ঈদ উল ফিতর নামাজ পড়ার নিয়ম 2023

পবিত্র ঈদুল ফিতর বা ঈদুল আযহার আগমন ঘটলেই ঈদের দিন প্রত্যেক মুসলমানকেই ঈদের নামাজ আদায় করতে হয়। এই নামাজ আদায় করা নিয়ে নামাজের নিয়ম সম্পর্কে অনেকের সমস্যা হয়ে থাকে।  অর্থাৎ নামাজের নিয়ম অনেকেই ভুলে যায় দীর্ঘদিন নামাজ না পড়ার কারণে। আর এই ঈদের নামাজ নিয়ে বিভিন্ন আলেম ও চিন্তাবিদদের বিভিন্ন মতবাদ রয়েছে। যেমন হানাফী মাযহাব অনুসারে ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। আবার মালেকি ও শাফেয়ী মাযহাব অনুসারে ঈদের নামাজ আদায় করা সুন্নাতে মুয়াক্কাদাহ। আবার আবার অনেকের ধারণা করেন এই ঈদের নামাজ আদায় করা ফরজ ইবাদত।  আবার কারোর মতে ঈদের নামাজ আদায় করা ফরযে কেফায়া। তবে যাই হোক ঈদের নামাজ সব একই নিয়মে আদায় করা হয়ে থাকে। যারা ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম সম্পর্কে ভুলে গিয়েছেন। তারা আজকের এই পোস্ট সম্পূর্ণ পড়ে নেবেন।  আর আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে  ঈদ উল ফিতর নামাজ পড়ার নিয়ম 2023। 

এই পবিত্র ঈদুল ফিতর প্রতি বছর আরবি মাসের শাওয়াল মাসের ১ তারিখে পালিত হয়ে থাকে।  ২২ এপ্রিল শনিবার আরবি মাসের শাওয়াল মাসের ১ তারিখ অর্থাৎ এই দিনে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।  তবে ঈদের দিন প্রত্যেক মুসলমানকে ঈদের নামাজ আদায় করতে হয়।  বছরে ১ একবার এ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হয় বলে অনেকের নামাজ আদায় করতে বিভ্রান্তি সৃষ্টি হয়।  মোটকথা কিভাবে নামাজ পড়তে হয় সেই নিয়ম ভুলে যায়।  তাই এ পোস্টে ঈদ উল ফিতর নামাজ পড়ার নিয়ম 2023 বিস্তারিতভাবে উল্লেখ করেছি।

ঈদ উল ফিতর নামাজ পড়ার নিয়ম

ঈদের নামাজ সম্পর্কে সকলেই খুঁটিনাটি সকল নিয়ম জেনে থাকি।  তবে দীর্ঘদিন পর অর্থাৎ উপরো একটি বছর পর পবিত্র ঈদুল ফিতর উপস্থিত হওয়ার কারণে অনেকেই এই ঈদুল ফিতর নামাজের নিয়ম ভুলে যায়। শুদ্ধ করে নামাজ আদায় করতে পারে না অনেকেই। মোট কথা যারা ঈদের নামাজ আদায় করতে চান সঠিক এবং নির্ভুলভাবে।  তারা এই পোস্ট সম্পূর্ণ করলে পুরো নামাজ পড়ার নিয়ম জানতে পারবেন।  তাই সম্পূর্ণ পোস্ট করুন এবং ঈদুল ফিতরের পুরো নামাজের নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিন। যাতে পরবর্তীতে নামাজ আদায়ে কোনরকম সমস্যা না হয়। নিম্নে ঈদ উল ফিতর নামাজ পড়ার নিয়ম 2023 উল্লেখ করা হলো।

ঈদের নামাজের নিয়ম

পুরো বিশ্বের মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা।  আগামী ২০২৩ বা ২২ এপ্রিল শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হতে যাচ্ছে।  ঈদ মানেই আনন্দ, ঈদ মানে উৎসব।  এই ঈদের দিন সকলে  বিভিন্ন ভাবে ঈদ পালন করে থাকে।  আর এই ঈদ ঊল ফিতর অর্থ হচ্ছে রোজা ভাঙ্গা বা রোজা শেষ হওয়ার আনন্দ। অনেকে ঈদের নামাজ ভুলে যাওয়ার কারণে অনলাইনে অনুসন্ধান করে যে কিভাবে ঈদের নামাজ পড়তে হয়। তাই নিম্নে আমরা ঈদের নামাজের নিয়ম বিস্তারিতভাবে বাংলাতে উপস্থাপন করেছি। নিচে গিয়ে নামাজের নিয়ম দেখে নিন।

নামাজের নিয়ম

যারা ঈদের নামাজের নিয়ম সম্পূর্ণ জানেন না। তারা নিচের দেওয়া তালিকা থেকে সম্পূর্ণ ঈদ উল ফিতরের নামাজের নিয়ম দেখে নিন।

  • প্রথমে ইমামের সঙ্গে তাকবীরে তাহরীমা আল্লাহু আকবার বলে হাত বাধা।
  • তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার পর সানা পাঠ করা।

সানাঃ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা। 

  • এরপর পরপরই অতিরিক্ত তিন তাকবীর দেওয়া। 
  • প্রথম তাকবীর থেকে দ্বিতীয় তাকবীর এর মাঝখানে তিন তাসবীহ পরিমাণ সময় নেওয়া।
  • প্রথম তাকবীর ও দ্বিতীয় তাকবীর দিয়ে উভয় হাত ছেড়ে দেওয়া।
  • তৃতীয় তাকবীর ‘আল্লাহু আকবার’ বলে উভয় হাত বেঁধে নেওয়া।
  • এরপর ‘আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলা। 
  • অবশেষে সূরা ফাতেহা পাঠ করা এবং যে কোন সূরা মিলিয়ে রুকু সিজদা সম্পূর্ণ  করে প্রথম রাকআত শেষ করা।

দ্বিতীয় রাকাত যেভাবে পড়বেনঃ

  • বিসমিল্লাহ বলে সূরা ফাতিহার সাথে যে কোন সূরা মিলানো।
  • এরপর রুকুতে যাওয়ার আগে তিন তাকবীর সম্পূর্ণ করা। 
  • প্রথম তাকবীর ও দ্বিতীয় তাকবীরে উভয় হাত ছেড়ে দেওয়া।
  • এরপর তৃতীয় তাকবীরে তাকবীরে তাহরীমা দিয়ে হাত বেঁধে নেওয়া অতঃপর রুকুতে যাওয়া।
  • তারপর সেজদা সম্পূর্ণ করে শেষ বৈঠকে  বসে , তাশাহুদ, দুরুদ শরীফ ও দোয়ায়ে মাসুরা পাঠ করা।
  • অতঃপর সালাম ফেরানোর দ্বারা দুই রাকাত ঈদের নামাজ শেষ করা।
  • অতঃপর নামাজ শেষে তাকবীর করা। উচ্চারণঃ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ্।
  • এরপর নামাজ সম্পূর্ণ করার পর ইমাম সাহেবের খুতবা দেওয়া।

ঈদ উল ফিতর নামাজের নিয়ত

প্রত্যেক নামাজেরই নিয়ত রয়েছে। নামাজ আদায় করার পূর্বে নিয়ত করা উচিত। তবে নামাজ পড়ার পূর্বে নিয়ত না করলেও নামাজ আদায় হয়ে যাবে। তবে প্রত্যেক ব্যক্তির নামাজ পড়ার পূর্বে যে কোন নামাজের নিয়ত জেনে রাখা উচিত। যারা ঈদুল ফিতর নামাজের নিয়ত জানতে চান তাদের জন্য নিচে ঈদুল ফিতর নামাজের নিয়ত বাংলা উচ্চারণ সহ দেওয়া হলো।

  • ঈদ উল ফিতর নামাজের নিয়তঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা আলা রাকয়াতাই ছালাতি ঈদিল ফিতরি মাআ ছিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তা আলা ইক্বতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

ঈদ উল ফিতরের তাকবীর

ঈদের নামাজের পূর্বে এবং আগে তাকবীর রয়েছে।  যেটা নামাজে যাওয়ার রাস্তায় মনে মনে যেতে যেতে পড়তে হয়।  এবং নামাজ শেষে তাকবীর বাড়ি আসার পথে মনে মনে পড়তে হয়।  এই তাকবীর টি অনেকেই জানেন না। তাই নিম্নে তাকবীর টি উল্লেখ করা হলো 

  • ঈদের তাকবীরঃআল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ্।

শেষ কথা

ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের এই পোস্ট এখানেই শেষ করছি।  প্রতি বছর ঈদ অনুষ্ঠিত হয়ে থাকে। যারা নামাজ আদায় করতে চান তাদের জন্য আজকের এই পোস্ট অনেক  গুরুত্বপূর্ণ। আমরা যথাযথ চেষ্টা করেছি সঠিক এবং নির্ভুল ঈদ উল ফিতর নামাজ পড়ার নিয়ম 2023 তুলে ধরার জন্য।  অতঃপর এই পোস্ট অন্যান্য ব্যক্তিদের মাঝে শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *