকলে এই দিনে বিশেষ খাবার রান্না করে অনেক আনন্দ উপভোগ করে থাকে।  সেমাই, পায়েস,  খুরমা ও কিমামি সেবাইয়ানের মতো মিষ্টি খাবার তৈরি করা হয়।  আজকের আলোচনার মূল বিষয় ঈদ মোবারক ২০২৩ শুভেচ্ছা, মেসেজ, স্ট্যাটাস ও বার্তা নিয়ে।

সেই সাথে কিছু লোক এই ঈদকে আরো আনন্দময় করতে সবাইকে এসব খাবারের পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকে। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি একে অপরকে ঈদ মোবারক মেসেজ, এসএমএস বার্তা পাঠিয়ে থাকে।  এই ঈদ মোবারক ২০২৩ শুভেচ্ছা, মেসেজ, স্ট্যাটাস ও বার্তা  কাউকে প্রেরণ করার মাঝে ঈদ আনন্দ অনেকটাই আনন্দের এবং উল্লাসের হয়ে থাকে। 

ঈদ মোবারক ২০২৩

এই ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এখান থেকে কিছু ঈদ মোবারক ২০২৩ শুভেচ্ছা, মেসেজ, স্ট্যাটাস ও বার্তা  সংগ্রহ করুন।  একটু নিচে প্রবেশ করলেই দেখতে পারবেন ঈদ মোবারক শুভেচ্ছা মেসেজ, ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদ মোবারক বার্তা ইত্যাদি। 

বাংলাদেশের সহ পুরো বিশ্বে এই পবিত্র ঈদুল ফিতর পালিত হয়।  আজ ২১ এপ্রিল সৌদি আরবে সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।  অতএব  বাংলাদেশে ঈদ অনুষ্ঠিত হবে সৌদি আরবে ঈদ পালিত হবার একদিন পর, অর্থাৎ ২২ এপ্রিল শনিবার বাংলাদেশ ঈদুল ফিতর পালিত হবে।  তাই এই ঈদকে সবার মাঝে ছড়াতে ঈদ মোবারক বার্তা সবাইকে পাঠিয়ে দিন।  একটু নিচে প্রবেশ করে ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা সংগ্রহ করে নিন।

┏╮/╱🌺🌿
🌺🌈•••⊰❂⊱
╱/ ╰┛রঙ লেগেছে মনে।
মধুর এই ক্ষণে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
ঈদ মোবারাক─༅༎•🌺🌸༅༎•─

ভোর হলো দোর খুল,
চোখ মেলে দেখরে।
রোযা শেষ রোযা শেষ
ঈদ চলে এল রে।
নতুন জামা পড়বো রে
হাসি খুশি থাকবো রে।
ঈদ চলে এল সবার দুয়ারে।
শুভেচ্ছা রইলো সবাইকে,
ঈদ মোবারাক─༅༎•🌺🌸༅༎•─

┏╮/╱🌺🌿
🌺🌈•••⊰❂⊱
╱/ ╰┛ফুল সুবাস দেয়,
দৃষ্টি মন চুরি করে
খুশি আমাদের হাসায়
দুঃখ আমাদের কাঁদায়
আর আমার এই এসএমএস
তোমাকে ঈদের শুভেচ্ছা জানায় । ঈদ মোবারাক-!!-🍒🐰🌈

ঈদ মোবারক শুভেচ্ছা

এই পবিত্র ঈদুল ফিতরের সময় বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন পরিবার সবাইকে ঈদের শুভেচ্ছা জানানো যায়। তাই সকলে এই ঈদকে কেন্দ্র করে শুভেচ্ছা বার্তা শুভেচ্ছা মেসেজ পেরণ করে থাকে একে অপরকে। তবে কিছু লোক রয়েছে যারা তার পরিবারবর্গদের সাথে বন্ধুদের সাথে কখনো দেখা করতে পারে না। শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে থাকে। আর ঠিক তাদের জন্যই আমরা এখানে ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা ও ঈদ মোবারক শুভেচ্ছা মেসেজ উপস্থাপন করেছি। তারা এই পোস্ট সম্পূর্ণ পড়বেন  এবং এখান থেকে ঈদ মোবারক শুভেচ্ছা অবশ্যই সংগ্রহ করে নেবেন। 

ফুলের মতো হাসতে থাকো,
তুমি ভুলে যাও পৃথিবীর সব দুঃখ,
চারিদিকে ছড়িয়ে দাও সুখের গান,
এই আশা নিয়েই আপনাকে ইদ মোবারক। শুভ ইদ!

চাঁদের আলো গোপনে তোমায় স্পর্শ করুক,
ধীরে ধীরে এই বাতাস তোমায় কিছু বলে যাক,
তুমি মন থেকে যা চাও, ঈশ্বর তাই দিক।
আমি প্রার্থনা করব যে,সেই আশা পূর্ণ হোক।
ইদ মোবারক ২০২৩!

প্রতিটি সুখ তোমার কাছে আসুক,
সমস্ত দুঃখ এবং বেদনা তোমার কাছ থেকে দূরে চলে যাক,
এই ইদে আমার প্রার্থনা, তোমার জীবনে সুখ বর্ষণ হোক
ইদ মোবারক ২০২৩!

ঈদ মোবারক মেসেজ

 পবিত্র ঈদুল ফিতরের আনন্দে ধনী-গরিব সকল ভেদাভেদ ভুলে সকলে মিলে মিশে ঈদ আনন্দ করে থাকে। এই একসাথে ঈদ আনন্দ করার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে।  অনেকে নতুন জামা কাপড় পড়ে উৎসবে মেতে ওঠে, ছোট বাচ্চাদেরকে ঈদের সালামি দেওয়া, বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনদেরকে ছোট ছোট উপহার দেওয়া ইত্যাদির মাধ্যমে ঈদ আনন্দ সরিয়ে দেওয়া সম্ভব হয়। আর এই আনন্দকে আরো বেশি উৎসবমুখর কর এসব ছোট ছোট উপহারের পাশাপাশি ঈদ মোবারক মেসেজ পাঠিয়ে দিন। যেটি আপনাকে ঈদ আনন্দ অনেকাংশে বাড়িয়ে দিবে।  

ডাবের বিতর মিস্টি পানিতেতুল হইলো টক
বন্ধু তোমায় জানাই আমি ঈদ মোবারক
আসছে ঈদ চলছে গাড়ি বন্দু তুমি দাওয়াত দিলেজাইতাম তুমার বাড়ি!

তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।

শেষ হলো রোজার মাস এসো সবাই
আজ খুশির যোয়ারে চলো ভেসে যাই,
সুরমা অতরে নতুন বেশ ধরে
হারিয়ে যাবো মোরা আনন্দের সীমানায়,
#### eid mubarak #####

ঈদ মানে হাসি
ঈদ মানে খুশি
ঈদ মানে বন্ধু তোকে
অনেক ভালবাসি
”ঈদ মোবারক”

ঈদ শুভেচ্ছা রাশি রাশি,
মন রেখো হাসি-খুশি!
গোস্ত খেও বেশি বেশি!
Miss করোনা মুরগি-খাসি!
দাওয়াত রইল আমার বাড়ি,
চলে এসো তাড়াতাড়ি।
”ঈদ মোবারাক”

ঈদ মোবারক স্ট্যাটাস 

সবার মাঝে ঈদুল ফিতরে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সবার জন্য মঙ্গল কামনা করা হয়ে থাকে।  তাই সকলের জীবনের প্রতিটা সময় শুভ হোক, সবাই সবাইকে জানায় ঈদের শুভেচ্ছা মেসেজ ও শুভেচ্ছা স্ট্যাটাস।  মানুষের জীবনে কষ্টের আড়ালে থাকে সুখের রাশি, তাই যারা পরিবার বন্ধুবান্ধব স্বজনদের এসব দুঃখ কষ্ট ভুলিয়ে রাখতে, ঈদের আনন্দটা বিশদভাবে ছড়িয়ে দিতে এখান থেকে কিছু ঈদ মোবারক স্ট্যাটাস সংগ্রহ করে নিন। নিম্নে কিছু ঈদ মোবারক স্ট্যাটাস উল্লেখ করা হলো।

ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে।

বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,

ঈদের নামাজ হবে ঈদের মাঠে
মুখরিত হবে মাঠ তাকবীর পাঠে
সকলের চোখে মুখে হাসি খুশির ঝলক
কোলাকুলি করে বলবে ঈদ মোবারক
***** শুভ ঈদ মোবারক ******

কোন ফুল দিয়ে নয়,
কোন মালা দিয়ে নয়।
চোখের পানি দিয়ে নয়,
কোন গানের সুর দিয়ে নয়।
শুধু হৃদয়ের গভীর অনুভূতি দিয়ে জানাই,
ঈদের শুভেচ্ছা।

আকাশ আলো করে চাঁদ এসেছে
ঈদের মাহফিল দেখো জমে উঠেছে
দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া সব পাড়াতে
চলবে ঈদের উৎসব আজকে রাতে
*** ঈদ মোবারক **

ঈদ মোবারক বার্তা

মুসলমানের জন্য এই ঈদ মোবারক বার্তাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আনন্দময় শুভেচ্ছা বার্তা। এসব বার্তা দিয়ে একজন মানুষের মনে ভালো লাগার সৃষ্টি করা যায়, ভালবাসা তৈরি করা যায়। এছাড়াও এই আনন্দকে আরো বেশি উৎসব এবং আনন্দময় করে তুলা যায়। বাংলাদেশের মানুষ সহ বিশ্বে সকল মানুষ এই ঈদ মোবারক কে কেন্দ্র করে ঈদ মোবারক বার্তা সকলকে প্রেরণ করে থাকে।  

আমরা যারা পরিবার বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে বসবাস করি, তাদেরকে নিয়ে আমরা ঈদ আনন্দ করতে চাই। আর তাদেরকেই আমরা ঈদ মোবারক বার্তা পাঠিয়ে এই ঈদের আনন্দটা আরো বেশি উৎসবমুখর করতে চাই। তাই সবাইকে ঈদ মোবারক বার্তা পাঠিয়ে দিন এবং এই পোস্ট থেকে কিছু ঈদ মোবারক বার্তা সংগ্রহ করে নিন।

এই এসএমএস, যার কাছে যাবি, যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি, লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি, আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক।

তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে, দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে। অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ, এই কামনায় ঈদ মোবারক।

আকাশের নীল দিয়ে, সাগরের গভীরত দিয়ে, হৃদয়ের সবটুকু ভালোবাসা ‍দিয়ে তুমাকে জানাই ঈদের অগ্রীম শুভেচ্ছা। *** ঈদ মোবারক। ***

রঙ লেগেছে মনে। মধুর এই খনে। তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে। *** ঈদ মোবারক। ***

আপনার ও আপনার পরিবারের জন্য একটি আনন্দদায়ক এবং আনন্দময় ঈদের শুভেচ্ছা রইলো। “ঈদ মোবারক”

সোনালি সকাল, রোদেলা দুপুর,
পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত।
সব রঙ্গে রাঙ্গিয়ে থাক
আপনার সারাটি বছর, সারাটি জীবন।
এই কামনায় “ঈদ মোবারাক”

এই ঈদ নবরূপ রাঙিয়ে দিকতোমার প্রতিটি মুহূর্ত,
সুন্দর সমৃদ্ধ হোক ,আগামীর দিনগুলো।
ঈদ মোবারক !

ঈদের ফেসবুক শুভেচ্ছা স্ট্যাটাস

মহান আল্লাহর নির্দেশে পবিত্র রমজান মাসের পর পবিত্র ঈদুল ফিতর এসে উপস্থিত হয় সবার মাঝে। পবিত্র ঈদুল ফিতর অর্থাৎ ঈদ মানেই আনন্দ। সবার মাঝে আনন্দ দিতেই এ পবিত্র ঈদুল ফিতরের আগমন ঘটে।  প্রত্যেক মুসলমান ঐ আনন্দিত হয় যখন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পশ্চিম আকাশে চাঁদ দেখা যায়। 

তাই প্রত্যেক ব্যক্তি নিজ অবস্থান থেকে ব্যক্তিগতভাবে ঈদকে আরো বেশি আনন্দময় করতে বন্ধু-বান্ধব পরিবার আত্মীয়-স্বজন সবার মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকে।  আপনারা যারা এসব শুভেচ্ছা বিনিময় করতে চাচ্ছেন। অর্থাৎ ফেসবুকের মাধ্যমে শুভেচ্ছা স্ট্যাটাস দিতে চাচ্ছেন, তাদের জন্য আজকে সুন্দর কিছু ঈদের ফেসবুক শুভেচ্ছা স্ট্যাটাস সংগ্রহ করেছি। 

কার মনে কি আছে কে আর জানে
আল্লাহ তাআলা সবার মনের কথা জানে
ঈদগাঁওতে মসজিদে মাঠে ময়দানে
ঈদের নামাজ পড়ব সবাই এক মনে প্রাণে
***** Eid Mubarak *****

অগ্রিম ঈদ মোবারক ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ।
বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দাঁড়িয়ে।
”ঈদ মোবারক”

গরীব ধনী সবার জন্য আজকের এই ঈদ
ছোট বড়ো সবার মাঝে ছড়িয়ে পড়ুক প্রীত
মিল মহববাত আসুক এই ঈদের দিনে
শত্রু থেকে বন্ধু হোক জনে জনে
আজকের দিনে মনের সব পাপ ধুয়ে যাক
******* Eid Mubarak******

বছর ঘুরে আজ ঈদ এলো আনন্দ উৎসবে ভরলো ভুবন
সকলকে জানাই ঈদ মোবারক ধন্য হোক সবার জীবন
***** Subho Eid *****

শেষ কথা

সবশেষে আপনাদেরকে প্রাণঢালা ঈদের শুভেচ্ছা জানাই।  সবার ঈদ অনেক বেশি আনন্দের এবং উৎসবমুখর হয়ে উঠুক।  এছাড়াও ফিতরের এই দিনে প্রতিটা সময় আনন্দে ভরে উঠুক। প্রত্যেক মুসলমানের মনে বয়ে আনুক  ঈদের প্রশান্তি।  অতঃপর আপনাদের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি ঈদ মোবারক ২০২৩ শুভেচ্ছা, মেসেজ, স্ট্যাটাস ও বার্তা উপস্থাপন করার জন্য। এই পোষ্ট সবার মাঝে শেয়ার করে ঈদ আনন্দ ছড়িয়ে ‍দিন। ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *